Rusha Tech BD

Rusha Tech BD Help your Technological Concept.

We are specialist in custom software development and consulting, Web, Mobile & Desktop Application Development, Platform-based Enterprise Solutions, Security Intelligence, Data Analysis, Software Testing and Maintenance & Help your Technological Concept.

কথা কিন্তু বাংলাদেশের জন্য সত্য
13/11/2024

কথা কিন্তু বাংলাদেশের জন্য সত্য

12/05/2024
মায়ের পর যদি কেউ যত্নকারী হয়, তবে সে হচ্ছে বাচ্চার দাদী/নানী। এই একটা মানুষের কাছে সন্তান রেখে নিশ্চিন্তে থাকা যায়। 💝মা ...
12/05/2024

মায়ের পর যদি কেউ যত্নকারী হয়, তবে সে হচ্ছে বাচ্চার দাদী/নানী। এই একটা মানুষের কাছে সন্তান রেখে নিশ্চিন্তে থাকা যায়। 💝
মা বেচে থাকলে বলুন আলহামদুলিল্লাহ 🥰

29/03/2024

আমরা এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবান জেনারেশন। নব্বইয়ের মাঝামাঝি থেকে দুই হাজার পাঁচ- ছয় সাল অব্দি আমরা যারা শৈশব কাটিয়েছি এই বাংলাদেশে তারা কি পাইনি!

28/03/2024

ঈদ আসলেই বাবারা তাদের রক্ত পানি করে সন্তানের নতুন জামা কিনে দেওয়ার চেষ্টা কমতি রাখে না, তাদের পরণের জামাটা যে অনেক আগেই ছিড়ে গেছে সেটার কথা ভুলে যায়। এটাই বাবাদের জীবন

বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১৩০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্রায়...
28/03/2024

বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১৩০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্রায় ১৮০০০-২০০০০ টাকা। তাদের ১২ বছরের একটা ছেলে টেম্পুতে হেলপারি করে পায় ৬০০০ টাকা। ঐ পরিবারের মাসিক আয় ৩৯০০০ টাকা। মা,ছেলের ২ বেলা খাবার ফ্রি।
এরা যে বাসায় থাকে তার ভাড়া ৭০০০ টাকা। সব খরচ মিটিয়ে প্রতিমাসে সমিতিতে জমা করে ৮০০০ টাকা, জমার পরেও গত কয়েক বছরে গ্রামের বাড়িতে জায়গা কিনেছে ১০ শতাংশ।

২।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বছর দশেক আগে মাস্টার্স করা ছেলে রফিকুল ইসলাম, বিবাহিত, ৬ বছরের ছেলে আছে। একটা বায়িং হাউসে চাকরি করত। করোনার কারনে চাকরি চলে যায়, দীর্ঘদিন বেকার থেকে বহু চেষ্টা তদবির করে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি পায়। বেতন সর্বসাকুল্যে ২৮৫০০ টাকা, ৩ দিন লেট হলে ১ দিনের বেতন কাটা। ১ রুমের বাসা নিয়ে ঢাকায় থাকে, বাসা ভাড়া সমস্ত বিল সহ ১৪,০০০ টাকা। বাকি ১৪,৫০০ টাকা দিয়ে খাওয়া, যাতায়াত, কাপড়চোপড়, চিকিৎসা, বাচ্চার লেখাপড়া সব। ২০ দিন যেতে না যেতেই টাকা শেষ। এরপর ধার দেনা করে চলতে হয়।

** দেশে ১ কোটি দরিদ্র পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হচ্ছে কম দামে পণ্য কেনার জন্য। এই কার্ড কে পাওয়ার যোগ্য- কাজের বুয়া নাকি রফিকুল ইসলাম। বাংলাদেশে কোন ক্রাইটেরিয়াতে দারিদ্রতা সঙ্গায়িত হয় , আয় দিয়ে নাকি সামাজিক অবস্থান দিয়ে।
খুবই বাস্তবিক মনে হয়েছে।

হয়তো বাসার কেউ জানবেও না কোনোদিন কতটা খারাপ লেগে উঠলে এভাবে নিস্তেজ রাস্তায় বসে পড়ে একজন পুরুষ। এই পুরুষই কারো বাবা ব...
27/03/2024

হয়তো বাসার কেউ জানবেও না কোনোদিন কতটা খারাপ লেগে উঠলে এভাবে নিস্তেজ রাস্তায় বসে পড়ে একজন পুরুষ। এই পুরুষই কারো বাবা বা আদরের সন্তান, কারো ভাই বা কারো অবহেলিত স্বামী। যাকে পরিবারের সবার দায় নিতে হয়, মন রাখতে হয়। শ্যাম-কূল দু'টো রাখতে গিয়ে কখনযে ধুসর রঙে নিপতিত হয়ে যেতে হয় নিজেও জানে না। ভাল থাক পুরুষ নামের বটবৃক্ষরা।
ছবি রাসেল

রক্ষা করুন প্যালেস্টাইনের জনগণকে
24/03/2024

রক্ষা করুন প্যালেস্টাইনের জনগণকে

বাবরি মসজিদ টাইমলাইনে রেখে দিলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য
24/03/2024

বাবরি মসজিদ টাইমলাইনে রেখে দিলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rusha Tech BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rusha Tech BD:

Share