12/09/2025
#ডেসটিনি_এক্সিকিউটিভ_ফোরাম_____________
#কারো_প্রতিপক্ষ_নই_কোন_ব্যক্তির_পক্ষেও_নয়।।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ডেসটিনি গ্রুপ সচল হচ্ছে! আবারও ডেসটিনি-২০০০ লিঃ ব্যবসা শুরু করছে যা এখন পরীক্ষামূলক কার্যক্রম চলমান রয়েছে। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ কার্যক্রম শুরু হয়েছে। ডেসটিনি ট্রি প্ল্যানট্রেশান লিঃ বিনিয়োগ কারীদের অর্থ ফেরত দেবে। এই কথাগুলো আপনি গত ৫-৭ বছর আগে বিশ্বাস করতেন?
"এমন অনেক কিছু হবে,
যা ভাবেননি আগে....."
আপনি ভাবেন বা না ভাবেন। বিশ্বাস করেন বা না করেন। ডেসটিনি-২০০০ লিঃ শীগ্রই ফুল ফেইজে ব্যবসায়ীক কার্যক্রম শুরু করছে।
"ডেসটিনি এক্সিকিউটিভ ফোরাম" কোম্পানির চলমান কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করে। এবং তার আলোকে দেশ-বিদেশে অবস্থানরত বিনিয়োগ কারী ক্রেতা পরিবেশক দের সঠিক এবং সবার আগে সর্বশেষ তথ্য তুলে ধরে।কোম্পানি চালু করে কর্মসংস্থান এবং বিনিয়োগ ফেরতের দাবিতে উচ্চ কন্ঠে সব সময় কথা বলে আসছে।
"ডেসটিনি এক্সিকিউটিভ ফোরাম" লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগ কারীদের স্বার্থে কাজ করে। "সত্য ও ন্যায়ের পথে অবিরাম" ব্রত নিয়ে কোম্পানির সর্বশেষ সঠিক তথ্য নিঃস্বার্থ ভাবে প্রচার ও প্রকাশ করে। আমরা কারো প্রতিপক্ষ নই, আবার নিরেপক্ষও নই! আমরা ডেসটিনির লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগ কারী দের পক্ষে।। আমরা কোন ব্যক্তির পক্ষে নই, আমরা প্রতিষ্ঠানের পক্ষে।। "ডেসটিনি এক্সিকিউটিভ ফোরাম" ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগ কারীর সংগঠন।
বর্তমান পরিচালনা পর্ষদ দ্বায়িত্ব নেওয়ার পর থেকে "ডেসটিনি এক্সিকিউটিভ ফোরাম" বোর্ডের প্রতিটি পদক্ষেপ পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে সঠিক তথ্য প্রচার ও প্রকাশ করছে। ইনশাআল্লাহ! আপনাদের সমর্থন ও সহযোগিতায় ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ডেসটিনির বিপর্যয়ের পর থেকে ডেসটিনির লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগ কারীদের মাঝে ব্যাপক গুজব ও বিভ্রান্তি মূলক অপ্রচার চালিয়ে ডিস্ট্রিবিউটর দের ঐক্য বিনষ্ট করা হয়েছে। পরিকল্পিত ভাবে হিটলারের "ডিভাইডেশন রুলস" বাস্তবায়ন করা হয়েছে।
"ডেসটিনি এক্সিকিউটিভ ফোরাম" কোম্পানির চলমান কার্যক্রমের সঠিক তথ্য প্রচার ও প্রকাশের মাধ্যমে সকল গুজব ও বিভ্রান্তি মূলক অপ্রচারের বিরুদ্ধে ডিস্ট্রিবিউটর দের সজাগ, সচেতন ও সতর্ক করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি।
কথা দিচ্ছি, আমরা বিনিয়োগ কারী ক্রেতা পরিবেশক দের স্বার্থে অটল ও আপসহীন, আমরা "সাদা কে সাদা আর কালো কে কালো" বলবোই।
সকলের সমর্থন ও সহযোগিতা আশা করছি। মহান স্রষ্টা সকলকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন, সকলে সমৃদ্ধি কামনা করছি।।