Maryam World's

Maryam World's আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আমাদের পেইজ এ।

এ্যাকুয়াফিনা পানির বোতলের গায়ে মুদ্রিত মূল্য বিশ টাকা। এক ভাই তার দোকানের বাইরে স্থাপিত ফ্রীজে লিখে রেখেছে,  "পানির বোতল...
20/10/2025

এ্যাকুয়াফিনা পানির বোতলের গায়ে মুদ্রিত মূল্য বিশ টাকা। এক ভাই তার দোকানের বাইরে স্থাপিত ফ্রীজে লিখে রেখেছে, "পানির বোতল দশ টাকা।"
তাকে জিজ্ঞেস করা হলো কেন অর্ধেক দামে বিক্রি করেন?
তিনি বললেন, এই গরমে তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটানোর জন্য। বিশ টাকার পানি অনেকেই কিনেনা। দশ টাকা দেখলে কিনে। তৃষ্ণা মেটায়।
এতে আপনার লস হয়না?
বললো সামান্য লাভ হয়। খুবই সামান্য।
রাত বারোটার পর আম্মার অসুস্থতা বেড়ে গেলো। রেগুলার মেডিসিনটা শেষ।
ইমারজেন্সি মেডিসিন প্রয়োজন।
বের হয়ে একটা রিক্সাই পেলাম। বললাম, বাবা চলেন। বাজারে, আপ-ডাউন।
আমি কখনো দাম না ফুরিয়ে রিক্সায় উঠিনা। সেদিন দাম ফুরাইনি তাড়ার কারণে।
যতটুকু পথ গেলাম তাতে ১৫টার উপরে ফার্মেসী। সব বন্ধ। অবশেষে একটা খোলা পেলাম, শুকরিয়া করলাম।
ভদ্রলোক বললেন,
"সত্যি কইতে হারাদিন সবার মত ব্যবসার জন্য দোহান খোলা রাহি। আর মাঝরাতে খোলা রাহি হইলো মাঝরাইতে বিপইদে পড়া মাইনষের উপকারের লাইজ্ঞা।"
ঔষধ নিয়ে ফেরার পর।
রিক্সাওয়ালা
চাইলেই মাঝরাতের ভাড়া একটু বেশী নিতে পারতেন। কিন্তু রিক্সাওয়ালা একটাকাও বেশী নেননি।
বললেন, ভাড়া যত ততই দ্যান। আমহের তাড়াহুরা দেইক্কা বুচ্ছি বাসাত কেউ অসুক। মইদ্দ্য রাইতে আমহের বিপইদের সুযোগে বেশী ভাড়া লইলে জুলুম অইব। পারলে ট্যাহাই নিতাম না।
আমার মনে হলো, দুনিয়ায় সামান্য রিক্সাওয়ালা হলেও আসমানে তার মর্যাদা আমার চেয়ে অনেক উপরে।
এক মুফতী সাহেবের লাইব্রেরি থেকে কিছু দরসী বই নিয়েছিলাম। একটা বই লাগবেনা। ক'য়দিন পর বললাম, অমুক বইটা লাগবেনা। ফেরত নেওয়ার সুযোগ আছে?
বললো, নাই। তবে সুন্নাহ্ হিসাবে অবশ্যই আছে।
তিনি বইটা ফেরত নিলেন এবং টাকা ফেরত দিলেন।
পাকিস্তানের জুনায়েদ জামশেদ রহিমাহুল্ল-হ্ মিউজিক ছেড়ে ব্যবসা শুরুর আগে মাওলানা ত্বকী উসমানির কাছে পরামর্শ চাইলে
মাওলানা তিনটা পরামর্শ দেন। তন্মধ্যে একটা হলো, ব্যবসার নিয়্যত রাখবা মানুষের সেবা করা। মানুষের প্রয়োজন পুরা করা।
ঐ পানি ওয়ালা, মানুষকে পানি পান করানোর নেকী পাবে।
ঔষধ ওয়ালা রাত জেগে মানুষের জীবনের নিরাপত্তা দেবার সওয়াব পাবে।
রিক্সাওয়ালা মধ্যরাতে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার নেকী পাবে।
মানুষের সেবা করতে চ্যারিটি বা মানবসেবা সংগঠনে যুক্ত হবার প্রয়োজন নাই।
দান খয়রাতের বাইরেও মানুষের সেবা করা যায়। দোয়া পাওয়া যায়।
পেশা মানেই মানুষের সেবা করা। মানুষের লপ্রয়োজন পুরা করা।
তাই ব্যবসায়ী, চাকুরীজীবি, দিনমজুর, রিক্সাওয়ালা, কৃষক যাই হইনা কেন প্রত্যেকজন নিজের জায়গা থেকে মানবসেবা করতে পারি।
আবার প্রত্যেকজন নিজের যায়গা থেকে মানুষের উপর জুলুমও করতে পারি।
থানা, হাসপাতাল, অফিস আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠানে দেয়াল লিখন দেখি,
"সেবাই আমাদের মূল লক্ষ্য" "সততাই ব্যবসার মূলধন" "আসুন সেবা নিন" "সর্বদা আপনার সেবায় নিয়োজিত।"
এগুলো শুধু দেয়ালে নয়, অন্তরে লাগাতে হবে।
কেননা রাসূলুল্ল-হ্ সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল"।।।

