Crack Ömaar

Crack Ömaar সম্পর্ক, এফোর্ট, প্রায়োরিটি - ভিক্ষা চাওয়ার জিনিস না🎭

18/09/2025

দেখলে কিন্তু নেশা হয়ে যাবে 🥸
#ভন্ড

ওরা তিনভাই জঙ্গলে গেছিলো শিকারের জন্য। বাসায় এসে মাকে বলল, জঙ্গলে আমরা তিন ভাই একটা জিনিস পেয়েছি। কি করব? মা বলল, যা পেয়...
18/09/2025

ওরা তিনভাই জঙ্গলে গেছিলো শিকারের জন্য। বাসায় এসে মাকে বলল, জঙ্গলে আমরা তিন ভাই একটা জিনিস পেয়েছি। কি করব? মা বলল, যা পেয়েছিস তিন ভাই ভাগ করে খা...

17/09/2025
17/09/2025

বালের পোস্ট করি কেও রিয়েক্ট করে না সাউআ 👺

পাথর কতই না শক্ত খোদা, তুমি আমারে এর চেয়েও শক্ত বানাইয়া দিও..!
17/09/2025

পাথর কতই না শক্ত খোদা, তুমি আমারে এর চেয়েও শক্ত বানাইয়া দিও..!

17/09/2025

শাড়ীকে একটি নোংরা পোশাক বানিয়ে দিয়েন না! শরীর না দেখিয়েও শাড়ি পড়া যায়। ডিপ কাটের ব্লাউজ, আঁচল বুকের সামনে থেকে নামিয়ে বা স্লিভলেস ব্লাউজ পড়ে আবেদনময়ী পোজ দিয়ে মনে করেন খুব এস্থেটিক লাগছে... আম্মুর শাড়ী পড়ার আগে আম্মুর থেকে আম্মুর মত করে শাড়ী পড়া শিখে নিবেন!🤍
#পোস্ট

17/09/2025
ছেলে মেয়ের প্রেম গবীর হয়মেয়েটা খা''রা'প কাজে, রাজি না হওয়াতেছেলে,ন'ক'ল কা''জী অফিস বানিয়ে তার বন্ধু দের নিয়ে মেয়েকে বিয়ে...
17/09/2025

ছেলে মেয়ের প্রেম গবীর হয়
মেয়েটা খা''রা'প কাজে, রাজি না হওয়াতে

ছেলে,ন'ক'ল কা''জী অফিস বানিয়ে
তার বন্ধু দের নিয়ে মেয়েকে বিয়ে করেন,
৯ মাস ধরে চলে তাঁদের অ-বৈ-ধ ভা-বে খা-রা-প কা-জ
মেয়েটি মা হ-তে চলছে এটা জানতে পেরে,
ছেলেটা বলে ন-ষ্ট করে ফে-ল-তে,, করেও ফে-লে ন-ষ্ট

তার পর থেকেই তাঁদের সম্পর্ক ন-ষ্ট হতে থাকে
এবং একসময় গিয়ে জানতে পারে মেয়েটা
ছেলেটা সব,, না-ট-ক করছে এখন বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন বসলেন।
আমি বলব ছেলেটাকে আইনের আওতায় নিয়ে এসে তাকে শাস্তি দেওয়া হোক

প্রিয় স্ত্রীর বিশ্বাসঘাতকতা, নিস্তেজ করে দিল এক তরতাজা স্বামীকে😭!!যে স্ত্রী কে ভালোবেসে বুকের ভিতর আগলে রেখেছিল,সেই বুকট...
17/09/2025

প্রিয় স্ত্রীর বিশ্বাসঘাতকতা, নিস্তেজ করে দিল এক তরতাজা স্বামীকে😭!!

যে স্ত্রী কে ভালোবেসে বুকের ভিতর আগলে রেখেছিল,সেই বুকটাতেই,সেই কলিজাতেই বিষাক্ত বিশ্বাসঘাতকতার তীর বসিয়ে দিল তার শখের স্ত্রী😭!

তাই তো স্ত্রী কে ছেড়ে, এ পাষাণ দুনিয়া ছেড়ে অভিমানে চিরতরে চলে গেল সে!

সন্দেহ বশত: স্ত্রীর পিছু নেয় সে।
একসময় দেখে তারই প্রিয় স্ত্রী অন্য পুরুষের সাথে!!

কোন প্রতিবাদ না।কোন কথা না।
বুকে প্রচণ্ড ব্যথা চেপে ধরে তাকে!!

কোনভাবেই সে আর দাঁড়িয়ে থাকতে পারে না!
বিশ্বাস ভঙ্গ হয়ে নিঃশ্বাসে কষ্ট হয় তার!

স্ত্রী ছুটে আসে। বারবার ক্ষমা চায়।

কিন্তু স্ত্রীর সাথে তার আর কোন কথা হয় না।

চিরদিনের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার😭😭!

স্ত্রী কে আর কোন সুযোগ না দিয়ে সে অনন্তকালের জন্য বিশ্বাসঘাতিনীকে ছেড়ে চলে যায় 😭!

