ETC Bangla

ETC Bangla আপনার চোখ, আপনার কণ্ঠস্বর Tune in to ETC Bangla and immerse yourself in a world of engaging content, delivered in the language you love.

ETC Bangla is your vibrant and engaging window into the world of news, entertainment, and culture, brought to you by Megabyte Media, a company headquartered in Bangladesh and founded by the visionary S M Muntasir Mukit. As a premier Bengali language channel, we are dedicated to providing a rich and diverse viewing experience that resonates with the heart and soul of Bangladesh. Under the leadershi

p of S M Muntasir Mukit, Megabyte Media established ETC Bangla with a commitment to delivering high-quality content that informs, entertains, and celebrates the richness of Bengali language and culture. Our talented team of journalists, creative producers, and dynamic presenters work passionately to bring you a compelling mix of news, captivating entertainment programs, insightful cultural features, and much more. While rooted in the strong foundation of news reporting, ETC Bangla also shines a spotlight on the vibrant tapestry of Bengali entertainment. From engaging talk shows and exciting reality formats to captivating dramas and cultural showcases, we aim to offer a diverse range of programming that appeals to every member of the family. As a proud member of the Megabyte Media family, ETC Bangla is driven by the innovative spirit and commitment to excellence championed by its founder. We strive to be more than just a channel; we aim to be a companion in your daily life, reflecting the energy, creativity, and spirit of Bangladesh. Experience the best of news and entertainment, brought to you by Megabyte Media and the founding vision of S M Muntasir Mukit. ETC Bangla – your channel, your language, your world.

‎এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। শুরুতে তৃষ্ণা ...
10/08/2025

‎এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। শুরুতে তৃষ্ণা রানীর সৌজন্যে বাংলাদেশই এগিয়ে গিয়েছিল। পরে দক্ষিণ কোরিয়া সমতা এনেছে।

ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামের এই ম্যাচ ড্র করতে পারলে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের টিকিট কাটবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ কখনো এই টুর্নামেন্টে খেলতে পারেনি।

বাংলাদেশ ম্যাচে এগিয়ে যায় ১৫তম মিনিটে। ‎বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠা শান্তি মার্ডি চমৎকারভাবে বল বাড়ান অপর পাশে থাকা তৃষ্ণা রানীর কাছে। পূর্ব তিমুরের বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। দক্ষিণ কোরিয়ার জালে বল ঠেলেই সতীর্থদের নিয়ে উদ্‌যাপনে মাতেন।

‎তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২০ মিনিটে লি হিয়াং বাংলাদেশের এলোমেলো রক্ষণের সুযোগ কাজে লাগান। তাতেই ম্যাচে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া।‎

‎গোলশূন্য থেকে ১-১ সমতার পর নতুন উদ্যমে লড়াই শুরু করে দুই দল৷ বিরতির আগে টানা আক্রমণের চেষ্টা চালিয়ে গেছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ ছিল সুযোগ তৈরির অপেক্ষায়।

এর আগে ম্যাচের দুই মিনিটেই প্রতিপক্ষ গোলকিপারকে একা পাওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেননি মোসাম্মত সাগরিকা। ৫ থেকে ৯ এই চার মিনিটের মধ্যে তিনবার দক্ষিণ কোরিয়ার আক্রমণ অফসাইডে কাটা পড়ে।

‎এশিয়ার ৩৩টি দল নিয়ে বাছাইপর্ব চলছে আটটি গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের সেরা দল আর সেরা তিন রানার্সআপ জায়গা করে নেবে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মূল আসরে।

‎এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে ৬ পয়েন্ট পেয়েছে। একই দলগুলোকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার পয়েন্টও ৬। এমনকি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার গোল পার্থক্যও +১০। তবে বাংলাদেশ করেছে ১১ গোল, দক্ষিণ কোরিয়া ১০টি। এক গোল বেশি করায় দক্ষিণ কোরিয়াকে টপকে বাংলাদেশ এখন টেবিলের শীর্ষে।

‎আজকের ম্যাচ ড্র হলে বাংলাদেশ ও কোরিয়া দুই দলই একটি পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে গ্রুপের শীর্ষে থেকেই আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় এশিয়ান কাপে নাম লেখাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আর যদি হেরে যায়, তবু রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে পারলে মূল পর্বের টিকিট পাওয়া যাবে।

‎এরই মধ্যে ৮ গ্রুপ থেকে ১৪টি দল বিদায় নিয়েছে। আজ শেষ রাউন্ডে নির্ধারণ হয়ে যাবে কোন ৮ দল গ্রুপসেরা হবে। আর কোন তিন দল যাবে সেরা রানার্সআপের তালিকায় থেকে।

‎টুর্নামেন্টের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয...
10/08/2025

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।

শনিবার (৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিওতে এ হুমকি দেন তিনি।

