Pabna University of Science and Technology PUST

Pabna University of Science  and Technology PUST জাতীয় পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় Public Transit
Campus PUST is located at Rajapur, Pabna by the opposite of Pabna Teachers Training College.

It has software and hardware labs that are equipped with high-speed Internet and updated devices. Pabna University of Science and Technology is located on the south side of Pabna Nagorbary highway.

ঘুম থেকে উঠে ফজরের পর এত সুন্দর একটা দিন পেয়েছি তার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ ❤️❤️👍
13/11/2025

ঘুম থেকে উঠে ফজরের পর এত সুন্দর একটা দিন পেয়েছি তার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ ❤️❤️👍

ভাইভা বোর্ডে যদি প্রশ্ন করা হয়-"চাকরিটা আপনাকে আমরা কেন দিব?"তখন আপনি কীভাবে উত্তর দিবেন যেন চাকরিটা আপনার হয়?
31/10/2025

ভাইভা বোর্ডে যদি প্রশ্ন করা হয়-
"চাকরিটা আপনাকে আমরা কেন দিব?"

তখন আপনি কীভাবে উত্তর দিবেন যেন চাকরিটা আপনার হয়?

পাশ করতে যে পড়াশোনা করতে হবে এই প্রজন্ম এখন বুঝতে পারবে। ( ৫৮% পাশের হার)
16/10/2025

পাশ করতে যে পড়াশোনা করতে হবে এই প্রজন্ম এখন বুঝতে পারবে।
( ৫৮% পাশের হার)

কুয়াশাচ্ছন্ন পাবিপ্রবি ক্যাম্পাস🥰
16/10/2025

কুয়াশাচ্ছন্ন পাবিপ্রবি ক্যাম্পাস🥰

ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করা হলো,"লেখাপড়া ছাড়া আপনার আর কী কী যোগ্যতা আছে?"তখন কী উত্তর দিবেন?
15/10/2025

ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করা হলো,
"লেখাপড়া ছাড়া আপনার আর কী কী যোগ্যতা আছে?"
তখন কী উত্তর দিবেন?

কালকে HSC রেজাল্ট — কেউ পাবে, কেউ হয়তো পাবে না।কিন্তু মনে রেখো, রেজাল্ট তোমার জীবনের সবকিছু না।তোমার পরিশ্রম, তোমার চরি...
15/10/2025

কালকে HSC রেজাল্ট — কেউ পাবে, কেউ হয়তো পাবে না।
কিন্তু মনে রেখো, রেজাল্ট তোমার জীবনের সবকিছু না।
তোমার পরিশ্রম, তোমার চরিত্র, আর তোমার মনোভাবই ঠিক করবে তুমি কোথায় পৌঁছাবে!
কিন্তু মিষ্টি সবাইকেই খাওয়াতে হবে😌
💪 শুভকামনা সবাইকে ❤️

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ১ নভেম্বরেনতুন বিসিএস দরজায় কড়া নাড়ছে। নভেম্বর মাসের শুরুতেই ৫০তম বিসিএসে...
07/08/2025

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ১ নভেম্বরে
নতুন বিসিএস দরজায় কড়া নাড়ছে। নভেম্বর মাসের শুরুতেই ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এই বিসিএস ঘিরে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি থেকে শুরু করে কীভাবে ৫০তম বিসিএস এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে কর্মপরিকল্পনাও ঠিক করা শুরু করেছে সরকারি কর্ম কমিশন।
পিএসসি সূত্র জানায়, সাংবিধানিক প্রতিষ্ঠানটির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৫ সালের ১ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে যাত্রা শুরু করা পিএসসির জন্য ৫০তম বিসিএসটি বিশেষ গুরুত্ব বহন করে। তাই এই বিসিএসের প্রস্তুতির কাজটিও বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পিএসসির একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সব থেকে বেশি চাকরিপ্রার্থী আবেদন করে সাধারণ বিসিএসে। সবশেষ ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ২০২৫ সালের ১ নভেম্বরে ৫০তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, পিএসসি চাইছে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রিলিমিনারি, লিখিত কিংবা মৌখিক পরীক্ষা সবকিছুই নির্ধারিত সময় মেনে অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্ম কমিশনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছি। ইতোমধ্যে সিভিল সার্ভিসের সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি কমানো হয়েছে। মৌখিক পরীক্ষার নম্বরও কমানো হয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী বিসিএসের বিজ্ঞপ্তি থেকে ফলাফল প্রকাশের চেষ্টা করছি। ৫০তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি পিএসসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অনুষ্ঠিত হবে।’বিসিএসের আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বর ও মোট নম্বরের ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন এনেছে পিএসসি। ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে করা হয় ৫০ টাকা। এ ছাড়া বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা হয়েছে।

উল্লেখ্য, সবশেষ অনুষ্ঠিত ৪৭তম সাধারণ বিসিএসে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করছিল। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী সেই মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ছিল ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদের সংখ্যা ছিল ২০১।

ছাত্রজীবনে টাকা আয় করার অন্যতম মাধ্যম হলো টিউশন। অনেক শিক্ষার্থী আছেন, যাঁরা ভালো পড়াতে পারেন, কিন্তু নানা কারণে টিউশনি ...
30/07/2025

