ETC Bangla

ETC Bangla আপনার চোখ, আপনার কণ্ঠস্বর Tune in to ETC Bangla and immerse yourself in a world of engaging content, delivered in the language you love.

ETC Bangla is your vibrant and engaging window into the world of news, entertainment, and culture, brought to you by Megabyte Media, a company headquartered in Bangladesh and founded by the visionary S M Muntasir Mukit. As a premier Bengali language channel, we are dedicated to providing a rich and diverse viewing experience that resonates with the heart and soul of Bangladesh. Under the leadershi

p of S M Muntasir Mukit, Megabyte Media established ETC Bangla with a commitment to delivering high-quality content that informs, entertains, and celebrates the richness of Bengali language and culture. Our talented team of journalists, creative producers, and dynamic presenters work passionately to bring you a compelling mix of news, captivating entertainment programs, insightful cultural features, and much more. While rooted in the strong foundation of news reporting, ETC Bangla also shines a spotlight on the vibrant tapestry of Bengali entertainment. From engaging talk shows and exciting reality formats to captivating dramas and cultural showcases, we aim to offer a diverse range of programming that appeals to every member of the family. As a proud member of the Megabyte Media family, ETC Bangla is driven by the innovative spirit and commitment to excellence championed by its founder. We strive to be more than just a channel; we aim to be a companion in your daily life, reflecting the energy, creativity, and spirit of Bangladesh. Experience the best of news and entertainment, brought to you by Megabyte Media and the founding vision of S M Muntasir Mukit. ETC Bangla – your channel, your language, your world.

গত মৌসুমে বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের তলানিতে নেমে গিয়েছিল লেস্টার সিটি। শেষ পর্যন্ত প্...
16/07/2025

গত মৌসুমে বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের তলানিতে নেমে গিয়েছিল লেস্টার সিটি। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে লেস্টার নেমে যায় দ্বিতীয় স্তরের ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে। দলের দুর্দশার কারণে ২৭ জুন কোচের দায়িত্ব ছাড়তে হয় রুদ ফন নিস্টলরয়কে।

নিস্টলরয়ের জায়গায় লেস্টারে নিয়োগ পেয়েছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক কোচ মার্তি সিফুয়ন্তেস। স্প্যানিশ এই কোচকে আগামী তিন বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার। সিফুয়েন্তেসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ লেস্টারকে আবার প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনা।

এ নিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপে খেলতে হচ্ছে লেস্টারকে। এর আগে ২০২৪ সালে এনজো মারেসকার অধীনে দ্বিতীয় স্তরের (চ্যাম্পিয়নশিপ) শিরোপা জিতে প্রিমিয়ার লিগে উঠে এসেছিল লেস্টার। যদিও সে জায়গা ধরে রাখতে পারেনি তারা। পরের মৌসুমেই আবার অবনমিত হয়ে গেছে দলটি।

আরও পড়ুন
বরখাস্ত হলেন হামজাদের কোচ
২৭ জুন ২০২৫
বরখাস্ত হলেন হামজাদের কোচ
বারবার কোচ বদলের ধারায় সিফুয়েন্তেসের চাকরি শেষ পর্যন্ত কত দিন টিকবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁকেসহ গত দুই বছরে ৬ জন স্থায়ী কোচ নিয়োগ দিয়েছে ক্লাবটি। এখন শঙ্কা দূর করে সিফুয়েন্তেস শেষ পর্যন্ত থিতু হতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।

লেস্টারের প্রত্যাশা স্প্যানিশ কোচ সিফুয়েন্তেস ক্লাবে ‘আধুনিক ও অগ্রসরমান ফুটবল দর্শন’ নিয়ে আসবেন। ক্লাবের চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা বলেছেন, ‘সিফুয়েন্তেস ক্লাবের জন্য দারুণভাবে উপযুক্ত একজন কোচ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাকে ক্লাবে আনা আমাদের ভবিষ্যতে সেই সাফল্য গড়তে সাহায্য করবে, যা আমরা সবাই চাই।’