নীলা ইস্রাফিল বলেন, ‘তুষার ও এনসিপির যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে, তাদের উদ্দেশে আমি বলতে চাই, আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন, তাহলে আমি বাধ্য হবো- তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হবো। তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না। আমি ওয়ার্ন (সতর্ক) করছি, তুষার যেন জনসম্মুখে আমাকে স্যরি বলে। এই যে যা কিছু আমি প্রকাশ করছি, সেগুলো কিন্তু বানোয়াট কিছু না।’

এনসিপির উদ্দেশে নীলা বলেন, ‘যদি আপনারা দুঃখ প্রকাশ না করেন, ভুল করেছেন, সেটা স্বীকার না করেন, তাহলে আমি বাধ্য হবো, আমার কাছে তুষারের যেসমস্ত ভিডিও, ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে।’

এর আগে এদিন এক পোস্টে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তির ফরমে অনুমতি ছাড়াই স্বামীর নামের সারোয়ার তুষারের নাম বসানো হয়েছে বলে অভিযোগ করেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।

নীলা ইস্রাফিলের এমন অভিযোগের বিষয়ে সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সারোয়ার তুষার লেখেন, ‘নীলা ইস্রাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমরা পুলিশ ও মানবাধিকারকর্মী লেনিন ভাইকে ডেকে তাদের উপস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করি।’

ইন্টার্ন ডাক্তাররাই ফরম পূরণ করেছেন দাবি করে এনসিপির এ নেতা বলেন, ‘ভর্তি ফরমে সে সময় কী লেখা হচ্ছে, সেটা খেয়াল করার সুযোগ ছিল না। এখন দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সার্কুলেট করা হচ্ছে।’

তিনি বলেন, ‘হাসপাতালের নিয়ম অনুযায়ী নারীর ক্ষেত্রে স্বামী বা পিতার নাম বা যিনি রোগীকে নিয়ে এসেছেন, তার নাম দেয়া হয়। ওই ফরমে C/O (care of) লেখা ছিল, যেটি লাল দাগ দিয়ে ঢেকে তা বিকৃতভাবে প্রচার করা হচ্ছে যেন আমি নিজেই স্বামীর স্থানে নিজের নাম লিখেছি।’

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশের মুক্তি পাওয়া সিনেমাগুলোতে স্থান পেয়েছে যুদ্ধ, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা আর জীবনের ...
10/08/2025

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশের মুক্তি পাওয়া সিনেমাগুলোতে স্থান পেয়েছে যুদ্ধ, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা আর জীবনের গল্প। ১৯৭২ সালে ‘ওরা ১১ জন’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘রক্তাক্ত বাংলা’র মতো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাগুলো মুক্তি পায়। একই বছরে মুক্তি পাওয়া ‘নিমাই সন্ন্যাস’, ‘লালন ফকির’, ‘এরাও মানুষ’-এর মতো জীবনীনির্ভর ও প্রান্তিক মানুষের কাহিনিও নির্মাতারা ফুটিয়ে তুলেছেন চলচ্চিত্রে।
এমন সময়ে ১৯৭৩ সালের কোরবানির ঈদে মুক্তি পায় পুরোপুরি ভিন্ন ধরনের এক ছবি—জহিরুল হকের ‘রংবাজ’। রাজনীতি ও মুক্তিযুদ্ধের ট্র্যাজেডির বাইরে গিয়ে একদম নতুন রূপে হাজির হলো ‘রংবাজ’। দেশের প্রথম অ্যাকশন সিনেমা। স্টাইলিশ লুক, দুর্দান্ত গান, সাহসী নাচ, অ্যাকশন আর রাজ্জাক-কবরীর পর্দার রসায়ন; মুক্তির পরই চমকে দেয় ‘রংবাজ’।

৫২ বছর পর ২০২৫ সালের কোরবানির ঈদেও দর্শকদের চমকে দেয় আরেকটি সিনেমা—তানিম নূরের ‘উৎসব’। আগের কয়েক বছরের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর তালিকা যদি দেখেন, তাহলে এই সিনেমা কতটা চমকজাগানিয়া, বুঝতে পারবেন। গত কয়েক বছরে ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘বরবাদ’, ‘ইনাসাফ’ বা ‘তান্ডব’-এর মতো সিনেমা এসেছে। যেগুলো মূলত ক্রাইম, থ্রিলার আর অ্যাকশন-নির্ভর সিনেমা। সেখান থেকে উৎসব একেবারে উল্টো পথে যাত্রা, রীতিমতো ফ্যামিলি ড্রামা; যে সিনেমার ট্যাগলাইনই হলো, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’।

