
04/04/2025
বাংলার বুকে ছড়িয়ে থাকা ইতিহাসের অমূল্য নিদর্শনগুলোর মধ্যে পাহাড়পুর বৌদ্ধ বিহার নিঃসন্দেহে অন্যতম। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার এই প্রাচীন স্থাপনাটি ছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম মহাবিহারগুলোর একটি। এর আরেক নাম সোমপুর মহাবিহার, যা পাল রাজবংশের রাজা ধর্মপালের সময়ে নির্মিত হয়েছিল।
এখানে ঘুরতে এসে চোখে পড়ে বিশাল এক আয়তাকার কাঠামো, যার মাঝে অবস্থিত প্রধান স্তূপ। এর চারপাশে রয়েছে অসংখ্য কক্ষ – যেখানে প্রাচীনকালে সাধনারত ভিক্ষুরা থাকতেন। প্রতিটি দেয়ালে যেন কথা বলে ইতিহাসের, সংস্কৃতির ও জ্ঞানচর্চার গৌরবময় অধ্যায়।
যারা ইতিহাস ভালোবাসেন, তাদের জন্য এটি এক আবেগঘন গন্তব্য। আর প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপত্যশৈলী আর প্রাচীনত্বে মুগ্ধ হতে চাইলে একবার হলেও ঘুরে আসা উচিত পাহাড়পুর থেকে।
আসুন, আমাদের ঐতিহ্যকে জানি, ভালোবাসি আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিই।