সময় কাল

সময়  কাল সময়ের কণ্ঠস্বর সত্যের পথে আমরা
(1)

10/08/2025

বগুড়ায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুই সিএনজি-রিকশাকে চাপায়, আহত ৮

বগুড়া প্রতিনিধি:
জেলার শাজাহানপুরে চলন্ত বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটনায় দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিলে দুর্ঘটনায় মোট আটজন আহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) দুপুরে বনানী লিছুতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তাঁদের মধ্যে ছয়জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমআর ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। দুপুর ১টার দিকে বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় হঠাৎ বাসটির সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি এবং একটি রিকশার ওপর পড়ে। এ সময় হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করা আরেকটি সিএনজিও এর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর পর প্রায় ঘন্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা। এ সময় তারা একটি ফ্লাইওভা নির্মাণের দাবি জানান। পরে প্রশাসন তাদের আশ্বস্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

আহতদের মধ্যে শাজাহানপুর উপজেলার জুসখোলা এলাকার শাকিল (২৮), নিমগাছি ফকিরপাড়া এলাকার রেশমী (৩২) ও তাঁর মা দোলেনা (৫০), খোট্টাপাড়া গ্রামের মোকছেদুল (৫০) এবং সালমা (৪৮) নামের এক নারীসহ মোট ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসের চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ জন আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। এছাড়া বাকি ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে। #সময়কাল সময় কাল

সন্দেশখালীর রয়েল গেস্ট হাউসে পুলিশের অভিযান
27/07/2025

সন্দেশখালীর রয়েল গেস্ট হাউসে পুলিশের অভিযান

চট্টগ্রামে কর্ণফুলী ট্যানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা
27/07/2025

চট্টগ্রামে কর্ণফুলী ট্যানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা

সীমান্তে ত্রাণবাহী ট্রাকের সারি এভাবে আটকে আছে। একটা অনুমতির(!) অভাবে ভিতরে মানুষগুলো ছিবড়ে শুকনো কাঠ হয়ে মারা যাচ্ছেন প...
26/07/2025

সীমান্তে ত্রাণবাহী ট্রাকের সারি এভাবে আটকে আছে। একটা অনুমতির(!) অভাবে ভিতরে মানুষগুলো ছিবড়ে শুকনো কাঠ হয়ে মারা যাচ্ছেন প্রতিদিন।দুধের শিশু থেকে বৃদ্ধ-জোয়ান সকলকে গ্রাস করছে এই ক্ষুধার মৃত্যু।

এই মৃত্যু পৃথিবীর সবচাইতে কঠিন মৃত্যু।একটু একটু করে শরীরের সমস্ত অর্গান শুকিয়ে অকেজো হয়ে ভিতরে আত্মা টিক টিক করে নষ্টঘড়ির কাটার মতন। পাশে বসে মা-বাবা অপেক্ষা করেন সন্তানের শেষ নি:শ্বাসের।দম ফুরিয়ে এলে মাছের কাটার মত দেহটা সাদা কাপড়ে মুড়িয়ে দাফন করে আসেন।এরপর নিজেদের পালা...
এর চাইতে কঠিন দৃশ্য আর কিছু আছে!

আর আমরা বসে বসে সংখ্যা গুনি!
উফ আল্লাহ, এই পৃথিবীটা আদৌ কি মানুষের?

22/07/2025

ব্যারিকেড ভেঙে বিক্ষোভ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

গোপালগঞ্জে এনসিপির  সমাবেশ শেষে ফেরার সময়  এনসিপি  গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা । হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী...
16/07/2025

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার সময় এনসিপি গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা । হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সমাবেশের মঞ্চে আগুন দিয়েছে হামলাকারীরা। এনসিপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলার সাথে যুক্ত। সেখানকার কিছু ছবি তুলে ধরা হলো...সময় কাল

গোপালগঞ্জ কে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গর্ব তানজিম জারা সময়কাল
16/07/2025

গোপালগঞ্জ কে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গর্ব
তানজিম জারা
সময়কাল

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when সময় কাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সময় কাল:

Share