নাইফের বোরিং ফ্যামেলী

নাইফের বোরিং ফ্যামেলী Welcome! I create a variety of videos focusing on entertainment, Islamic, and social informative content.

My goal is to spread awareness and knowledge through engaging videos on my page. "জিলহাজ নাইফ " On behalf of the page, I extend my warmest greetings and congratulations to everyone. I will post various types of-

🔰- Short videos,
🔰- Funny videos,
🔰- Comedy videos,
🔰- Personal blog videos,
🔰-Tik Tok videos,
🔰- Snake videos,
🔰- Reels videos,
🔰- through this page. Like the "জিলহাজ নাইফ " page and stay by my side.
❤ Thank you all ❤

একবার ক্লাস সিক্স এ পড়ার সময় আমাদের সেকেন্ড বয় আমার কাছে ১৭ টাকা ধার চেয়েছিল। আমার ঠিক সেই দিন থেকেই কেমন যেন বড়লোক্স ফি...
28/09/2025

একবার ক্লাস সিক্স এ পড়ার সময় আমাদের সেকেন্ড বয় আমার কাছে ১৭ টাকা ধার চেয়েছিল। আমার ঠিক সেই দিন থেকেই কেমন যেন বড়লোক্স ফিলিং কাজ করা শুরু করেছিল। বাংলা সিনেমার বড়লোক নায়করা কেমন করে তেমন করার চেষ্টা করছিলাম। আমার কাছে টাকা নেই তারপরেও না বলতে পারছিলাম না, ভেতরের বড়লোকটা কেমন যেন ইনজয় করার চেষ্টা করছিলাম। সেকেন্ড বয়কে বলে দিলাম- "শোন পার্থ!! আমি তোকে টাকাটা দিবো কিন্তু একবারে নয় ৩/৪ বারে। একবারে এতো টাকা তোকে দেয়া যাবে না। পরে ৪কিস্তিতে তাকে ১৬টাকা দেই আর বলি বাঁকী ১টাকা দিবো না তুই ম্যানেজ কর। আর টাকাটা কিন্তু সময় মত ফেরৎ দিস!

তার কিছুদিন পরে এই কথা পুরা ক্লাসে চাউর হয়ে গেল আমি নাকি খুব বড়লোক, পার্থকে ১৭টাকা ধার দিয়েছি। আমিও বড়লোক ভাবটা খুব ইনজয় করা শুরু করেছিলাম। চলাফেরায় ক্লাসে আলাদা একটা আর্ট আনছিলাম বড়লোক নায়করা যেমন করে আর কি!
হঠাৎ একদিন ক্লাসের লাস্টের দিকের রোল আর এক বন্ধু সালেকুর আমার কাছে ০৭টাকা ধার চাইলো। কিন্তু একবারে নিবে কিস্তি চলবে না। সেই বন্ধুর আবার মুখ খারাপ খুব এবং আমি তখন বড়লোক ভাব নেয়াতে অভ্যস্ত হয়ে গিয়েছি তাই তাকে বললাম- আচ্ছা ঠিক আছে পরশু দিন নিস।

তারপর আমি সেকেন্ড বয়ের কাছে গিয়ে বললাম আমার টাকাটা ফেরৎ দে। সে বলে দেরী হবে। আমি বললাম আমার ১৭টাকা দিয়ে কি করলি? সে বলে "টেনিস বল" কিনেছি। আমি বললাম ঐটাই সেকেন্ড হ্যান্ড হিসেবে ধুয়ে পরিষ্কার করে১০টাকা দিয়ে বিক্রি কর তোদের মাঠের কারো কাছে৷ তুই ০৩ টাকা রাখবি দিতে হবে না আমাকে আর বাঁকী ০৭টাকা আমায় দিবি!