৫২ বছর আগে মুক্তি পাওয়া ‘রংবাজ’ ছিল ব্যাপক প্রভাব বিস্তারকারী এক সিনেমা; এই সিনেমার সাফল্যে অনুপ্রাণিত হয়েই তৈরি হয় ‘দোস্ত দুশমন’, ‘মিন্টু আমার নাম’সহ আরও অনেক অ্যাকশন সিনেমা। এবার উৎসব পারিবারিক ধারার সিনেমাকে কতটা ফেরাতে পারবে, সেটা সময়ই বলে দেবে।

ভালোবাসা আনন্দও দেয়, ব্যথাও দেয়। তবু মানুষ ভালোবাসে, ভালোবেসে দুঃখ পায়। সম্পর্ক যখন কুঁড়ি থেকে ফুলে রূপ নেয়, তখন নানা পর...
10/08/2025

ভালোবাসা আনন্দও দেয়, ব্যথাও দেয়। তবু মানুষ ভালোবাসে, ভালোবেসে দুঃখ পায়। সম্পর্ক যখন কুঁড়ি থেকে ফুলে রূপ নেয়, তখন নানা পরীক্ষায় পড়তে হয়। ঠিক এই আবহই ধরা দিয়েছে পরিচালক মুরসালিন শুভর নাটক ‘দেরি করে আসবেন’-এ। জিয়াউল ফারুক অপূর্ব, সাদিয়া আয়মান, সমু চৌধুরীসহ অভিনয়শিল্পীরা নাটকটি ৩১ জুলাই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন। মুক্তির পর থেকে চার মিলিয়নের কাছাকাছি ভিউ ও দর্শকের প্রশংসায় ভাসছে নাটকটি। সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরি ও রিলসেও ভাসছে নানা দৃশ্য।

আজ শনিবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে নাটকটির ভিউ চার মিলিয়ন পেরিয়ে গেছে। উচ্ছ্বসিত হয়ে নাটকটি দর্শক যেমন দেখছেন, তেমনি অনুভূতির কথাও লিখছেন মন্তব্যে। রনি রায় নামে এক দর্শক লিখেছেন, ‘আজ দেরি করে আসবেন কিন্তু; কথাগুলো বলার পর সাদিয়ার মুখের মৃদু হাসিটুকু অপূর্বর সঙ্গে সঙ্গে কৌতূহলী দর্শকের মনকে ভালোবাসার স্পর্শ দিয়ে যায় মুহূর্তে। অসম্ভব সুন্দর নাটক।’ মেহেদী হাসান লিখেছেন, ‘সুন্দর নাটক, সাদিয়া আয়মান অন্য যেকোনো সময়ের চেয়ে পরিণত। অপূর্ব তো অপূর্বই।’

‘দেরি করে আসবেন’ নাটকটি নিয়ে দর্শকের যে উচ্ছ্বাস তা কি কেবল ভালোবাসার বিষয়টিকে ফুটিয়ে তুলতে পারার জন্য? আদতে কী আছে নাটকটিতে, মুগ্ধতা নিয়ে কেন দেখছেন দর্শক?

ব্যাচেলর জীবন বড় রহস্যময়, কাঁটায় ভরা, যন্ত্রণায় ভরা। ঢাকা শহর, শুধু ঢাকা শহরই–বা বলছি কেন, যেকোনো শহরে একজন ব্যাচেলরের প্রথম প্রতিবন্ধকতা থাকার জন্য ভালো বাড়ি খুঁজে পাওয়া। বেশির ভাগ বাড়িওয়ালা ব্যাচেলরদের ভাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করে থাকেন। তাই এর বিপরীত চিত্র দেখলেই ভীষণ ভালো লাগায় মন ভরে যায়। নাটকটির শুরুই হয়েছে অভিক নামের একজন ব্যাচেলরকে সাধারণ কিছু শর্ত দিয়ে খুশিমনে ছাদের ঘর ভাড়া দেওয়ার দৃশ্যের মধ্য দিয়ে। যা ভালো লাগা তৈরি করেছে।

হ্যাঁ, ঠিক ভাবছেন, ভাড়াটে অভিক এই গল্পের নায়ক। চরিত্রটিকে পর্দায় প্রাণ দিয়েছেন বড় ছেলেখ্যাত অভিনেতা অপূর্ব। নাটকটিতে পেশায় তিনি সাংবাদিক। একটি দৈনিকে ক্রাইম বিটে কাজ করেন। যদিও নাটকে সাংবাদিকতার বিষয়টা স্পষ্ট করে ফুটিয়ে তোলায় যত্নের যথেষ্ট কমতি আছে। তারপরও প্রসঙ্গক্রমে সত্যি লিখতে না পারলে একজন প্রকৃত সৎ সাংবাদিকের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, সেই আক্ষেপ ফুটিয়ে তোলার চেষ্টা দেখা গেছে। পাশাপাশি সমাজে ভিকটিমের ওপর দোষ চাপানোর যে প্রবণতা, বিষয়টিও উঠে এসেছে।

