কালকূট

কালকূট -প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না.! Dhaka,Bangladesh

The Bluetooth device has connected  successfully.
27/06/2025

The Bluetooth device has connected successfully.

26/06/2025

-দুজন মানুষ যখন একসাথে কথা হয়,
কথা বলার সময় শুধু কথা হবে "নো মোবাইল স্ক্রোলিং"

-তোমার বোঝা উচিত ছি'লো পুরো মহাবিশ্বে আমার তোমাকে'ই কেনো মনে ধরেছিল। তোমার জানা উচিত ছিলো এতো চোখের ভীড়ে তোমার চাহনিতে ক...
15/06/2025

-তোমার বোঝা উচিত ছি'লো পুরো মহাবিশ্বে আমার তোমাকে'ই কেনো মনে ধরেছিল। তোমার জানা উচিত ছিলো এতো চোখের ভীড়ে তোমার চাহনিতে কেন আমার চোখ আটকে ছি'লো.!

তোমার শোনা উচিৎ ছিলো, ফেলে আসা ব্য'থার দিন গুলোর য'ন্ত্রণার চেয়ে তোমার নীরবতা আমাকে আরও ক'ষ্ট দিয়েছে।
তোমার বিষাদ আমাকে নিস্তার দেয়'নি.!

14/06/2025

রাগ, অভিমান, মনখারাপ - ৩ টা আলাদা শব্দ। এই শব্দ তিনটার হাত ধরে হাঁটে আরেকটা শব্দ-‘অধিকার’। যেখানে অধিকার নেই সেখানে বাকি ৩ টা ব্যাপারও থাকে না।🖤

04/04/2025

-বি'প'দে পরলে কে জড়িয়ে ধরেছে,কারা এড়ি'য়ে চলেছে তাদের মনে রাখবেন।

01/04/2025

April fool আবার কি?
মানুষ সারাবছরই বো'কা বানায়!🙂

31/03/2025

৩৩ বছর পর আবার দেখা মিলে গেল একই মাসে রমজান ও ঈদ।🤍🌸

আলহামদুলিল্লাহ

29/03/2025

-সালামি হিসেবে টাকা দিতে পারেন আবার আপনার মনও দিতে পারবেন, দেখেন যা ভালো মনে করেন!

29/03/2025

-আলহামদুলিল্লাহ,আগামীকাল সৌদি'আরবে রবিবার.!

চিনির পরিবর্তে আমরা খাচ্ছি মেগনেসিয়াম সালফেট???"এমন কোনো রোগ নাই যা আমাদের হবে না"শুনুন তাহলে বিষ+বিষ এর ভয়াবহ কাহিনী যা...
28/03/2025

চিনির পরিবর্তে আমরা খাচ্ছি মেগনেসিয়াম সালফেট???
"এমন কোনো রোগ নাই যা আমাদের হবে না"

শুনুন তাহলে বিষ+বিষ এর ভয়াবহ কাহিনী যা আমদের খাওয়ানো হচ্ছে। নিষিদ্ধ ঘন চিনি (সোডিয়াম সাইক্লামেট) হাজার হাজার টন আমদানি হয়ে দেশে ঢুকছে কিভাবে? অনেক দিনের চেষ্টায় ক্লু পেয়ে গেলাম বণিক বার্তা পত্রিকার এক সংবাদে। সাইট্রিক এসিড নামে আমদানি হচ্ছে এই বিষ। দেয়া হচ্ছে, মিষ্টি, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কন্ডেন্সড মিল্ক প্রভৃতি মিষ্টি
জাতীয় খাদ্য দ্রব্যে।

চিনির চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি মিষ্টি এই ঘন চিনি পৃথিবীর অনেক দেশেই নিষিদ্ধ। ক্যান্সার, কিডনি বিকল, হজম শক্তি হ্রাস সহ নানাবিধ জটিল রোগের সৃষ্টি করতে পারে এই চিনি।
সাইট্রিক এসিড এর মত দেখতে হুবহু এক রকম বলে অসাধু ব্যবসায়ীরা অতি সহজেই সাইট্রিক এসিড নামে ও কোডে ঘন চিনি আমদানি করছে।

ঢাকার মিটফোর্ড থেকে বের করলাম আরও এক নামে ঘন চিনি আমদানি হচ্ছে। সোডিয়াম সাইট্রেট দেখতেও ঘন চিনির মত দেখতে। সাইট্রিক এসিড এবং সোডিয়াম সাইট্রেট নামে আসছে নিষিদ্ধ বিষ ঘন চিনি। বণিক বার্তার সাংবাদিক ভাই খবর দিলেন মিটফোর্ডে দুই রকম
ঘন চিনি বিক্রি হয়। একটা পিউর অন্যটা ভেজাল মিশ্রিত। পিউর ঘন চিনি কেজি ২২০ টাকা হলে ভেজাল ঘন চিনি ১৪০ টাকা কেজি। মাথাটা ঘুরে গেল!! বিষের সাথে বিষ! সেখানে সংবাদ নিলাম কম দাম বিধায় এই ভেজাল ঘন চিনির বিক্রি সর্বাধিক। সবাই গাড়ি ভর্তি করে এই ভেজাল ঘন চিনি নিয়ে যায় বিভিন্ন খাদ্যদ্রব্যে দেয়ার জন্য।
ভেজাল মিশাতে হলে তো ঘন চিনির মতই অন্য কোন একটি দ্রব্য মেশাতে হবে, যার দাম হবে খুব কম এবং মিষ্টি অথবা টেস্টলেস হতে হবে। কি হতে পারে তা?? দুই দিন ঘুমাতে পারিনি। সমানে পারমুটেশন কম্বিনেশন করতে লাগলাম। কি সেই আইটেম? কেউ বলে না। গুগলে ঘন চিনির ছবি
বের করে তার সাথে মিল রেখে খুঁজতে লাগলাম আইটেম।
হটাত মাথার মধ্যে বিদ্যুৎ চমকে উঠল। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কি করে সম্ভব!! আমার এক ভাই সার (ফার্টিলাইজার) বিক্রি করে। তাকে বললাম, “চিনির মত দানাদার সার কি আছে
রে?” ইউরিয়া? না ইউরিয়া গোলাকার এবং খুব খারাপ

26/03/2025

-গাইয,গর্তে চলে যাচ্ছি।ইফতারির একটু আগে কেউ লাড়া দিয়েন।🐸

নামে জনি থাকলেই সবাই ভালো খেলোয়াড় হয় না.!
26/03/2025

নামে জনি থাকলেই সবাই ভালো খেলোয়াড় হয় না.!

Address

Purbadhala

Alerts

Be the first to know and let us send you an email when কালকূট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কালকূট:

Share

Category