
14/06/2025
সুভাষ সভাপতি, সুব্রত সম্পাদক
দুপচাঁচিয়ার তালোড়ায় সর্বজনীন সনাতনী সংঘের কমিটি গঠন।
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় সর্বজনীন সনাতনী সংঘের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩জুন শুক্রবার বিকালে তালোড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে সংঘের আহবায়ক সুভাষ প্রসাদ কানুর সভাপতিত্বে ও সদস্য বিকাশ মন্ডলের পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ এইচসি কর্মকার সুদীপ, প্রাক্তন শিক্ষক পরিতোষ মন্ডল, পল্লী চিকিৎসক প্রদীপ শংকর চৌধুরী, সাংবাদিক অরবিন্দ কুমার দাস সহ উজ্জ্বল কান্তি রায়, স্বপন কুমার দাস প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে সুভাষ প্রসাদ কানুকে সভাপতি, মদন লাল গুপ্ত, ডাঃ এইচসি কর্মকার সুদীপ, মহেন্দ্র নাথ কবিরাজ, প্রদীপ শংকর চৌধুরীকে সহসভাপতি, সুব্রত চন্দ্র ঘোষকে সাধারণ সম্পাদক, প্রসেনজিৎ কুমার মন্ডল, অরবিন্দ কুমার দাস, রঞ্জন রাজভর, স্বপন চন্দ্র দাসকে যুগ্ম সাধারণ সম্পাদক, রতন চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক, রমেশ রাজভরকে সহসাংগঠনিক সম্পাদক, বলাই মন্ডলকে কোষাধ্যক্ষ, সাজু প্রসাদ কানুকে দপ্তর সম্পাদক, স্নিগ্ধ প্রসাদ যাদবকে সহদপ্তর সম্পাদক, অনিল রায়কে প্রচার সম্পাদক, মানস চৌধুরীকে ধর্মীয় সম্পাদক, রেখা রানী সরকারকে মহিলা বিষয়ক সম্পাদক ও সোনিয়া রাজভরকে সহমহিলা বিষয়ক সম্পাদক মনোনীত করে ২বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।