Maryam World's Saiba's Store Happiness Islamic - জীবন ヅ

আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদের সালাম দিয়ে যাই। এই সালামের ফজিলত যে কত ব্যাপক তা আমাদের কারো কারো জানা...
18/10/2025

আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদের সালাম দিয়ে যাই। এই সালামের ফজিলত যে কত ব্যাপক তা আমাদের কারো কারো জানা থাকলেও সবার হয়ত জানা নেই। আসুন একটু জেনে নেই।

আপনি রাস্তা দিয়ে একা বা কারো সাথে কথা বলতে বলতে হাটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেলো রাস্তার পাশের কোন কবর দেখে। মুখ দিয়ে বেরিয়ে এল_

''আসসালামু আ'লাইকুম ইয়া আহলাল কুবুর''
অর্থঃ হে কবরবাসী! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।

ঠিক সেই সময়ে হয়ত সেই কবরবাসী ছিলো আযাবের ফেরেশতাদের অধীনে, আল্লাহর নির্দেশে যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিলো সেই কবরবাসীর দেহকে।

কি আশ্চর্য !!!
আপনার কয়েক সেকেন্ডর এই দুয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষণ করার। সাথে সাথেই তার কবর আযাব বন্ধ হয়ে কিছু সময়ের জন্য তার ওপর শান্তি বর্ষিত হল।
প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই অনেক বছর পর আজ আপনিও এখন অন্ধকার কবরের বাসিন্দা। হয়ত আপনার উপরেও চলছে এখন আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করেই তারা আঘাত করা বন্ধ করে দিলো। কিছু সময়ের জন্য আপনি সুখ পেলেন।

আপনার মনে পড়ে গেলো ওই যে সেই দিনগুলোর কথা যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দুয়াটি করে যেতেন। আজ সেভাবেই কোনো এক পথিকেরও আপনার কবর দেখে মায়া হলো, আপনার মতো তিনিও সেই ছোট্ট দুয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণ এর জন্য আযাব থেকে মুক্তি দিলেন।
আপনি যে দুয়া করবেন তা আপনার জন্যও আল্লাহ ফিরিয়ে দিবেন। কেননা, আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য উত্তম পুরস্কার দান করেন।

প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি। অথচ ভুলেই যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করতো। দৈনিক রাস্তা পার হতে ততক্ষন কবর দেখে দুয়া করুন, যতক্ষন আপনি আপনার কবরের আযাব থেকে মুক্তি পেতে চান।
আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের তৌফিক দিন।
আমিন।🤍