ছাত্রজীবনে টাকা আয় করার অন্যতম মাধ্যম হলো টিউশন। অনেক শিক্ষার্থী আছেন, যাঁরা ভালো পড়াতে পারেন, কিন্তু নানা কারণে টিউশনি খুঁজে পান না। টিউশনি পাওয়ার কার্যকর উপায়গুলো নিয়ে লিখা।

টিউশনি পাবেন যেভাবে
ছাত্রজীবনে টাকা আয় করার অন্যতম মাধ্যম হলো টিউশন। অনেক শিক্ষার্থী আছেন, যাঁরা ভালো পড়াতে পারেন, কিন্তু নানা কারণে টিউশনি খুঁজে পান না। টিউশনি পাওয়ার কার্যকর উপায়গুলো নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।

পরিচিতদের রেফারেন্স

নিজের পরিচিত বিশ্ববিদ্যালয় বা কলেজের সিনিয়র কিংবা বন্ধুদের রেফারেন্সে টিউশনি পাওয়া সহজ। যাঁরা দীর্ঘদিন ধরে টিউশন করেন, তারা বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে পরিচিত। ফলে তাঁদের কাছে শিক্ষার্থীর অভিভাবকেরা টিউটর চান। তাই পড়ানোর অভিজ্ঞতা ও দক্ষতা উল্লেখ করে তাঁদের নিয়মিত মনে করিয়ে দিন যে আপনি টিউশনি খুঁজছেন। এতে তাঁরা আপনাকে টিউশনির ব্যবস্থা করে দিতে পারবে।

পড়াতে চাই বিজ্ঞাপন দিন

যদি পরিচিতরা টিউশনি খুঁজে দিতে না পারেন, তাহলে নিজেই ‘পড়াতে চাই’ পোস্টার বানিয়ে কাঙ্ক্ষিত এলাকায় সাঁটিয়ে দিন। পোস্টারে শিক্ষাগত যোগ্যতা, কোন কোন ক্লাস ও বিষয়ে পড়াতে পারেন, অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করুন এবং ফোন নম্বর দিন। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা আপনাকে খুঁজে পেতে পারেন।

দ্বারস্থ হোন মিডিয়ার

মিডিয়ার মাধ্যমে টিউশনি পাওয়া সহজ। অনলাইনে টিউশনি-সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক পেজে টিউটর ওয়ান্টেড পোস্ট থাকে। এসব মিডিয়ার মাধ্যমে টিউশনি পেতে প্রথমে ফি দিয়ে সদস্য হতে হয় এবং প্রথম মাসের বেতনের কিছু অংশ তাদের দেওয়ার শর্ত থাকে। তবে খেয়াল রাখবেন, এসব মিডিয়ার দ্বারস্থ হয়ে যেন কোনো প্রতারকের ফাঁদে না পড়েন।

কোচিং সেন্টারে যান

কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থীরা পড়তে আসে, তাই সেখানকার পরিচালকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাঁদের জানিয়ে দিন, টিউশনি করতে চান। কোচিং সেন্টারের শিক্ষক হতে আগ্রহী হলে আরও সুযোগ আসতে পারে। তবে অতিরিক্ত টিউশনি আর কোচিং পড়ানোর কারণে নিজের পড়াশোনার ক্ষতি যেন না হয়, সেটা খেয়াল রাখুন।

অনলাইনে পড়ান

বর্তমান যুগে অনলাইন মাধ্যম ব্যবহার করে টিউশনি পাওয়া সহজ। চাইলে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারেন। বিভিন্ন বিষয়ে ক্লাস ভিডিও বানিয়ে সেগুলো আপলোড করলে অনেক শিক্ষার্থী আপনার কাছে পড়তে আগ্রহী হতে পারে। এভাবে শুধু ইনকাম করতে পারবেন না, বরং খ্যাতি অর্জনও করতে পারবেন। জুম, গুগল মিট, স্ট্রিমইয়ার্ডের মতো অ্যাপের মাধ্যমে ব্যাচে পড়ানোর সুযোগ রয়েছে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও সুবিধাজনক।

মনে রাখবেন, টিউশনি পাওয়ার জন্য নিজের ইচ্ছাশক্তি ও পড়ানোর দক্ষতা প্রয়োজন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন,, মেনে নিতে কষ্ট হচ্ছে , কতই সহজ সরল ছিলে তুমি, জীবনে কত পরিকল্পনা ছিল তোমার। মা...
19/07/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন,,

মেনে নিতে কষ্ট হচ্ছে , কতই সহজ সরল ছিলে তুমি, জীবনে কত পরিকল্পনা ছিল তোমার।
মানুষের জীবন কতই না ছোট।
আল্লাহ তুমি রায়হানের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
29/05/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Medical রেজাল্টে কলেজ কোড দিচ্ছে। এই কোড অনুযায়ী দেখে নাও কার কোথায় চান্স হয়েছে।
19/01/2025

Medical রেজাল্টে কলেজ কোড দিচ্ছে। এই কোড অনুযায়ী দেখে নাও কার কোথায় চান্স হয়েছে।

17/01/2025

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."

এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল । আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical!

বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার । সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো । জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে । কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল । কোথাও মাদ*ক এবং কিশো*র গ্যাং তৈরী হলো।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-
'আরে, এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন !'

#সংগৃহীত

Address

Pabna Sadar Pabna
Raghunathpur-Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Pabna University of Science and Technology PUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pabna University of Science and Technology PUST:

Share