Hossain Sojib

Hossain Sojib This Is my Official page.Follow my Page.Thank You.

06/08/2025

আমাদের লক্ষীপুরের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর ভাবে শোক প্রকাশ করছি!
আল্লাহ্ তায়াল নিহতদের জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন আমিন।

27/07/2025

রাসুলুল্লাহ (স) বলেছেন, ঈমানদার পুরুষ ও মহিলাদের ওপর সর্বদা বিপদ ও পরীক্ষা এসে থাকে।কখনো সরাসরি তার ওপর বিপদ আসে।কখনো তার সন্তান মৃত্যুবরণ করে।আবার কখনো তার ধন -সম্পদ বিনষ্ট হয়।আর এ সকল মুসিবতে
ধৈর্যধারণ করার ফলে তার দিল পরিষ্কার হতে থাকে।পাপ পংকিলতা থেকে পরিএান পেতে থাকে।)অবশেষে সে নিষ্পাপ আমলনামা নিয়ে আল্লাহর কাছে মিলিত হয়।,, (তিরমিযী)

إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ"ইন্নাল্লাহা মা'আস সাবিরিন""নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"
26/07/2025

إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ

"ইন্নাল্লাহা মা'আস সাবিরিন"

"নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"

মা আর ফেরা হবেনা তোমার কোলে!চলে যাচ্ছি আমার প্রভুর ডাকে সাড়া দিয়ে।- হে আরশের মালিক! সন্তানহারা বাবা মায়ের প্রতি তুমি সাহ...
21/07/2025

মা আর ফেরা হবেনা তোমার কোলে!
চলে যাচ্ছি আমার প্রভুর ডাকে সাড়া দিয়ে।

- হে আরশের মালিক!
সন্তানহারা বাবা মায়ের প্রতি তুমি সাহায় হও। আমিন

সমস্ত প্রশংসা আল্লাহ্ তায়া’লার জন্য 🤲
20/07/2025

সমস্ত প্রশংসা আল্লাহ্ তায়া’লার জন্য 🤲

12/07/2025

Nasheed - হামদে বারী তায়ালা!
Only vocal

বাল্যকালের বন্ধু! Sudi Arabia 🇸🇦
11/07/2025

বাল্যকালের বন্ধু!
Sudi Arabia 🇸🇦

03/07/2025

হামদে বারী তায়ালা!

07/10/2024

আলহামদুলিল্লাহ!

20/07/2024

সমস্ত ক্ষমতা আল্লাহরই পূর্বেও এবং পরেও।

- সূরা আর-রুম

20/07/2024

আল্লাহ্ তায়ালার ফয়সালর কাছে জালিমদের সুপার পাওয়ার অনেক তুচ্ছ!
-এক সোনালী দিনের অপেক্ষায় আমরা সবাই।

কতো ছবির দিকেই তো তাকিয়ে থাকেন। এই ছবির দিকে টানা এক মিনিট তাকিয়ে থাকুন না! জনমানবহীন প্রান্তর। উপরে ছাদ নেই। চারদিকে বে...
14/04/2024

কতো ছবির দিকেই তো তাকিয়ে থাকেন। এই ছবির দিকে টানা এক মিনিট তাকিয়ে থাকুন না!

জনমানবহীন প্রান্তর। উপরে ছাদ নেই। চারদিকে বেড়া নেই। নিচে রাশি রাশি বালু। দুটো ছোট বাচ্চা। খাবার নেই। পানি নেই। মা'র পায়ের পাশে বসা বাবুটার দিকে তাকিয়েছেন? কী অসহায় দৃষ্টি তার! না খেতে খেতে শরীর শুকিয়ে কাঠ। পিচ্চিটা হয়ত খাবার চেয়ে না পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। অর্ধেক দেহ মা'র পায়ে, বাকিটুকু বালির সাথে মিশে একাকার। বাবার সন্ধান নেই৷

ঠিক এমন একটি জায়গায় নিজেকে রেখে একটু ভাবুন না! ভাবলে তো আর পয়সা দিতে হবে না। এসব ভাবনায় আর কিছু হোক আর না হোক, আমাদের অন্তরে যে ব্যক্তিস্বার্থের মোটা আস্তরণ জমেছে তা কিছুটা কেটে যাবে। এতটুকু হলেও তো আমাদের জন্য অনেক, তাইনা?

যে রাসূল ﷺ নিজের ঘরে থাকা মাত্র একটি খেজুরও অভুক্তদেরকে দিয়ে দিতেন অবলীলায়, যে নবী ﷺ পাশের ঘরে দেওয়ার জন্য বিবিদেরকে তরকারিতে ঝোল বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিতেন সেই রাসূল ﷺ-এর উম্মাহ হয়ে আজ আমরা আমাদেরকে নিয়েই দারুণ ব্যস্ত। উম্মাহর দরদ নিয়ে ছুটে চলা দূর কি বাত, তাঁদের কষ্টগুলো আলোচনার টেবিলে তুলে কতক্ষণ আলাপ জারি রাখাও এখন আমাদের কাছে সময়ের অপচয় মনে হয়। কী জবাব দিব আমরা?

অনুরোধ থাকবে, অন্তত দু'আর সময় কায়মনোবাক্যে ওদের জন্য দু'আ করবেন। কোনো একটা মুহূর্ত যেন তাঁদেরকে ভুলে না যাই, খেয়াল রাখি।

-nazrul islam

Address

Raipur

Telephone

+8801835990915

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hossain Sojib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share