লেস্টার সিটির খেলোয়াড় হলেও হামজা অবশ্য অনেকটা সময় ধারে খেলেই কাটিয়েছেন। চলতি বছরের ২৭ জানুয়ারি ধারের চুক্তিতে শেফিল্ডে যান তিনি। এরপর ক্লাবটির হয়ে সব মিলিয়ে ১৬ ম্যাচ খেলেছেন বাংলাদেশ মিডফিল্ডার। ২৯ জুন ধারের চুক্তির মেয়াদ শেষ করে আবারও লেস্টারের ফিরেছেন হামজা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত-পাকিস্তানসহ পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের জন্য উপহার হিসেবে আম...
16/07/2025

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত-পাকিস্তানসহ পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের জন্য উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে।

ফ্লাইট শিডিউলের ওপর নির্ভর করে কয়েক দিনের মধ্যে এসব উপহার পৌঁছানো সম্পন্ন হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে আম পাঠানো হবে। আগামী কয়েক দিনের মধ্যে পৌঁছানো হবে (যা ফ্লাইটের ওপর নির্ভর করবে) এসব আম।

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার- ব্যালন ডি’অর। আগামী ২২ সেপ্টেম্বর জানা যাবে, কে পাচ্ছেন বহুল আকাঙ্ক্ষিত...
16/07/2025

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার- ব্যালন ডি’অর। আগামী ২২ সেপ্টেম্বর জানা যাবে, কে পাচ্ছেন বহুল আকাঙ্ক্ষিত পুরস্কারটি। তার আগে ৭ আগস্ট সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে, ফ্রান্স ফুটবল। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে একপেশে হারলেও দৌড়ে অবশ্য এগিয়ে আছেন উসমান দেম্বেলে। অন্যদিকে, ক্যারিয়ার সেরা মৌসুম পার করলেও দলগত অর্জনের হিসেবে পিছিয়ে পড়েছেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া।

পুরস্কারের বিবেচনায় থাকবে সবশেষ মৌসুম। তিনটি বিষয়ে দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব। ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় অর্জন আর ফেয়ার প্লে। প্রথমে ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে করা হয় ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। এরপর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশ থেকে একজন করে ফুটবল সাংবাদিক ১০ জনকে পয়েন্ট দিতে পারবেন। সর্বোচ্চ ১৫, এরপর ১২, ১০ কিংবা ৮ থেকে ১ পর্যন্ত করা যাবে মার্কিং। তার ওপর ভিত্তি করে বের করা হয় বিজয়ী। শীর্ষে থাকা একাধিক ফুটবলারের পয়েন্ট হলে সমান সর্বোচ্চ ১৫ পয়েন্ট পাওয়া সংখ্যাকে নেয়া হয় বিবেচনায়।

এ তো গেল বিজয়ী নির্ধারণের হিসেব-নিকেশ। এবার আসা যাক সম্ভাব্য বিজয়ীর তালিকায়।

ফিফার নতুন সংস্করণে হওয়া ক্লাব বিশ্বকাপের ফাইনালে হারলেও ফেবারিটের তালিকায় আছেন উসমান দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল আর ১৪ অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ৪ ট্রফি, অন্যটায় দলকে তুলেছেন ফাইনালের মঞ্চে।

আপাতত তাই দৌঁড়ে এগিয়ে ফ্রেঞ্চম্যান। ব্যক্তিগত নৈপুণ্য আর দলগত অর্জন- দুই হিসেবেই দেম্বেলের আশেপাশে কেউ নেই। তালিকার দুই নম্বরে চমক হিসেবে থাকছেন তারই সতীর্থ ভিতিনিয়া।


কদিন আগেও অতটা ফেবারিট ছিলেন না। তবে মৌসুমের শেষভাগে এসে তার পারফরম্যান্স আলাদা করে জন্ম দিয়েছে আলোচনার। পিএসজির হয়ে অর্জন তো সবই আছে দেম্বেলের সমান। বোনাস হিসেবে নেশন্স লিগ শিরোপা। এই মিডফিল্ডার সমীকরণ বদলে দিতে পারেন এবারের ব্যালন ডি’অরের।

তিনে আছেন মোহাম্মদ সালাহ। ২৯ গোল, ১৮ অ্যাসিস্ট। গোল করা আর করানোয় ৪৭ সংখ্যাটা ভেঙেছে ৩০ বছরের লিগ রেকর্ড। পেয়েছেন ইপিএলের গোল্ডেন বুট আর প্লে মেকারের স্বীকৃতি। ইউরোপের টপ ফাইভ লিগেও সালাহ এগিয়ে।

