রং তুলি

রং তুলি যতোক্ষণ তুমি সবুজ থাকবে
ততোক্ষণ তুমি মানুষকে অক্সিজেন দেবে
হলুদ রঙ ধরে যাওয়া মানে ফুরিয়ে যাচ্ছো-⌛
(2)

৫০০ টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যাআর ৫০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকাআবেগে কাপড় খুললে হয় বান্ধবিআর অভাবে কাপড...
23/07/2025

৫০০ টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা
আর ৫০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকা
আবেগে কাপড় খুললে হয় বান্ধবি
আর অভাবে কাপড় খুললে হয় মাগী
রিনা ,মিনা খুললে বলে খানকি
আর এঞ্জেল, জেরিনরা ফিগার দেখাইলেই হয় স্মার্ট
বিয়ার আগে খুললে নটি
আর বিয়ার পড় খুললে মেইন্টেনিং সোসাইটি

ধর্ষিতা কখনও নিজ ইচ্ছায় ধর্ষন হয় না,
কিন্তু তা জেনেও সবাই তাকে দূরে সরিয়ে দেয়।
আবার বিবাহিতাকে নিয়ে পালিয়ে সম্পর্ক করতে ইতস্তত বোধ করে না।

কাপড়টা সবাই খোলে,
আর কাপড় খোলাটা ও ফ্যাক্ট না
ফ্যাক্টটা হচ্ছে, এই সমাজ কিভাবে দেখছে
কাপড় খুলে কেউ বেশ্যা হয় না
এই সমাজই বেশ্যা তৈরি করে
কিন্তু ওই বেশ্যাদের কাছে কারা যায়?
অন্যের দিকে আঙুল তোলার আগে, নিজের দিকে ও তাকান

নারীর প্রতিটা কুকর্মে পুরুষও জড়িত কারণ এক হাতে তালি বাঁজে না, অথচ বেশিরভাগ পুরুষই অপরাধ করে লোকচক্ষুর আড়ালে চলে যায় কিন্তু জনসম্মুখে পরতে হয় নারীকে।

এইরকম ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত । বাস্তবতা এইরকমই
এইভাবে না লিখলে অনেকে বলবে ভাষাগত সমস্যার কারণে বুঝি নাই
(প্রত্যেক নারীর ভিতর একটি মা এর সত্ত্বা বাস করে, তাকে সম্মান করতে শিখুন)যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে
- সে পুরুষ রাতের আধারে বেশ্যাকে বুকে জড়িয়ে নেয়
- যে ছেলে প্রেমে ছ্যাকা খেয়ে মেয়েদের গালাগালি দেয়
- কয়দিন পর সেই ছেলে আবার প্রেমে পড়ে
- চলচ্চিত্রের সব থেকে ভালো মেয়েটির ও দুই দিন পর ভিডিও ফাঁস
- রাস্তায় থাকা পাগলিটার পেটে বাচ্চা আসে-
- মায়ের বোকা ছেলেটাও প্রেমে পড়ে
- মা-বাবার চোখের গরমে কেঁদে দেওয়া মেয়েটি রাতে লুকিয়ে বাঁশ বাগানে যায়
- 16 বছরের ছেলেটাও বলে তোকে ছাড়া বাঁচবো না
- 10 বছরের মেয়েটা স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে চাই
- প্রতিদিন কেউ ধর্ষিত হয়ে কেঁদে বুক ভাসায়
- আবার কেউ লাজ-লজ্জা ভুলে দেহের ক্ষুধা মেটায়
- কাকে দোষ দেবো বলেন??
- দিনশেষে এদের নিয়েই আমাদের সংসার
- নারী ছলনাময়ী, নারী বেইমান
- পুরুষ স্বার্থপর, পুরুষ বিশ্বাসঘাতক
- পরের বোনটা মাল। নিজের বোন টা কলিজা
- রোগা না, মেন্টাল না
- মানুষ জাতটাই মাতাল

দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বদলে যাবে....!!