পরের দিন ০৭টাকা পার্থর থেকে নিয়ে সালেকুরকে দিতে গেলাম।
সালেকুর বললো:- লাগবে না দোস্ত। আমি টেনিস বল কিনতে চাইছিলাম ১৭টাকা দাম। আমার কাছে ১০টাকা ছিল বাঁকী ০৭টাকার জন্য তোর কাছে ধার চাইছিলাম। কিন্তু গতকাল আমাদের সেকেন্ড বয় পার্থর কাছে থেকে মাত্র ১০টাকায় প্রায় নতুন একটা টেনিস বল কিনেছি। তোর ০৭টাকা আর লাগবে না দোস্ত।

বি:দ্র:- সেদিন হিসাব করে দেখেছিলাম- শুধু বড়লোকি ভাব ইনজয় করার জন্য আমার কত টাকা লস হয়েছিল এবং নাকে মাটি দিয়েছিলাম।

বগুড়ায় এবার যিনি নগর পিতা হবেন উনার কাছে আমার অনুরোধ থাকবে-  আপনার অফিসে নগর পরিকল্পনা করার জন্য কিছু কবি নিয়োগ দিয়েন। ক...
27/09/2025

বগুড়ায় এবার যিনি নগর পিতা হবেন উনার কাছে আমার অনুরোধ থাকবে- আপনার অফিসে নগর পরিকল্পনা করার জন্য কিছু কবি নিয়োগ দিয়েন।
কবিরা ঠিক করবেন কোথায় কোন গাছ হবে। বগুড়া নগরীর পরিকল্পনা করা হোক ঋতুর দিকে তাকিয়ে। নগরীর একটা অংশের নাম হবে #বর্ষা_নগর। সেই অংশে থাকবে শুধুই কদম গাছ। হাজার হাজার লক্ষ লক্ষ কদম গাছ! বর্ষার প্রথম জলধারায় ফুটবে সোনালি ফুল। আহা, কি দর্শনীয় হবে সেই নগর! সেই নগরে ছাতা নিষিদ্ধ। বৃষ্টির সময় ভিজে ভিজে সবাইকে যাতায়াত করতে হবে।
নগরীর একটা রাস্তার নাম হবে #কৃষ্ণচূড়া_সড়ক। সেই রাস্তার দুই পাশে থাকবে শুধুই কৃষ্ণচূড়া। ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত মনে হবে নগরীতে আগুন ধরে গেছে। করতোয়া নদীর দুপাশের পাড়াগুলোর নাম হবে #হেমন্ত_নগর। শুধুই কাশফুলে ভরে থাকবে.....

আমাদের গোটা নগরীকে তখন মনে হবে সেলফি তোলার ব্যাকগ্রাউন্ড আর সেলফি কর্ণার ❤️❤️♥️♥️

তােমাকে ভালবেসে একটা একটা করে সিঁড়িবানালাম.....তুমি ভালবেসে আমার হাত ধরে সেই সিড়িদিয়ে উঠবে বলে.....অথচ, তুমি কিনা আইস...
26/09/2025

তােমাকে ভালবেসে একটা একটা করে সিঁড়ি
বানালাম.....তুমি ভালবেসে আমার হাত ধরে সেই সিড়ি
দিয়ে উঠবে বলে.....

অথচ, তুমি কিনা আইসাই বলাে- লিফট্ কই???....উফ্ফ্ফ্!!!!🤮

#নাইফেরবোরিংফ্যামেলী

স্ত্রীজাতি খুবই বিরক্তিকর!!খাটে শুইয়া থাকলে কয়— ফ্লোরে নামো, বিছানা ঝাড়ু দিমু। ফ্লোরে বইসা থাকলে কয়— বিছানায় উঠো, ফ্লোর ...
25/09/2025

স্ত্রীজাতি খুবই বিরক্তিকর!!
খাটে শুইয়া থাকলে কয়— ফ্লোরে নামো, বিছানা ঝাড়ু দিমু। ফ্লোরে বইসা থাকলে কয়— বিছানায় উঠো, ফ্লোর ঝাড়ু দিমু।

যেইখানে দুই দণ্ড শান্তি করে বসবেন/শুইয়া থাকবেন, এরা সেই জায়গাটাই ঝাড়ু দেওয়ার জন্য উতলা হয়ে ওঠে। আশ্চর্য ব্যাপার!

゚ #নাইফ

মেয়ে বড় হয়ে যাচ্ছে.... হয়তো আর কয়দিন পর এলাকার পোলাপান আমাদের জানালার পাশে আড্ডা দেওয়া শুরু করবে, হিরোগিরি দেখাবে। আমাকে...
24/09/2025

মেয়ে বড় হয়ে যাচ্ছে....
হয়তো আর কয়দিন পর এলাকার পোলাপান আমাদের জানালার পাশে আড্ডা দেওয়া শুরু করবে, হিরোগিরি দেখাবে। আমাকে রাস্তায় দেখলে পোলাপান বড় করে সালাম দেবে। আর আমি চলে যাওয়ার পর এক বন্ধু আরেক বন্ধুকে বলবে— এইটা হইলো #নামিরার বাবা। হালার ঘরে হালায় যম খাইস্টা। হেইদিন দেখি ৫ ট্যাকার জন্যে রিকশাওলার লগে চিল্লাইতাছে। হালায় দুনিয়ার বিখাউজ।

আচ্ছা, বাংলা সিনেমার শেষে  #জসীম যে  #চেইনওয়ালা আর  #কাঁটাওয়ালা ড্রেসগুলা গায়ে দিয়ে প্রতিশোধ নিতে বের হইতো ওই ড্রেসগুলো ...
23/09/2025

আচ্ছা, বাংলা সিনেমার শেষে #জসীম যে #চেইনওয়ালা আর #কাঁটাওয়ালা ড্রেসগুলা গায়ে দিয়ে প্রতিশোধ নিতে বের হইতো ওই ড্রেসগুলো বগুড়া শহরের কোথায় পাওয়া যায়???

বুকে প্রতিশোধের আগুন কিন্তু ড্রেসের অভাবে বের হইতে পারতেছি না!!!🤣🤣

আপনি আপনার জীবনে সবচেয়ে সুন্দর সময় গুলা স্কুল লাইফেই পার করে এসেছেন! সেখানে 'ভাল্লাগেনা' ছিলো না,'ডিপ্রেশন' ছিলো না, 'ডা...
23/09/2025

আপনি আপনার জীবনে সবচেয়ে সুন্দর সময় গুলা স্কুল লাইফেই পার করে এসেছেন! সেখানে 'ভাল্লাগেনা' ছিলো না,'ডিপ্রেশন' ছিলো না, 'ডাবল ফেইস' এর ফ্রেন্ড ছিলো না। বলতে গেলে, প্রচন্ড সুন্দর একটা সময় ছিলো যা আর পাওয়া যাবেনা! হুটহাট স্কুল লাইফের বন্ধুদের একদম আগের মতো ফিরে পেতে মন চায়, যেখানে মোবাইল, দুনিয়ার অন্যান্য চিন্তা বাদে একদম মন খুলে আড্ডা দেওয়া যেতো!

কৈশোর শেষ হওয়া, রঙ চঙ্গে স্বপ্নের দিন...
চলে গেছে রঙ হারিয়ে, চলে গেছে মুখ ফিরিয়ে...

゚viralシfypシ゚viralシal

গতদিন নাকি স্ত্রীকে প্রশংসা করার দিবস ছিল। তাই আজ আমি ওই অর্থে স্ত্রীর প্রশংসা করব না ঠিক। তবে আমার স্ত্রীর অতীতের কিছু ...
22/09/2025

গতদিন নাকি স্ত্রীকে প্রশংসা করার দিবস ছিল। তাই আজ আমি ওই অর্থে স্ত্রীর প্রশংসা করব না ঠিক। তবে আমার স্ত্রীর অতীতের কিছু সত্য সামনে আনব, যা আমাকে মুগ্ধ করেছে।☺️

একটা ঘটনা বলি। তখন ২০১৭ সাল। শীতকাল। সেসময় আমার স্ত্রী চমৎকার এক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। সে আমাকে বিয়ে করেছিল। দুনিয়ার সব ছেলে বাদ দিয়ে সে যখন আমার মতো #হাল্কা_চকোলেট_কালারের ছেলেকে বিয়ে করেছিল, তখনই বুঝেছিলাম সে দারুণ বুদ্ধিমতী।

আমার স্ত্রীর সবচেয়ে বড় গুণ হলো ওর নিজের শাশুড়িদের (খালাতো, চাচাতো) চেয়ে আমার শাশুড়িদেরকে বেশি ভালোবাসে। এটা অত্যন্ত বিরল ঘটনা।

শুধু পরিবারই নয়, দেশের অর্থনীতিতেই দারুণ ভূমিকা রেখে চলেছে আমার বউ। আমার স্ত্রী আল্লাহর ৩০টা দিন আমার শাশুড়িদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলে টাকা ব্যয়ের মাধ্যমে দেশের এই ভরাডুবি মূহুর্তেও অর্থনীতি সচল রেখে চলেছে।

আমার স্ত্রীর ফোন ভর্তি ওর সুন্দরী বান্ধবীদের নম্বর থাকার পরেও ওর ফোনের পাসওয়ার্ড আমাকে দিয়ে রেখেছে। আজকাল দাম্পত্যে এমন বিশ্বাস নজিরবিহীন।

এসব কারণে আমি মাঝেমধ্যেই বলি— ও শুধু আমার স্ত্রীই নয়, ও আমার ওয়াইফও।

আজ বিকেলে অফিসের ছোট্ট একটা ক্লায়েন্ট মিটিংয়ের জন্য বগুড়া জলেশ্বরীতলার একটি রেষ্টুরেন্টে বসেছিলাম। আমার ঠিক সামনের টেবিল...
22/09/2025

আজ বিকেলে অফিসের ছোট্ট একটা ক্লায়েন্ট মিটিংয়ের জন্য বগুড়া জলেশ্বরীতলার একটি রেষ্টুরেন্টে বসেছিলাম। আমার ঠিক সামনের টেবিলেই তিনটা ছেলে ও একটা মেয়ে বসেছিল। তাদের কথা বার্তা শুনেই বুঝে গেলাম তারা সবাই সরকারী আজিজুল হক কলেজের স্টুডেন্ট এবং সবাই ভাল বন্ধু। কিন্তু একটা ছেলেকে খুব অসহায় মনে হলো। সে সহ তার মত যারা আছে তাদের জন্য আমার এই লেখা-----

#একটা বন্ধুত্ব আর ভালোবাসার সম্পর্কের মাঝে যে জিনিসটা পার্থক্য তৈরি করে দেয় সেই জিনিসটার নাম হচ্ছে এক্সট্রা!

একটু এক্সট্রা কেয়ার করা, এক্সট্রা সময় দেওয়া, এক্সট্রা প্রিভিলেইজ দেওয়া, এক্সট্রা মিস করা এই বিষয়গুলো শুধু রিলেশানশিপেই থাকে। বন্ধুত্বে কখনো এক্সট্রা বিষয় বলে কিছু নেই।

এই আজিজুল হক কলেজেই পড়তো আমার এক বন্ধুর কথা বলি এখানে। সে একটা মেয়েকে অনেক ভালোবাসতো। কিন্তু কোনদিন বলে নি। যদি বন্ধুত্বটাও না থাকে, এই ভয়ে। একসময় মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল। আমার বন্ধুটা তখনো কিছু বলতে পারলো না। কিছুদিন পরে বিয়ের তারিখ পড়লো। আমার বন্ধুটা বিয়েতে না গিয়ে সারারাত ভদকা খেয়ে পরে থাকলো #সেউজগাড়ীর একটা মেসে। যেহেতু আমার বন্ধু মেয়েটাকে ভালোবাসতো, তাই তার ফ্রেন্ডশিপে সবসময়ই এক্সট্রা ব্যাপার ছিলো। আর সেই ব্যাপারটার জন্য সে একদিন মেয়েটার বেস্টফ্রেন্ড হয়ে যায়। বেস্টফ্রেন্ড বিয়েতে এটেন্ড না করার জন্য এখন মেয়েটা রাগে কথাই বলে না!

সারমর্ম হচ্ছে, বন্ধুত্ব হারানোর ভয়ে যে ছেলেটা মনের কথা না বলে বেস্টফ্রেন্ড হয়ে থাকলো, সে আজ হতাশ। ফ্রেন্ডশিপটা যেমনি চলে গেছে, ঠিক তেমনি চলে গেছে জীবন থেকে অনেকগুলো বছর! এখন সে মাঝেমাঝেই বলে উঠে, "উচিত ছিলো বলে দেওয়া, হয়তো থাকতো, না হলে যাইতো। এইভাবে বিড়ি জ্বালিয়ে, নিভিয়ে রাত জাগা লাগতো না!"

