ETC Bangla

ETC Bangla আপনার চোখ, আপনার কণ্ঠস্বর Tune in to ETC Bangla and immerse yourself in a world of engaging content, delivered in the language you love.

ETC Bangla is your vibrant and engaging window into the world of news, entertainment, and culture, brought to you by Megabyte Media, a company headquartered in Bangladesh and founded by the visionary S M Muntasir Mukit. As a premier Bengali language channel, we are dedicated to providing a rich and diverse viewing experience that resonates with the heart and soul of Bangladesh. Under the leadershi

p of S M Muntasir Mukit, Megabyte Media established ETC Bangla with a commitment to delivering high-quality content that informs, entertains, and celebrates the richness of Bengali language and culture. Our talented team of journalists, creative producers, and dynamic presenters work passionately to bring you a compelling mix of news, captivating entertainment programs, insightful cultural features, and much more. While rooted in the strong foundation of news reporting, ETC Bangla also shines a spotlight on the vibrant tapestry of Bengali entertainment. From engaging talk shows and exciting reality formats to captivating dramas and cultural showcases, we aim to offer a diverse range of programming that appeals to every member of the family. As a proud member of the Megabyte Media family, ETC Bangla is driven by the innovative spirit and commitment to excellence championed by its founder. We strive to be more than just a channel; we aim to be a companion in your daily life, reflecting the energy, creativity, and spirit of Bangladesh. Experience the best of news and entertainment, brought to you by Megabyte Media and the founding vision of S M Muntasir Mukit. ETC Bangla – your channel, your language, your world.

আগামী ২ নভেম্বর ৬০ বছরে পা দিচ্ছেন বলিউডের কিং শাহরুখ খান। প্রতিবছরের মতো এবারও ভক্তরা তাঁর মুম্বাইয়ের বিখ্যাত বাসভবন ‘ম...
31/10/2025

আগামী ২ নভেম্বর ৬০ বছরে পা দিচ্ছেন বলিউডের কিং শাহরুখ খান। প্রতিবছরের মতো এবারও ভক্তরা তাঁর মুম্বাইয়ের বিখ্যাত বাসভবন ‘মান্নত’-এর সামনে ভিড় জমাবেন। যদিও শুরুতে শোনা গিয়েছিল, শাহরুখ এবার পরিবারসহ আলিবাগে জন্মদিন উদ্‌যাপন করবেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই সুখবর দিয়েছেন—এই বছরও ‘মান্নত’-এর বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা নেবেন তিনি।

সম্প্রতি এক অনুরাগী এক্স (টুইটার)-এ শাহরুখকে প্রশ্ন করেন, “স্যার, এ বছর কি মান্নতে দর্শন দেবেন?” জবাবে শাহরুখ রসিক ভঙ্গিতে বলেন, “হ্যাঁ, আসব তো! শুধু এবার শক্ত টুপি পরতে হবে।”
এই উত্তরেই বুঝিয়ে দিয়েছেন, বাড়িতে চলমান সংস্কারের কাজ সত্ত্বেও তিনি ভক্তদের নিরাশ করবেন না।

শাহরুখ বরাবরই মনে করেন, তাঁর জন্মদিন এখন শুধুমাত্র তাঁর নয়, এটি তাঁর ভক্তদের জন্য এক উৎসব।
প্রতিবছর এই দিনে হাজারো অনুরাগী সমুদ্রপাড়ের মান্নতের সামনে ভিড় করেন—এক ঝলক বাদশাহকে দেখার আশায়।

আরও একটি বড় চমক—তাঁর জন্মদিনেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘দ্য কিং’–এর প্রথম টিজার।

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে দেশি-বিদেশি কিছু চক্র ‘মহাপরিকল্পনা’ বাস্তবায়নের চেষ্টা করছে বলে স্বরাষ্ট্র...
31/10/2025

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে দেশি-বিদেশি কিছু চক্র ‘মহাপরিকল্পনা’ বাস্তবায়নের চেষ্টা করছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পার্বত্য চট্টগ্রাম ঘিরে বিদেশিদের মহাপরিকল্পনা: পার্বত্য চট্টগ্রাম কি তাহলে বিদেশিদের হাতে চলে যাছে ?

