24/07/2025
নবী করিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) বলেছেন :--
কেয়ামতের দিন কোন বান্দার পা সরবেনা না যতক্ষণ পর্যন্ত না এই পাঁচটি প্রশ্নের উত্তর দেয়। তোমার যৌবন কোথায় ব্যয় করেছ! তোমার জীবন কিভাবে কাটিয়েছো! তুমি অর্থ উপার্জন কিভাবে করেছো! জ্ঞান অনুযায়ী কি আমল করেছ! তোমার উপার্জিত সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ। তাই আমরা এই পৃথিবীতে যেভাবেই উপার্জন করি না কেন! এইটার হিসাব কিন্তু আমাকেই দিতে হবে!পরিবারের আর কোন সদস্য এ দায়ভার নিবে না। আমাদের জীবন আমরা এই পৃথিবীতে কিভাবে ব্যয় করতেছি এটা আমাদের সবাইকে স্মরণ থাকতে হবে। আমরা এই পৃথিবীতে চিরদিন বাঁচবো না! কিন্তু আমাদের হিসাব কিন্তু ঠিকই দিতে হবে। আল্লাহপাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাইকে ভালোবাসা অবিরাম। শুভ রাত্রি। 🥰