কিন্তু প্রেম, ভালোবাসা? বাড়িওয়ালার মেয়ে কানন। চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন সাদিয়া আয়মান। কাননের সঙ্গে ভাড়াটে অভিকের প্রেম? বাড়িওয়ালার মেয়ের সঙ্গে ভাড়াটের প্রেমের গল্পের অগণিত নাটক ইতিপূর্বে হয়েছে, ভবিষ্যতেও আরও হবে। কিন্তু ‘দেরি করে আসবেন’ নাটকটির ভিন্নতা আসলে কোথায়? গল্প–ভাবনা গতানুগতিক মনে হলেও উপস্থাপনে ভিন্নতা ও নান্দনিকতা আছে। উপস্থাপন বেশ অন্য রকম, অনেক সুন্দর।

বাস্তবে যেমন ঘটে আরকি, কারও প্রতি ভালো লাগা তৈরি হয় ধীরে ধীরে। আবার কারও কারও জীবনে ভালো লাগার ব্যাপারটা ঘটে আকস্মিক। কাননের সঙ্গে সেই অর্থে অভিকের পরিচয় ছিল না। অভিক প্রায়ই বাসায় ফিরতে রাত হয়। এগারোটায় বাসার গেট বন্ধ হয়ে যায়। কিন্তু কাননের বাবা ভালো মানুষ। কোনো বাগ্‌বিতন্ডা ছাড়াই অভিক এসে ফোন করলে গেট খুলে দেন। এভাবেই চলছিল। কিন্তু হঠাৎ কাননের বাবার পা মচকে যায়। তখন বাধ্য হয়েই প্রথম দিন গেট খুলে দেয় কানন। সেদিনই কাননের সঙ্গে অভিকের আনুষ্ঠানিক পরিচয়। গেট খুলে দেওয়ার সুবিধার্থে মোবাইল নম্বর দেওয়া–নেওয়া। তারপর দিন যেতে যেতে অভিক তার প্রতি কাননের যত্ন টের পায়। জানতে পারে তার মতো কাননও কবিতা ভালোবাসে। বই পড়ে। এর মধ্যে একদিন অভিকের জ্বর হলে, কানন নিজে গিয়ে থার্মোমিটার, ওষুধ দিয়ে আসে। জীবনে যে কখনো ভালোবাসা পায়নি, তার কাছে এই যত্ন পরম পাওয়া। অভিক ধরেই নেয় কানন তাকে পছন্দ করে। ক্রমে ক্রমে কাননের মায়ায় আটকে যায়। নিজের অজান্তেই ভালোবেসে ফেলে কাননকে। অন্যদিকে অভিকের আগ্রহ টের পেতেই কানন নিজেকে কিছুটা গুটিয়ে নেয়। একদিন বেলিফুলের গাছ কিনে কানন বাড়ি ফিরছিল। অভিক তাকে নিজের বাইকে করে বাড়িপৌঁছে দেওয়ার কথা বললে কানন ফিরিয়ে দেয়।
তারপর অভিক একদিন ফোন করে বলে, বেলি ফুলের মালা নিয়ে আসি আপনার জন্যে? কানন ‘না’ বলে। অভিকের উৎসাহ, আশা স্তিমিত হয়ে যায়। অভিক ধরেই নেয় কাননের সঙ্গে তার কিছু সম্ভব নয়। কাননের বাবাও সুস্থ হয়ে ওঠেন। কাননকে আর অভিকে গেট খুলে দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু হঠাৎ করেই গল্প মোড় নেয় অন্যদিকে।

ইংলিশ ক্লাব ফুটবল মৌসুমের আনুষ্ঠানিক দামামা বাজবে রোববার (১০ আগস্ট)। মর্যাদার কমিউনিটি শিল্ডে মুখোমুখি হবে লিভারপুল ও ক্...
10/08/2025

ইংলিশ ক্লাব ফুটবল মৌসুমের আনুষ্ঠানিক দামামা বাজবে রোববার (১০ আগস্ট)। মর্যাদার কমিউনিটি শিল্ডে মুখোমুখি হবে লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস। অল রেডদের সামনে ১৭তম শিল্ড জয়ের মিশন। অপরদিকে প্রথমবারের মতো শিল্ড জিতে ইতিহাস গড়ার লক্ষ্য প্যালেসের। ওয়েম্বলিতে দু'দলের ম্যাচ শুরু রাত ৮টায়।

লড়াইটা মর্যাদার। দুই ইংলিশ চ্যাম্পিয়নের ঐতিহ্যের লড়াই কমিউনিটি শিল্ড। যেখানে এবারের ব্যাটেল ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল বনাম এফএ কাপ চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসের। লিভারপুলের সুযোগ ১৭তম কমিউনিটি শিল্ড জয়ের। আর প্যালেস দাঁড়িয়ে ইতিহাস গড়ার দাড়প্রান্তে। প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জয়ের হাতছানি এই দলটার সামনে। ইতিহাস কিংবা অতীত পরিসংখ্যান অসম হলেও, এই শিল্ড জয়ে এক চুলও ছাড় দিতে নারাজ দু'দল।

