05/01/2022
শরীয়তপুরের চরআত্রায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মীসমর্থকদের বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব বিস্তার ও নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বানু।
বুধবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মরিয়ম বানু আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে চরআত্রা ইউপিতে তিনজন চেয়ারম্যান প্রার্থী। অপর দুই প্রার্থী হলেন মো. এনায়েত উল্লাহ (মোটরসাইকেল) ও আবু তাহের মো. ওয়াহিদুজ্জামান (চশমা)।
এ বিষয়ে মরিয়ম বানু বলেন, সকাল থেকে সব কেন্দ্রে এনায়েত উল্লাহ মুন্সীর লোকজন আধিপত্য বিস্তার শুরু করেন, কেন্দ্র দখলে করে ওপেনে মোটরসাইকেল প্রতীকে টেবিলের ওপর সিল মেরে জাল ভোট দেন। আর আমার আনারস প্রতীকের সিল মারা ব্যালট জানালা দিয়ে ফেলে দেয়। আমি বিষয়টি নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনকে জানিয়েছি। তাঁরা কোন ব্যবস্থা নেয়নি। আমাকে কোন সহযোগিতা করেনি। আমার এজেন্টদের হুমকিসহ নানা অনিয়ম করায় আমি ভোট বর্জন করলাম। আমি পুনরায় নির্বাচন আয়োজনের দাবি করছি।
তবে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনায়েত উল্লাহ মুন্সী কেন্দ্র দখল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের হুমকি ও জাল ভোট দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মরিয়ম ফালতু কথা বলেছেন। এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোটারা ভোট দিচ্ছে। নির্বাচনে ভরাডুবি ও পরাজিত হবে যেনে একথা বলছেন মরিয়ম। সকাল থেকে সুন্দরভাবে ভোট হচ্ছে। আমরা কোনো কেন্দ্রে অনিয়ম করিনি।