Trail Tales

Trail Tales সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, নিজের জিবনটা উপভোগ করুন।

24/12/2025

যারা ওসমান হাদিকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো ধরনের সুশীলতা দেখানো হবে না। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে!

22/12/2025

🟥 ব্রেকিং 🟥
শহীদ হাদিকে গুলির পর "সীমান্তে পালানোর’ সাজানো নাটক: আড়ালে রইলো প্রকৃত শ্যুটার" এক্সক্লুসিভ অনুসন্ধানী রিপোর্ট আগামীকাল প্রকাশিত হবে।
ফলো দিয়ে চোখ রাখুন আমাদের সাথে

21/12/2025
21/12/2025
অথচ হাসিনার আমলে আমার দেশ পত্রিকার সম্পাদককে মে* মা*থা - ফা* র'ক্তাক্ত করেছিল। পুরো পত্রিকা অফিস ভাং* করেছিল। একটা জাতীয়...
20/12/2025

অথচ হাসিনার আমলে আমার দেশ পত্রিকার সম্পাদককে মে* মা*থা - ফা* র'ক্তাক্ত করেছিল। পুরো পত্রিকা অফিস ভাং* করেছিল। একটা জাতীয় দৈনিক পত্রিকা সবার সামনে বন্ধ করে দেয়া হলো। কোন সুশীল সেদিন মুখ খুলে নি, কেউ এটাকে ম' ব বলে নি৷

অথচ আজকে সুশীলগি* দেখাতে এসেছে৷ এরা সুশীল নয়। এরাই আড়ালে আবডালে ভারতের স্বার্থ রক্ষা করে। ন্যারেটিভ তৈরী করে। এদেরকে অনলাইনে অফলাইনে সব খানে প্রতিরোধ করতে হবে।

একটা জলজ্যান্ত তাজা টগবগে ছেলেকে দিনে দুপুরে মে* ফেলল। যে ছেলেটার কিচ্ছু নেই। সাধারণ একটা গ্রামের ইসলামি আদর্শে বেড়ে উঠা পরিবারের সন্তান। প্রাচুর্য নেই। অর্থবিত্ত নেই। কিচ্ছু নেই তার শুধু জ্ঞান প্রজ্ঞা ন্যায় নীতি আদর্শ আর সাহস ছাড়া।

আর ছিল মাস খানেক বয়সের নবজাতক একটা সন্তান। সন্তানটাকে সে ভালো করে কোলেও নিতে পারে নি। এই সন্তানটাকে তারা এতিম করলো। তার পরিবারটাকে ভেঙে দিলো। শে* করে দিলো। এরপরেও বলবেন মানুষ হয়ে আমরা এগুলো সহ্য করব? আমরা শুধু কিছুক্ষণ হা হুতাশ করেই কাটিয়ে যাব?

🤲🤲🤲 আল্লাহ আপনাকে শহীদ হিসেবে কবুল করুক (আমিন)
20/12/2025

🤲🤲🤲 আল্লাহ আপনাকে শহীদ হিসেবে কবুল করুক (আমিন)

তোরা আমার ভাইর পায়ে গু/লি করতি,আমার ভাইটা পঙ্গু হতো। হুইল চেয়ারে বসে বজ্রকন্ঠে কথা বলতো। তোরা আমার ভাইর দু চোখ উ/ঠিয়ে নি...
19/12/2025

তোরা আমার ভাইর পায়ে গু/লি করতি,আমার ভাইটা পঙ্গু হতো। হুইল চেয়ারে বসে বজ্রকন্ঠে কথা বলতো।

তোরা আমার ভাইর দু চোখ উ/ঠিয়ে নিতি,আমার ভাই কন্ঠে দেশের জন্য লড়ে যেতো।

তোরা আমার ভাইর হাত দুটো কেটে নিতি,পায়ে হেঁটে হেঁটে মানুষের সাহায্য নিয়ে দেশের জন্য লড়তো।

তোরা আমার ভাইর জিহবা কে/টে নিতি,ইশারায় দেশের হয়ে যু/দ্ধ করতো

তোরা আমার ভাইর মগজে গু/লি করলি?
মগজে তোদের এতো ভয় ,শুয়/রের বাচ্চারা..........😅

19/12/2025

হাদী ভাই 😭😭😭

মনটা শক্ত করুন। কিছু সত্য খুব তিতা হয়, কিন্তু গিলতে হয়।হয়তো হাদী ভাই আর আমাদের মাঝে ফিরবেন না। চিকিৎসাবিজ্ঞানের সব চেষ্ট...
17/12/2025

