Voice of Times - ভয়েস অফ টাইমস

Voice of Times - ভয়েস অফ টাইমস আমরা নিরপেক্ষ নই ,আমরা সত্যের পক্ষে

14/07/2024

উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো,মি*ছিলের মধ্যে নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে আন্দোলনকারীদের হাতে গনপি*টুনি খেলো একজন!!

20/08/2022

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর অডিও ফাঁস
‘এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ছিঁড়া ফেলমু’

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার একটি অডিও ফাঁস হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ার কারণে এ শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ ও রুম থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার হুমকি দিতে শোনা যায় ওই অডিওতে। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) অডিও রেকর্ডটি পাওয়া যায়। অডিও রেকর্ডটিতে কথা বলা নারীটি যে তিনি তা স্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি।

19/08/2022

সেতুর টোল চাওয়ায় কর্মচারী‌দের পে টা‌ লেন ছাত্রলীগ নেতাকর্মীরা (সি সি টিভি ফুটেজ)

25/02/2022

#উত্তাল_বাশেমুরবিপ্রবি

ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

20/01/2022

গভীর রাতে আবারো উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ভিসির পদত্যাগের দাবিতে মশাল হাতে আন্দোলনে নেমেছেন হাজারো শিক্ষার্থী।

#শাবিপ্রবি #ভিসির_পদত্যাগ

17/01/2022

এবার ঢাকায় আন্দোলনে নেমেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
#দাবি #ভিসির #পদত্যাগ

17/01/2022

#হল কারো বাপের না,হল আমরা ছড়াবো না।

#ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

16/01/2022

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল।

#ছাত্র_অধিকার_পরিষদ

13/01/2022

#জমে উঠেছে টিএসসিতে কাওয়ালীর আসর।
#গতকালকের_হামলার পর পূর্ব-ঘোষনা অনুযায়ী আজকে টিএসসিতে সিলসিলার কাওয়ালী ও প্রতিবাদী গান সন্ধা ৬টায় অনুষ্ঠিত হয়েছে।

12/01/2022

#ছাত্রলীগ কুকুরের থেকেও অধম
#ওদেরকে (ছাত্রলীগ) যেখানেই পাবেন প্রতিহত করবেন
#ওদের (ছাত্রলীগ) বয়কট করুন।

-কাওয়ালী গানের ব্যান্ড "সিলসিার" প্রতিষ্ঠাতা লুৎফর রহমান।

শরীয়তপুরের চরআত্রায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনশরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউন...
05/01/2022

শরীয়তপুরের চরআত্রায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মীসমর্থকদের বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব বিস্তার ও নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বানু।

বুধবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মরিয়ম বানু আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে চরআত্রা ইউপিতে তিনজন চেয়ারম্যান প্রার্থী। অপর দুই প্রার্থী হলেন মো. এনায়েত উল্লাহ (মোটরসাইকেল) ও আবু তাহের মো. ওয়াহিদুজ্জামান (চশমা)।

এ বিষয়ে মরিয়ম বানু বলেন, সকাল থেকে সব কেন্দ্রে এনায়েত উল্লাহ মুন্সীর লোকজন আধিপত্য বিস্তার শুরু করেন, কেন্দ্র দখলে করে ওপেনে মোটরসাইকেল প্রতীকে টেবিলের ওপর সিল মেরে জাল ভোট দেন। আর আমার আনারস প্রতীকের সিল মারা ব্যালট জানালা দিয়ে ফেলে দেয়। আমি বিষয়টি নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনকে জানিয়েছি। তাঁরা কোন ব্যবস্থা নেয়নি। আমাকে কোন সহযোগিতা করেনি। আমার এজেন্টদের হুমকিসহ নানা অনিয়ম করায় আমি ভোট বর্জন করলাম। আমি পুনরায় নির্বাচন আয়োজনের দাবি করছি।
তবে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনায়েত উল্লাহ মুন্সী কেন্দ্র দখল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের হুমকি ও জাল ভোট দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মরিয়ম ফালতু কথা বলেছেন। এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোটারা ভোট দিচ্ছে। নির্বাচনে ভরাডুবি ও পরাজিত হবে যেনে একথা বলছেন মরিয়ম। সকাল থেকে সুন্দরভাবে ভোট হচ্ছে। আমরা কোনো কেন্দ্রে অনিয়ম করিনি।

কুয়েটে শিক্ষক মৃত্যু ঘটনায় কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ ৪ জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
05/01/2022

কুয়েটে শিক্ষক মৃত্যু ঘটনায় কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ ৪ জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Times - ভয়েস অফ টাইমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share