08/01/2025
ডক্টর ইউনুস, তুমি আলো,
স্বপ্ন তুমি দেখো, মানু্ষের ভালো।
গরিবের পাশে, হাত বাড়াও,
গ্রামীণ ব্যাংকের আশা জাগাও।
সৃষ্টির মাঝে তুমি অনন্য,
ঋণের ব্যবস্থা করে করেছো বন্ধু।
মায়া ত্যাগে সোনালী পথ,
জাতিকে দিচ্ছে নতুন স্বপ্নের প্রণিধান।
সমাজ পরিবর্তনের গল্প বল,
নারী ও শিশুর জন্য শুভ্র রোল।
মহৎ হৃদয়ে জেগে ওঠা,
সেবা ও সাহসের, তুমি যেন এক স্রোত।
ডক্টর ইউনুস, তোমার পদচিহ্ন,
বদলে দিয়েছে সব, সৃষ্টি করেছে চিন্হ।
আশায় সিক্ত, তোমার অনুপ্রেরণায়,
গড়ে উঠুক বাংলাদেশ, আগামীর দিশায়।