Channel M

Channel M Only Videos. So Follow This Page.

সান্তাহার জংশন: একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র।সান্তাহার জংশন উত্তরবঙ্গের বগুড়া জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলও...
23/07/2025

সান্তাহার জংশন: একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র।

সান্তাহার জংশন উত্তরবঙ্গের বগুড়া জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের একটি প্রধান জংশন হিসেবে পরিচিত, যা উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। সান্তাহার জংশনের গুরুত্ব শুধু তার ভূগোলিক অবস্থানের কারণে নয়, বরং এটি বিভিন্ন রেললাইন ও ট্রেনের মিলনস্থল হওয়ার কারণে।

সান্তাহার জংশনে কয়েকটি গুরুত্বপূর্ণ রেললাইন মিলিত হয়, যার মাধ্যমে কলকাতা, দিল্লি, গুৱাহাটী, আসম, ও ঝাড়খণ্ড সহ বিভিন্ন স্থানের সঙ্গে ট্রেন চলাচল করে। এই স্টেশনটি মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গ অঞ্চলের কৃষি পণ্য, শিল্প সামগ্রী ও অন্যান্য পণ্য পরিবহনে এই জংশনের অবদান অপরিসীম।

সান্তাহার জংশনের চারপাশে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, যেমন টিকেট কাউন্টার, বিশ্রামাগার, খাবারের দোকান, এবং যাত্রীদের জন্য পরিষ্কার ও সুরক্ষিত প্ল্যাটফর্ম। এখান থেকে যাত্রীগণ সহজে বিভিন্ন প্রধান শহরে পৌঁছাতে পারেন।

অর্থনৈতিক দিক থেকেও সান্তাহার জংশনের গুরুত্ব অনেক বেশি। এটি স্থানীয় অর্থনীতি ও বাণিজ্যের উন্নয়নে একটি বড় ভূমিকা রাখে। স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকরা ট্রেনের মাধ্যমে সহজে পণ্য ও সেবা পরিবহন করতে পারেন।

পরিশেষে, সান্তাহার জংশন শুধু একটি রেলওয়ে স্টেশন নয়, এটি একটি সেতু হিসেবে কাজ করে যা মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। ভবিষ্যতে আরও আধুনিকীকরণ ও উন্নয়নের মাধ্যমে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

20/07/2025

শুধু নাই আর নাই ferdous ahmed kobita Channel M

06/07/2025

বাবা মায়ের উপর মনে মনেও রা*গ করা ঠিক নয়। বাবা মায়েদের বয়স হয়ে গেলে অনেক সময় ছোট মানুষের মতো আচরন করে। সেগুলো শুনলে একটু মেজাজ চড়াও হয়। কিন্তু কখনই তা প্রকাশ করবেন না। মনে মনেও আনবেন না। এমন সময় ছোট বেলার কথা মনে করবেন। আমরা ছোট বেলায় বাবা মাকে কতই না বির*ক্ত করেছি অথচ তারা কিন্তু সেই সময় মেজাজটা ঠান্ডা রেখেছিল। হাসতে হাসতে সব কিছু বুঝিয়ে দিয়েছিল।

এক কথায় আমি বলতে চাই আপনার সন্তানকে যেমনটা ভাবেন ঠিক তেমনি বাবা মাকেও ভাববেন। তখন নিজেকে কন্ট্রোল করতে পারবেন।

24/06/2025

জীবনে ৭ ধরনের মানুষ থেকে দূরে থাকুন। শিক্ষণীয় ভিডিও । motivation | Channel M

বলতে হবে এটি বাংলাদেশ নাকি ভারতের কোন এক স্টেশন।
10/06/2025

বলতে হবে এটি বাংলাদেশ নাকি ভারতের কোন এক স্টেশন।

06/06/2025

রাজনীতি কাকে বলে। শিক্ষণীয় ভিডিও । Motivation | Channel M

30/05/2025

ব্যা*র্থ সমাজ চেনার উপায় । Channel M

এই পেজে আপনাদের কোন ধরণের ভিডিও দেখতে বেশি ভালো লাগে ?১. ফানি ভিডিও ।২. ফানি ইন্টারভিউ।৩. শিক্ষণীয় ভিডিও ।
28/05/2025

এই পেজে আপনাদের কোন ধরণের ভিডিও দেখতে বেশি ভালো লাগে ?
১. ফানি ভিডিও ।
২. ফানি ইন্টারভিউ।
৩. শিক্ষণীয় ভিডিও ।

25/05/2025

নারীকে নারীর মতই হতে হবে। শিক্ষণীয় ভিডিও | Motivation | Channel M

21/05/2025

তুচ্ছ বিষয়েও বড় সাধুতা একটা পর্দা | শিক্ষণীয় ভিডিও । Motivation | Channel M

Address

1 No Snigdha Abashik, Sultanganj Para. Bogra
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Channel M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel M:

Share

Category