মৌসুমের শেষভাগে এসে কপাল পুড়েছে রাফিনিয়ার। ট্রেবল জেতা হয়নি, তবুও জাতীয় দল আর ক্লাবের হয়ে তার ৩৪ গোলের সাথে ২২ অ্যাসিস্ট। তবে এতকিছুর পরেও তার সামনে বাধা হয়ে দাঁড়াবে দলগত অর্জন। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা, বার্সেলোনা সুযোগ পায়নি ক্লাব বিশ্বকাপেও।

সুখবর এল বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হ...
16/07/2025

সুখবর এল বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। পরিবার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। নতুন অতিথিকে নিয়ে উচ্ছ্বসিত ‘সিড–কিয়ারা’ জুটি। যদিও এখনো পর্যন্ত দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম শুরু হয়েছিল ‘শেরশাহ’ ছবির সেটে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও পর্দার বাইরের সম্পর্কও ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। অনেক দিন চুপিচুপি প্রেম করার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমিরে রাজকীয় আয়োজনে চার হাত এক করেন তাঁরা। বলিউডের তারকা বিয়েগুলোর মধ্যে এটি অন্যতম আলোচিত ও জনপ্রিয় ছিল।

দাম্পত্য জীবনের এক বছর কাটতে না কাটতেই সন্তান আসার খবর দেন তাঁরা। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিসহ ‘নতুন সদস্য আসছে’—এমন একটি পোস্ট দিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তার পর থেকেই তাঁদের অনুরাগীদের অপেক্ষা শুরু হয়।
মঙ্গলবার রাতেই সেই প্রতীক্ষার অবসান ঘটে। জানা গেছে, কিয়ারার নরমাল ডেলিভারি হয়েছে। সন্তান জন্মের সময় হাসপাতালে ছিলেন কিয়ারার বাবা ও স্বামী সিদ্ধার্থ। পরিবারের সদস্যদের মুখে হাসি, চোখে আবেগ—সব মিলিয়ে নতুন জীবনকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন সবাই।
মাত্র কয়েক দিন আগেই তাঁদের একটি হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল। ছাতার নিচে কিয়ারাকে সাবধানে নিয়ে যাচ্ছিলেন সিদ্ধার্থ। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, সময় খুব কাছেই। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মনে করেছিলেন, যেকোনো সময় সুখবর আসতে পারে।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিয়ারা। মাতৃত্বকালে তিনি নিভৃতে, পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছেন। তবে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে তাঁর উচ্ছলতা, মাতৃত্বকে ঘিরে নানা মুহূর্তের ঝলক। এমনকি চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও তিনি লালগালিচায় হেঁটেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। গর্ভাবস্থার মাঝেও তাঁর স্টাইল ও উপস্থিতি নজর কেড়েছে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায়ও।

সিদ্ধার্থ মলহোত্রাও এই সময়টায় স্ত্রীকে সময় দিয়েছেন। মাঝেমধ্যে কিছু বিজ্ঞাপনচিত্র ও চিত্রনাট্যের কাজ থাকলেও নতুন অতিথিকে ঘিরেই ছিল সব প্রস্তুতি।
সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাট থেকে শুরু করে করণ জোহর, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নতুন মা–বাবাকে।
দুই থেকে তিন হলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তাঁদের জীবনের এই নতুন অধ্যায় যেন সুখ, ভালোবাসা ও আনন্দে ভরে ওঠে—এমনটাই প্রার্থনা ভক্তদের।

15/07/2025

'যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে কাজ করবে বিএনপি'

বার্লিনে লোলাপালুজার মঞ্চে জে-হোপকে দেখা গেছে গত রোববার। ইউরোপের অন্যতম বড় এই সংগীত উৎসবের শেষ দিনে অলিম্পিয়া স্টেডিয়ামে...
15/07/2025

বার্লিনে লোলাপালুজার মঞ্চে জে-হোপকে দেখা গেছে গত রোববার। ইউরোপের অন্যতম বড় এই সংগীত উৎসবের শেষ দিনে অলিম্পিয়া স্টেডিয়ামে আলো ছড়িয়েছেন তিনি।

