নাইফের বোরিং ফ্যামেলী

নাইফের বোরিং ফ্যামেলী Welcome! I create a variety of videos focusing on entertainment, Islamic, and social informative content.

My goal is to spread awareness and knowledge through engaging videos on my page. "জিলহাজ নাইফ " On behalf of the page, I extend my warmest greetings and congratulations to everyone. I will post various types of-

🔰- Short videos,
🔰- Funny videos,
🔰- Comedy videos,
🔰- Personal blog videos,
🔰-Tik Tok videos,
🔰- Snake videos,
🔰- Reels videos,
🔰- through this page. Like the "জিলহাজ নাইফ " page and stay by my side.
❤ Thank you all ❤

অতীতে ছাত্রলীগ করলে এনসিপি করতে পারবে না। —কিম জং উন😛😜আত্মহত্যা করতে গেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে।—সারজিস আলম😝🤪            ...
25/10/2025

অতীতে ছাত্রলীগ করলে এনসিপি করতে পারবে না।

—কিম জং উন😛😜

আত্মহত্যা করতে গেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে।

—সারজিস আলম😝🤪

নাইফ অফিসিয়াল নাইফ আহমেদ নাইফের বোরিং ফ্যামেলী

ইয়াং বয়েসের সেফুদা। উনার মত যদি এই মূহুর্তে হতে পারতাম, কয়েক জনকে সেই ভাবে গালি দিতে পারতাম তাহলে কিছুটা ভাল লাগতো।     ...
19/10/2025

ইয়াং বয়েসের সেফুদা। উনার মত যদি এই মূহুর্তে হতে পারতাম, কয়েক জনকে সেই ভাবে গালি দিতে পারতাম তাহলে কিছুটা ভাল লাগতো।

নাইফ অফিসিয়াল

দুধ চায়ের সাথে পাইনঅ্যাপেল বিস্কুট খেয়ে মরি নাই ওরা ভাবছে কষ্ট দিলে মরে যাবো....                     fans নাইফের বোরিং ফ...
18/10/2025

দুধ চায়ের সাথে পাইনঅ্যাপেল বিস্কুট খেয়ে মরি নাই ওরা ভাবছে কষ্ট দিলে মরে যাবো....

fans নাইফের বোরিং ফ্যামেলী

আমার "মা" আমার চুলগুলোও "এলোমেলো" হতে দিত না...জীবন দেখ "তুই আমার" কি অবস্থা করেছিস...              নাইফের বোরিং ফ্যামেল...
18/10/2025

আমার "মা" আমার চুলগুলোও "এলোমেলো" হতে দিত না...
জীবন দেখ "তুই আমার" কি অবস্থা করেছিস...

নাইফের বোরিং ফ্যামেলী

তখন বেশ কয়েক বছর হয়ে গিয়েছিল আমার রিক্সা চালানোর বয়স। এইচ.এস.সি.-তে তুলনামূলক খারপ রেজাল্ট হওয়ার কারনে মা আমাকে এই রিক্স...
16/10/2025

তখন বেশ কয়েক বছর হয়ে গিয়েছিল আমার রিক্সা চালানোর বয়স। এইচ.এস.সি.-তে তুলনামূলক খারপ রেজাল্ট হওয়ার কারনে মা আমাকে এই রিক্সা কিনে দেন।

তার বেশ কিছু বছর পরে এমনি এক এইচ.এস.সি রেজাল্টের দিনে আমি বগুড়া মহিলা কলেজের সামনে রিক্সা চালাইতে ছিলাম।
সেদিন এই আমি রিক্সা চালকের রিক্সায় #হক সাহেবের মেয়ে উঠলো। আমি তখন মনের সুখে আকিজ বিড়ি টানছিলাম।

রিক্সায় উঠেই, সে বলে উঠলো, চলুন। আমি বললাম, কোথায়? সে উত্তর দিলো, আপনার যেখানে ইচ্ছা নিয়ে যান। আমি তখন তারে আমার সংসারে নিয়ে আসলাম। অতঃপর আমরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম। 😃🙂

পরে অবশ্য জেনেছি সেদিন ই তার এইচ.এস.সি-এর রেজাল্ট ছিল। হক সাহেবের ভয়ে আমার রিক্সায় আমার সংসারে এসেছে।


নাইফের বোরিং ফ্যামেলী নাইফ আহমেদ নাইফ অফিসিয়াল নামিরা আহমেদ fans

চিতার স্বপ্ন নিয়ে শামুকের খোলের ভেতর পার করে দিচ্ছি দীর্ঘ এক মানব জীবন।                    নাইফের বোরিং ফ্যামেলী নামিরা ...
15/10/2025

