Movie Trailers

Movie Trailers Safe Ride Reach Home

৩০০ কোটি বাজেটের ১ম দিনে ৫৫ কোটি কালেকশন করা ইন্ডিয়ান ২ এভারেজ লাগছে😶ট্রেইলার দেখে যতোটা ভাল্লাগছিল সিনেমাটা ওতোটা ভাল্ল...
15/07/2024

৩০০ কোটি বাজেটের ১ম দিনে ৫৫ কোটি কালেকশন করা ইন্ডিয়ান ২ এভারেজ লাগছে😶
ট্রেইলার দেখে যতোটা ভাল্লাগছিল সিনেমাটা ওতোটা ভাল্লাগে নাই।
ইন্ডিয়ান ২ নেগেটিভ রিভিউতে সারফিরা & কল্কি আর ও সুযোগ পেয়ে গেল।সারফিরা ভাল রিভিউ পাচ্ছে। সো ২ টার মধ্যে কিল কি করে দেখা যাক?

🎥Film Name: Indian 2 (2024)
🎥Genre:Action-Thriller
🎥IMDB Ratting : 5.1/10
🎥Personal Ratting : 4/10

নো স্পয়লার
ইন্ডিয়ান ২ ট্রেইলার হিসেবে সিনেমা ভাল না লাগলেও ইন্ডিয়ান ৩ কিছু সিন অনেক জোশ লাগছে।
আশাবাদী ইন্ডিয়ান ৩ ভাল হবে।
কিন্তু সম্পুর্ন নেগেটিভ রিভিউ হওয়ার কারন কি?
সমাজের বাস্তবরুপ ঘুষ,দুর্নীতি ই তো তুলে ধরা হয়েছে।
ইন্ডিয়ান ২ তে যা দেখাইছে তাতে প্রায় ৩ ঘন্টা না দেখায়ে দেড় ঘন্টায়েও শেষ করা যেত।

মার্শাল আর্টের ওই ঘোড়ার মতো দৌড়ানোর ব্যাপার টা🙄
আচ্ছা আদৌ কি ওরকম হয় যে ৩ ঘন্টা পর মারা যায়।নাকি সিনেমা তে হুদাই দেখাইছে।সামান্য এক গুতায় সম্পুর্ন জীবন কিভাবে শেষ হয়।

আই লাভ মার্শাল আর্ট একশান।
একশান ও ভাল হয় নাই ইন্ডিয়ান ২ তে।লুক গুলা যা ভাল্লাগছিল কমল হাসানের।

মদ্য কথা ট্রেইলার ভাল্লাগবে বলে সিনেমা ও ভাল লাগবে & ট্রেইলার খারাপ লাগবে বলে যে সিনেমা ও খারাপ লাগবে এমন কোনো কথা নেই।

হিট হতে ৬০০ কোটি লাগবে ইন্ডিয়ান ২

কেমন লাগলো জানাবেন?

Kaithi 2 মুভিতে 'থালাপতি বিজয়ের' ভয়েস ওভার থাকতে পারে 🔥এবং যে সকল অভিনেতারা বিক্রম & লিওতে ছিলো, তারাও Kaithi 2 তে থাকতে...
13/07/2024

Kaithi 2 মুভিতে 'থালাপতি বিজয়ের' ভয়েস ওভার থাকতে পারে 🔥

এবং যে সকল অভিনেতারা বিক্রম & লিওতে ছিলো, তারাও Kaithi 2 তে থাকতে চলছেন। স্পেশালি কমল হাসান ও রোলেক্স স্যার সুরিয়া তো থাকবেনই। খুব সম্ভবত, রজনীকান্তের সাথে সিনেমা শেষ করার পর.... ২০২৫ সালে Kaithi 2 এর শুটিং শুরু করবেন - লোকেশ কানাগারাজ।

স্পিরিট সিনেমাতে এই হিউজ ডিমান্ডিং স্টারকাস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজ ক্রিয়েট হচ্ছে😮💥প্রভাস & ডন লি যদি এক ফ্রেমে আসে ব...
08/07/2024

স্পিরিট সিনেমাতে এই হিউজ ডিমান্ডিং স্টারকাস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজ ক্রিয়েট হচ্ছে😮💥

প্রভাস & ডন লি যদি এক ফ্রেমে আসে বক্স অফিসে কি ঘুর্নিঝড় হবে ভাবতে পারছেন😮💥

৯৫% নিশ্চিত যে এই স্টারকাস্ট থাকবে না।এই স্টারকাস্টের ক্যারেক্টর ফাইনাল করাই অনেক টাফ।ক্যারেক্টর মেইনটেইন করা অনেক টাফ।এছাড়া স্টার পারিশ্রমিকেই চলে যাবে ১০০০ কোটির কাছাকাছি। টোটাল সিনেমার বাজেট দাঁড়াবে তখন প্রায় ১৫০০ কোটির উপরে।যা অসম্ভব। হিট হতেও দম আটকে যাবে।
এই স্টারকাস্ট আর সেই অনুযায়ী স্ক্রিপ্ট ইন্ডিয়ায় শুধু মাত্র রাজা মৌলিই মেইনটেইন করতে পারে💥❤️

Photos have surfaced of Bollywood star actor and incredible dancer Hrithik Roshan and his ex-wife Sussanne Khan’s son, H...
08/07/2024

Photos have surfaced of Bollywood star actor and incredible dancer Hrithik Roshan and his ex-wife Sussanne Khan’s son, Hrehaan Roshan, graduating from school. Sussanne herself shared this news by posting a video on her Instagram. To make this graduation ceremony special, Hrithik left all his work to join in his son's joy. Hrithik and Sussanne posed together at their son's graduation ceremony and congratulated him on the new beginning of his future.

Hrithik Roshan is also seen posing with his younger son, Hridhaan Roshan. While sharing the video, Sussanne wrote in the caption: "We don’t know where we’re going, but I have to say, I’m on my way…” The interior designer further wrote, “Congratulations, my son. You are a symbol of strength and grace. I learn something from you every day. I am proud to be your mother, Hrehaan. This is just the beginning of better days.”

08/07/2024

The Stoos Bahn is the steepest funicular railway in the world

It is considered a masterpiece of Swiss engineering, transporting passengers from the valley floor up an almost vertical incline of 110%

রাজকুমার - ব্লকবাস্টার।🔥গত ঈদুল ফিতরে শতাধিক হলে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। প্রণয়ধর্মী গল্পে এটি পরিচালনা ...
08/07/2024

রাজকুমার - ব্লকবাস্টার।🔥

গত ঈদুল ফিতরে শতাধিক হলে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। প্রণয়ধর্মী গল্পে এটি পরিচালনা করেন নির্মাতা হিমেল আশরাফ। এতে শাকিবের সঙ্গে জুটি বাঁধেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেন এরশাদ আদনান। ছবিতে বালাম ও কোনালের গাওয়া ‘রাজকুমার’ গানটিও ফেরে মুখে মুখে। সেসময় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছিল, রেকর্ড পরিমাণ ব্যবসা করছে শাকিবের রাজকুমার। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল ৮ কোটি। সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে জানা যায়, মুক্তির পর দেশ-বিদেশ মিলিয়ে মোট ২৬ কোটি টাকার ব্যবসা করেছে রাজকুমার।

সুত্র - itvbd

08/07/2024

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Movie Trailers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category