মঞ্চে জে-হোপ, সামনে ৬০ হাজারের মতো শ্রোতা। তাঁকে শুনতে বিশ্বের নানা প্রান্ত থেকে বার্লিনে ছুটে এসেছেন তাঁরা। এক প্রতিবেদন দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, ফিনফিনে পাতলা শার্ট গায়ে মঞ্চে আবির্ভূত হন জে-হোপ। তাঁকে মঞ্চে পেয়ে স্টেডিয়ামভর্তি শ্রোতা করতালি দিতে থাকেন। ‘জে-হোপ’, ‘জে-হোপ’ চিৎকারে সরব হয়ে ওঠে স্টেডিয়াম।

ভক্তদের উদ্দেশে জে-হোপ বলেন, ‘তোমরা কি আজ রাতে গানে বুঁদ হওয়ার জন্য প্রস্তুত? তাহলে চলো শুরু করি!’ ‘হোয়াট ইফ’ ও ‘প্যান্ডোরা বক্স’ দিয়ে শুরু করেন পরিবেশনা। এরপর টানা ৯০ মিনিট মঞ্চ মাতিয়ে রাখেন জে-হোপ। ‘অন দ্য স্ট্রিট’,‘কিল ইন ইট গার্ল’, ‘ডায়নামাইট’, ‘বাটার’সহ ২১টির মতো গান পরিবেশন করেছেন তিনি।

লোলাপালুজা শিকাগোতে প্রথম গেয়েছেন জে–হোপ। তিন বছর পর বার্লিনের শ্রোতাদের সামনে এলেন। তিনি বলেন, ‘২০২২ সালে লোলাপালুজায় প্রথমবার অংশ নেওয়ার পর আজ বার্লিনে গাইতে পারাটা আমার জন্য খুবই আবেগের। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আমি তোমাদের ভালোবাসি।’

দক্ষিণ কোরিয়া থেকে ২৮ ফেব্রুয়ারি ‘হোপ অন দ্য স্টেজ’ শীর্ষক ওয়ার্ল্ড ট্যুর শুরু করেন জে-হোপ। এরপর যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ম্যাকাউ ও তাইওয়ানে কনসার্ট করেছেন। দক্ষিণ কোরিয়ার গোয়াং শহরের গোয়াং স্টেডিয়ামে সফরের শেষ কনসার্ট হয় ১৩ ও ১৪ জুন।

লোলাপালুজা বার্লিনে পরিবেশনার শেষ ভাগে বিশ্বজুড়ে থাকা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জে-হোপ বলেন, ‘এ বছরটা আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। বিশ্বজুড়ে সফর করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, হৃদয়ে অনেক কৃতজ্ঞতা জমেছে। তোমরা যারা এই যাত্রায় আমার সঙ্গী হয়েছ, আমি তোমাদের ভালোবাসি।’

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরেছেন বিটিএসের সব সদস্য। আগামী বছরই ব্যান্ডটি গানে ফিরছে। বিষয়টি নিয়ে জে-হোপের ভাষ্য, ‘এখন থেকে আবারও আমাদের টিমের (বিটিএস) সংগীতে মনোযোগ দিচ্ছি। আজকের পরিবেশনাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম, তোমরা তা সত্যি করেছ।’

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।সাফ অ-২০ নারী ফুটবলবাংলাদেশ-ভুটানবেলা ৩টা, টি ...
15/07/2025

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।

সাফ অ-২০ নারী ফুটবল
বাংলাদেশ-ভুটান
বেলা ৩টা, টি স্পোর্টস

শ্রীলঙ্কা-নেপাল
সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস

কিংস্টন টেস্ট-৪র্থ দিন
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া
রাত ১২-৩০ মি., টি স্পোর্টস

পাকিস্তানে জুনের শেষ দিকে শুরু হওয়া চলমান মৌসুমি বৃষ্টি ও এর ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হ...
15/07/2025

পাকিস্তানে জুনের শেষ দিকে শুরু হওয়া চলমান মৌসুমি বৃষ্টি ও এর ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

মঙ্গলবার (১৫ জুলাই) সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, ২৬ জুন থেকে ১৪ জুলাইয়ের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।