#🤐কখনো আপনার পাশের মানুষটার জন্য এমন এক্সট্রা ব্যাপার কাজ করলে বলে দিন! হয় থাকবে, না হলে যাবে!

ধরো, আমরা দূরে কোথাও যাচ্ছি। সারারাত তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছো। আর আমি বাইরের আকাশ বাদ দিয়ে শুধু তোমার দিকে তাক...
22/09/2025

ধরো, আমরা দূরে কোথাও যাচ্ছি। সারারাত তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছো। আর আমি বাইরের আকাশ বাদ দিয়ে শুধু তোমার দিকে তাকিয়ে ছিলাম। সকাল নামবার ঠিক কিছু আগেই আমরা যমুনা ব্রিজ পার হচ্ছিলাম। আবছা আলো অন্ধকারে আমি তোমাকে ডেকে দিলাম। তুমি হা হয়ে তাকিয়ে দেখলে। আমাকে বললে দ্যাখো কত্ত সুন্দর আকাশটা আর নদীটা। বলে আবারো কাঁধে মাথা রেখে ঘুম!

ধরো, আমাদের বাসটা কিছুক্ষণ পরেই ফুড ভিলেজে এসে থামবে। সারারাত আমরা কেউ কিছু খাই নি। তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়েছিলাম... তোমাকে ডেকে তুললাম। তুমি মুখে হাই তুলে বললে আমার ক্ষিধে নেই। আর শুনো তুমিও নেমো না। আমিও আরও কিছুক্ষণ ঘুমাবো। বলে আবারো কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেলে!

ধরো, বাসটা আর কিছুক্ষণ পরেই বগুড়া এসে পড়বে। তখন বেশ সকাল। একটু কড়া কড়া রোদ। বেপরোয়া রোদ মাঝেমাঝেই তোমার নাকমুখে এসে গড়াগড়ি খায়। আমি আমার ভোটার আইডি কার্ডের A4 সাইজ ফটোকপি (যা চার ভাজ করা অবস্থায় সবসময় আমার মানিব্যাগে থাকে) দিয়ে রোদ আটকানোর চেষ্টা করছি। তারপরও কিভাবে যেন ঘুম ভেঙে গেল তোমার। উঠে আমার দিকে একটু হেসে তাকালে। তারপর বললে বগুড়া আসতে এখনো দশ মিনিট। একটু ঘুমিয়ে নিলে তুমি কি রাগ করবা?

ধরো, আমি তখন তোমার চোখে তাকিয়ে খুব আস্তে বলছি এভাবে কাঁধে মাথা রেখে সারাজীবন না ঘুমালে অনেক রাগ করবো কিন্তু!!!

মানুষ নিজেকে যে যেখানে, যার সাথে, যেভাবে দেখতে চায়.. দেখে নিচ্ছে।মানুষের স্বপ্ন পূরণে এআই’য়ের চেয়ে আপন কেউ আর এখন পর্যন্...
21/09/2025

মানুষ নিজেকে যে যেখানে, যার সাথে, যেভাবে দেখতে চায়.. দেখে নিচ্ছে।

মানুষের স্বপ্ন পূরণে এআই’য়ের চেয়ে আপন কেউ আর এখন পর্যন্ত আসেনি এই পৃথিবীতে...

১০ টাকা বাঁচানোর জন্য CNG ছেড়ে বাসে উঠলাম....।হিজড়া এসে তালি মেরে ২০ টাকা নিয়ে গেল....🙄🙄!(বুঝে গেছি, আমার এই জীবনে আর টা...
20/09/2025

১০ টাকা বাঁচানোর জন্য CNG ছেড়ে বাসে উঠলাম....।
হিজড়া এসে তালি মেরে ২০ টাকা নিয়ে গেল....🙄🙄!

(বুঝে গেছি, আমার এই জীবনে আর টাকা জমানো হবে না।🤣)

Address

Malotinagar, Bogura Sadar, Bogura
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when নাইফের বোরিং ফ্যামেলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share