ভারতের সম্ভাব্য পরিকল্পনা:
‘গ্রেটার ত্রিপুরা ল্যান্ড’ গঠনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উপরে প্রভাব বিস্তার। ত্রিপুরার রাজপরিবারের প্রধান প্রদ্যোত বিক্রম মানিক্য দেব বর্মা দাবি করেছেন, পার্বত্য চট্টগ্রামের উপজাতি জনগোষ্ঠী আলাদা রাষ্ট্র চায়।

পশ্চিমা দেশ ও এনজিও:
পশ্চিমা দেশগুলোর এনজিও পার্বত্য চট্টগ্রামে ‘পূর্ব তিমুর বা দক্ষিণ সুদান’–র মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।

সেপ্টেম্বরে তিন পার্বত্য জেলায় পশ্চিমা দেশের ১৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর লক্ষ্য করা হয়েছে।

দেশি সহযোগী ও উসকানি:
কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষক, বাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দেশি নাগরিক সমাজের কিছু সদস্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করছেন। কার্যবিবরণীতে ইউল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাবিদ ও বামপন্থি নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।

সন্ত্রাস ও অস্ত্র সরবরাহ:
পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কাছে অস্ত্র আসে ভারতীয় ও মিয়ানমারের বিভিন্ন গ্রুপ থেকে।
আর্থিক সংকটের কারণে কিছু ভারতীয় গ্রুপও অস্ত্র বিক্রি করে।

সরকার ও প্রশাসনের প্রতিক্রিয়া:
সাবেক সচিব শফিউল আজিম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা জাতীয় ঐক্যবদ্ধতার ওপর জোর দিয়েছেন।

সামরিক সক্ষমতা বাড়ানো, বেসামরিক প্রশাসন সক্রিয় করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নয়নমূলক পদক্ষেপ নিশ্চিত করা প্রয়োজন।

উপসংহার:
কার্যবিবরণী সতর্ক করেছে, পার্বত্য চট্টগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বহু আগে থেকেই চলছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ম, বর্ণ ও জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব অপরিসীম।
সূত্র: আমার দেশ

ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে গেলেও এর প্রভাব এখনো কমেনি। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বাংলা...
31/10/2025

ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে গেলেও এর প্রভাব এখনো কমেনি। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের মতে, মোন্থা স্থলভাগ অতিক্রম করার পর দুর্বল হয়ে গেলেও, আরব সাগরে তৈরি হওয়া আরেকটি নিম্নচাপ তাকে পশ্চিমে যেতে বাধা দিয়েছে। ফলে এটি এখনো ভারতের উত্তর ছত্তিশগড়, ওডিশা ও পশ্চিমবঙ্গ অঞ্চলে সক্রিয় রয়েছে এবং বাংলাদেশের ওপরও এর প্রভাব ফেলছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি রেকর্ড করা হয়েছে—রাজধানীতে ২০ মিলিমিটার, মানিকগঞ্জে ৩৮, চুয়াডাঙ্গায় ২৮, কুষ্টিয়ায় ২৬, মোংলায় ১৮ ও যশোরে ১৫ মিলিমিটার।

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে সেখানকার আবহাওয়া দপ্তর।

রাজধানী ঢাকায় আজ হালকা বৃষ্টি এবং শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি বা দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

নানা নাটকীয় ঘটনার পর অবশেষে প্রেমের সম্পর্কে জড়ানোর ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও ব্র...
31/10/2025

নানা নাটকীয় ঘটনার পর অবশেষে প্রেমের সম্পর্কে জড়ানোর ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রাজিলিয়ান-আমেরিকান ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকা। মঙ্গলবার ইনস্টাগ্রামে গোলাপের পাপড়িতে সাজানো বিছানায় তোলা অন্তরঙ্গ ছবিগুলো শেয়ার করে তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন ভিনি।

এর আগে মোনাকোতে একসঙ্গে সময় কাটানোর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে এক পর্যায়ে ভিনিসিয়ুসের সঙ্গে অন্য এক নারীর মেসেজ ফাঁস হয়ে যাওয়ায় সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে ভিনি প্রকাশ্যে ভার্জিনিয়ার কাছে ক্ষমা চান, এবং তাঁকে “একজন অসাধারণ নারী ও দারুণ মা” বলে উল্লেখ করেন।

ভিনির সেই পোস্টের পর ভার্জিনিয়া আবারও তাঁকে দ্বিতীয় সুযোগ দেন এবং মাদ্রিদে গিয়ে তাঁর সঙ্গে থাকছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এবিসি’ এই সম্পর্ক নিয়ে লিখেছে, “বিতর্কিত অবিশ্বস্ততার পর পুনর্মিলন।”

২৬ বছর বয়সী ভার্জিনিয়া ফনসেকা একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা—ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ৫৩ মিলিয়ন এবং টিকটকে ৪০ মিলিয়ন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই ইনফ্লুয়েন্সার ব্রাজিলে বড় হয়েছেন এবং পূর্বে গায়ক জে ফেলিপে-এর সঙ্গে বিবাহিত ছিলেন; তাঁদের তিন সন্তান রয়েছে।

বর্তমানে ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার নতুন সম্পর্ক ঘিরে ভক্ত ও সংবাদমাধ্যমে চলছে তুমুল আলোচনা।

