08/10/2024
এক সুন্দরী মেয়ে শপিংমলে গেছে কেনাকাটা করতে। সে বিল দেবার জন্য ভ্যানিটি ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে পড়ল ভেতরে টিভির রিমোট! ক্যাশিয়ার কৌতূহল বশত জানতে চাইল, ম্যাডাম, ব্যাগে কি সবসময় রিমোট নিয়ে ঘোরাফেরা করেন?
মেয়েটি জবাব দিল, না, মাঝে মাঝে! আজ আমার স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখবে বলে আমার সাথে শপিংয়ে আসলো না। তাই ওকে টাইট দেবার জন্য একাজ করেছি।
শিক্ষা-১: স্ত্রীকে যথেষ্ট গুরুত্ব না দিলে স্বামীর কপালে বিপদ আছে।
ক্যাশিয়ার মৃদু হেসে ক্রেডিট কার্ড ফেরত দিয়ে বলল, পেমেন্ট হচ্ছে না, আপনার স্বামী কার্ড ব্লক করে দিয়েছেন।
শিক্ষা-২: স্ত্রীর উচিত স্বামীর শখকে সম্মান করা।
মেয়েটি মুচকি হেসে কার্ডটি Swipe করে ক্যাশিয়ারকে বলল, এমনটা হতে পারে তা আমি আগেই সন্দেহ করেছিলাম।
শিক্ষা-৩: নারী জাতির ক্ষমতার দৌড় সম্পর্কে পুরুষের জ্ঞান পরিপূর্ণ নয়।
Swipe মেশিন জানাল, আপনার (অর্থাৎ মেয়েটির স্বামীর) মোবাইল নম্বরে পাঠানো ছয় সংখ্যার পিন এখানে প্রবেশ করুন।
শিক্ষা-৪: কারো অতিরিক্ত আত্মবিশ্বাস তার ক্ষতির কারণ হতে পারে।
ক্যাশিয়ারকে অবাক করে দিয়ে মেয়েটি ভ্যানিটি ব্যাগ থেকে স্বামীর মোবাইল ফোনটি বের করতে করতে বলল, হাজব্যান্ড কার সাথে কথা বলে, কোথায় ম্যাসেজ পাঠায় তা চেক করার জন্য মাঝে মাঝেই ওর ফোন সিজ করি।
শিক্ষা-৫: স্মার্ট মেয়েদের সাথে টক্কর দিতে গেলে ছেলেদের আরো বেশি ইন্টেলিজেন্ট হতে হবে।
ক্যাশিয়ার মেয়েটির দিকে তাকিয়ে বলল, কার্ডে যথেষ্ট টাকা নেই, ফুল পেমেন্ট হচ্ছে না।
মেয়েটি সাথে সাথে জবাব দিল, বাকিটা আমার স্বামীর নামে লিখে রাখুন।
শিক্ষা ৬: পরিস্থিতি যাই হোক, মেয়েরা শপিং করবেই।
কেনাকাটা শেষে বাড়ি ফিরে মেয়েটি দেখল দরজায় তালা মারা। স্টিকারে লেখা, গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম। ফিরতে রাত হবে, বাইরে অপেক্ষা করো।
শিক্ষা-৭: প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখবেন না।
মেয়েটি মুচকি হেসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ল। রাতে স্বামী বাড়ি ফিরে দেখলেন দরজা ভেতর থেকে লক করা আর স্টিকারে লেখা, গাড়িতেই ঘুমিয়ে পড়ো। বেল বাজিও না; লাভ হবে না, তার কাটা। আর দরজা ধাক্কিও না, এটা ভদ্রলোকের পাড়া।
শিক্ষা-৮: নারীশক্তি হতে সাবধান।