রং তুলি

রং তুলি যতোক্ষণ তুমি সবুজ থাকবে
ততোক্ষণ তুমি মানুষকে অক্সিজেন দেবে
হলুদ রঙ ধরে যাওয়া মানে ফুরিয়ে যাচ্ছো-⌛
(2)

16/01/2024

গত শীতে তুমি ছিলে, নীল ছাতা ছিলো,
ছেঁড়া আকাশ ছিলো, মোড়ের চায়ের দোকান ছিলো।
ছিলো টেলিফোনে মাখামাখা আদুরে আলাপ,
ছিলো তরল কন্ঠ, সাদাকালো সরল ভাবনা।
ছিলো গলাভর্তি নরম হাসি।
আসছে শীতে সব থাকবে তুমি থাকবে না-
জীবন বদলায়, বদলানো নিয়ম তাই ,
গত শীতে যে ছিলো, এই শীতে সে নাই।

শুধু গত শীতে নয়, অসংখ্য শীতেই ছিলাম 🥰

ভালোবাসার মানুষ' জীবনে আসার চেয়ে "ভালো রাখার" মানুষ আসাটা অত্যন্ত জরুরি!'♥️🌸
06/11/2023

ভালোবাসার মানুষ' জীবনে আসার চেয়ে "ভালো রাখার" মানুষ আসাটা অত্যন্ত জরুরি!'♥️🌸

যাকে ভালোবাসলে অন্যকাউকে ভালোবাসারইচ্ছে-টাই মরে যায়,সে আপনাকে ভালোবাসবে না!💔
04/11/2023

যাকে ভালোবাসলে অন্য
কাউকে ভালোবাসার
ইচ্ছে-টাই মরে যায়,
সে আপনাকে ভালোবাসবে না!💔

03/11/2023

পৃথিবীর নিয়ম টা বড় অদ্ভুত!
যার সাথে মনের কথাগুলো বলতে
ইচ্ছে করে, তার সাথে বলা হয়ে
ওঠেনা! কিন্তু যাদের সাথে বলার
ইচ্ছে হয় না, তাঁরা গাঁয়ে এসে পড়ে!

তুমি যার হাত থেকে ফুল নাও,তার মন ভাঙার আগে একটু আভাস দিও-যদিও জরুরি না,তাও বললাম আরকি। অভ্যাস কাটাতে একটু সময় তো লাগেই।...
16/10/2023

তুমি যার হাত থেকে ফুল নাও,তার মন ভাঙার আগে একটু আভাস দিও-

যদিও জরুরি না,তাও বললাম আরকি।
অভ্যাস কাটাতে একটু সময় তো লাগেই।
সময় লাগে,মানুষের; ভুলে যেতে!

প্রেম হলো পুরোনো গানের কোনো সুর;
তোমার জানালা থেকে আমার ভাবনা কতোদূর?
💙

মায়া বাড়াবো না আর তোমার শহরে।😥💔
14/10/2023

মায়া বাড়াবো না আর তোমার শহরে।😥💔

আশ্চর্য মানুষ!চালের কাছে চুক্তি করে নারীর কাছে যায়। 😅❣️
10/10/2023

আশ্চর্য মানুষ!

চালের কাছে চুক্তি করে নারীর কাছে যায়। 😅❣️

06/10/2023

ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন, এটা আপনার নিয়ত। এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে ।

সুতরাং কাঁদা যাবে না। মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন। 🌸

05/10/2023

মায়া খুব ভয়ংকর জিনিস। বহুদিন একসাথে থাকার পর বিষাক্ত সাপকেও ছেড়ে থাকতে কষ্ট হয়!❤️🥲

03/10/2023

আমার খুব ইচ্ছে করে
কেউ একজন
অকারণ হুটহাট রাগ করুক।
ইচ্ছেমতো অধিকার খাটাক।
মাঝে মাঝে দু'একদিন কথা বন্ধ রাখুক।

তারপর আমি ও আমরা
একে অপরের প্রতি টানটা অনুভব করি।
অনুভূতিগুলো প্রকাশ না হতে পেরে
এদিক ওদিক ছুটাছুটি করুক।
শেষমেশ কথা বলার অজুহাত খুঁজুক।
বোকার মতো আমাকেই জিজ্ঞেস করুক

এই যে, সুনীলের কবিতার শেষ লাইনটা যেন কী?

রাস্তার আলোয় অন্ধকার সবাই উজ্জ্বল নয় -⚫⚪Darkness in street lightsNot everyone’s shining bright
02/10/2023

রাস্তার আলোয় অন্ধকার
সবাই উজ্জ্বল নয় -⚫⚪

Darkness in street lights
Not everyone’s shining bright

14/08/2023

জীবনটা তখনই সুন্দর ছিলো, যখন বিকেল বেলা খেলতে যেতাম,সন্ধ্যার সময় পড়তে বসতাম,রাত আট টা বাজতেই ঘুময়ে যেতাম, ছিলনা কোন দুশ্চিন্তা, হতামনা কখনো হতাশ
তখনই ভালো ছিলাম আর আজ..?☠️

বর্তমান পৃথিবীতে পশুর প্রতি মানুষের মনুষ্যত্ব না থাকলেও! মানুষের প্রতি পশুর মনুষ্যত্ব ঠিকিই আছে।তাই আসুন এই মহররম থেকে আ...
05/08/2023

বর্তমান পৃথিবীতে পশুর প্রতি মানুষের মনুষ্যত্ব না থাকলেও! মানুষের প্রতি পশুর মনুষ্যত্ব ঠিকিই আছে।

তাই আসুন এই মহররম থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, নিজের জীবনে মনুষ্যত্ব গড়ে তুলি, নীতি নৈতিকতার সমাজ গড়ি।

🌼কৃষ্ণের মতো বন্ধু খুঁজে নিনযারা উচ্চ এবং নিম্ন মর্যাদার মধ্যে পার্থক্য করে না।যে আপনাকে সবসময় সঠিক পথে নিয়ে যায়।❤️Fi...
31/07/2023

🌼কৃষ্ণের মতো বন্ধু খুঁজে নিন
যারা উচ্চ এবং নিম্ন মর্যাদার মধ্যে পার্থক্য করে না।
যে আপনাকে সবসময় সঠিক পথে নিয়ে যায়।❤️

Find a friend like Krishna

Who doesn't distinguish between high & low status.

Who always leads you towards the right path.









Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when রং তুলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রং তুলি:

Share