Juel Sheikh Jamal

Juel Sheikh Jamal Digital Marketing

ছবির এই চিতাবাঘটি একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে।...
18/06/2024

ছবির এই চিতাবাঘটি একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে।

জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে মা 💛

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন :❤️😎🇧🇷ব্রাজিল - 232🇩🇪জার্মানি - 227🇦🇷আর্জেন্টিনা - 138🇮🇹ইতালি - 128🇫🇷ফ্রান্স - 12...
10/06/2024

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন :❤️😎

🇧🇷ব্রাজিল - 232
🇩🇪জার্মানি - 227
🇦🇷আর্জেন্টিনা - 138
🇮🇹ইতালি - 128
🇫🇷ফ্রান্স - 124
🇪🇸স্পেন - 106

সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয়ী:

🇧🇷ব্রাজিল - 5
🇩🇪জার্মানি - 4
🇮🇹ইতালি - 4
🇦🇷আর্জেন্টিনা - ৩
🇺🇾উরুগুয়ে - 2
🇫🇷ফ্রান্স - 2
🇪🇸স্পেন - ১
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড - 1

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা:

🇧🇷ব্রাজিল - 73
🇩🇪জার্মানি - 67
🇮🇹ইতালি - 45
🇦🇷আর্জেন্টিনা - 43
🇫🇷ফ্রান্স - 34

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি পয়েন্টধারী দল:

🇧🇷ব্রাজিল - 237
🇩🇪জার্মানি - 221
🇮🇹ইতালি - 156
🇦🇷আর্জেন্টিনা - 144
🇫🇷ফ্রান্স - 118

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি অংশগ্রহণ:

🇧🇷ব্রাজিল - 22
🇩🇪জার্মানি - 20
🇮🇹ইতালি - 19
🇦🇷আর্জেন্টিনা - 18
🇫🇷ফ্রান্স - 16

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ফ্রি-কিক গোল:

🇧🇷ব্রাজিল - ১৩
🇦🇷আর্জেন্টিনা - 5
🇰🇷দক্ষিণ কোরিয়া - 5
🇪🇸স্পেন - 5
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড - 4
🇷🇸যুগোস্লাভিয়া - 4
🇺🇾উরুগুয়ে - 4

দেশ অনুযায়ী সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছে:

🇧🇷ব্রাজিল - 5
🇩🇪জার্মানি - 3
🇦🇷আর্জেন্টিনা - 2
🇮🇹ইতালি - 2
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড- 2
🇭🇺হাঙ্গেরি - 2

দেশ অনুসারে সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল জেতা:

🇧🇷ব্রাজিল - ৭
🇦🇷আর্জেন্টিনা - ৩
🇮🇹ইতালি - 3
🇺🇾উরুগুয়ে - 2

এগুলা সব ব্রাজিলের 🇧🇷ঐতিহ্য 🥱

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ইংল্যান্ড যদি ফুটবল আবিষ্কার করে থাকে তবে পূর্ণতা দিয়ে ব্রাজিল

আমি গান তৈরির কোনো দেবতা দেখিনি, দেখেছি আহমেদ ইমতিয়াজ বুলবুলকে ❤️আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে জুটি বেঁধে বিভিন্ন কন্ঠশিল...
17/05/2024

আমি গান তৈরির কোনো দেবতা দেখিনি, দেখেছি আহমেদ ইমতিয়াজ বুলবুলকে ❤️

আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে জুটি বেঁধে বিভিন্ন কন্ঠশিল্পীদের অন্যতম সেরা পাঁচ গান:
*সাবিনা ইয়াসমিন:
১.সব কটা জানালা খুলে দাও না(দেশাত্মবোধক)
২.সেই রেললাইনের পাশে মেঠো(দেশাত্মবোধক)
৩.মাঝি নাও ছাইড়া দে(দেশাত্মবোধক)
৪. মাগো আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দিব না(দেশাত্মবোধক)
৫.পৃথিবীর যত সুখ(সহযাত্রী)

*রুনা লায়লা:
১.একাত্তরের মা জননী(বিক্ষোভ)
২.বিদ্যালয় মোদের বিদ্যালয়(বিক্ষোভ)
৩.তুমি আমার জীবন(অবুঝ হৃদয়)
৪.ও বন্ধুরে প্রাণ বন্ধুরে(মেঘ বৃষ্টি বাদল)
৫.তুমি সুখে থাকো(কাজল লতা)

