দৈনিক তালোড়া বাজার

দৈনিক তালোড়া বাজার তালোড়া সকল নিউজ পেতে হলে পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ

সুভাষ সভাপতি, সুব্রত সম্পাদকদুপচাঁচিয়ার তালোড়ায় সর্বজনীন সনাতনী সংঘের কমিটি গঠন।দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় সর্বজনীন সনাত...
14/06/2025

সুভাষ সভাপতি, সুব্রত সম্পাদক
দুপচাঁচিয়ার তালোড়ায় সর্বজনীন সনাতনী সংঘের কমিটি গঠন।

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় সর্বজনীন সনাতনী সংঘের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩জুন শুক্রবার বিকালে তালোড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে সংঘের আহবায়ক সুভাষ প্রসাদ কানুর সভাপতিত্বে ও সদস্য বিকাশ মন্ডলের পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ এইচসি কর্মকার সুদীপ, প্রাক্তন শিক্ষক পরিতোষ মন্ডল, পল্লী চিকিৎসক প্রদীপ শংকর চৌধুরী, সাংবাদিক অরবিন্দ কুমার দাস সহ উজ্জ্বল কান্তি রায়, স্বপন কুমার দাস প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে সুভাষ প্রসাদ কানুকে সভাপতি, মদন লাল গুপ্ত, ডাঃ এইচসি কর্মকার সুদীপ, মহেন্দ্র নাথ কবিরাজ, প্রদীপ শংকর চৌধুরীকে সহসভাপতি, সুব্রত চন্দ্র ঘোষকে সাধারণ সম্পাদক, প্রসেনজিৎ কুমার মন্ডল, অরবিন্দ কুমার দাস, রঞ্জন রাজভর, স্বপন চন্দ্র দাসকে যুগ্ম সাধারণ সম্পাদক, রতন চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক, রমেশ রাজভরকে সহসাংগঠনিক সম্পাদক, বলাই মন্ডলকে কোষাধ্যক্ষ, সাজু প্রসাদ কানুকে দপ্তর সম্পাদক, স্নিগ্ধ প্রসাদ যাদবকে সহদপ্তর সম্পাদক, অনিল রায়কে প্রচার সম্পাদক, মানস চৌধুরীকে ধর্মীয় সম্পাদক, রেখা রানী সরকারকে মহিলা বিষয়ক সম্পাদক ও সোনিয়া রাজভরকে সহমহিলা বিষয়ক সম্পাদক মনোনীত করে ২বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।

একটি হারানো  বিজ্ঞপ্তি,,,,,, তালোড়া পৌরসভা অন্তর্গত স্বর্গপুর গ্রাম হতে,পিতা মৃত নজরুল ইসলাম মন্ডলের মেয়ে মোছা: নাজমা বে...
30/05/2025

একটি হারানো বিজ্ঞপ্তি,,,,,,

তালোড়া পৌরসভা অন্তর্গত স্বর্গপুর গ্রাম হতে,
পিতা মৃত নজরুল ইসলাম মন্ডলের মেয়ে মোছা: নাজমা বেগম বাক-প্রতিবন্ধি বয়স ৩৫ বছর ৩০ মে সকাল ৮:০০ ঘটিকায় নিজ বাসা সরগপুর থেকে বেরিয়ে যায় ।তার পর অনেক খোজাখুজির পর ও কোনো সন্ধান পাওয়া যায়নি।

যদি কোনো ব্যাক্তি তাহার সন্ধান পেয়ে থাকেন তা হলে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
প্লিজ বেশি বেশি শেয়ার করি

মোাবাইল: 01700653162
মোবাইল: 01736488714

একটু বৃষ্টি হলেই তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় স্কুল গেটে এভাবে পানি জমে থাকে।
30/05/2025

একটু বৃষ্টি হলেই তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় স্কুল গেটে এভাবে পানি জমে থাকে।

29/05/2025

তালোড়া নাগরনদের বাঁধ থেকে হরিণ শাবক উদ্ধার।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নয়া পাড়া এলাকায় শাহ এয়তেবাড়িয়া মাজার সংলগ্ন নাগর নদের বাঁধ থেকে হরিণ শাবক উদ্ধার করেছে জিহাদ নামের এক ব্যক্তি।

২৯মে বৃহস্পতিবার সকালে বাঁধের ওপর জিহাদ হরিণে শাবকটি দেখতে পেয়ে শাবকটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। শাবক উদ্ধারের বিষয়টি এলাকাবাসী জানতে পেরে দুপচাঁচিয়া বন বিভাগকে খবর দেয়।

উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে হরিণ শাবকটি জিহাদের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী ধারণা মাজারে কেউ মানত করায় গোপনে মাজারে শাবকটি ছেড়ে দিয়ে যেতে পারে।

ব্রেকিং নিউজ,,, আজকে সকাল ৯ ঘটিকার সময় তালোড়া গয়াবান্দা শাহ-এয়তেবারিয়া কামিল মাদ্রাসার পিছনে মাজারের নদীর ধার থেকে এক হর...
29/05/2025

ব্রেকিং নিউজ,,,

আজকে সকাল ৯ ঘটিকার সময় তালোড়া গয়াবান্দা শাহ-এয়তেবারিয়া কামিল মাদ্রাসার পিছনে মাজারের নদীর ধার থেকে এক হরিণের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