লেখাটি - সংগ্রহীত

16/01/2024

গত শীতে তুমি ছিলে, নীল ছাতা ছিলো,
ছেঁড়া আকাশ ছিলো, মোড়ের চায়ের দোকান ছিলো।
ছিলো টেলিফোনে মাখামাখা আদুরে আলাপ,
ছিলো তরল কন্ঠ, সাদাকালো সরল ভাবনা।
ছিলো গলাভর্তি নরম হাসি।
আসছে শীতে সব থাকবে তুমি থাকবে না-
জীবন বদলায়, বদলানো নিয়ম তাই ,
গত শীতে যে ছিলো, এই শীতে সে নাই।

শুধু গত শীতে নয়, অসংখ্য শীতেই ছিলাম 🥰

ভালোবাসার মানুষ' জীবনে আসার চেয়ে "ভালো রাখার" মানুষ আসাটা অত্যন্ত জরুরি!'♥️🌸
06/11/2023

ভালোবাসার মানুষ' জীবনে আসার চেয়ে "ভালো রাখার" মানুষ আসাটা অত্যন্ত জরুরি!'♥️🌸

যাকে ভালোবাসলে অন্যকাউকে ভালোবাসারইচ্ছে-টাই মরে যায়,সে আপনাকে ভালোবাসবে না!💔
04/11/2023

যাকে ভালোবাসলে অন্য
কাউকে ভালোবাসার
ইচ্ছে-টাই মরে যায়,
সে আপনাকে ভালোবাসবে না!💔

03/11/2023

পৃথিবীর নিয়ম টা বড় অদ্ভুত!
যার সাথে মনের কথাগুলো বলতে
ইচ্ছে করে, তার সাথে বলা হয়ে
ওঠেনা! কিন্তু যাদের সাথে বলার
ইচ্ছে হয় না, তাঁরা গাঁয়ে এসে পড়ে!

তুমি যার হাত থেকে ফুল নাও,তার মন ভাঙার আগে একটু আভাস দিও-যদিও জরুরি না,তাও বললাম আরকি। অভ্যাস কাটাতে একটু সময় তো লাগেই।...
16/10/2023

তুমি যার হাত থেকে ফুল নাও,তার মন ভাঙার আগে একটু আভাস দিও-

যদিও জরুরি না,তাও বললাম আরকি।
অভ্যাস কাটাতে একটু সময় তো লাগেই।
সময় লাগে,মানুষের; ভুলে যেতে!

প্রেম হলো পুরোনো গানের কোনো সুর;
তোমার জানালা থেকে আমার ভাবনা কতোদূর?
💙

মায়া বাড়াবো না আর তোমার শহরে।😥💔
14/10/2023

মায়া বাড়াবো না আর তোমার শহরে।😥💔

আশ্চর্য মানুষ!চালের কাছে চুক্তি করে নারীর কাছে যায়। 😅❣️
10/10/2023

আশ্চর্য মানুষ!

চালের কাছে চুক্তি করে নারীর কাছে যায়। 😅❣️

06/10/2023

ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন, এটা আপনার নিয়ত। এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে ।

সুতরাং কাঁদা যাবে না। মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন। 🌸

05/10/2023

মায়া খুব ভয়ংকর জিনিস। বহুদিন একসাথে থাকার পর বিষাক্ত সাপকেও ছেড়ে থাকতে কষ্ট হয়!❤️🥲

03/10/2023

আমার খুব ইচ্ছে করে
কেউ একজন
অকারণ হুটহাট রাগ করুক।
ইচ্ছেমতো অধিকার খাটাক।
মাঝে মাঝে দু'একদিন কথা বন্ধ রাখুক।

তারপর আমি ও আমরা
একে অপরের প্রতি টানটা অনুভব করি।
অনুভূতিগুলো প্রকাশ না হতে পেরে
এদিক ওদিক ছুটাছুটি করুক।
শেষমেশ কথা বলার অজুহাত খুঁজুক।
বোকার মতো আমাকেই জিজ্ঞেস করুক

এই যে, সুনীলের কবিতার শেষ লাইনটা যেন কী?

রাস্তার আলোয় অন্ধকার সবাই উজ্জ্বল নয় -⚫⚪Darkness in street lightsNot everyone’s shining bright
02/10/2023

রাস্তার আলোয় অন্ধকার
সবাই উজ্জ্বল নয় -⚫⚪

Darkness in street lights
Not everyone’s shining bright

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when রং তুলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রং তুলি:

Share