*সৈয়দ আব্দুল হাদী:
১.আমি তোমারি প্রেম ভিখারি(চন্দন দ্বীপের রাজকন্যা)
২.কথা বলবো না বলেছি(আঁখি মিলন)
৩.পৃথিবীকে সাক্ষী রেখে(মহামিলন)
৪.পৃথিবী তো দুইদিনের ই বাসা(মরনের পরে)

*সুবীর নন্দী:
১.তুমি সুঁতোয় বেঁধেছো শাপলার ফুল(হাজার বছর ধরে)
২.আশা ছিল মনে মনে(হাজার বছর ধরে)
৩.আমায় বড় ডিগ্রি দিছে মা(বিক্ষোভ)
৪.পিঁপড়া খাইলো বড়লোকের ধন(মায়ের অধিকার)
৫.কোন ডালে রে পাখি তুই(আনন্দ অশ্রু)

*এন্ড্রু কিশোর:
১.আমার বুকের মধ্যিখানে(নয়নের আলো)
২.আমার সারা দেহ(নয়নের আলো)
৩.ভালো আছি ভালো থেকো(তোমাকে চাই)
৪.পড়েনা চোখের পলক(প্রানের চেয়ে প্রিয়)
৫.ঘুমিয়ে থাকোগো স্বজনী(নারীর মন)

*খালিদ হাসান মিলু:
১.যে প্রেম স্বর্গ থেকে এসে(প্রানের চেয়ে প্রিয়)
২.অনেক সাধনার পরে(ভালোবাসি তোমাকে)
৩.জীবনে বসন্ত এসেছে(নারীর মন)
৪.প্রেম কখনো মধুর(মহৎ)
৫.সাথী তুমি আমার জীবনে(চাওয়া থেকে পাওয়া)

*কনকচাঁপা:
১.তুমি আমার এমনই একজন(আনন্দ অশ্রু)
২.কত মানুষ ভবের বাজারে(লাভ স্টোরি)
৩.আমার হৃদয় একটা আয়না(ফুল নেবো না অশ্রু নেবো)
৪.একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো(ভুলনায় আমায়)
৫.তোমায় দেখলে মনে হয়(বিয়ের ফুল)

*সামিনা চৌধুরী:
১.আমার গরুর গাড়িতে(আঁখি মিলন)
২.আমি তোমার দুটি চোখে(নয়নের আলো)
৩.না বোল না(না বোল না)
৪.আমি জায়গা কিনব কিনব বলে(আধুনিক)
৫.নদী চায় চলতে(না বোল না)

*আইয়ুব বাচ্চু:
১.আম্মাজান আম্মাজান(আম্মাজান)
২.অনন্ত প্রেম তুমি দাও আমাকে(লুটতরাজ)
৩.এই জগত সংসারে(তেজী)
৪.তোমার আমার প্রেম(আম্মাজান)
৫.স্বামী আর স্ত্রী(আম্মাজান)

*মনির খান:
১.এই বুকে বইছে যমুনা(প্রেমের তাজমহল)
২.তুমি খুব সাধারন একটি মেয়ে(দুই নয়নের আলো)
৩.ঈশ্বর আল্লাহ বিধাতা জানে(আব্বাজান)
৪.চিঠি লিখেছে বউ আমার(আধুনিক)
৫.ভাড়া করি আনবি মানুষ(আধুনিক)
©হৃদয় সাহা

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
16/05/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

- Collected

মানুষ যদি কখনও অটোপসি(পোস্টমর্টেম) কিভাবে করা হয় তা দেখতো তাহলে কখনই হয়তো সুইসাইডের কথা চিন্তাও করতো না।আজকে দ্বিতীয়বার ...
11/05/2024

মানুষ যদি কখনও অটোপসি(পোস্টমর্টেম) কিভাবে করা হয় তা দেখতো তাহলে কখনই হয়তো সুইসাইডের কথা চিন্তাও করতো না।

আজকে দ্বিতীয়বার অটোপসি দেখার সুযোগ হয়।অনেক এক্সাইমেন্ট নিয়ে দেখতে গিয়েছিলাম।
তিনটা লাশ (কেস) ছিলো তখন।
একজন ২৩ বছর বয়সি মেয়ের ফাসি দিয়ে আত্মহত্যার কেস।
আরেকজন ৩০ বছর বয়সি মহিলার বিষ খেয়ে আত্মহত্যার কেস।
এবং আরেকজন ৩০-৩২ বছর বয়সি পুরুষকে দা দিয়ে কুপিয়ে মার্ডার কেস।