জনমানুষের মতামত হিসেবে কেউ (হয়ত) নিয়তের উদ্দেশ্যে মাজারে হরিণের বাচ্চাটি ছেড়ে দিয়ে গিয়েছে।

বর্তমানে হরিণের বাচ্চাটি দুপচাঁচিয়া বন-বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

29/05/2025

পাখির চখে আমাদের তালোড়া

দুপচাঁচিয়ার জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা সমাজসেবা কার্যালয়, দুপচাঁচিয়া, বগুড়ার বয়স্ক ভাতা, বিধবা ভাতা...
27/05/2025

দুপচাঁচিয়ার জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা সমাজসেবা কার্যালয়, দুপচাঁচিয়া, বগুড়ার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ বয়স্ক ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতার ২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ কিস্তির পে-রোল প্রদান করা হয়েছে অর্থাৎ অত্র কার্যালয় থেকে ভাতার অর্থ ছাড় করা হয়েছে। উক্ত ভাতার অর্থ জিটুপি পদ্ধতিতে দ্রুতই আইবাস++ হয়ে বাংলাদেশ ব্যাংকের EFT (Electronic Fund Transfer)-এর মাধ্যমে সরাসরি ভাতাভোগীর নগদ মোবাইল হিসাবে নির্ধারিত পরিমাণ ভাতার টাকা পৌঁছে যাবে।

লক্ষ্য করা যাচ্ছে যে, ডিজিটাল প্রতারক চক্র ভাতাভোগীদের কাছে ফোন করছে ও ৬ (ছয়) ডিজিটের একটি OTP শেয়ার করছে এবং ভাতাভোগীদের বলছে যে, আপনার মোবাইলে একটি OTP গেছে। প্রেরিত OTP দ্রুত ফোন করে আমাকে জানান, না জানানো হলে আপনার ভাতা বন্ধ হয়ে যাবে। ফলে প্রান্তিক পর্যায়ের অধিকাংশ নিরক্ষর ভাতাভোগী যারা ডিজিটাল প্রযুক্তির সাথে এখনও অভ্যস্ত হতে পারেনি তাঁরা সহজেই প্রতারকের ফাঁদে পড়ছে এবং প্রতারকের প্রেরিত OTP শেয়ার করছে । এছাড়া অনেক প্রতারক ফোন করে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভাতাভোগীর মোবাইল হিসাবের ব্যক্তিগত পিন নং হাতিয়ে নিচ্ছে। OTP বা PIN নং প্রতারককে প্রদানের ফলে প্রতারক ভাতার টাকা উঠিয়ে নিচ্ছে। ফলে প্রান্তিক পর্যায়ের ভাতাভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মনে রাখবেন, উপজেলা সমাজসেবা কার্যালয়, দুপচাঁচিয়া থেকে ভাতাভোগীকে ফোন কলে কোনো ওটিপি (OTP) বা পিন (PIN) চাওয়া হয়না। ফলে কোনো প্রতারক চক্র বা ৩য় পক্ষ ফোন দিয়ে ওটিপি (OTP) বা পিন (PIN) জানতে চাইলে কোনোক্রমেই ওটিপি (OTP) বা পিন (PIN) শেয়ার/প্রদান করা যাবে না।

উল্লেখ্য যে, ইতোমধ্যে কোনো ভাতাভোগী কর্তৃক ওটিপি (OTP) বা পিন (PIN) কোনো প্রতারককে প্রদান করা হলে অনতিবিলম্বে নগদ কাস্টমার সার্ভিসে গিয়ে পিন (PIN) রিসেট করে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রয়োজনে,
মোঃ ফিরোজ শাহ্‌
উপজেলা সমাজসেবা অফিসার
দুপচাঁচিয়া, বগুড়া
০১৩২৪ ১৫৯৪৫১

তালোড়া রেলগুমটি সুনীল দাদার দোকানে রাতে টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। প্রায় তিন লক্ষ টাকার সিগারেট সহ নানা জিনিস চুরি হয়েছ...
27/05/2025

তালোড়া রেলগুমটি সুনীল দাদার দোকানে রাতে টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। প্রায় তিন লক্ষ টাকার সিগারেট সহ নানা জিনিস চুরি হয়েছে।

সাবধান রাতে সবাই সজাগ থাকবেন। ধন্যবাদ

এখনি আকাশের দিকে তাকিয়ে দেখুন । স্টারলিং এর স্যাটেলাইটের আলোকসজ্জা,,,
26/05/2025

এখনি আকাশের দিকে তাকিয়ে দেখুন । স্টারলিং এর স্যাটেলাইটের আলোকসজ্জা,,,

বিকেলের সুস্বাদু বুট সিদ্ধ খাবার।
26/05/2025

বিকেলের সুস্বাদু বুট সিদ্ধ খাবার।

ছবিতে কোন জায়গা,,,এটা
25/05/2025

ছবিতে কোন জায়গা,,,এটা

শুভ সকাল তালোড়া টু দেওগ্রাম রোডে নতুন ব্রিজ
22/05/2025

শুভ সকাল তালোড়া টু দেওগ্রাম রোডে নতুন ব্রিজ

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক তালোড়া বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share