প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় মৃতদের মধ্যে অন্তত ৫৩ জন শিশু রয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে দেশটির সর্বাধিক জনবহুল প্রদেশ পাঞ্জাবে সবেচেয়ে বেশিসংখ্যক মানুষের প্রাণ গেছে।


দেশটিতে গত জুনের শেষ দিকে আকস্মিক বন্যা দেখা দেয়। এ সময় একটি নদীর তীরে উঁচু স্থানে আশ্রয় নেয়া অন্তত ১৩ জন পর্যটক বন্যার পানিতে ভেসে যান। পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পাকিস্তানের জাতীয় আবহাওয়া অধিদফতর দেশের উত্তর ও পূর্বাঞ্চলে আরও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এর ফলে বন্যা, ভূমিধ্বস এবং বাতাসের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

পাকিস্তানে বৈরি আবহাওয়া কেবল মানুষের জীবনকেই প্রভাবিত করেনি; বরং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। আকস্মিক বন্যা এবং ভারী বর্ষণের কারণে ১০ কিলোমিটারেরও বেশি রাস্তা এবং নয়টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে ১৪৫টি বাড়ি এবং ৩১০টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডন বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম। দেশটির ২৪ কোটি বাসিন্দা ক্রমবর্ধমান হারে চরম বৈরি আবহাওয়ার মুখোমুখি হচ্ছে।

২০২২ সালে নজিরবিহীন এক বন্যায় পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকা ডুবে যায়। এতে দেশটির ১ হাজার ৭০০ মানুষের প্রাণহানি ঘটে। দেশটির অনেক অঞ্চল এখননো সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।

সৌদি আরবের রিয়াদে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ। সেই টুর্নামেন্ট খেলতে মঙ্গলবার (১৫ জুলাই) রিয়াদ পৌঁছে...
15/07/2025

সৌদি আরবের রিয়াদে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ। সেই টুর্নামেন্ট খেলতে মঙ্গলবার (১৫ জুলাই) রিয়াদ পৌঁছেছে বাংলাদেশের দল রেড হকস।

এবারই প্রথম ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে টিম রেড হকস (সাংকেতিক নাম RHK)। ফ্রি ফায়ার ক্যাটাগরিতে খেলবে দলটি। প্রতিপক্ষ বিভিন্ন দেশের ১৭টি টিম। ১৬ তারিখ থেকে বাংলাদেশের খেলা শুরু।

রিয়াদে পৌঁছে সমর্থকদের কাছে দোয়া চেয়েছে রেড হকস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এক পোস্টে লেখেন, 'বিসমিল্লাহ....শুরু হলো টিম বাংলাদেশ হিসেবে আমাদের ই-স্পোর্টস ওয়ার্ড কাপ ২০২৫-এর যাত্রা। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিজেদের দেশের জন্য ভালো কিছু করে নিরাপদে ফিরে আসতে পারি।'

৩টি রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের ম্যাচগুলো। ২০ জুলাই ফাইনালের মধ্য দিয়ে নিশ্চিত হবে কারা হচ্ছেন ফ্রি ফায়ারে কে বিশ্ব সেরা।

টিম রেড হকসের প্রতিপক্ষ বিশ্বের বিভিন্ন দেশের ১৭টি টিম। ওয়ার্ল্ড কাপে দলগুলো প্রথমে নকআউট, এরপর পয়েন্ট রাশ শেষে গ্র্যান্ড ফাইনাল খেলবে। সব মিলিয়ে দেশের ফ্রি ফায়ার কমিউনিটিতে চলছে টানটান উত্তেজনা।

ডিন হুইসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের পর আরও এক ডিফেন্ডারকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ। ২২ বছর বয়সী লেফট ব্যাক আলভারো...
15/07/2025

ডিন হুইসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের পর আরও এক ডিফেন্ডারকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ। ২২ বছর বয়সী লেফট ব্যাক আলভারো কারেরাসকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মাদ্রিদের জায়ান্টরা। পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে কারেরাসকে দলে ভেড়াতে রিয়াল তার রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন ইউরো (৭০৭ কোটি ৫৫ লাখ টাকা) পরিশোধ করেছে।