প্রথমেই ডোম মামা গায়ের সব জামা কাপর কেটে খুলে ফেলে ২৩ বছর বয়সি মেয়েটার।আহা...আজ সেই পর্দা,লজ্জা,সম্ভ্রম সবই যেন অসহায়। তারপরেই গলা থেকে নাভির নিচ পর্যন্ত একটানে দুইভাগ করে দেয়।হয়তো আমরা কুরবানির সময়ও গরুকে অনেক কেয়ার করে কাটি।বাট এখানে দুইপাশে টেনে চামড়া ছিলে ফেল্লো।পাজরের কার্টিলেজ টা নাইফের একটানে কেটে ভেতরের সব অর্গান দেখা হলো।পেটে বাচ্চা ছিলো কিনা চেক করলো।
মাথার পেছনে একটা ইনসিশন দিয়ে নারিকেলের ছোবড়া ছোলার মত টেনে মাথার চামড়া টা কপাল পর্যন্ত ছোলে খুলিটা কুপিয়ে ভাঙ্গছিলো।কেমন যেনো গরুর হাড্ডি কুপানোর কথা মনে পরে যাচ্ছিলো🙂

এমন ভাবেই পয়সনিং এর মহিলাটারও এভাবেই কেটে স্টমাক,লিভার,কিডনি,ব্রেন বের করে ফেরিনসিক এর জন্য পাঠিয়ে দিলো।

মার্ডার কেসটা তো চোখের দেখাতেই মার্ডার কেস।তাও কাটাকাটি করতেই হলো।

সব শেষে আবার বস্তা সেলাইয়ের এর মত নিচ থেকে উপরে সেলাই করে লাশ খালাস।
বাথরুমে নাকি আরেকটা নতুন লাশ আসছে।সেটাকে আনতে চলে গেলো মামারা।

কোথায় গেলো এত সম্ভ্রম এত দাম্ভিকতা?
বার বার একটা কথাই মনে হচ্ছিলো...মরে গেলে শরীরটার যেন আর একপয়সার ও দাম নেই।
বেচে থাকতে হয়তো ওই দুইটা মহিলার দিকে কেউ তাকানোর সাহস ও পেত না।বাট এখন মরার পরে নিথর দেহ পরে আছে।বিবস্র অবস্থায় লাশ ঘরে ধারালো ছুড়ি আর কড়াতের ধারে মাথার খুলি আলাধা হওয়ার অপেক্ষায়।

আত্মহত্যার পরে তার শরীরটার সাথে কি করা হয় যদি কেউ কখনও দেখতো তাহলে হয়তো দেশে আত্মহত্যার পরিমান অনেকটা কমে যেতো।

অবশ্য মানুষের বডির মূল্য আর কত?!
মারা গেলে পশুরাও খায় না।

এখন মনে হচ্ছে আখেরাতটাই আসল"।এই দুনিয়ায় আমরা শুধু ব্যাটারি লাগানো একটা শরীর।

আত্মা ছাড়া শরীরের কোনো দাম নাই।আর বাপদাদার টাকা না থাকলে ডেডবডিটার ও কোনো সম্মান নাই। 🙂

--MD Shabbir Bin Enam

Cumilla Medical College

২৪ বছর৬৬৪ ম্যাচ৭৮২ ইনিংস৭৪ নট-আউট ৩৪৩৫৭ রান৪৮ এভারেজ৫০৮১৬ বল‌ ৭০২১১ মিনিট ব্যাটিং ২৪৮* সর্বোচ্চ স্কোর১৬৪ ফিফটি২৮ বার ৯০+...
29/04/2024