নতুন মৌসুম শুরুর আগে দলকে ঢেলে সাজিয়েছে বর্তমান ইপিএল চ্যাম্পিয়নরা। গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ২৬৫ মিলিয়ন ইউরো খরচ করে ফ্লোরিয়ান উইর্টজ, হুগো একিতিকে, মিলোস কারকাজ, জেরেমি ফ্রিমপংদের দলে ভিড়িয়েছে লিভারপুল। দলের অভিজ্ঞ ও তরুণদের নিয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে অল রেডস। তবে, কমিউনিটি শিল্ডে না পাওয়ার সম্ভাবনা আছে অভিজ্ঞ ভার্জিল ফন ডাইক, অ্যালিসন বেকারদের। মৌসুম শুরুর আগেই গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাই নতুনদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন কোচ আর্নে স্লট। সম্ভাব্য ৪-২-৩-১ ফর্মেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের।

মৌসুমের শুরুতেই শিরোপা জিততে চান স্লট। শনিবার (৯ আগস্ট) সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ বলেন, 'মৌসুমের শুরুতে কোনো ট্রফি জেতা গেলে সেটা অনেক আনন্দের। এবারে কমিউনিটি শিল্ডে আমরা একটা শক্তিশালী ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবো। গেলো মৌসুমের শেষ ম্যাচে আমরা তাদের বিপক্ষে ড্র করেছি। তারা কাউন্টার অ্যাটাক, সেট পিস, লং থ্রো হুমকির কারণ। নিউক্যাসেলের মতো তারাও ফ্রি কিকে খুব কৌশলী। দলটার ফরোয়ার্ডরা খুব ভালো সুযোগ তৈরি করতে পারে। ক্রিস্টাল প্যালেস খুব ভালো দল। তারা স্কোয়াড অপরিবর্তিত রেখেছে, তাই গেলো মৌসুমের ধারা এবারো অব্যাহত রাখবে বলে মনে হচ্ছে।'

এদিকে, প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জয়ের সুযোগ থাকলেও সামনে আছে বেশ কিছু বাধা। ক্লাবের মালিকানা জটিলতা ও দলবদল নিয়ে বেশ কিছু সমস্যায় আছে লন্ডসের ক্লাবটি। যদিও, এসবের মধ্যেও ইপিএল চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের প্রত্যাশা কোচের।

প্যালেস কোচ অলিভার গ্লাসনার বলেন, 'মৌসুমের শুরুতে একটা ট্রফি জেতার সুযোগ তাও আবার ইপিএল চ্যাম্পিয়নদের বিপক্ষে। আমরা আমাদের খেলার ধরন আর শক্তিমত্তা দেখাতে চাই। প্রমান করতে চাই যে যেকোনো দলের বিপক্ষে প্রতিযোগিতা করতে পারি। লিভারপুলের বিপক্ষে শেষ ম্যাচে আমরা দেখিয়েছি যে আমরা কেমন দল। সেই ধারা বজায় রেখেই খেলবো।'

দু'দলের মুখোমুখি ৬৪ দেখায় ৩৬ জয় আছে লিভারপুলের। বিপরীতে ১৫ ম্যাচ জিতেছে ক্রিস্টাল প্যালেস।

অবকাশ যাপনের জন্য এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী সঙ্গে রয়েছে...
10/08/2025

অবকাশ যাপনের জন্য এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর। অবকাশ যাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। সেই ছবিগুলো মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এবার দেখা গেল আমেরিকায় সাগর পাড়ে শাকিব খান ঘুরছেন ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে। তবে এ ছবিতে বুবলীকে দেখা যায়নি। শাকিব ও তার ছেলেকে সাদা টি-শার্ট পরতে দেখা যায়।

চোখে সানগ্লাস পরে ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন শাকিব। আমেরিকায় সুন্দর সময় কাটাচ্ছেন তারকাজুটি তা ছবিতে স্পষ্ট।

এর আগে ৩ আগস্ট বুবলী তার ফেসবুক পেজে একাধিক ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।
বড় ছেলের ছবি শেয়ার করে কী লিখলেন শাকিব খান?

