Khaborer Patrika-খবরের পত্রিকা

Khaborer Patrika-খবরের পত্রিকা সঠিক সময়ে সত্য খবর

20/10/2025
বগুড়া শাজাহানপুরে বিষাক্ত মদে এক জনের মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক !!!বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদ্যপানে একজনের মৃত...
08/10/2025

বগুড়া শাজাহানপুরে বিষাক্ত মদে এক জনের মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক !!!

বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদ্যপানে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যেকের কিডনি বিকল।

মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের মৃত মাহবুবুর রহমানের ছেলে মিজানুর রহমান লিটন (৫৫)। তিনি ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগমের স্বামী। লিটনের মরদেহ বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গুরুতর অসুস্থরা হলেন, একই গ্রামের হান্নান সোনারের ছেলে নাছিদুল সোনার (২৭), আবু বককর আকন্দ এর ছেলে আব্দুল্লাহেল কাফি (৩০), মিন্টু মিয়ার ছেলে আনসার সদস্য রন্জু মিয়া (৩০) এবং সুলতান আকন্দ এর ছেলে মানিক আকন্দ (৩০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার দশমীর দিন (২ অক্টোবর) সন্ধ্যায় পাঁচজন একসঙ্গে মদ্যপান করেন। রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, বিষাক্ত মদ্যপানে আক্রান্তদের কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবার ডায়ালাইসিস করা হয়েছে।

নিহত লিটনের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষাক্ত মদ্যপানের পর থেকেই লিটনের অবস্থা সংকটাপন্ন ছিল। কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় চিকিৎসার পরও তাঁকে বাঁচানো যায়নি।

অসুস্থ নাছিদুলের মা নাছরিন বেগম বলেন, আমার ছেলে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছিল। রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসি। এখনো অবস্থার উন্নতি হয়নি।

শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক জানান, বিষাক্ত মদ্যপানে পাঁচজন ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ডায়ালাইসিসের পরও উন্নতি ধীর গতিতে হচ্ছে।

শজিমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই কৃষ্ণ জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তের জন্য শাজাহানপুর থানা অবগত আছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

08/10/2025

গৃহবধূর সাথে টিকটকে পরিচয়; রাতে দেখা করতে এসে রংপুরের বিপ্লব কুমার বগুড়ায় আটক

01/10/2025

সাংবাদিকদের নামে মি.থ্যা মামলার চার্জশিট হলে কঠোর আ.ন্দো.লনে দাঁড়াবো: নাজমুল হুদা সরকার

30/09/2025

নন্দীগ্রামে নুন্দহ মাদ্রাসার সামনে যুবকের লা*শ

26/09/2025

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বি-ক্ষো-ভ মিছিল ও সমাবেশ

25/09/2025

বগুড়ায় ঘুমন্ত অবস্থায় স্বামীর পুরু/ষা/ঙ্গ কে/টে নিলো স্ত্রী

বগুড়া শহরতলীতে বারোপুর স্কুল পাড়ায় পারিবারিক ক/ল/হের জেরে, নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্বামী রাজু মন্ডল (৪২) এর হাত ও পা বেধে পুরু/ষা/ঙ্গ কর্তন করেছে স্ত্রী তানজিলা বেগম। আহত ব্যক্তি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

23/09/2025

নিউ ইয়র্কের বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ

Address

Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Khaborer Patrika-খবরের পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khaborer Patrika-খবরের পত্রিকা:

Share