Comedyan Amra

Comedyan Amra Create funny content,To make everyone happy.

12/05/2025
12/12/2024
05/12/2024

বাঁশ

05/10/2024

❣️❣️❣️❣️

10/09/2024

কুষ্টিয়ায় নদী ভাঙন রোধে,সরকারের কাছে বাধ নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন।

24/08/2024

•আসসালামুয়ালাইকুম! প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বন্যার কারণে অনেক জেলার মানুষ এখন বিপদে রয়েছে! তাই আমরা চাচ্ছি আপনাদের সাথে নিয়ে তাদের পাশে দাঁড়াতে! আপনাদের সবার সাহায্য প্রয়োজন!

•বন্যায় বিপর্যস্ত সকল স্তরের অসহায় মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, আপনাদের সকলের সহযোগিতায় বেঁচে যাবে লাখো বন্যার্তীদের প্রাণ!

**রেমিট্যান্স যুদ্ধা প্রবাসী ভাইদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের পাশে থাকুন |**

যেভাবে আপনি আপনার সাহায্য পাঠাবেন
১ ./ : বিকাশ 01953180953 -নগদ:- 01749592172
পারসোনাল)
( আমাদের সকল কার্যক্রম ফেসবুক লাইভের মাধ্যমে জানানো হবে।।।। দয়া করে সবাইকে শেয়ার করে দিন।

নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেলাম 🐸🙈🙊এবং কনফিডেন্স ওওওওও...😄😀😃
19/08/2024

নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেলাম 🐸🙈🙊

এবং কনফিডেন্স ওওওওও...😄😀😃

আসিফের আচরণ মোটেও খারাপ লাগে নি, কেন না যারা ছাত্র-জনতার বুকে গু-লি চালানো কে সাপোর্ট করে ছিল তাদের প্রতি তার ভক্তি শ্রদ...
17/08/2024

আসিফের আচরণ মোটেও খারাপ লাগে নি, কেন না যারা ছাত্র-জনতার বুকে গু-লি চালানো কে সাপোর্ট করে ছিল তাদের প্রতি তার ভক্তি শ্রদ্ধা না থাকা টা ই স্বাভাবিক। যেমন আমার নেই..। ইনিয়ে বিনিয়ে যে ই এটি কে সাপোর্ট করবে তাকে আমি ঘৃ-ণা ই করবো। সে যত আপন বা হোমড়া-চোমড়া ই হোক।

আরেক টি বিষয় হচ্ছে, সে ওখানে বেড়াতে যায় নি। ওটা তার অফিস আর সে ওখানকার প্রধান।

ওখানে ডিসিপিলিন বজায় রাখতে হবে। উঠে গিয়ে জনে জনে হাত মিলাবে, ওটি কোন রাজনৈতিক সমাবেশ বা বিয়ে বাড়ি নয়।

সে দেখতে ছোট, শুকনা, চোখে লাগে না হয়তো, কিন্তু সে একটি বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। একটি নতুন ভোর এনে দিয়েছে। একটি নতুন সূর্যোদয়ের নায়ক সে।

সে একজন বীর। ঐ সব আইসিসি ফাইসিসি *ল চাল বিজয়ী সারা বিশ্বে বহুত আছে, কিন্তু আসিফদের সংখ্যা সারা বিশ্বে খুব বেশি নেই…।

©

Address

Raghunathpur-Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Comedyan Amra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share