20/09/2025
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট ঘোষণা করেছে ২৪ দফা ইশতেহার।
ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ জানিয়েছেন, প্রতি মাসে ২টি করে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
📌 ঘোষিত দফাগুলোর মধ্যে রয়েছে:
মানসম্মত খাবারের নিশ্চয়তা, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংস্কার, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, লাইব্রেরি সম্প্রসারণ, চিকিৎসা আধুনিকীকরণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, অন-ক্যাম্পাস জব, পরিবহনব্যবস্থা উন্নয়ন, ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস এবং অপরাধ দমন।
এর আগে ডাকসু ও জাকসুতে শিবিরের ঐতিহাসিক বিজয়ের পর এবার রাকসুতেও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনায় এসেছে এই ইশতেহার।
অন্যদিকে ছাত্রদলের ভরাডুবি শিক্ষার্থীদের হতাশ করেছে।
🗳️ দীর্ঘ ১৭ বছর পর দেশের ক্যাম্পাসগুলোতে ফিরে এসেছে গণতন্ত্র ও নির্বাচন।
৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ছাত্রসমাজ বলছে— “বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে।”
👉 রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, এবং সেদিন সন্ধ্যায় ঘোষণা করা হবে ফলাফল।
📢 ভিডিওটি দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না।
#রাকসু_নির্বাচন #রাজশাহী_বিশ্ববিদ্যালয় #ছাত্রশিবির #সম্মিলিত_শিক্ষার্থী_জোট #২৪দফা_ইশতেহার #ডাকসু #জাকসু #শিবিরের_বিজয় #ছাত্রদলের_পরাজয় #বাংলাদেশ_রাজনীতি #হাসিনা_পতন #দ্বিতীয়_স্বাধীনতা #বাংলাদেশ_নির্বাচন #ক্যাম্পাস_নির্বাচন #ছাত্ররাজনীতি #বাংলাদেশ_গণতন্ত্র