31/05/2025
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাংলাদেশ হাট নামক স্থানে কুরবানির গরুবাহী একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার ভোরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন মানুষ নিহত হয়েছেন এবং ঘটনাস্থলেই তিনটি গরু মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ট্রাকের সাথে আসা গরুর দেখভালকারী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।