ছবিতে শাকিব কখনও বীরের হাত ধরে আবার কখনও বুবলীর হাত ধরে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন। পারিবারিক সুন্দর সময় কাটাতে নির্জন প্রকৃতি রুজভেলট আইল্যান্ড বেছে নিয়েছেন তারা। প্রকাশ করা ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, যুক্তরাষ্ট্রের জীবন।

দুই বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। ওই সময় সঙ্গে ছিলেন আব্রামের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।


শাকিব খান ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান। ২০১৭ সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর।

আরও পড়ুন: বিশ্বাস রেখো, নীরবতা মানে কোনো শূন্যতা নয়: শাকিব খান

এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব। তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান। তবে সে সংসারও টেকেনি অভিনেতার। বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন। তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবেই পালন করছেন এ চিত্রনায়ক।
সাম্প্রতিক সময়

‎‎গত মাসে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার ছোটরাও সেই অপেক্ষায়।‎আ...
10/08/2025

‎‎গত মাসে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার ছোটরাও সেই অপেক্ষায়।

‎আজ বেলা তিনটায় এএফসি অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় দল পর্যায়ে দুই দেশের র‍্যাঙ্কিংয়ের পার্থক্য ৮৩, আজ অনূর্ধ্ব–২০ দলের ম্যাচে বাংলাদেশ ড্র করতে পারলেই আফঈদা–সাগরিকারা গড়বেন আরেক ইতিহাস। প্রথমবারের অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপে জায়গা করে নেবে বাংলাদেশ।

এশিয়ার ৩৩টি দল নিয়ে বাছাইপর্ব চলছে আটটি গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের সেরা দল আর সেরা তিন রানার্সআপ জায়গা করে নেবে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মূল আসরে।

‎‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে ৬ পয়েন্ট পেয়েছে। একই দলগুলোকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার পয়েন্টও ৬। এমনকি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার গোল পার্থক্যও +১০। তবে বাংলাদেশ করেছে ১১ গোল, দক্ষিণ কোরিয়া ১০টি। এক গোল বেশি করায় দক্ষিণ কোরিয়াকে টপকে বাংলাদেশ এখন টেবিলের শীর্ষে।

‎আজকের ম্যাচ ড্র হলে বাংলাদেশ ও কোরিয়া দুই দলই একটি পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে গ্রুপের শীর্ষে থেকেই আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় এশিয়ান কাপে নাম লেখাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আর যদি হেরে যায়, তবু রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে পারলে মূল পর্বের টিকিট পাওয়া যাবে।

‎আগের দুই ম্যাচের মতো আজও বাংলাদেশের আক্রমণে ভরসার নাম মোসাম্মত সাগরিকা ও তৃষ্ণা রানী। লাওসের বিপক্ষে জোড়া গোল এবং পূর্ব তিমুরের সঙ্গে এক গোল করেন সাগরিকা। তৃষ্ণা পূর্ব তিমুরের বিপক্ষে পেয়েছেন হ্যাটট্রিক। এ দুজনের সঙ্গে মাঝ মাঠে থাকা স্বপ্না রানী ও মুনকি আক্তারও কোচ পিচার বাটলারের বড় ভরসা।

প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল হওয়ায় পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে পারেন বাংলাদেশ কোচ। আগের দুই ম্যাচের মতো আক্রমণাত্মক ফুটবল না খেলে রক্ষণাত্মক কৌশলে ফর্মেশন সাজাতে দেখা যেতে পারে। ড্রতে নজর দিয়ে হাইলাইন ডিফেন্সের সম্ভাবনা আছে।

‎এরই মধ্যে ৮ গ্রুপ থেকে ১৪টি দল বিদায় নিয়েছে। আজ শেষ রাউন্ডে নির্ধারণ হয়ে যাবে কোন ৮ দল গ্রুপসেরা হবে। আর কোন তিন দল যাবে সেরা রানার্সআপের তালিকায় থেকে।

‎টুর্নামেন্টের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

‎২০২৪ সাল থেকে দারুণ ছন্দে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। গত বছর থেকে এখনো এক ম্যাচও হারেনি তাঁরা। কদিন আগে এ দলটাই ঘরের মাঠে ৬ ম্যাচের ৬টিতে জিতে সাফ শিরোপা উৎসব করেছে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর জন্য ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বড...
10/08/2025

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর জন্য ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৈঠকে আরও উপস্থিত ছিলেন গৃহ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।

বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বডিক্যাম কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচনের আগে অক্টোবরের মধ্যেই আমরা এই বডিক্যামগুলো সংগ্রহ করতে চাই, যাতে পুলিশ সদস্যরা এর এআই প্রযুক্তিসহ অন্যান্য ফিচার সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ নিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘জার্মানি, চীন এবং থাইল্যাণ্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই ক্যামেরাগুলো সরবরাহের জন্য। নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের বুকে লাগানো অবস্থায় এই ডিভাইসগুলো ব্যবহৃত হবে।’

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যামেরা সংগ্রহের প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবং পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ‍্য—এই নির্বাচনী ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুরক্ষিত ভোটগ্রহণ নিশ্চিত করা। এর জন্য যা প্রয়োজন, তা করতে হবে।’

