20/10/2025
এ্যাকুয়াফিনা পানির বোতলের গায়ে মুদ্রিত মূল্য বিশ টাকা। এক ভাই তার দোকানের বাইরে স্থাপিত ফ্রীজে লিখে রেখেছে, "পানির বোতল দশ টাকা।"
তাকে জিজ্ঞেস করা হলো কেন অর্ধেক দামে বিক্রি করেন?
তিনি বললেন, এই গরমে তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটানোর জন্য। বিশ টাকার পানি অনেকেই কিনেনা। দশ টাকা দেখলে কিনে। তৃষ্ণা মেটায়।
এতে আপনার লস হয়না?
বললো সামান্য লাভ হয়। খুবই সামান্য।
রাত বারোটার পর আম্মার অসুস্থতা বেড়ে গেলো। রেগুলার মেডিসিনটা শেষ।
ইমারজেন্সি মেডিসিন প্রয়োজন।
বের হয়ে একটা রিক্সাই পেলাম। বললাম, বাবা চলেন। বাজারে, আপ-ডাউন।
আমি কখনো দাম না ফুরিয়ে রিক্সায় উঠিনা। সেদিন দাম ফুরাইনি তাড়ার কারণে।
যতটুকু পথ গেলাম তাতে ১৫টার উপরে ফার্মেসী। সব বন্ধ। অবশেষে একটা খোলা পেলাম, শুকরিয়া করলাম।
ভদ্রলোক বললেন,
"সত্যি কইতে হারাদিন সবার মত ব্যবসার জন্য দোহান খোলা রাহি। আর মাঝরাতে খোলা রাহি হইলো মাঝরাইতে বিপইদে পড়া মাইনষের উপকারের লাইজ্ঞা।"
ঔষধ নিয়ে ফেরার পর।
রিক্সাওয়ালা
চাইলেই মাঝরাতের ভাড়া একটু বেশী নিতে পারতেন। কিন্তু রিক্সাওয়ালা একটাকাও বেশী নেননি।
বললেন, ভাড়া যত ততই দ্যান। আমহের তাড়াহুরা দেইক্কা বুচ্ছি বাসাত কেউ অসুক। মইদ্দ্য রাইতে আমহের বিপইদের সুযোগে বেশী ভাড়া লইলে জুলুম অইব। পারলে ট্যাহাই নিতাম না।
আমার মনে হলো, দুনিয়ায় সামান্য রিক্সাওয়ালা হলেও আসমানে তার মর্যাদা আমার চেয়ে অনেক উপরে।
এক মুফতী সাহেবের লাইব্রেরি থেকে কিছু দরসী বই নিয়েছিলাম। একটা বই লাগবেনা। ক'য়দিন পর বললাম, অমুক বইটা লাগবেনা। ফেরত নেওয়ার সুযোগ আছে?
বললো, নাই। তবে সুন্নাহ্ হিসাবে অবশ্যই আছে।
তিনি বইটা ফেরত নিলেন এবং টাকা ফেরত দিলেন।
পাকিস্তানের জুনায়েদ জামশেদ রহিমাহুল্ল-হ্ মিউজিক ছেড়ে ব্যবসা শুরুর আগে মাওলানা ত্বকী উসমানির কাছে পরামর্শ চাইলে
মাওলানা তিনটা পরামর্শ দেন। তন্মধ্যে একটা হলো, ব্যবসার নিয়্যত রাখবা মানুষের সেবা করা। মানুষের প্রয়োজন পুরা করা।
ঐ পানি ওয়ালা, মানুষকে পানি পান করানোর নেকী পাবে।
ঔষধ ওয়ালা রাত জেগে মানুষের জীবনের নিরাপত্তা দেবার সওয়াব পাবে।
রিক্সাওয়ালা মধ্যরাতে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার নেকী পাবে।
মানুষের সেবা করতে চ্যারিটি বা মানবসেবা সংগঠনে যুক্ত হবার প্রয়োজন নাই।
দান খয়রাতের বাইরেও মানুষের সেবা করা যায়। দোয়া পাওয়া যায়।
পেশা মানেই মানুষের সেবা করা। মানুষের লপ্রয়োজন পুরা করা।
তাই ব্যবসায়ী, চাকুরীজীবি, দিনমজুর, রিক্সাওয়ালা, কৃষক যাই হইনা কেন প্রত্যেকজন নিজের জায়গা থেকে মানবসেবা করতে পারি।
আবার প্রত্যেকজন নিজের যায়গা থেকে মানুষের উপর জুলুমও করতে পারি।
থানা, হাসপাতাল, অফিস আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠানে দেয়াল লিখন দেখি,
"সেবাই আমাদের মূল লক্ষ্য" "সততাই ব্যবসার মূলধন" "আসুন সেবা নিন" "সর্বদা আপনার সেবায় নিয়োজিত।"
এগুলো শুধু দেয়ালে নয়, অন্তরে লাগাতে হবে।
কেননা রাসূলুল্ল-হ্ সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল"।।।
Maryam World's Saiba's Store Happiness Islamic - জীবন ヅ