পাপ, প্রতিশোধ ও অতিপ্রাকৃত শক্তির ভয়ের গল্প নিয়ে নির্মিত ইন্দোনেশিয়ার আলোচিত হরর সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ এবা...
31/10/2025

পাপ, প্রতিশোধ ও অতিপ্রাকৃত শক্তির ভয়ের গল্প নিয়ে নির্মিত ইন্দোনেশিয়ার আলোচিত হরর সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।
গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তির পরপরই ছবিটি আলোচনায় আসে এবং ২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পায়। বিশ্বজুড়ে দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে ৩১ অক্টোবর।

ধর্মীয় বিশ্বাস ও মানব-পাপকে ঘিরে সিনেমার কাহিনি এগিয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ইউলি, যিনি নিজের পরিবারের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে কালো জাদুর আশ্রয় নেন। ধীরে ধীরে ইউলি বুঝতে পারেন, তিনি প্রতিশোধ নিচ্ছেন, নাকি নিজেই শয়তানের খেলায় বন্দি হয়ে যাচ্ছেন—এই দ্বন্দ্বই গল্পের মূল টান।

সিনেমাটি পরিচালনা করেছেন হাদ্রা দায়েং রাতু, যিনি এই কাজের জন্য কানাডার ফ্যান্টাসিয়া উৎসবে ‘সেরা পরিচালক’ পুরস্কার জিতেছেন। এতে অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবী প্রমুখ।

এই সিনেমায় ধর্মীয় মিথ, ভৌতিক উপাদান এবং মনস্তাত্ত্বিক ভয়কে একত্রে মিশিয়ে এক অনন্য অভিজ্ঞতা উপহার দিয়েছে ইন্দোনেশিয়ান হরর ঘরানায়।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ হঠাৎই ইনস্টাগ্রাম থেকে তাঁর সব ছবি ও পোস্ট মুছে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিদায়ে...
31/10/2025

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ হঠাৎই ইনস্টাগ্রাম থেকে তাঁর সব ছবি ও পোস্ট মুছে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান, নিজের অতীত সত্ত্বাকে ত্যাগ করে নতুনভাবে জীবনে মনোযোগী হতে চান। আলিজেহ বলেন, “আমি জানি না কবে ফিরে আসবো, কিন্তু এই ছবিগুলো আর কখনো ফিরবে না—আর সেই আলিজেহও না।”

তাঁর এই সিদ্ধান্তে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন—কেউ হতাশ, কেউ আবার তাঁর মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার প্রশংসা করেছেন।
২০১৮ সালে ‘ইশক তামাশা’ সিরিয়ালের মাধ্যমে শোবিজে পা রাখা এই ২৫ বছর বয়সী অভিনেত্রীর জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘মেরা দিল মেরা দুশমন’, ‘হুর পরী’, ‘জো তু চাহে’ ও ‘এহদ-ই-ওয়াফা’।

ভারতের দক্ষিণি সিনেমার দুই সুপারস্টার রজনীকান্ত ও ধানুশের বাসভবনে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই–মেইল পাঠানো হয় তামিলনাড়ু...
30/10/2025

ভারতের দক্ষিণি সিনেমার দুই সুপারস্টার রজনীকান্ত ও ধানুশের বাসভবনে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই–মেইল পাঠানো হয় তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক ও চেন্নাই সিটি পুলিশের কাছে। ই–মেইলে বোমা রাখার দাবি জানানো হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ দল। তবে তল্লাশি চালিয়ে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি ভুয়া হুমকি হতে পারে। সম্প্রতি অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ, রাজনীতিক এস ভি শেখর ও সুরকার ইলাইয়ারাজাও একই ধরনের ভুয়া হুমকির শিকার হয়েছেন।
চেন্নাই পুলিশ জানিয়েছে, এটি বেশ কয়েকটি ভুয়া হুমকির ধারাবাহিক অংশ, যার সঙ্গে কোনো বাস্তব বোমা হামলার সংযোগ এখনো পাওয়া যায়নি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করেও দলের জয় এনে দিতে পারেননি তানজিদ হাসান তামিম। তার অর...
30/10/2025

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করেও দলের জয় এনে দিতে পারেননি তানজিদ হাসান তামিম। তার অর্ধশতকের (৬১ রান) পর আউট হওয়ার পর ছন্দ হারায় বাংলাদেশ, শেষ ১৭ বলে ৬ উইকেট হাতে রেখেও ৩৩ রান তুলতে ব্যর্থ হয় লিটন দাসের দল। ফলে ১৪ রানে পরাজিত হয়ে সিরিজ হার নিশ্চিত হয় টাইগারদের।

ম্যাচ শেষে তানজিদ বলেন,

“উইকেট যেমন ছিল, সেট ব্যাটারদেরই শেষ করতে হয়। আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম, ম্যাচটা বের হয়ে যেতো।”

