খালকুলা যুব উন্নয়ন একতা সংঘ. একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন

  • Home
  • Bangladesh
  • Rajabari
  • খালকুলা যুব উন্নয়ন একতা সংঘ. একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন

খালকুলা যুব উন্নয়ন একতা সংঘ. একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী  সংগঠন আসুন একতাবদ্ধভাবে নিজ এলাকার উন্নয়ন মূলক কাজ করি। অসচ্ছল মানুষের পাশে দাড়াই।
নিজেকে সেচ্চাসেবক গড়ি https://www.facebook.com/groups/1826784680944677/?ref=share

01/05/2025
19/04/2025

মানবতা আজ কোথায়???

আজ ১৯/০২/২৫খালকুলা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি  শিক্ষক হিসাবে যোগদান করেন, মোঃ মারুফ হোসেন।সে খালকুলা সরকারি প্রা...
19/02/2025

আজ ১৯/০২/২৫
খালকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসাবে যোগদান করেন, মোঃ মারুফ হোসেন।সে খালকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। এবং আমাদের খালকুলা গর্বিত সফল শিক্ষক।
আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
শ্রদ্ধা জানাই একজন মানুষ গড়ার কারিগর।
সফলতা নিচের ছবি উদাহরণ,
সকল ছাত্র/ছাত্রী এবং শিক্ষক নিজেও কান্নায় করছে।

30/12/2024
30/12/2024
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআল...
20/06/2024

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)
দোয়াটি হলো (আরবি) :

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

16/06/2024

প্রিয় খালকুলা এলাকা বাসি।
আসসালামু আলাইকুম।
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

https://www.rtvonline.com/country/275055?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3OwSUVqphY4VBGShEuO3E9jO5d9qutLZ8YAinsefbH5GjEUvhxrg...
24/05/2024

https://www.rtvonline.com/country/275055?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3OwSUVqphY4VBGShEuO3E9jO5d9qutLZ8YAinsefbH5GjEUvhxrgLP6Ow_aem_AYTa7F1Gjzv5dQku5S8cFFnD-tP1KqqTy191AmSx9HHN7EQwG8bEkgvhDrzCaN1kR4i7B9cQyW-GmvAxvlIgZ3D7

হঠাৎ দেখলে বড় আকারের ধনেগাছ বলে ভুল হতে পারে। উচ্চতা দুই থেকে তিন ফুট। চিকন সবুজ পাতার ফাঁকে ছোট ছোট সাদা ফুলে আকর.....

এখন আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুম। তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেল...
23/05/2024

এখন আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুম। তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন। যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার।

ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখেনা, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়।পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।

তাই আসুন আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, পুকুরগুলোকে পরিস্কার রাখি, বনদপ্তর - গভর্নমেন্টের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালোবাসি।

আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের অবস্থা যেন এমন না হয় আর....

#কপি #পোস্ট

Address

Rajabari
077

Website

Alerts

Be the first to know and let us send you an email when খালকুলা যুব উন্নয়ন একতা সংঘ. একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share