চিতার স্বপ্ন নিয়ে শামুকের খোলের ভেতর পার করে দিচ্ছি দীর্ঘ এক মানব জীবন।

নাইফের বোরিং ফ্যামেলী নামিরা আহমেদ নাইফ অফিসিয়াল নাইফ আহমেদ fans

তিনটি বিষয় নিয়ে মানুষ তার সমগ্র জীবন পার করে। সিন্দুক, বন্দুক, নিন্দুক।প্রতিটি মানুষের ভেতরে একটা গোপন সিন্দুক থাকে। যার...
15/10/2025

তিনটি বিষয় নিয়ে মানুষ তার সমগ্র জীবন পার করে। সিন্দুক, বন্দুক, নিন্দুক।

প্রতিটি মানুষের ভেতরে একটা গোপন সিন্দুক থাকে। যার ভেতরে সে জমা করে রাখে সমগ্র জীবনের মায়া, মমতা, না বলা কথাসহ আরও মানবিক অনেক কিছু।

মানুষের একটা গোপন বন্দুক থাকে। এই বন্দুকে গুলির মতো করে সাজানো থাকে তার অভিশাপ।
মানুষ যখন তার মায়া, মমতা আর মানবিক গুনাবলি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তখন এই বন্দুক ব্যবহার করে।

মানুষ তার নিয়ন্ত্রণের বাইরে যে পৃথিবী দ্বারা আবর্তিত সেটা নিন্দুকের পৃথিবী। তার সিন্দুক ভর্তি মানবিক গুণ দিয়েও নিন্দুকের মন ভরাতে পারেনা, আবার
অভিশাপ ভর্তি বন্দুক দিয়েও ঠেকাতে পারে না...

আমার প্রয়োজন ফুরিয়েছে কেউ বলার আগেই, প্রকৃতি ইশারা দেয় বিভিন্ন বাঁকে, বিভিন্ন উদাহরণে। অথচ প্রকৃতির ইশারা বুঝতে ব্যর্থ আমি।

নিজেকে যতটা গোছানোর চেষ্টা করি, দিন শেষে ততটাই ব্যর্থ হই।

১৯৯৬ সাল। আমরা তখন সেউজগাড়ী, বগুড়া থাকি।মাসের শুরু। ঘরে তেমন কোন বাজার নাই। বাবার সেদিন বেতন পাবার কথা। অফিসে যাবার আগে ...
14/10/2025

১৯৯৬ সাল। আমরা তখন সেউজগাড়ী, বগুড়া থাকি।

মাসের শুরু। ঘরে তেমন কোন বাজার নাই। বাবার সেদিন বেতন পাবার কথা। অফিসে যাবার আগে বাবা আমাদের সামনে মাকে বলে গিয়েছিলেন "আজ বেতন পেলে রাতে মাঝাড়ি একটা ইলিশ মাছ আনবেন। ছেলেরা মাসের শুরুতেই যা একটু মাছ-মাংস খেতে পায়!"
সেদিন সন্ধ্যা থেকেই ক্ষুধা ক্ষুধা ভাব নিয়ে বাবার ফেরার অপেক্ষায় আমরা। বাবা ফিরলেন রাত ৮টায়। হাতে মাঝাড়ি এক সিলভার কাপ মাছ। মাছের গায়ে শ্যাওলা জমে আশ সবুজ হয়ে গেছে। বাবার মুখ মলিন। মাকে বললেন- আজ বেতন হয় নাই, আগামীকাল হবে। আগামীকাল ইলিশ মাছ আনবো। মা বাবাকে কপট রাগ দেখিয়ে বললেন- তাহলে আগামীকালই আনতা আজ শুধু শুধু আর একটা মাছ এনে কতগুলা টাকা নষ্ট করলা এমনিতেই মাস চলেনা! বাবা বললেন- ছেলেদের সকালে মাছের কথা বলেছি যে, কোন মাছ ই যদি আজ না আনতাম বাচ্চাদের মন খারাপ হয়ে যেত!!
রান্না শেষ হতে হতে প্রায় অনেক রাত হয়ে গেল। মাছের পাতিল মেঝের উপড় রেখে আমরা সবাই গেলাম হাত মুখ ধোয়ার জন্য।

হঠাৎ মায়ের চিৎকার শুনে সবাই ঘরের দিকে দৌড়ে গেলাম। বাড়িতে হার জিরজিরে একটা বিড়াল ছিলো। পাতিলের মুখ খোলা দেখে সেই বিড়াল একটা চাকা নিয়ে দৌড় দিয়েছে। অসম্ভব বুদ্ধিমতি আমার মা চামুচ দিয়ে পাতিলের এক পাশ থেকে খানিকটা ঝোল ফেলে দিয়ে বললেন এই দিকে বিড়াল মুখ দিয়েছিলো। এখন আর সমস্যা নাই।
সমস্যা কে চামুচ দিয়ে ফেলে দিয়ে আমরা খেতে বসলাম। সেই ছোট্ট বেলায় অভাবী মা আমার শিখিয়ে ছিলো সমস্যাকে চামুচ দিয়ে ছুড়ে ফেলে দেয়ার কৌশলটা।

আজ এই গল্প কেন বলছি জানেন????

