
31/08/2023
"হ্যাপি বার্থডে কুয়েটঃ দ্য গ্রীন এন্ড দ্য বিউটি "
১৯৭৪ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ নামে বি.এস.সি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যাত্রা শুরু তোমার। ১৯৮৬ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ খুলনা বি.আই.টি তে রুপান্তরিত হয়। এরপর ২০০৩ সালের ১লা সেপ্টেম্বর খুলনা বি.আই.টি কে “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)” এ রূপান্তরের পর থেকে প্রকৌশল শিক্ষায় নিরংকুশ ভুমিকা পালন করে চলেছো তুমি। আদি জন্ম থেকে হিসাব করলে তোমার বয়স জ্ঞান-গরিমা ও অভিজ্ঞতায় ৫৬ বছর এ পা দিয়েছে। এক কথায় বলতে পারি "ইতিহাস ও ঐতিহ্যের ৫৬ বছর, গৌরবের ৪৯ বছর এবং অর্জনের ২০ বছর। শিক্ষা- গবেষণা, বিদেশ গমন, শিক্ষার্থী– শিক্ষক এবং সংস্কৃতি ইত্যাদি সকল ক্ষেত্রে তোমার উত্তরোত্তর বিকাশ ঘটুক। চিরকাল তুমি মাথা উঁচু করে দাড়িয়ে থাকবে স্ব–মহিমায়।
আমি তোমায় ভালোবাসি কুয়েট, আমরা তোমায় ভালোবাসি। তোমার সফল-নিরন্তর পথ চলার শুভকামনা রইলো।
আজ তোমার জন্মদিনে কোটি প্রাণে বলতে চাই।
“”শুভ জন্মদিন কুয়েট"" 🥰