তিনি আরও যোগ করেন, উইকেট স্টিকি থাকায় নতুন ব্যাটারদের জন্য হিটিং করা কঠিন ছিল। শেষ পর্যন্ত নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারাকেই পরাজয়ের মূল কারণ হিসেবে দেখছেন এই ওপেনার।

তামিল সুপারস্টার রজনীকান্ত আবারও প্রমাণ করলেন তার সহজ-সরল জীবনধারা। সম্প্রতি গোয়া যাওয়ার বিমানে ইকোনমি ক্লাসে বসে ভক্তদে...
30/10/2025

তামিল সুপারস্টার রজনীকান্ত আবারও প্রমাণ করলেন তার সহজ-সরল জীবনধারা। সম্প্রতি গোয়া যাওয়ার বিমানে ইকোনমি ক্লাসে বসে ভক্তদের সঙ্গে হাসিমুখে দেখা করেন এই জনপ্রিয় অভিনেতা। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভক্তরা মন্তব্য করেছেন, “রজনীকান্ত ইকোনমি সিটে—তবুও তার চারপাশে প্রথম শ্রেণীর আভা ছড়িয়ে পড়ে।”

বর্তমানে তিনি ‘জেলার ২’-এর শুটিংয়ে ব্যস্ত, যেখানে আবারও ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করছেন। এর আগে রজনীকান্তের ‘কুলি’ সিনেমা বিশ্বব্যাপী ৫১৮ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছিল।

এছাড়াও, তিনি শিগগিরই কমল হাসানের প্রযোজনায় নতুন একটি ছবিতে অভিনয় করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

বলিউড অভিনেতা সুরুজ পাঞ্চোলী অভিনয় ছাড়ছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তিনি নিজেই তা নাকচ করেছেন। সমাজমাধ্যমে এক পোস্...
30/10/2025

বলিউড অভিনেতা সুরুজ পাঞ্চোলী অভিনয় ছাড়ছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তিনি নিজেই তা নাকচ করেছেন। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘আমি সিনেমা করা ছাড়ছি—এ খবরটি একেবারেই মিথ্যা।’

২০১৩ সালে অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর ঘটনায় বিতর্কে জড়ান সুরুজ, এমনকি ২২ দিন জেলেও থাকতে হয় তাকে। পরের বছর ‘হিরো’ সিনেমায় আথিয়া শেঠির সঙ্গে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি এবং ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান।

সম্প্রতি ‘কেসরী বীর’ সিনেমায় অভিনয় করলেও ছবিটি বক্স অফিসে সফল হয়নি। অভিনয় ছাড়ার খবর নিয়ে তৈরি হওয়া গুঞ্জনকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন।

ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন।ডিএমটি...
30/10/2025

ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন।
ডিএমটিসিএল–এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ জানিয়েছেন, পিয়াকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে, আর অনার্স শেষ হলে তাকে অফিসার পদে উন্নীত করা হবে।

গত ২৬ অক্টোবর ফার্মগেটে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নিহত হন। এর পরই সরকার তাঁর পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরি দেওয়ার ঘোষণা দেয়।

এদিকে পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ ও স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে সেতু মন্ত্রণালয়ের সচিব ও ডিএমটিসিএল এমডির কাছে।

ভারতের শ্রীনগরে এক সংগীতানুষ্ঠানে গান গাওয়ার সময় আজান শুরু হতেই গান থামিয়ে দেন বলিউড গায়ক সোনু নিগম। উপস্থিত দর্শকদের উদ...
30/10/2025

ভারতের শ্রীনগরে এক সংগীতানুষ্ঠানে গান গাওয়ার সময় আজান শুরু হতেই গান থামিয়ে দেন বলিউড গায়ক সোনু নিগম। উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “আমাকে মাত্র ২ মিনিট দিন, আজান শেষ হলেই আমরা আবার গান শুরু করবো।”
সাদা কোর্ট-প্যান্ট পরা সোনুর এই আচরণে দর্শকরা ইতিবাচক প্রতিক্রিয়া জানান, আর ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
এই ঘটনা সোনুর অতীত বিতর্ককে ছাপিয়ে নতুনভাবে আলোচনায় এনেছে তাকে। ২০১৭ সালে তিনি মাইকে আজানের শব্দ নিয়ে আপত্তি জানিয়েছিলেন, যা নিয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়। এবার তার এই শ্রদ্ধাপূর্ণ আচরণে নেটিজেনরা প্রশংসা করছেন— অনেকে বলছেন, “এটাই প্রকৃত শিল্পীর মানবিকতা।”

Address

Satmatha More, Bogra Sadar
Puran Bogra
5600

Alerts

Be the first to know and let us send you an email when ETC Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ETC Bangla:

Share