২৪ বছর
৬৬৪ ম্যাচ
৭৮২ ইনিংস
৭৪ নট-আউট
৩৪৩৫৭ রান
৪৮ এভারেজ
৫০৮১৬ বল‌
৭০২১১ মিনিট ব্যাটিং
২৪৮* সর্বোচ্চ স্কোর
১৬৪ ফিফটি
২৮ বার ৯০+ রান
১০০ সেঞ্চুরি
২৫ বার ১৫০+ রান
৭ ডবল সেঞ্চুরি
৭৬ ম্যান অব দ্যা ম্যাচ
২০ ম্যান অব দ্যা সিরিজ
৪০৭৬ বাউন্ডারি
২৬৪ ওভার বাউন্ডারি
২০১ উইকেট
১০৭ মেডেন
২ বার ৫ উইকেট হল
১৩ বার ৪ উইকেট হল
১৬ বার‌ ৩ উইকেট হল
২৫৬ ক্যাচ
৪ বার ৩০০+ পার্টনারশিপ
২৪ বার‌ ২০০+ পার্টনারশিপ
১৮৫ বার‌ ১০০+ পার্টনারশিপ
অধিনায়ক হিসেবে ২৭ জয়
✔️আইসিসি ক্রিকেটার অফ দা ইয়ার
✔️উইজডেন লিডিং ক্রিকেটের আওয়ার্ড
✔️অর্জুন অ্যাওয়ার্ড
✔️মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড
✔️খেলরত্ন অ্যাওয়ার্ড
✔️পদ্মশ্রী
✔️পদ্মভূষণ
✔️ভারতরত্ন

হাজারো রেকর্ড, মিলিয়ান মেমোরি! 😌💕
শুভ জন্মদিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ শচীন রমেশ তেন্ডুলকার, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ! 💙🎂

"আমি গ্রেজুয়েশন কমপ্লিট করতে পারিনি.."                         -বিল গেটস"আমি জুতা সেলাই করতাম...."                      ...
16/04/2024

"আমি গ্রেজুয়েশন কমপ্লিট করতে পারিনি.."
-বিল গেটস
"আমি জুতা সেলাই করতাম...."
-আব্রাহাম লিংকন
"আমি বাসের কন্ডাকটর ছিলাম"
-রজনী কান্ত
"আমি পেট্রোল পাম্পে কাজ করতাম"
-ধীরু ভাই আম্বানী
"ক্লাস টেন এ ফেল করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম"
-সচীন টেন্ডুলকার
"আমি ক্লাসের বেঞ্চে ঘুমিয়ে যেতাম এবং ২০ টাকা ধার নিয়ে ফিল্ম সিটি যেতাম.."
-শাহরুখ খান
"আমি ফুটবল ট্রেইনিং এর ফিস যোগানোর জন্য দিন-রাত এক করে ঘাম ঝরাতাম"
-কিংবদন্তি ফুটবলার (মেসি)

জীবন আসলে সেটা নয় যা তুমি পেয়েছো..
জীবন তো সেটাই,যা তুমি তোমার মেধা আর পরিশ্রম দিয়ে তৈরি করেছো!

Just collected!

— ৩ তিনটি জিনিস :🌼স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া ভালো.!❤️১. বয়স,২. জ্ঞান,৩. অর্থ,— ৫ টি জিনিস :🌼স্বামীর চেয়ে স্ত্রীর বে...
22/03/2024

— ৩ তিনটি জিনিস :🌼
স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া ভালো.!❤️
১. বয়স,
২. জ্ঞান,
৩. অর্থ,

— ৫ টি জিনিস :🌼
স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা ভালো .!❤️
১. ধৈর্য,
২. ভালোবাসা,
৩. পরিচ্ছন্নতা,
৪. পরিকল্পনার জ্ঞান,
৫. শুদ্ধ জীবন যাপন,

— ৩ টি জিনিস :
উভয়ের সমান হওয়া উচিত.!❤️‍🩹
১. একে অপরকে বুঝতে পারা,
২. একে অপরের প্রতি সহনশীলতা
৩. একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা।

মা এখনও অংক বোঝেনা...১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।কোথাও  যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও ...
16/03/2024

মা এখনও অংক বোঝেনা...

১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না,

I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী,

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা,

সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর,

বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।

মা নির্লজ্জ,

মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া,

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই,

আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস,

নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট,

অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর,

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দেই। তবুও তাঁদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তাঁরা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহুর কাছে আমাদের জন্য প্রার্থনা করে।
সংগ্রহ:_
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না😥😥
আসুন যাদের মা বেঁচে আছেন তাদের কে সন্মান করুন নিঃস্বার্ ভালোবাসা মূল্য করুন।যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত দোয়া করেন।
আমিন
মা ছাড়া দুনিয়া অন্ধকার!

(Collected)

14/02/2024

শুভ বসন্তের শুভেচ্ছা।

Good Night Everyone 🌌
05/02/2024

Good Night Everyone 🌌

Address

Raghunathpur-Pabna

Telephone

+8801757010404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Juel Sheikh Jamal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Juel Sheikh Jamal:

Share