Mamma's Boy

Mamma's Boy Nephophile
(1)

 #চাদা_আর_কত_দিন😪চাদা দিতে দিতে মানুষ আজ অতিষ্ট।আর কত চাদা তুললে এরা শান্ত হবে?এদিকে সরকার নিজেও মাইলস্টোনের হতাহতদের সা...
06/08/2025

#চাদা_আর_কত_দিন😪
চাদা দিতে দিতে মানুষ আজ অতিষ্ট।
আর কত চাদা তুললে এরা শান্ত হবে?
এদিকে সরকার নিজেও মাইলস্টোনের হতাহতদের সাহায্যর জন্য চাদা তুলে।
আসলে কি ঠিক এজন্যই কি জুলাই ২৪ এ মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছিল?
অনেক হয়েছে এবার থামেন।
যেই ঐ চেয়ারে বসে সেই কারো না কারো পা চাটা শুরু করে দেয়, আর ভুলে যায় যে এ দেশে সাধারণ মানুষ ও তো আছে।
আজ এই চাদাবাজদের কাছে দেশের সব শ্রেণীর মানুষ জিম্মি।
আল্লাহ ভালো জানেন যে আমরা ঠিক কবে নিস্তার পাব।
তবে আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এই চাদাবাজদের বিচার করবেন সাথে বর্তমান ক্ষমতায় থাকা লোকজনদের ও।

05/08/2025

হল ফিস্ট,

My University is more concerned about changing the road instead of rebuilding it..আমার ভার্সিটি রাস্তার নাম চেঞ্জ করলেও ...
05/08/2025

My University is more concerned about changing the road instead of rebuilding it..
আমার ভার্সিটি রাস্তার নাম চেঞ্জ করলেও রাস্তা ঠিক করার ব্যাপারে চরম উদাসীন।

এটা একচুয়ালি AI দিয়ে বানানো তাই কেউ বিশ্বাস করবেন না,বানিতে~ Shakib Khan vai 🤗
03/08/2025

এটা একচুয়ালি AI দিয়ে বানানো তাই কেউ বিশ্বাস করবেন না,
বানিতে~ Shakib Khan vai 🤗

টেলিটক আগামী প্যাকেজ কী?টেলিটক আগামী সিম:-🔹বিস্তারিত:-টেলিটক আগামী সিম এর মূল্য ১০০ টাকা।🔹স্টার্ট আপ বোনাস:-সিম এক্টিভেশ...
03/08/2025

টেলিটক আগামী প্যাকেজ কী?
টেলিটক আগামী সিম:-
🔹বিস্তারিত:-টেলিটক আগামী সিম এর মূল্য ১০০ টাকা।
🔹স্টার্ট আপ বোনাস:-সিম এক্টিভেশনের পর ১০০ টাকা রিচার্জে থাকছে ৩০ দিন মেয়াদে- ফ্রি ১০০ মিনিট টকটাইম, ফ্রি ৫ জিবি ডাটা এবং ফ্রি ১০০ এস এম এস। রিচার্জকৃত ১০০ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে।
🔹সিম এক্টিভেট করার পর স্টার্ট আপ বোনাসটি কেবল একবারেই পাওয়া যাবে।
🔹রিচার্জ বোনাস অফার:-২৫ টাকা রিচার্জ করলে গ্রাহক পাবেন-২৫ (অন-নেট) মিনিট,২৫ (অন-নেট) এসএমএস এবং ৫০ এমবি ডাটা, মেয়াদঃ ৩ দিন। গ্রাহকের মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে ২৫ টাকা যোগ করা হবে। গ্রাহকরা প্রতি ৩ দিনে (৭২ ঘন্টা) একবার এই অফারটি পাবেন।
🔹গ্রাহকের ইন্টারনেট ব্যালেন্স শেষ হবার পর পে-পার-ইউজ রেট প্রযোজ্য হবে। পে পার ইউজ রেট- ১৫ কেবি/ ১ পয়সা (সর্বোচ্চ ৫ টাকা)।
🔹পালস্:-১০ সেকেন্ড।
♦️পালস্:-১০ সেকেন্ডঃ-অর্থাৎ, আপনি যদি ১০ সেকেন্ডের কম কথা বলেন, তবুও আপনাকে ১০ সেকেন্ডের বিল দিতে হবে।
♦️উদাহরণস্বরূপ:যদি আপনি ১ মিনিট (৬০ সেকেন্ড) কথা বলেন, তবে ৬ বার ১০ সেকেন্ড পালস গণনা করা হবে এবং ৪৫ পয়সা * ৬ = ২ টাকা ৭০ পয়সা বিল প্রযোজ্য হবে।