বৈঠকে আরও জানানো হয়, নির্বাচন উপলক্ষে একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর প্রস্তুতিও চলছে। এই অ্যাপে থাকবে প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সংক্রান্ত আপডেট এবং অভিযোগ জানানোর সুবিধা। প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালু করার এবং ১০ কোটির বেশি ভোটারের জন্য এটি ব্যবহারবান্ধব করে গড়ে তোলার নির্দেশ দেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখ...
10/08/2025

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শনিবার রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব দলের পক্ষে এই অভিমত ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে (নাম উল্লেখ না করে) কোড করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন, আটজন অ্যাডভাইজার নাকি করাপশনের সঙ্গে জড়িত—এ ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স। এটার সঙ্গে আমাদের (বিএনপি) কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাঁদের ওপরে আস্থা, তাঁদের ইনটিগ্রিটির ওপর আমরা আস্থা রাখি।’

কয়েকটি পত্রিকায় সাবেক সচিব এ বি এম আবদুস সাত্তারের বরাত দিয়ে ৮ উপদেষ্টা নিয়ে বক্তব্যের বিষয়ে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

গত শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে এ অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আবদুস সাত্তার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে ১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্র...
09/08/2025

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে ১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।
ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানায় আগামী মঙ্গলবার দুই নেতা দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হবেন।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে তার অবসান, দেশটির বিদেশি কর্মীদের জন্য তৈরি করা কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতিতে (এফডব্লিউসিএমএস–ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে) বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রবেশাধিকার নিশ্চিত করা, প্রতিরক্ষা, উচ্চশিক্ষা, জ্বালানি খাত সহযোগিতাসহ বিভিন্ন বিষয় দুই নেতার আলোচনা আসতে পারে।

কূটনীতিকেরা বলছেন, উভয় পক্ষ প্রধান উপদেষ্টার সফরে প্রায় ১০টি সমঝোতা স্মারক ও নোট সইয়ের ওপর কাজ করছে। এর মধ্যে প্রতিরক্ষা, উচ্চশিক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সাতটি স্মারক সইয়ের সম্ভাবনা আছে।


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যরা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন।

পূর্ব তিমুরকে হারানোর উচ্ছ্বাসের মাঝেও স্বস্তিতে নেই পিটার বাটলার। পরের ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্...
09/08/2025

পূর্ব তিমুরকে হারানোর উচ্ছ্বাসের মাঝেও স্বস্তিতে নেই পিটার বাটলার। পরের ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষের খেলা নিয়েই চিন্তিত এখন ইংলিশ বস। বয়সভিত্তিক এ আসরগুলো তার কাছে শিক্ষার জায়গা হলেও, দলের কৌশলে কোনো রক্ষণাত্মক মনোভাব আনতে চান না তিনি। ভূয়সী প্রশংসা করেছেন তৃষ্ণা-শিখাদের।

প্রথম ম্যাচে লাওসের বিপক্ষে শুরুটা ছিল বেশ নড়বড়ে। একের পর এক মিসে হতাশা জমতে শুরু করেছিল ডাগ আউটে। কিন্তু, যত সময় গড়িয়েছে আধিপত্য দেখিয়েছে লাল সবুজের মেয়েরা। তবে, শেষদিকে গোল হজম আবারো বিপাকে ফেলেছিল দলকে। ম্যাচ শেষে এই ধরনের ফুটবল থেকে বের হয়ে আসতে চেয়েছিলেন বাটলার। দ্বিতীয় ম্যাচে গুরুর মান রেখেছেন তার শিষ্যরা। শুরুর গড়মিল থাকলেও, গুছিয়ে নিতে সময় নেননি আফঈদারা।

শিষ্যদের পারফরম্যান্সে খুশি কোচ পিটার বাটলার বলেন, ‘আমি আজকের (শুক্রবার) খেলায় খুবই খুশি। যদিও শুরুর কয়েকটা মিনিট আমরা ভালো ফুটবল খেলিনি। তবে, সময়ের সঙ্গে মেয়েরা সব গুছিয়ে নিয়েছে। আজ তাদের পাসিং, সেট পিস অসাধারণ ছিল। শান্তি অনেক ভাগ্যবান, ওর ওই বলটা গোল হয়ে গিয়েছে। আসলে ম্যাচে এমন মুহূর্ত মাঝে মাঝেই আসবে, আপনাকে নিজেদের ভাগ্য নিজেদেরকেই গড়ে নিতে হবে।’


প্রথম ম্যাচের নায়ক ছিলেন সাগরিকা। কিন্তু পূর্ব তিমুরের বিপক্ষে একটি অ্যাসিস্ট ছাড়া খুব একটা অবদান ছিল না তার। মূলত প্রতিপক্ষের অতিরিক্ত মার্কিং এর কারণেই নিষ্প্রভ ছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু তাতে কোনো সমস্যাই হয়নি বাংলাদেশের। তৃষ্ণা, শিখা, শান্তিদের দায়িত্বশীল পারফরম্যান্সে মুগ্ধ বাটলার। দিন দিন পারফরমারের সংখ্যা বাড়ায় উচ্ছ্বসিত এই ইংলিশ কোচ।

