মহিদ হাসান

মহিদ হাসান

23/08/2024

সবচেয়ে দামী এবাদত হচ্ছে দান। দান ব্যতীত পৃথিবীতে সব এবাদত নিঃস্বার্থ। দানের মাধ্যমে দানকারী ও দান গ্রহণকারী দুজনেরই স্বার্থ আছে। কেউ যদি জান্নাত কিনতে চায় তাহলে সে যেন বেশি বেশি দান করে।

দান করার এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ।

22/08/2024

ভারত আমাদের বাংলাদেশের চারিদিকে বাধ দিয়ে পানি প্রত্যাহার করে আমাদেরকে খরায় আর বন্যায় ডুবিয়ে মারছে। বন্যার অস্থায়ী সমাধান হচ্ছে ত্রাণ, উদ্ধার ইত্যাদী।

আমাদের দরকার স্থায়ী সমাধান। আমরা ত্রাণও চাইনা, উদ্ধারও চাইনা। আমরা ভারতীয় সৃষ্ট বন্যার অবসান চাই। সবাই আওয়াজ উঠান। আমাদের চলমান সরকারের কোন ভয় নাই। তারা জনগণের সরকার। তারাই পারবে আমাদের পানির ন্যায্য হিস্যা নিয়ে দিতে।

ভারতের বন্যা রাজনীতি আর পিয়াজ রাজনীতি দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই জাতি জীবন দেওয়া শিখে গেছে। বন্যায় ডুবে মরতে রাজি আছি। ভারত থেকে খাবার না আসলে, না খেয়ে থাকতে রাজি আছি। তবে ভারতের গোলামী করতে রাজি নই। কথা লাউড এন্ড ক্লিয়ার।

যে কোনো পেমেন্ট মেথড থেকে এই প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/floodA/c Name: As Sunnah FoundationA/c No...
22/08/2024

যে কোনো পেমেন্ট মেথড থেকে এই প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/flood

A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka

📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ-এর পক্ষ থেকে বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ বিতরণের ঘোষণা দিলেন...
22/08/2024

নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ-এর পক্ষ থেকে বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ বিতরণের ঘোষণা দিলেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। আমরা আজ থেকেই কাজ শুরু করতেছি ইনশাআল্লাহ।

আপনারা শরিক হতে চাইলে:
🔰Nibras Tran Tahbil Fund
A/C: 2050 1130 2043 67903
Islami Bank Bangladesh limited, Rajshahi Branch.

🔰Al Jamiah As Salafiya Zakat Fund
A/C: 2050 1130 2043 67417
Islami Bank, Rajshahi Branch

📌 বিদেশ থেকে টাকা পাঠানোর ঠিকানা;
আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।
হিসাব নং- 0071120004027

📌 বিদেশ থেকে পেপ্যাল একাউন্ট এর মাধ্যমে টাকা পাঠানোর লিংক;
➡️ https://www.paypal.me/nabilomil

🔰 মোবাইল ব্যাংকিং:
📌 নগদ পার্সোনাল
📲 01717-088967

📌 বিকাশ পার্সোনাল
📲 01773-925235

📌 নগদ মার্চেন্ট পেমেন্ট নাম্বার
📲 01958-153720

📌 বিকাশ এজেন্ট ক্যাশ আউট নাম্বার
📲 01904-122546

📌 বিকাশ পেমেন্ট
📲 01974-088967

📌 রকেট পার্সোনাল
📲 01835-984648-7

☎️যোগাযোগ:
📲 +8801717-088967 (WhatsApp)(নগদ)
📲 01773-925235 (বিকাশ)

Go to paypal.me/nabilomil and type in the amount. Since it’s PayPal, it's easy and secure. Don’t have a PayPal account? No worries.

আল্লাহ এক জালিম থেকে মুক্তির পর অন্য জালিমের হাতে শাসন জাওয়া থেকে হেফাজত কর। এতগুলো জীবন বৃথা যেতে না দেই, আমরা সকলে স্ব...
05/08/2024

আল্লাহ এক জালিম থেকে মুক্তির পর অন্য জালিমের হাতে শাসন জাওয়া থেকে হেফাজত কর।
এতগুলো জীবন বৃথা যেতে না দেই, আমরা সকলে স্বাধীনতাকে রক্ষা করি।

05/08/2024

সিজদায় লুটিয়ে পড়ুন, এ বিজয় আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় নিয়ামাত।

05/08/2024

হে আল্লাহ! আপনি মহাপরাক্রমশালী। সর্বময় ক্ষমতার অধিকারী। সকল রাজত্ব আপনার। সকল ক্ষমতা আপনার। আপনি যা ইচ্ছা তাই করতে পারোন।

হে আল্লাহ বাংলাদেশকে আপনি ভারতের দাসত্ব থেকে মুক্তি দিন! আমরা ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য লাখো জীবন কুরবান করেছি। দুইশ বছর যাবত ব্রিটিশ বিরোধী সংগ্রামের দীর্ঘ রক্তের পথ পাড়ি দিয়ে আপনি বাংলার মুসলমানদের জন্য স্বাধীন এই মাতৃভূমি দিয়েছেন। হে আল্লাহ আমাদের কাছে ভারতের গোলামী করে জীবিত থাকার চেয়ে মরে যাওয়া অনেক শ্রেয়। আমরা কাশ্মীর ও গাযা হতে চাইনা। আপনি বাংলাদেশকে আপনার খাস রহমতের চাদর দিয়ে ঢেকে দিন! আমরা আপনার দয়ার ভিখারী। এই দেশকে ও এই দেশের মানুষকে আপনি নিরাপত্তা দিন! আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীন হিসেবে বসবাসের আত্মসম্মান ভিক্ষা দিন!

আমীন! ইয়া রাব্ব!

04/08/2024

যারা নামাজ পড়েন না, পড়া শুরু করেন। যারা দোয়া করেন না,করা শুরু করেন। যে কখনো তাহাজ্জুদ পড়েন নাই,পড়েন।
যার থেকে বিজয় আসে, তার কাছে সাহায্য না চাইলে কে আছে আমাদের সাহায্যকারী?
কে কখন মরে যাচ্ছে ঠিক নাই,আজকে স্ট্যাটাস দিয়েছি...কালকে বাচবো নাকি নিশ্চয়তা নাই। তাই তারে অবহেলা কইরেন না।

18/07/2024

দুর্ভাগ্য!
আমরা স্বাধীন হয়েছি শুধু ভৌগোলিক মানচিত্রে, কিন্তু রয়ে গেছি আগের মতো গোলামীতে।

ডা.আসাদুল্লাহ আল গালিব স্যার

18/07/2024

এতগুলো জীবনের পর বিষয় আর কোঠার মধ্যে নাই,
নেগোসিয়েশন এই মিস কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন।

18/07/2024

কোটা সংস্কারের দাবী কি অযৌক্তিক? সেটা নিয়ে পরিপত্র আর আদালতের নাটক কেন? আপনি কি মনে করেছেন এই দেশে অন্য সবার মত ছাত্র সমাজেরও মেরুদন্ড নাই? যেটাই করেন নিরীহ ছাত্রকে একদম নিকট দূরত্ব থেকে কোল্ড ব্লাডেড মার্ডার করবেন কেন? অন্যভাবেও তো সমাধান করা যায়। ছাত্রদের লাশের সারি ধীরে ধীরে বাড়তেছে। এই বোঝা বহন করা কঠিন হয়ে যাবে। সবার জন্যই কঠিন হয়ে যাবে।

Address

Bogura
Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when মহিদ হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহিদ হাসান:

Share