27/07/2023
আসসালামু আলাইকুম।
আগামীকাল ২৮.০৭.২০২৩ এস এস সি পরীক্ষার ফল ঘোষণা করা হবে।যারা এইবার এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। রেজাল্ট কি আসলো সেটা কোনো ম্যাটার না, কেউ হয়তো ভালো করবে, কেউ একটু কম ভালো আর কেউ ফেইল। এরকম অনেক নজীর আছে এস এস সি ২ বার দিয়ে পাস করেও এখন অনেক ভালো অবস্থানে জব করছে আবার তেমনিভাবে অনেক ভালো রেজাল্ট, এসএসসি, এইচ এস সি তে এ+, অনার্স, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়ে কোনো জব হচ্ছে না। তাই সবাইকে বলব রেজাল্ট যায় আসুক সেটা নিয়ে মন খারাপ না করে সামনে ভালো কিছু করার দৃঢ় সংকল্প করুন ✊।রেজাল্ট যায় আসুক তাতেই সন্তুষ্ট থাকুন।
একটা কথা মনে রাখবে রেজাল্ট জীবনের ঊর্ধ্বে নয়।
আর দয়া করে রেজাল্ট খারাপ হলে কেউ বাজে কিছু করবেন না।
সবার জন্য দোওয়া ও ভালোবাসা রইল।
ইনশাআল্লাহ সবার রেজাল্ট ভালো হবে।
নামাজ এবং ধর্ম গ্রন্থ পড়ুন। আর দোয়া করেন।🤲