29/09/2025
আমার সর্বস্ব দিয়েও তোমাকে ভালোবেসে তোমাকেই হারাইলাম,এ নিয়ে আমার কোনো দুঃখ নাই।আমার দুঃখ শুধু একটাই তোমাকে ভালোবাসার পর আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না,তোমার মতো কেউ আমার জীবনে আসবে না এটা ভেবেই বুকের ভিতর যে যন্ত্রণা টা তৈরি হয় তা কোন শব্দ বা বাক্য ধারা প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না।
তোমার মায়ায় আমি এতটাই পড়েছি যে দেহ থেকে রূহ আলাদা না হওয়া পর্যন্ত তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না।
তুমি তোমার পরিবার কে গুরুত্ব দিয়ে অন্য কারোর হাত ধরেছো আমার কথা একটাবার ভাবলেই না।
আমার ভালোবাসার গভীরতা তোমার আজও অজানা রয়ে গেল! কখনো অনুমান করতে পারলে না, তোমাকে ঠিক কতটা ভালোবাসি! কতটা তীব্র ইচ্ছে ছিল তোমাকে পাওয়ার, সেটা কখনো জানার চেষ্টাও করলে না!
তুমি ছেড়ে যাওয়া পর আমার পরিবর্তন এতটাই হয়েছে যে আমার আমাকে চিন্তেই ভুল হয়।