♻️SMS এর মাধ্যমে আগামী সিমের রেজিস্ট্রেশন:-
🔹এস এম এস এর মাধ্যমে আগামী সিমের রেজিস্ট্রেশন করুন যেকোনো টেলিটক নাম্বার থেকে টাইপ করুন: AGAMI_SSCBoard(First 03 letters)_SSCRoll_SSCYear_ContactNo এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ: AGAMI MYM 123456 2020 0155######X.
🔹N.B: সফল রেজিস্ট্রেশনের পরে, আপনি একটি আইডি এবং ওটিপি পাবেন। আপনি এই আইডি, ওটিপি, ও এনআইডি নম্বর দেখিয়ে যেকোনো টেলিটক কাস্টমার কেয়ার থেকে আগামী সিম তুলতে পারবেন এবং এসএসসি অ্যাডমিট কার্ড/সার্টিফিকেট/মার্কশিটের কপি, সাথে নিয়ে যাবেন।

  review🔥রাজনিকান্তের নতুন মুভি কুলির ট্রেইলার রিলিজ হয়েছে কিছুক্ষণ আগে।।স্টারকাস্ট দেখেই তো মাথানষ্ট ভাই।স্টোরিলাইন যদি...
02/08/2025

review🔥

রাজনিকান্তের নতুন মুভি কুলির ট্রেইলার রিলিজ হয়েছে কিছুক্ষণ আগে।।
স্টারকাস্ট দেখেই তো মাথানষ্ট ভাই।
স্টোরিলাইন যদি ঠিক থাকে তাহলে এই মুভি ২০০০ কোটিও আয় করতে পারবে।
যাইহোক হোপ ফর দ্যা বেস্ট।।
যারা এখনো ট্রেইলার দেখেন নি দেখে আসতে পারেন, ইউটিউবে এভেইলএবল।।

#

🦛 পুরুষ জলহস্তী কেন নিজ ছেলেকে হ*ত্যা করে? জানলে অবাক হবেন~~একবার ভাবুন প্রায় ২৪৩ দিন গর্ভধারণ শেষে একটি জলহস্তী মা জন্ম...
02/08/2025

🦛 পুরুষ জলহস্তী কেন নিজ ছেলেকে হ*ত্যা করে? জানলে অবাক হবেন~~
একবার ভাবুন প্রায় ২৪৩ দিন গর্ভধারণ শেষে একটি জলহস্তী মা জন্ম দেয় তার সন্তানকে। কিন্তু যদি সন্তানটি ছেলে হয়, তবে শুরু হয় এক নি*ষ্ঠু*র বাস্তবতা। বাবা জলহস্তীই হয়ে ওঠে তার প্রা*ণ*না*শে*র জন্য সবচেয়ে বড় হু*ম*কি!

🦛 মায়ের অশান্তি ও পরিবারের সতর্ক পাহারা:

ছেলে সন্তান জন্মের পর পরিবারজুড়ে তৈরি হয় এক অজানা আ*ত*ঙ্ক। পিতার আক্রমণ থেকে তাকে রক্ষার জন্য পরিবার তাকে সর্বক্ষণ পাহারা দিয়ে রাখে। কারণ, পিতা সারাক্ষণ খুঁজে ফেরে সুযোগ—নিজ সন্তানকে প্রা*ণে মে*রে ফেলার।

🦛 জলহস্তীর সমাজব্যবস্থা:

ডাঙায় বসবাসকারী প্রাণীদের মধ্যে জলহস্তী আকারে তৃতীয় বৃহত্তম। সাধারণত এক একটি দলে ৬-১০টি সদস্য থাকে, যার মধ্যে মাত্র একজনই পুরুষ, বাকিরা নারী। পুরুষটি পুরো দলের একক শাসক—তার 'রাজত্ব' অক্ষুণ্ণ রাখাই তার প্রধান লক্ষ্য। তাই দল বা হেরেমে আর কোনো পুরুষকে সে সহ্য করতে পারে না।

🦛 তাই যদি সন্তান ছেলে হয়...

পুরুষ জলহস্তী ভাবে—এই ছোট ছেলেটিই ভবিষ্যতে তার জন্য রাজনৈতিক হুমকি। একদিন বড় হয়ে সে-ই হয়তো ক্ষমতা কেড়ে নেবে। তাই জন্মের পরপরই সুযোগ পেলেই ছেলেকে হ**ত্যা করে ফেলে। বিশেষ করে, যদি সন্তান বাবার সামনে আত্মসমর্পণ না করে বা বশ্যতা না মানে।

🦛 যদি বেঁচে যায়...

যদি মা ও পরিবার সন্তানের জীবন বাঁচাতে সক্ষম হয়, তবে অনেক ক*ষ্টে লুকিয়ে তাকে বড় করতে হয়। তবে এক সময় সেই সন্তান বড় হয়ে বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তখন শুরু হয় পিতা-পুত্রের র*ক্ত*ক্ষ*য়ী লড়াই, যার শেষ হয় হয় কারও মৃ*ত্যু*তে, নয়তো দল ত্যাগে।

🦛 এমন প্রবণতা শুধু জলহস্তীতেই নয়...

