30/08/2021
"কত বোকা সেই ব্যক্তি, যে জানে না তার মৃত্যু কখন হানা দেবে, কিন্তু এখনো সে এর সাথে সাক্ষাতের জন্যে প্রস্তুত নয়।" -[ইবনে জাওযী (রহ.)]
একজনও কি ভেবেছে একটু পরেই তার জীবন শেষ,
অথচ আমরা এর জন্য প্রস্তুত থাকিনা ভাবি এখনো অনেক সময় আছে পরে ভালো হয়ে যাবো 😔
যদি সেই সময় না পাওয়া যায় কি আমল নিয়ে দাড়াবো আল্লাহর সামনে...??
নিজের আমলনামা খানাতে কি আমল আছে বিবেক একবার ও জেগে ওঠে না 😢
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন,
"তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও।" -[সূরা আন নিসা, আয়াত: ৭৮]
©