তিনি বলেন, ‘তৃষ্ণাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ও দারুণ ফুটবলার। শিখাও আজ খুব ভালো করেছে। আমার মূল একাদশ সাজানো দিনে দিনে আরো কঠিন হচ্ছে। আমি এটাই চেয়েছিলাম। মেয়েরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা বাড়াবে। এই টুর্নামেন্টগুলো আমাদের শেখার জায়গা। দক্ষিণ কোরিয়া ম্যাচে মেয়েরা অনেক কিছু শিখবে। ওই ম্যাচের ফলাফল আমার কাছে মূখ্য নয়, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

জয়ের উচ্ছ্বাসের মাঝেই এখন বড় চিন্তা পরের ম্যাচ। বয়সভিত্তিকে এতদিন দাপট দেখালেও, প্রতিপক্ষ নিয়ে টুকটাক অসন্তোষ ছিল কোচের মধ্যে। সবসময়ই আরও শক্তিশালী কাউকে চাইতেন তিনি। এবার এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের সামনে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। সে ম্যাচে মেয়েরা কিভাবে রিঅ্যাক্ট করে সেটাই দেখতে চান বাটলার। ফল নয়, সে ম্যাচ থেকে প্রাপ্ত শিক্ষাগুলোই আগামীর পাথেয় হবে বলে বিশ্বাস তার।

তিনি বলেন, ‘কোরিয়া শক্তিশালী এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি কোন নেগেটিভ মাইন্ড নিয়ে খেলতে রাজি নই। আমরা আমাদের স্বাভাবিক কৌশলেই খেলব। ঠিকঠাক নিজেদের কাজ করতে পারলে আমরা এ ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারবো।

জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের ফলগুলোয় যদি চোখ বোলানো হয়, তবে একবারো জিম্বাবুয়ের নাম খুঁজে পাওয়া যাবে না। ক...
09/08/2025

জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের ফলগুলোয় যদি চোখ বোলানো হয়, তবে একবারো জিম্বাবুয়ের নাম খুঁজে পাওয়া যাবে না। কিউইদের বিপক্ষে জিম্বাবুয়ে সর্বোচ্চ ড্র করতে পেরেছে। বুলাওয়ের দ্বিতীয় টেস্টটাও তাহলে সেদিকেই এগোচ্ছে, কিউইদের জয়ের দিকে।

বুলাওয়ে টেস্টের আজ মাত্র দ্বিতীয় দিন শেষ হলো। ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্রর দেড়শ ছোঁয়া ইনিংসে ৬০০ ছাড়িয়ে দ্বিতীয় দিন শেষ করল কিউইরা। জিম্বাবুয়ে নিজেদের ইনিংসে অলআউট হয়েছিল ১২৫ রানে।

বৃহস্পতিবার জিম্বাবুয়েকে অলআউট করে এক সেশনেই ৪৯ রানের লিড নিয়ে নেয় নিউজিল্যান্ড। প্রথম দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে কিউরা। ফিফটি তুলে নিয়ে ৭৯ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। উইল ইয়ং আউট ৭৪ রানে আউট হলে নাইটওয়াচম্যান হিসেবে নেমেছিলেন জ্যাকব ডাফি।

ডাফি কনওয়েকে দারুণ সঙ্গই দিয়েছেন। আজ আরও ২৮ রান করেছেন তিনি। ডাফি সাজঘরে ফেরার পর কনওয়ে ব্যক্তিগত স্কোরটাকে সেঞ্চুরিতে রূপ দিয়ে নিয়ে গেছেন দেড়শর ঘরে। ১৫৩ রান করে ব্লেজিং মুজারাবানির ওভারে আউট হন তিনি। এরপর নিকোলস ও রবীন্দ্রর ব্যাটে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।

রবীন্দ্র তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। নিকোলস মাঠ ছেড়েছেন ১৫০ রানে, এটা তার টেস্ট ক্যারিয়ারের দশম শতক। নিউজিল্যান্ডের লিড এরইমধ্যে সাড়ে ৪০০ ছাড়িয়েছে। দ্বিতীয় দিন শেষে ৪৭৬ রানের লিড পেয়েছে তারা।

নিউজিল্যান্ডের জন্য জয় কতদূর, সেটা নির্ভর করছে তাদের ইনিংস ঘোষণার ওপর। জাদুকরী কিছু করতে না পারলে জিম্বাবুয়ের সামনে বড় ব্যবধানেই হারই অপেক্ষা করছে।

Address

Satmatha More, Bogra Sadar
Puran Bogra
5600

Alerts

Be the first to know and let us send you an email when ETC Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ETC Bangla:

Share