দৈনিক তালোড়া বাজার

দৈনিক তালোড়া বাজার তালোড়া সকল নিউজ পেতে হলে আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ

26/10/2025
২৩/১০/২০২৫আজকে তালোড়া বাজার তিনমাথা হতে বাস পাতা ব্রিজ,মাদ্রাসা,মসজিদ সহ্ গুরুত্বপূর্ণ ড্রেনে মশা নিধন অভিযান,,,
26/10/2025

২৩/১০/২০২৫
আজকে তালোড়া বাজার তিনমাথা হতে বাস পাতা ব্রিজ,মাদ্রাসা,মসজিদ সহ্ গুরুত্বপূর্ণ ড্রেনে মশা নিধন অভিযান,,,

জনমত জরিপ আপনার মতামত দিন।
25/10/2025

জনমত জরিপ আপনার মতামত দিন।

25/10/2025

তালোড়া রেলস্টেশন থেকে দুপচাঁচিয়া- আদমদীঘি বগুড়া ৩ আসনের জামায়াতের মোননীত এমপি পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা) মার্কা

24/10/2025

দুপচাঁচিয়া- আদমদীঘি বগুড়া ৩ আসনের জামায়াতের মোননীত এমপি পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা) মার্কা।

২২/১০/২০২৫ খ্রিঃ আজকে তালোড়া বাজার চারমাথা হতে কুন্দগ্রাম রোডে গুরুত্বপূর্ণ ড্রেনে মশা নিধন অভিযান।
23/10/2025

২২/১০/২০২৫ খ্রিঃ
আজকে তালোড়া বাজার চারমাথা হতে কুন্দগ্রাম রোডে গুরুত্বপূর্ণ ড্রেনে মশা নিধন অভিযান।

22/10/2025

একটি জরুরী ঘোষণা শুনুন,, একটি জরুরী ঘোষণা শুনুন,

এতদ্বারা তালোড়া পৌরসভার সকল টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য জানানো যাচ্ছে যে,

আগামীকাল ২৩/১০/২০২৫ খ্রিঃ তারিখ রোজ:বৃহস্পতিবার, এবং পরদিন ২৪/১০/২০২৫ খ্রিঃ রোজ,বুধবার এই দুই দিন

তালোড়া পৌরসভার ১নং ওয়ার্ড হতে ৯নং ওয়ার্ডের সকল টিসিবি স্মার্ট কার্ড ধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হবে।
এবারে প্যাকেজে থাকছে,
১.চাল ৫কেজি
২.তৈল২ লিটার
৩.ডাল২ কেজি
৪.চিনি ১ কেজি
সর্বমোট প্যাকেজ মূল্য, ৫৪০ টাকা

এবারে টিসিবি'র পণ্য বিক্রয় স্থান, তালোড়া রেলগুমটি পৌর গেট সংলগ্ন ও তালোড়া কলেজ রোড সংলগ্ন দুইটি স্থানে ডিলারের নির্ধারিত ঘর হতে টিসিবি পণ্য ক্রয় করার জন্য জানানো হলো। ধন্যবাদ

তালোড়া পৌরসভা থেকে জরুরি নিউজ,,,
20/10/2025

তালোড়া পৌরসভা থেকে জরুরি নিউজ,,,

19/10/2025

তালোড়া বাজার রেল স্টেশন থেকে

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী তালোড়া পৌর শাখার উদ্যোগে নির্বাচনী জনসভাবেশ
17/10/2025

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী তালোড়া পৌর শাখার উদ্যোগে নির্বাচনী জনসভাবেশ

17/10/2025

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজারে এক মর্মান্তিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াই টার দিকে ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা ডাকাত হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বাড়িতে হানা দেয়।

জানা যায়, ডাকাতরা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে বাড়িতে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। পরে তারা নগদ প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা, তিনটি মোবাইল ফোন ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

ডাকাতির সময় বড় বোন বিমলা পোদ্দার (৬৭) কে শ্বাসরোধে হত্যা করা হয়। ভোররাত সাড়ে ৪টার দিকে ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে।

উল্লেখ্য, ওই বাড়িতে পাঁচ ভাইবোন একসাথে বসবাস করতেন। তারা চাল ও ভূষির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সবাই অবিবাহিত, অসুস্থ এবং তাদের মধ্যে দুজন শারীরিকভাবে প্রতিবন্ধী বলে জানা গেছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “প্রাথমিক ভাবে পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। নিহতের মরা*দেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।দ্রুত এঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।

১৬/১০/২০২৫তালোড়া বাজারে চারমাথা মশা নিধন অভিযান
17/10/2025

১৬/১০/২০২৫
তালোড়া বাজারে চারমাথা মশা নিধন অভিযান

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক তালোড়া বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share