
28/09/2025
একবার ক্লাস সিক্স এ পড়ার সময় আমাদের সেকেন্ড বয় আমার কাছে ১৭ টাকা ধার চেয়েছিল। আমার ঠিক সেই দিন থেকেই কেমন যেন বড়লোক্স ফিলিং কাজ করা শুরু করেছিল। বাংলা সিনেমার বড়লোক নায়করা কেমন করে তেমন করার চেষ্টা করছিলাম। আমার কাছে টাকা নেই তারপরেও না বলতে পারছিলাম না, ভেতরের বড়লোকটা কেমন যেন ইনজয় করার চেষ্টা করছিলাম। সেকেন্ড বয়কে বলে দিলাম- "শোন পার্থ!! আমি তোকে টাকাটা দিবো কিন্তু একবারে নয় ৩/৪ বারে। একবারে এতো টাকা তোকে দেয়া যাবে না। পরে ৪কিস্তিতে তাকে ১৬টাকা দেই আর বলি বাঁকী ১টাকা দিবো না তুই ম্যানেজ কর। আর টাকাটা কিন্তু সময় মত ফেরৎ দিস!
তার কিছুদিন পরে এই কথা পুরা ক্লাসে চাউর হয়ে গেল আমি নাকি খুব বড়লোক, পার্থকে ১৭টাকা ধার দিয়েছি। আমিও বড়লোক ভাবটা খুব ইনজয় করা শুরু করেছিলাম। চলাফেরায় ক্লাসে আলাদা একটা আর্ট আনছিলাম বড়লোক নায়করা যেমন করে আর কি!
হঠাৎ একদিন ক্লাসের লাস্টের দিকের রোল আর এক বন্ধু সালেকুর আমার কাছে ০৭টাকা ধার চাইলো। কিন্তু একবারে নিবে কিস্তি চলবে না। সেই বন্ধুর আবার মুখ খারাপ খুব এবং আমি তখন বড়লোক ভাব নেয়াতে অভ্যস্ত হয়ে গিয়েছি তাই তাকে বললাম- আচ্ছা ঠিক আছে পরশু দিন নিস।
তারপর আমি সেকেন্ড বয়ের কাছে গিয়ে বললাম আমার টাকাটা ফেরৎ দে। সে বলে দেরী হবে। আমি বললাম আমার ১৭টাকা দিয়ে কি করলি? সে বলে "টেনিস বল" কিনেছি। আমি বললাম ঐটাই সেকেন্ড হ্যান্ড হিসেবে ধুয়ে পরিষ্কার করে১০টাকা দিয়ে বিক্রি কর তোদের মাঠের কারো কাছে৷ তুই ০৩ টাকা রাখবি দিতে হবে না আমাকে আর বাঁকী ০৭টাকা আমায় দিবি!
পরের দিন ০৭টাকা পার্থর থেকে নিয়ে সালেকুরকে দিতে গেলাম।
সালেকুর বললো:- লাগবে না দোস্ত। আমি টেনিস বল কিনতে চাইছিলাম ১৭টাকা দাম। আমার কাছে ১০টাকা ছিল বাঁকী ০৭টাকার জন্য তোর কাছে ধার চাইছিলাম। কিন্তু গতকাল আমাদের সেকেন্ড বয় পার্থর কাছে থেকে মাত্র ১০টাকায় প্রায় নতুন একটা টেনিস বল কিনেছি। তোর ০৭টাকা আর লাগবে না দোস্ত।
বি:দ্র:- সেদিন হিসাব করে দেখেছিলাম- শুধু বড়লোকি ভাব ইনজয় করার জন্য আমার কত টাকা লস হয়েছিল এবং নাকে মাটি দিয়েছিলাম।