
22/07/2025
“ভাই, আমার স্ত্রী গ'র্ভ'ব'তী তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, নিয়া চলেন না ভাই।”
“ভাড়া, ৪০ হাজার।”
“কি! ৪০ হাজার? ৬০ টাকার ভাড়া, ৪০ হাজার?”
“যাইলে যান, নইলে বিদায় হোন।”
“চলেন ভাই, চলেন। ৪০ হাজারই দিব।”
___বাইশের বন্যা____
“পানি আছে? পানি, তাড়াতাড়ি পানি দেন। আমার বাচ্চাটাকে মাঠে শু'ই'য়ে রেখে আসছি।”
“২ লিটার পানির দাম ৬০০ টাকা।”
“৬০০ টাকা! ৪০ টাকার পানির দাম ৬০০ টাকা হয় কিভাবে ভাই?”
“নিলে নেন, না নিলে এত কথা বাড়াবেন না।”
____মাইলস্টোন কলেজের বিমান ক্র্যাশ ২১ জুলাই____
“আমার ছেলেটা, পু'ড়ে গেছে ভাই, অবস্থা খারাপ। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান।”
“রিকশা ভাড়া ১ হাজার টাকা।”
“কি! মামা কি বলেন এইসব? ৪০ টাকার ভাড়া হাজার টাকা কেন দিব?”
“দিলে চলেন, না দিলে ভা'গে'ন।”
___মাইলস্টোন কলেজ ২১ শে জুলাই____
আমরা মানুষ হলাম কোথায়? মনুষ্যত্ব আমাদের মাঝে আর থাকলো কোথায়? কোথাও না কোথাও, কেউ না কেউ ঠিক বিবেকহীন আছে। যারা অবিকল মানুষের মত দেখতেই অ মানুষ। কেউ সুযোগ ছাড়ে না। সেইটা হোক, দেশের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে অথবা, বাচ্চার জীবনের ক্ষেত্রে। গরীব -ধনী, কেউ সুযোগ ছাড়ে না। কেউ না....