10/08/2025
বগুড়ায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুই সিএনজি-রিকশাকে চাপায়, আহত ৮
বগুড়া প্রতিনিধি:
জেলার শাজাহানপুরে চলন্ত বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটনায় দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিলে দুর্ঘটনায় মোট আটজন আহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) দুপুরে বনানী লিছুতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
তাঁদের মধ্যে ছয়জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমআর ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। দুপুর ১টার দিকে বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় হঠাৎ বাসটির সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি এবং একটি রিকশার ওপর পড়ে। এ সময় হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করা আরেকটি সিএনজিও এর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর পর প্রায় ঘন্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা। এ সময় তারা একটি ফ্লাইওভা নির্মাণের দাবি জানান। পরে প্রশাসন তাদের আশ্বস্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
আহতদের মধ্যে শাজাহানপুর উপজেলার জুসখোলা এলাকার শাকিল (২৮), নিমগাছি ফকিরপাড়া এলাকার রেশমী (৩২) ও তাঁর মা দোলেনা (৫০), খোট্টাপাড়া গ্রামের মোকছেদুল (৫০) এবং সালমা (৪৮) নামের এক নারীসহ মোট ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসের চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ জন আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। এছাড়া বাকি ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে। #সময়কাল সময় কাল