
15/07/2024
৩০০ কোটি বাজেটের ১ম দিনে ৫৫ কোটি কালেকশন করা ইন্ডিয়ান ২ এভারেজ লাগছে😶
ট্রেইলার দেখে যতোটা ভাল্লাগছিল সিনেমাটা ওতোটা ভাল্লাগে নাই।
ইন্ডিয়ান ২ নেগেটিভ রিভিউতে সারফিরা & কল্কি আর ও সুযোগ পেয়ে গেল।সারফিরা ভাল রিভিউ পাচ্ছে। সো ২ টার মধ্যে কিল কি করে দেখা যাক?
🎥Film Name: Indian 2 (2024)
🎥Genre:Action-Thriller
🎥IMDB Ratting : 5.1/10
🎥Personal Ratting : 4/10
নো স্পয়লার
ইন্ডিয়ান ২ ট্রেইলার হিসেবে সিনেমা ভাল না লাগলেও ইন্ডিয়ান ৩ কিছু সিন অনেক জোশ লাগছে।
আশাবাদী ইন্ডিয়ান ৩ ভাল হবে।
কিন্তু সম্পুর্ন নেগেটিভ রিভিউ হওয়ার কারন কি?
সমাজের বাস্তবরুপ ঘুষ,দুর্নীতি ই তো তুলে ধরা হয়েছে।
ইন্ডিয়ান ২ তে যা দেখাইছে তাতে প্রায় ৩ ঘন্টা না দেখায়ে দেড় ঘন্টায়েও শেষ করা যেত।
মার্শাল আর্টের ওই ঘোড়ার মতো দৌড়ানোর ব্যাপার টা🙄
আচ্ছা আদৌ কি ওরকম হয় যে ৩ ঘন্টা পর মারা যায়।নাকি সিনেমা তে হুদাই দেখাইছে।সামান্য এক গুতায় সম্পুর্ন জীবন কিভাবে শেষ হয়।
আই লাভ মার্শাল আর্ট একশান।
একশান ও ভাল হয় নাই ইন্ডিয়ান ২ তে।লুক গুলা যা ভাল্লাগছিল কমল হাসানের।
মদ্য কথা ট্রেইলার ভাল্লাগবে বলে সিনেমা ও ভাল লাগবে & ট্রেইলার খারাপ লাগবে বলে যে সিনেমা ও খারাপ লাগবে এমন কোনো কথা নেই।
হিট হতে ৬০০ কোটি লাগবে ইন্ডিয়ান ২
কেমন লাগলো জানাবেন?