17/09/2025

ঘুম থেকে উঠে থাকলে কেয়ার রিয়েক্ট দিয়ে রেসপন্স করুন, ফ্রি থাকলে রবের প্রতি শুকরিয়া আদায় করুন 🖤

ছবিটা একটু ভালো করে লক্ষ করুন। ছবিটা হাসিঠাট্টার ছলে তুলেছে কিনা জানি না। তবে আমার কাছে এটা শুধুই একটা ছবি না। এটায় এদেশ...
17/09/2025

ছবিটা একটু ভালো করে লক্ষ করুন। ছবিটা হাসিঠাট্টার ছলে তুলেছে কিনা জানি না। তবে আমার কাছে এটা শুধুই একটা ছবি না। এটায় এদেশের বর্তমান প্রেক্ষাপটের একাংশ স্পষ্ট ভাবে ফুটে উঠেছে।

সবার ক্ষেত্রে না হলেও অনেকের জন্য এটা চরম সত্য। কারণ বর্তমান সময়ে শো-আপ এর একটা অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফোন। কোন কোন উঠতি বয়সী ছেলে-মেয়ের ক্ষেত্রে বাড়ির চুলায় হাঁড়ি চড়ুক আর না চড়ুক তাদের চাকচিক্য আর লেটেস্ট মডেলের ফোন চাই-ই চাই !

অনেক বেকার ছেলে মেয়ের হাতেও ৪০/৫০ হাজার থেকে শুরু করে লাখ টাকা দামের ফোন থাকে। কিন্তু তারা কর্ম নাই বলে হাহুতাশ করে বেড়ায়। অথচ তাঁরা চাইলেই ঐ ফোনের অর্থ দিয়ে ক্ষুদ্র পরিসরে যে কোন ব্যবসা শুরু করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

কথায় আছে সখের তুলা ৮০। তেমনই আমাদের অবস্থাও তাই৷ লক্করঝক্কর ঘরে পুরান কাঁথা বালিশের বিছানায় শুয়ে বালিশে পাশে একটা দামি ফোন না রাখলে ঘুমই আসে না ! কেউ কেউ তো আবার এই সকল উচ্চাভিলাষী সখ পূরণের জন্য নিজেদের চরিত্র পর্যন্ত দরদামের পাল্লায় তুলে ফেলতেও দ্বিধা করে না।

কথাগুলো সবার জন্য না। যারা জন্মগত ধনীর দুলাল/দুলালী তাদের হিসাব আলাদা। কথাগুলো মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য। পারিবারিক অবস্থা বিবেচনায় ভাব ভঙ্গি নিয়ে চলা উচিত। সব কিছুরই মানানসই বলে একটা কথা আছে।

সব শেষে দুইটা কথা বলি;
১| খড়ের গাদা মণিমুক্তা রাখার জায়গা না। মণিমুক্তা রাখতে হয় সিন্দুকে।
২| ঘোড়া কেনার আগেই চাবুক কিনে চাবুক হাতে নিজেই ঘোড়ার মত না দৌড়ে; আগে ঘোড়া কিনুন। দেখবেন চাবুকের ব্যবস্থা আপনাআপনি হয়ে যাবে।

বুঝলে বোঝেন, না বুঝলে নাই।
সবার জন্য শুভ কামনা।

এইযে আমরা ভবিষ্যতের জন্য এত শত প্ল্যান করি, কত স্বপ্ন আঁকি মনে মনে!অথচ আমরা নিজেরাও জানিনা পরক্ষণেই কি ঘটতে চলেছে।গতকাল ...
01/03/2024

এইযে আমরা ভবিষ্যতের জন্য এত শত প্ল্যান করি, কত স্বপ্ন আঁকি মনে মনে!
অথচ আমরা নিজেরাও জানিনা পরক্ষণেই কি ঘটতে চলেছে।
গতকাল লিপ ইয়ার ছিল অনেকেরই অনেক লেখা পরলাম! কেউ চায় আগামী চার বছরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে, কেউ আশায় বুক বাধে আগামী চার বছরের মধ্যে নিজের জীবন সঙ্গীকে খুঁজে পাবে, কেউ চায় নিজের পিতা-মাতাকে অনেক কিছু উপহার দিবে!
কিন্তু হয়তো কেউ ই চায়না যে আমি মারা যাব। সকলেরই বেঁচে থাকার এক আকাংক্ষা থাকে এবং এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এত শত প্ল্যান কখনই কাজে আসবেনা যদি না আল্লাহ চান!
বেইলী রোডে যে ঘটনা টা ঘটলো এখানে কিন্তু প্রায় সমাজের সকল অবস্থানের মানুষজনই মা*রা গিয়েছে!
কর্মচারী থেকে শুরু করে বুয়েটের মেধাবী শিক্ষার্থী, গ্রিন কার্ড পেয়ে বাহিরে ফ্যামিলি সহ স্যাটেল হতে চাওয়া পরিবার! সদ্য এইচ এস সি পাশ করা সন্তান!
আহ! কি করুন পরিস্থিতি!

এটাই তো জীবন! এত শত প্ল্যান করে কি আদৌ তা পূরণ করতে পারবো? না আমি জানি না আমরা জানি! কেউ ই জানেনা! 💔

Address

Puran Bogra
1216

Telephone

+8801710453974

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crack Ömaar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share