Omaar সম্পর্ক, এফোর্ট, প্রায়োরিটি - ভিক্ষা চাওয়ার জিনিস না🎭

11/10/2025
আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।* বালিশ ছাড়া...
05/10/2025

আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।

* বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে।

* একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।

* মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।

*ডানহাতি মানুষেরা খাবার চিবোনোর সময় ডান চোয়াল ব্যবহার করেন।

*অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

* পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সবপ্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

* আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য।

* যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

* ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।

*মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।

*আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।

*আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।

*মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন।

04/10/2025

বন্ধুর বাসায় গেলে আন্টি অনেক কিছু খাওয়ায়, মায়ের মতোই। কিন্তু কখনো চায়ের দোকানে বন্ধুরে যদি বলি, একটা বিড়ি খাওয়াবি, বন্ধু সাথে সাথে উত্তর দেয়—

আমারে হোগামারলেও একটা পয়সা বাইরাইবো না, সরি!🫩

04/10/2025

Bandir putera natok suru korse 🫵🫩

- ঘরের জন্য জীবন বন্দি, ঘর করলো পর। মনের কাছে শখ বন্দি, শখ বলল তুই ম''র!'🫀
03/10/2025

- ঘরের জন্য জীবন বন্দি, ঘর করলো পর। মনের কাছে শখ বন্দি, শখ বলল তুই ম''র!'🫀

- আমার হয়নি, তাতে কী হয়েছে? মন থেকে দোয়া করি তোমাদের হোক 🫀
02/10/2025

- আমার হয়নি, তাতে কী হয়েছে?
মন থেকে দোয়া করি তোমাদের হোক 🫀

আমিও চাই কেউ একজন আমাকে নিঃস্বার্থ ভালোবাসুক! আমাকে আমার মতো করে বুঝুক! আমার মন খারাপে সেও ব্যথিত হোক। আমার খুশিতে সেও আ...
01/10/2025

আমিও চাই কেউ একজন আমাকে নিঃস্বার্থ ভালোবাসুক! আমাকে আমার মতো করে বুঝুক! আমার মন খারাপে সেও ব্যথিত হোক। আমার খুশিতে সেও আনন্দিত হোক! সে শুধুমাত্র আমার হোক! আমার জন্য দুনিয়ার সকল চোখ থেকে নিজেকে আড়াল রাখুক! সে বই প্রেমী হোক! মাঝে মধ্যে পছন্দের বইয়ের জন্য আবদার করুক।

আমাকে কষ্ট দেওয়ার পূর্বে বহুবার নিজেকে প্রশ্ন করুক! আমি জানি আমি আহামরি কিছু না! তাকে দেওয়ার মতো কিছুই আমার নেই কিন্তু আমার হৃদয় রাজত্ব তার হাতে তুলে দেবো। আমি তার সে শুধুই আমার।

একটা ছোট্ট শিশু, ধুলোবালিতে খেলাধুলা করতে করতে মুখে ফোসকা উঠে গেল, হাত-পায়ে লাল দাগ। মা ভয়ভীতিতে দৌড়ে ফার্মেসিতে গেলেন। ...
29/09/2025

একটা ছোট্ট শিশু, ধুলোবালিতে খেলাধুলা করতে করতে মুখে ফোসকা উঠে গেল, হাত-পায়ে লাল দাগ। মা ভয়ভীতিতে দৌড়ে ফার্মেসিতে গেলেন। ফার্মেসির দোকানদার স্টেরয়েড মলম দিলেন। মা সরল বিশ্বাসে এনে ভাবলেন “ঠিক হয়ে যাবে,”

কিন্তু দিন কয়েকের মধ্যে—ঘা ছড়িয়ে গেল মুখ, পিঠ, হাত-পা। শিশুটি ঘুমাতে পারছে না, খেতে পারছে না। প্রতিটা চুলকানি যেন তার ছোট্ট শরীরকে ভেঙে দিচ্ছে। মা শুধু শিশুকে কোলে জড়িয়ে ধরে কাঁদছেন, মনে করছে, “আমার সন্তান এত কষ্টে, আমি কিছুই করতে পারছি না।”

পরদিন সকালে মা তার শিশুকে পল্লী চিকিৎসকের নিকট নিলেন, তিনি বললেন—“স্ক্যাবিস হয়েছে, স্ক্যাবিসের ওষুধ নাও।”

কিন্তু প্রকৃত সত্য ডায়াগনসিস— শিশুর শরীরে ইমপেটিগো হয়েছে, এটা ব্যাকটেরিয়ার সংক্রমণ।

অথচ ভুল চিকিৎসার কারণে শিশুর যন্ত্রণার মাত্রা আরো বেড়ে গেল। সঠিক চিকিৎসা না নিলে, এমন সংক্রমণ মারাত্মক হয়ে যেতে পারে, শিশু জীবন ঝুঁকিতে পড়ে।

এমন পরিস্থিতিতে যা করতে হবে:
১. শিশুর যেকোনো স্বাস্থ্য সমস্যায় শিশুকে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের দেখান
২. ভুল মলম বা স্টেরয়েড ব্যবহার থেকে বিরত থাকুন
৩. শিশুর চর্ম সংক্রমিত জায়গা পরিষ্কার রাখুন
৪. শিশুর জন্য আলাদা তোয়ালে ও জামা ব্যবহার করুন
৫. শিশুর জন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিন

সঠিক চিকিৎসা পেলে শিশু আবার হাসবে, খেলবে, ঘুমাবে। ভুল চিকিৎসা ও অবহেলা শিশুর কষ্ট দীর্ঘায়িত করে, জীবনকে ঝুঁকিতে ফেলে।

আমাদের দায়িত্ব – একটি শিশুর কান্না যেন আর ভুল চিকিৎসার কারণে দীর্ঘায়িত না হয়। শিশুর হাসি রক্ষা করাই আমাদের মানবিক কর্তব্য।

একটা ছোট্ট প্রাণ যেন আর কষ্টে না থাকে, চলুন সবাই সচেতন হই।

দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী।

ধন্যবাদ

ডা. মানিক মজুমদার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশু)
নবজাতক, শিশু, কিশোর ও কিশোরী স্বাস্থ্য বিশেষজ্ঞ

28/09/2025

সত্যি এটাই শত মানুষের ভিড়েও তুমি হুট করেই ফিল করবা যে সব সেষ এ তুমিই শুধু মাএ তোমার জন্য! 🖤🙂

Address

Puran Bogra
1216

Telephone

+8801710453974

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omaar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share