16/01/2024
গত শীতে তুমি ছিলে, নীল ছাতা ছিলো,
ছেঁড়া আকাশ ছিলো, মোড়ের চায়ের দোকান ছিলো।
ছিলো টেলিফোনে মাখামাখা আদুরে আলাপ,
ছিলো তরল কন্ঠ, সাদাকালো সরল ভাবনা।
ছিলো গলাভর্তি নরম হাসি।
আসছে শীতে সব থাকবে তুমি থাকবে না-
জীবন বদলায়, বদলানো নিয়ম তাই ,
গত শীতে যে ছিলো, এই শীতে সে নাই।
শুধু গত শীতে নয়, অসংখ্য শীতেই ছিলাম 🥰