এবারের দলবদল উইন্ডোর শুরু থেকেই কারেরাসকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। মার্সেলোর বিদায়ের পর থেকেই রিয়াল তার বিকল্পের অভাবে ধুঁকছে। ফারল্যান্ড মেন্ডি বা ফ্রান গার্সিয়া সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি। ফলে লস ব্লাঙ্কোরা হাত বাড়ায় এক সময় তাদেরই একাডেমিতে খেলা কারেরাসের দিকে। সে হিসেবে রিয়ালে যোগ দেয়াটা এই লেফটব্যাকের জন্য ঘরে ফেরা বলা যায়।

৬ বছরের চুক্তিতে এই লেফটব্যাককে দলে ভিড়িয়েছে রিয়াল। সে হিসেবে ২০৩১ সালের জুন পর্যন্ত মাদ্রিদে থাকবেন তিনি।

গ্যালিসিয়ার ফেরোলে জন্ম নেয়া কারেরাস ২০০৭ সালে স্থানীয় ক্লাব রেসিং দে ফেরোলের একাডেমিতে যগ দেন। সেখানে অবশ্য তিনি ফরোয়ার্ড হিসেবে খেলতেন। এক মৌসুমে ১০০ গোল করে তাক লাগানো কারেরাস ২০১২ সালে দেপোর্তিভো লা করুনার একাডেমিতে যোগ দেন। সেখানে তার পজিশন বদলে লেফটব্যাক হিসেবে খেলা শুরু করেন।

২০১৭ সালে কারেরাস রিয়ালের একাডেমি লা ফ্যাব্রিকায় যোগ দিয়ে অনূর্ধ্ব-১৩ দলে খেলা শুরু করেন। তিন বছর রিয়ালের বয়সভিত্তিক দলে খেলেন এই লেফটব্যাক।

২০২০ সালে ৪ বছরের চুক্তিতে এই প্রতিভাবান লেফটব্যাককে দলে ভেড়ায় প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে দলে ভেড়াতে আগ্রহী ক্লাবের তালিকায় ছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটিও। ইউনাইটেডের বয়সভিত্তিক দলে খেলে ২০২২ সালে ক্লাবটির অনূর্ধ্ব ২৩ দলের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে মূল দলে খেলার সুযোগ পাননি কখনো।

ইউনাইটেড থেকে ধারে প্রেস্টন নর্থ এন্ড, গ্রানাডা ও বেনফিকায় খেলার পর ২০২৪-২৫ মৌসুমে ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়ায় পর্তুগিজ ক্লাবটি।

গত মৌসুমে বেনফিকার জার্সিতে দারুণ পারফর্ম করে নজর কাড়েন কারেরাস। গত মৌসুমে সব মিলিয়ে ৫২ ম্যাচে ৪ গোল ও ৫ অ্যাসিস্ট করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্স সাড়া জাগিয়েছিল। ক্লাবটির হয়ে তিনি পর্তুগিজ কাপ জয়ের স্বাদও পেয়েছেন।

রিয়াল মাদ্রিদ কারেরাসকে ফিরিয়েছে মূলত কোচ শাবি আলনসোর চাওয়াতেই। আধুনিক ফুলব্যাকের সব গুণই তার খেলায় দৃশ্যমান। দ্রুতগতি, টেকনিক্যালি দক্ষ, আক্রমণ ও রক্ষণে সমান কার্যকরি এবং ফুলব্যাক ছাড়াও সেন্টারব্যাক হিসেবেও খেলতে পারদর্শী তিনি। তার ক্রসিং দক্ষতা এবং দ্রুত নিজের জায়গায় ফিরে আসার দক্ষতা শাবির টেকনিকের সঙ্গে দারুণ মানানসই।

মঙ্গলবার (১৫ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় রিয়ালের সমর্থকদের সামনে তাকে উপস্থাপন করা হবে। তার পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। চলতি গ্রীষ্মে চতুর্থ খেলোয়াড় হিসেবে রিয়ালে যগ দিলেন কারেরাস। তার আগে ডিন হুইসেন, আলেক্সান্ডার-আর্নল্ড এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোরা।

প্রাথমিকের শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্...
15/07/2025

প্রাথমিকের শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনার নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলায়, শহরের কাছে কোনো স্কুলে শিক্ষকরা বদলির জন্য চেষ্টা করেন, তারা সুপারিশ-তদবির নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন। এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রক্রিয়া থাকতে হবে। কেবল ওই প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বদলি হতে পারবেন।’