Saiba's Store Maryam World's Islamic - জীবন ヅ

😢😢😢😢😥😥Saiba's Store Maryam World's Happiness
15/10/2025

😢😢😢😢😥😥

Saiba's Store Maryam World's Happiness

এক বৃদ্ধ বাবা এক বস্তা ও ব্যাগ ভর্তি জিনিস পত্র নিয়ে বগুড়া থেকে এসেছে ছেলের বাসায় বেড়াতে যাবে বলে। কিন্তু সে ঠিকানা ...
12/10/2025

এক বৃদ্ধ বাবা এক বস্তা ও ব্যাগ ভর্তি জিনিস পত্র নিয়ে বগুড়া থেকে এসেছে ছেলের বাসায় বেড়াতে যাবে বলে। কিন্তু সে ঠিকানা সঠিক করে বলতে পারে না।

বৃদ্ধ বাবা বস্তা ও ব্যাগ টানতে টানতে অনেক ক্লান্ত হয়ে গেছে তার ব্যাগ নিয়ে আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম সঠিকভাবে বৃদ্ধ বাবা কোন ঠিকানা বলতে পারে না খালি বলে মসজিদের পাশে আমার ছেলের বাসা।

দীর্ঘ সময় ছেলে এবং ছেলের বউয়ের মোবাইল ফোনের মাধ্যমে কথা বললাম তার ঠিকানা ও কথা কিছুই ভালোভাবে বোঝা যায় না ।

তার ছেলে এবং বৌমার দেওয়ার ঠিকানা অনেক রিক্সাওয়ালা ভাইদের সাথে কথা বলালাম ঠিকানা চিনেন নাকি কেউ চিনতে পারল না।

মনে হয় মোবাইল ফোন নষ্টের কারণে। অনেক ধৈর্য হাতে রেখে তার ছেলেকে আমি বললাম ভাই আপনার বাবা এই জায়গায় আছে আপনি এসে নিয়ে জান। আপনার আসতে কয় মিনিট সময় লাগবে ।

সে বলে ভাই ২০-২৫ মিনিট সময় লাগবে। তখন আমি বললাম দ্রুত আপনি চলে আসেন। ছেলে এবং ছেলের বউমার অনেক ব্যস্ত তারা বাসা থেকে বের হতে চায় না।

তারা বারবার বলে এখান থেকে এই গাড়িতে তুলে এই ঠিকানা পাঠান এখান থেকে মসজিদের গেটে আসতে বলেন কোন মানুষের নেই এই ঠিকানা কেউ চিনছে না।

অবশেষে তার ছেলেকে প্রান খুলে অনেক বকাবকি করলাম বাবার সম্পর্কে কিছু বললাম বলেছে ভাই আর বকা দিয়েন না আমি আসতাছি আমি ৩০ মিনিট পরে আসতাছি।

বাবা সেই মানুষ, যিনি নিজের স্বপ্নকে ত্যাগ করে সন্তানের স্বপ্ন পূরণ করতে আনন্দ খুঁজে পান শত কষ্টের মাঝেও।

😥😥😥😥😥😥😥 Maryam World's Saiba's Store
09/10/2025

😥😥😥😥😥😥😥 Maryam World's Saiba's Store

Say Alhamdulillah ❤️❤️❤️❤️ Saiba's Store Maryam World's Happiness
09/10/2025

Say Alhamdulillah ❤️❤️❤️❤️ Saiba's Store Maryam World's Happiness

হায়রে জীবন  fans Saiba's Store Maryam World's
30/09/2025

হায়রে জীবন

fans Saiba's Store Maryam World's

08/09/2025

fans

কতটা হৃদয় বিদারক ঘটনা!ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে- 'বাবা আপনার নামে ২০হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন,...
29/08/2025

কতটা হৃদয় বিদারক ঘটনা!

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে- 'বাবা আপনার নামে ২০হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব‍্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন।'
(গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না)।

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব‍্যাংক সিলেট কর্পোরেট শাখায় এসেছেন টাকা তোলার জন‍্য। বেশ অসুস্থ শরীর তাঁর। কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার!

তিনি জানালেন- সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন‍্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন‍্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত‍্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব‍্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু’চোখে জলের তান্ডব দেখলাম!

অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।

তখন নায়ক রাজ্জাকের “বাবা কেনো চাকর” সিনেমাটির কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো- আমার মতো এমন সুখী নেইতো কারো জীবন…

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তরতাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তারঁ সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।

মাঝ বয়োসী ভদ্রলোক জানালো - “আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন‍্য টাকা পাঠায়। পাগল একটা জামাই! দোয়া করবেন স‍্যার।

আমি কিছুক্ষণের জন‍্য স্তব্দ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, তবে এখন সে আবু জাহেলের দেশে বাস করে!

😢😢😢😢😢😢

Maryam World's Saiba's Store

মা'কে খুঁজতে খুঁজতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলো বাচ্চা গরুটা। মায়ের চেহারা দেখে সেদিকে এগিয়ে যায় বাচ্চা গরুটা। আদর পেতে বাচ্...
22/08/2025

মা'কে খুঁজতে খুঁজতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলো বাচ্চা গরুটা। মায়ের চেহারা দেখে সেদিকে এগিয়ে যায় বাচ্চা গরুটা। আদর পেতে বাচ্চা গরুটা মা গরুর মুখের সাথে মুখ লাগায়। মায়ের শরীরের ঘ্রাণ নেয়। বাচ্চাটার জানার কথা নয় তার মা আজ থেকে তাকে আর আদর করতে পারবে না।...

(মা এই পৃথিবীতে এক যো**দ্ধার নাম সকল আবদার ও ভরসার জায়গা হইলো মা।.)...

যাদের মা নেই তারাই জানে কি হারিয়েছেন...
পৃথিবীর সকল অসুস্থ মায়েদের তুমি সুস্থতা দান কর আল্লাহ, আর যারা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে যে সকল মায়েদের তুমি জান্নাতে রেখো।❤️‍🩹

Maryam World's Saiba's Store

19/08/2025

যারা টিন নাম্বার করেছেন অবশ্যই পোস্টটি ভালোভাবে পড়বেন
"০ রিটার্ন" (Zero Return) মানে হলো—আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ্ছেন। বাংলাদেশে অনলাইনে "০ রিটার্ন" সাবমিট করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

✅ প্রয়োজনীয় জিনিসপত্র:

1. TIN সার্টিফিকেট

2. eTIN User ID ও Password (যদি না থাকে, https://etaxnbr.gov.bd থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে)

3. জাতীয় পরিচয়পত্র (NID)

4. মোবাইল নম্বর ও ইমেইল অ্যাক্সেসযোগ্য থাকতে হবে

🖥️ ০ রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ (অনলাইনে):

১. ভিজিট করুন:

👉 https://etaxnbr.gov.bd

২. Login করুন:

"eReturn Login" অপশন সিলেক্ট করুন
TIN, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করুন

৩. নতুন রিটার্ন শুরু করুন:

Dashboard থেকে “New Return” বা “Create Return” ক্লিক করুন
Assessment Year নির্বাচন করুন (যেমন: 2023-2024)

৪. “০ রিটার্ন” বেছে নিন:

যখন “Income Details” আসবে, সেখানে সমস্ত ইনকাম সেকশন ০ রাখুন
ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটিক্যালি ০ দেখাবে
অন্যান্য তথ্যগুলো (ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে) দিন

৫. “Verification” এবং “Submission” করুন:

সব তথ্য ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন
প্রয়োজন হলে DSC (Digital Signature) ব্যবহার করুন অথবা Verification Code মোবাইলে যাবে

রিটার্ন সাবমিট হয়ে গেলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন (PDF ডাউনলোড করতে পারবেন)

🧾 কেন ০ রিটার্ন দেয়া জরুরি?

TIN Active রাখতে

কোনো ব্যাংক, পাসপোর্ট, লোন, ঠিকাদারি লাইসেন্স, ফেসবুক পেমেন্ট (Payoneer বা bKash) ইত্যাদির ক্ষেত্রে প্রমাণ দেখাতে

NBR থেকে জরিমানা এড়াতে।❤️💯

©

e-Return

Address

Rajarbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maryam World's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maryam World's:

Share