সকাল বেলা ফু-য়াং এর ব্রেডে জ্যাম জেলি মাখাতে মাখাতে "ইদানীং মরে যেতে ইচ্ছে করছে" স্ট্যাটাস দেয়া যায়। কেউ একজন বকেছে বলে, খানিকটা অবহেলা করেছে বলে, দুই বার ফোন ধরেনি বলে কিংবা লেটেস্ট মডেলের আই-ফোন হাতে পায়নি বলে 'বা*লের জীবন' বলে আল্লাদী করতে পারা যায়। মা একটা বাইক দেয় নাই বলে 'জীবনটা তামা তামা হয়ে গেল' বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়া যায়।

কেউ কেউ পারে না রে পাগলা। কারও কারও জীবনটা ফেয়ারী টেল হয় না পাগলী। কেউ কেউ অনেক কষ্ট করে বড় হয়। ভবিষ্যৎ ভাল হবে এই ভেবে। অনেক যুদ্ধ করে।

কেউ কেউ আমার মত চামুচ দিয়ে সমস্যা কে ছুড়ে ফেলার কৌশল টা শিখে ফেলে সেই ছোট্ট বেলায়।

(বাবা তখন লোন নিয়ে জয়পুরহাটে বাড়ি বানিয়েছিলেন এবং বগুড়া উপশহরে প্লট নিয়েছিলেন সেইজন্য উনার স্যালারীর সিংহভাগ ই কেঁটে নেয়া হতো ব্যাংক থেকে।)

আমাদের অফিসের গানম্যান ছদরুল ভাই হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। কিছুদিন আগে উনার স্ত্রী ও নাতী অফিসে এসে...
12/10/2025

আমাদের অফিসের গানম্যান ছদরুল ভাই হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। কিছুদিন আগে উনার স্ত্রী ও নাতী অফিসে এসেছিলেন উনার ব্যবহৃত সব জিনিস-পত্র নিতে। এইটা যে কত কষ্টের কেউ না বুঝলেও আমি বুঝি।

আজ থেকে ২৫ বছর আগে জনতা ব্যাংক থেকে আমাকেও ডেকে আমার বাবার ব্যবহৃত জায়নামাজ, দুইটা স্যুট, এক জোড়া পন্জ স্যান্ডেল ও দুইটা টাই আমাকে দেয়া হয়েছিল। সেদিন স্কুল ছাত্র আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই.....

সেদিনও ছদরুল ভাইয়ের নাতীকে বু্ঁকে চেপে ধরতে খুব ইচ্ছে হচ্ছিলো।

゚ ゚viralシfypシ゚viralシalシ

প্রেমিকা বা স্ত্রী যখন বলবে, "আমি দিনদিন মুটিয়ে যাচ্ছি"।এতদিনে একটা যৌক্তিক কথা বলেছে ভেবে গদগদ হয়ে একমত হয়ে যাবেন না...
11/10/2025

প্রেমিকা বা স্ত্রী যখন বলবে, "আমি দিনদিন মুটিয়ে যাচ্ছি"।

এতদিনে একটা যৌক্তিক কথা বলেছে ভেবে গদগদ হয়ে একমত হয়ে যাবেন না। ওইটা ফাঁদ। তারপর সারাজীবন উঠতে বসতে খাইতে ঘুমাতে খোঁটা দিবেঃ-

"আমাকে তো এখন আর ভালো লাগে না। আমি তো মুটিয়ে গেছি।"

゚ ゚viralシfypシ゚viralシalシ নাইফের বোরিং ফ্যামেলী

এখন আর কারো কথা গায়ে মাখি না!বউ এর থেকে একটা ভালো পারফিউম গিফ্ট পাইছি ওইটা ই মাখি ! 🙂 🙂 ゚viralシfypシ゚viralシalシ    ゚     ...
11/10/2025

এখন আর কারো কথা গায়ে মাখি না!

বউ এর থেকে একটা ভালো পারফিউম গিফ্ট পাইছি
ওইটা ই মাখি ! 🙂 🙂

゚viralシfypシ゚viralシalシ ゚ নামিরা আহমেদ নাইফের বোরিং ফ্যামেলী নাইফ অফিসিয়াল

আমি জীবনে কখনোও বীণ বাঁজায় নাই, তবুও সে আসছে ..... ゚viralシfypシ゚viralシalシ  ゚                 নাইফের বোরিং ফ্যামেলী  fans ...
10/10/2025

আমি জীবনে কখনোও বীণ বাঁজায় নাই, তবুও সে আসছে .....

゚viralシfypシ゚viralシalシ ゚ নাইফের বোরিং ফ্যামেলী fans Faisal Rabbikin Capturing The Night- Photography by Greg Gibbs

Address

Malotinagar, Bogura Sadar, Bogura
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when নাইফের বোরিং ফ্যামেলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share