AbdullahR Abba

AbdullahR Abba অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে।‌ [হযরত আলী (রাঃ)]
(2)

17/10/2025

এরা কি আসলেই জুলাই যোদ্ধা..??
আজকে সংসদ ভবনের সামনের ঘটনা।

17/10/2025

২৪ ঘন্টার মধ্যে ২২ ঘন্টা পড়াশোনার এই নমুনা..??

17/10/2025

হামলাকারীরা কি আসলেই জুলাই যোদ্ধা..??

দাবি, দাবি, দাবি, আন্দোলন আর আন্দোলন..!!সকল আন্দোলনের সামনের সারিতে দাঁড় করিয়ে দেয় পুলিশ কে, আর পুলিশ হয় সবার কাছে ভ...
17/10/2025

দাবি, দাবি, দাবি, আন্দোলন আর আন্দোলন..!!

সকল আন্দোলনের সামনের সারিতে দাঁড় করিয়ে দেয় পুলিশ কে, আর পুলিশ হয় সবার কাছে ভিলেন।

এই আন্দোলন ঠেকাতে ঠেকাতে ক্লান্ত শরীর নিয়ে দুশ্চিন্তায় আমাদের এক পুলিশ সদস্য। হে আল্লাহ তুমি আমাদের পুলিশ ভাইদের হেফাজতে রেখো...🤲🤲

17/10/2025

একদিকে শিক্ষক স্যারদের আন্দোলন অন্যদিকে জুলাই যোদ্ধা স্যারদের আন্দোলন
শুধু মাঝখানে পুলিশ

17/10/2025

শুক্রবারের একটা দিন নামাজ কালাম বাদ দিয়ে এই গরমের মধ্যে আন্দোলন ঠেকাতে ঠেকাতে এখন কান্ত পুলিশ
ফলাফল দিন শেষে সবার কাছে ভিলেন পুলিশ

17/10/2025

আন্দোলনরত শিক্ষিকার ম্যাডামের কন্ঠে অসাধারণ গান...👇👇

এই দুনিয়ায় কাকে বিশ্বাস করবেন...???আশুগঞ্জে ৩০ বোতল ও মোটরসাইকেলসহ কাজীপাড়ার মাসুম গ্রে'ফ'তা'র।
17/10/2025

এই দুনিয়ায় কাকে বিশ্বাস করবেন...???

আশুগঞ্জে ৩০ বোতল ও মোটরসাইকেলসহ কাজীপাড়ার মাসুম গ্রে'ফ'তা'র।

17/10/2025

গরুটি কা'টা জি'হ্বা নিয়ে য'ন্ত্র'না'য় দুচোখ দিয়ে ঝরছে পানি।😭

17/10/2025

আপাতত এলাকা ছেড়ে ঢাকায় আন্দোলনে যোগ দিন😁

16/10/2025

ট্রাফিক সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা প্রদান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচারে স্বামীর কারাদণ্ড ও স্ত্রীর অর্থ জরিমানা।

রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী মাজার রোডে পুলিশ সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা প্রদান করার ঘটনায় প্রাইভেটকারের মালিক মোঃ শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার স্ত্রী মোসা. আয়েশা খাতুনকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা।

মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক ০৭:১৫ ঘটিকায় মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট আবু সুফিয়ান গাবতলী মাজার রোডে একটি প্রাইভেটকারকে সিগন্যাল অমান্য করার কারনে থামার নির্দেশ প্রদান করেন।

এ সময় তিনি গাড়ির কাগজপত্র দেখতে চাইলে প্রাইভেটকারটির মালিক ও তার স্ত্রী গাড়ি থেকে বের হয়ে সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। পরবর্তীতে উক্ত সার্জেন্ট সাধারণ পথচারীদের সহযোগিতায় তাদেরকে আটক করে দারুসসালাম থানায় হস্তান্তর করেন।

আটককৃত মোঃ শামীম মোল্লা ও তার স্ত্রী আয়েশা খাতুনকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত মোঃ শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার স্ত্রী আয়েশা খাতুনকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রথম খন্ড দেখে মন্তব্য করুন।
https://www.facebook.com/share/v/1Es1E5haCK/

16/10/2025

আপনি যদি রোজ নিয়ম করে ব্যায়াম করেন, তাহলে আপনাকে সহজে অসুস্থ হতে হবে না।।

Address

পূর্বধলা, নেত্রকোনা
Purbadhala
২৪১০

Website

Alerts

Be the first to know and let us send you an email when AbdullahR Abba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share