প্রকৃতির আরো কিছু প্রাণীর মধ্যেও এমন আচরণ দেখা যায়। তবে জলহস্তীদের মধ্যে এই ছেলেশিশু হত্যার প্রবণতা সবচেয়ে প্রকট।

আমাদের দেশের রাজনীতিবিদরাও সেইম। তারা নিজেদের সার্থ চরিতার্থ করার জন্য যে কোন কিছুই করতে পারে। ইভেন নিজেরাই নিজেদের অনেক বড় ক্ষতি করতেও পিছ পা হয়না।।

মানুষের অবস্থান খুবই নগন্য।এক্সাক্টলি ১ বছর আগে উনার পিছনে কত মানুষ সালাম, দোয়া ও তদবীর করার জন্য ছুটত আর আজ?উনার চোখের ...
01/08/2025

মানুষের অবস্থান খুবই নগন্য।
এক্সাক্টলি ১ বছর আগে উনার পিছনে কত মানুষ সালাম, দোয়া ও তদবীর করার জন্য ছুটত আর আজ?
উনার চোখের পানি মোছার মতও কেউ নেই!

ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সরকারি সোলার ভেঙে ফেলছে সাধারণ মানুষ😅
31/07/2025

ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সরকারি সোলার ভেঙে ফেলছে সাধারণ মানুষ😅

 #গুরু তো গুরুই 😅একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।অধ্যাপক থেমে গিয়ে বল...
30/07/2025

#গুরু তো গুরুই 😅
একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।

অধ্যাপক থেমে গিয়ে বললেন:
— "কে শিস দিল?"

কেউ কোনো উত্তর দিল না।

তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল।
অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন:
— "কে শিস দিচ্ছে?"

তবুও কেউ উত্তর দিল না।

তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শিস এল,
তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।"

ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল।

অধ্যাপক বললেন:
"এক রাতে ঘুম আসছিল না, অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না।

হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা, হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।
আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, 'মা, কিছু সাহায্য লাগবে কি?'
তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন।

চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন।
তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন:

— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’

আমি বললাম:
— 'নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারব।'

তিনি হেসে বললেন:
— 'নাম বলার দরকার নেই। আপনি নিজেই তাকে চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।'"

এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই শিস দেওয়া ছাত্রের দিকে!

অধ্যাপক তখন বললেন:
"এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?"🤣

এখনই সময় ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করা🔥শুধুই বোয়িং? নাকি সাথে আয়রন ডোমও সম্ভব? বাংলাদেশ ম্যারিকা থেকে ২৫টি বোয়িং ক...
29/07/2025

এখনই সময় ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করা🔥

শুধুই বোয়িং? নাকি সাথে আয়রন ডোমও সম্ভব?

বাংলাদেশ ম্যারিকা থেকে ২৫টি বোয়িং কিনতে চাইছে — দারুণ!
কিন্তু প্রশ্ন হলোঃ এই ৭ বিলিয়ন ডলারের পুরোটা কি আমরা শুধু প্লেনের পেছনেই খরচ করবো, নাকি একটু কৌশলী হবো?

আসুন মোটাদাগে হিসাবটা বুঝিঃ
১টা বোয়িং = ২৮০ মিলিয়ন ডলার
২৫টা কিনলে = ৭ বিলিয়ন ডলার
৬-৭টা কিনলে = ১.৭ বিলিয়ন ডলার

তাহলে বাকি ৫.৩ বিলিয়নে কী কী সম্ভব?
১০-১৫টা আয়রন ডোম!
রাডার, মিসাইল, সাইবার সিকিউরিটি!!
এমনকি আধুনিক MALE/HALE ড্রোন!!!

বাংলার আকাশ রাখিবেন মুক্ত? লেকিনঃ
ভারতের আছে এস-৪০০ মিসাইল সিস্টেম
মিয়ানমারের আছে আধুনিক আধুনিক রাডার ও যুদ্ধবিমানের ফ্লিট
আর আমাদের?

ভাবেন একবার, আয়রন ডোম, প্যাট্রিয়ট কিংবা থাড থাকা মানেঃ
ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, ফেনী, লালমনিরহাট, রূপপুর পারমাণবিক কেন্দ্র আর পোশাক শিল্পাঞ্চল, সব প্রোটেক্টেড।
একইসাথেঃস্ট্র্যাটেজিক গভীরতা + টেক ট্রান্সফার পাবে বাংলাদেশ।

তাই,
২৫টা বোয়িং প্লেন নয়,
বরং ৬-৭টা বোয়িং প্লেন + আকাশ প্রতিরক্ষা = টেকসই নিরাপত্তা + স্মার্ট ইনভেস্টমেন্ট + গ্লোবাল স্ট্যাটাস

এটাই হোক আমাদের নতুন উন্নয়ন দর্শন।

Address

Sherpur
Puran Bogra
5840

Alerts

Be the first to know and let us send you an email when Mamma's Boy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamma's Boy:

Share