মনটা শক্ত করুন। কিছু সত্য খুব তিতা হয়, কিন্তু গিলতে হয়।
হয়তো হাদী ভাই আর আমাদের মাঝে ফিরবেন না। চিকিৎসাবিজ্ঞানের সব চেষ্টা কার্যত শেষ। সিঙ্গাপুরের চিকিৎসকরাও হাল ছেড়ে দিয়েছেন। মাথার গভীরে রয়ে যাওয়া বুলেটের অংশটা বের করা সম্ভব হচ্ছে না, শরীর আর সায় দিচ্ছে না। যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হসপিটালে হয়তো একটা শেষ চেষ্টা করা যেত, কিন্তু সেই সময় বা সুযোগ—কোনোটাই আর নেই। এখন কেবল কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে ধু*ক*পু*ক করছে একটা তাজা প্রাণ। আমরা মুসলিম, আল্লাহর ওপর ভরসা রাখি, কিন্তু বাস্তবতা হলো—হাদী ভাই আমাদের ছেড়ে চলে যাওয়ার পথে।
চোখের পানি মুছে এবার একটু শক্ত কথা শুনুন।
এতদিনেও কেন কোনো অপরাধী ধরা পড়ল না? এর উত্তর খুব সোজা। এর পেছনে বড় বড় রাঘববোয়াল, প্রশাসনের উচ্চপদস্থ কর্তা আর রাজনৈতিক নেতারা জড়িত। নিজেদের লোক বলেই অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
দেশে যে আইনের শাসন নেই, তা তো আমরা হাড়েই হাড়েই টের পাচ্ছি। আইনের দোহাই দিয়ে আমরা অনেক ভাই-বোনকে হারিয়েছি, আজ হাদী ভাইকেও হারাতে বসেছি। আমরা আর বোকা সাজব না।
মনে রাখবেন, আজ যদি আমরা চুপ থাকি, এই অন্যায়ের বিচার নিজেরা নিশ্চিত না করি—তবে কাল হাসনাত ভাই, নাহিদ ভাই কিংবা আপনার নিজের আপন ভাইও রেহাই পাবে না। তখনো কি আমরা শুধু বিচার চেয়ে পোস্টই দিয়ে যাব?
না, আর না!
আমাদের সোর্সরা কাজ করছে। কারা কারা এই হত্যার নীল নকশায় জড়িত—ডিজিএফআই, এনএসআই, আমলা বা মন্ত্রী—সবার তালিকা করা হবে। আমরা লেখক ছিলাম, কিন্তু এখন সময় এসেছে কলমের পাশাপাশি রাজপথেও ঝড় তোলার।
খুব শীঘ্রই আমরা ডাক দেব। জড়িত প্রত্যেকটা অপরাধীকে গর্ত থেকে বের করে এনে জনগণের সামনে দাঁড় করানো হবে। এমন বিচার করা হবে যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। খু*নীদের রক্ষা করতে যারা আড়ালে কলকাঠি নাড়ছে, তাদেরও মুখোশ আমরা ছিঁ*ড়ে ফেলব।
সেই ডাকে আপনারা আসবেন তো?
নাকি পাশ কাটিয়ে চলে যাবেন?
মনে রাখবেন, আজ পাশ কাটিয়ে গেলে কাল যখন আপনার আপনজনের বুকে গু*লি লাগবে, তখন পাশে দাঁড়ানোর মতো কাউকেই আর খুঁজে পাবেন না।
লড়াইটা অস্তিত্বের, লড়াইটা ন্যায়ের। এই লড়াইয়ে আপনি পাশে থাকবেন কি-না কমেন্টে জানান। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন—আমরা আসছি, বিচার নিশ্চিত করতে।
Copied: Adiba Sultana ema✨


মোদিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ইলিয়াস ভাই 😂😂
16/12/2025

মোদিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ইলিয়াস ভাই 😂😂

Address

Dhunat, Bogura
Puran Bogra
5850

Telephone

+971566262139

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trail Tales posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trail Tales:

Share