31/10/2025
আগামী ২ নভেম্বর ৬০ বছরে পা দিচ্ছেন বলিউডের কিং শাহরুখ খান। প্রতিবছরের মতো এবারও ভক্তরা তাঁর মুম্বাইয়ের বিখ্যাত বাসভবন ‘মান্নত’-এর সামনে ভিড় জমাবেন। যদিও শুরুতে শোনা গিয়েছিল, শাহরুখ এবার পরিবারসহ আলিবাগে জন্মদিন উদ্যাপন করবেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই সুখবর দিয়েছেন—এই বছরও ‘মান্নত’-এর বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা নেবেন তিনি।
সম্প্রতি এক অনুরাগী এক্স (টুইটার)-এ শাহরুখকে প্রশ্ন করেন, “স্যার, এ বছর কি মান্নতে দর্শন দেবেন?” জবাবে শাহরুখ রসিক ভঙ্গিতে বলেন, “হ্যাঁ, আসব তো! শুধু এবার শক্ত টুপি পরতে হবে।”
এই উত্তরেই বুঝিয়ে দিয়েছেন, বাড়িতে চলমান সংস্কারের কাজ সত্ত্বেও তিনি ভক্তদের নিরাশ করবেন না।
শাহরুখ বরাবরই মনে করেন, তাঁর জন্মদিন এখন শুধুমাত্র তাঁর নয়, এটি তাঁর ভক্তদের জন্য এক উৎসব।
প্রতিবছর এই দিনে হাজারো অনুরাগী সমুদ্রপাড়ের মান্নতের সামনে ভিড় করেন—এক ঝলক বাদশাহকে দেখার আশায়।
আরও একটি বড় চমক—তাঁর জন্মদিনেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘দ্য কিং’–এর প্রথম টিজার।