স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা, স্কুলের অবকাঠামো নারীবান্ধব কি না এসকল বিষয়েও জানতে চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘স্কুলের ভবন নির্মাণের সময় কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখতে হবে যাতে নারীবান্ধব অবকাঠামো নির্মাণ হয়। পরিকল্পনায়, চিন্তায়, বাস্তবায়নে মেয়েদের বিষয় আলাদা করে গুরুত্ব দিতে হবে, সব ব্যবস্থা রাখতে হবে।’

এছাড়া দেশের সকল প্রাথমিক স্কুলকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে অতিদ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন তিনি।

মিচেল স্টার্ককে চাইলেই গোলাপী বলের টেস্টের রাজা বলাই যায়। দিবারাত্রীর টেস্টে ব্যাটারদের জন্য আতঙ্কের আরেক নাম স্টার্ক। ন...
15/07/2025

মিচেল স্টার্ককে চাইলেই গোলাপী বলের টেস্টের রাজা বলাই যায়। দিবারাত্রীর টেস্টে ব্যাটারদের জন্য আতঙ্কের আরেক নাম স্টার্ক। নিজের দিনে এই বাঁহাতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তার প্রদর্শনী দেখল বিশ্ব। স্যাবাইনা পার্কে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্টার্কের তোপে উড়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৫ বলে ৫ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েছেন শততম টেস্ট খেলতে নামা এই ফাস্ট বোলার। বিশ্বরেকর্ড গড়ার দিনে ছুঁয়েছেন দারুণ এক মাইলফলকও।

কিংস্টন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ১২১ রানে অলআউট হলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২০৪ রান। সেই রান তাড়া করতে নেমে বিশাল লজ্জায় পড়তে হয়েছে ক্যারিবীয়দের। মাত্র ২৭ রানে অলআউট হয়েছে রোস্টন চেজের দল। মাত্র ৭.৩ ওভার বল করে ৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন স্টার্ক। এর মধ্যে প্রথম ৫ উইকেট শিকারে তাকে খরচ করতে হয়েছে মোটে ১৫ বল, যা সবচেয়ে কম বলে ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড।

এটি ছিল স্টার্কের শততম টেস্ট। গ্লেন ম্যাকগ্রার পর দ্বিতীয় অজি ফাস্ট বোলার হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়লেন এই বাঁহাতি। কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকারের পথে তিনি পেরিয়ে গেছেন ৪০০ উইকেটের মাইলফলক। চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। তার আগে শেন ওয়ার্ন, ম্যাকগ্রা ও নাথান লায়ন এই মাইলফলক স্পর্শ করেছেন।

কিংস্টনে ক্যারিবীয়দের দুঃস্বপ্ন উপহার দেয়া স্টার্ক এই ম্যাচটিকে তার জন্য 'অস্বস্তিকর' বলে উল্লেখ করেছেন। স্টার্কের এই অস্বস্তির কারণ মূলত তার ১০০তম টেস্ট ম্যাচ ঘিরে যতটা বেশি মনোযোগ পড়েছিল তা নিয়ে। ম্যাচের আগেই তিনি বলেছিলেন, 'খেলাটা শুরু হোক, এসব বাদ দিন।' তিনি প্রায়ই বলেন, নিজের এসব মাইলফলক বা অর্জন নিয়ে শুধু তখনই ভাববেন, যখন বোলিং বুট জোড়া তুলে রাখবেন।

স্টার্ক বলেন, 'সারা সপ্তাহটাই সত্যিই কিছুটা অস্বস্তিকর কেটেছে। শেষ পর্যন্ত জিতে দলের সঙ্গেই বিজয়ের গান গাইতে পেরে আমি খুশি। এটা নিঃসন্দেহে বিশেষ এক সপ্তাহ ছিল—ব্যাগি গ্রিন ক্যাপ পরে মাঠে নামা, খেলাটা উপভোগ করা। এই অভিজ্ঞতা আমি অনেকদিন ধরে স্মরণ করে রাখব।'

Address

Satmatha More, Bogra Sadar
Puran Bogra
5600

Alerts

Be the first to know and let us send you an email when ETC Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ETC Bangla:

Share