SB News Live

SB News Live SB News
SB News Tv

17/06/2025

দুবাইয়ে একটি প্যাসেন্জার বিমান থেকে ইজরায়েলকে লক্ষ্য করে ইরানের ছুঁড়া ব্যালাস্টিক মিসাইলের একটি দূর্লই ভিডিও ধারণ করেছেন একজন যাত্রী।

মিসাইলগুলো লঞ্চার থেকে ফায়ারের পর গতির ঝড় তুলে উর্ধ আকাশের দিকে ছুটতে শুরু করে। এসময় মিসাইলগুলি এস্কেপ ভ্যালোসিটি অতিক্রম করে যা ১১.২ কিলোমিটার প্রতি সেকেন্ড (৪০,৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা)। এর ফলে মিসাইল মধ্যাকর্ষনশক্তিকে হার মানিয়ে পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে চলে যায়। এসময় ইন্জিন সর্বোচ্চ শক্তি ব্যায় করে।

বায়ুমন্ডলের বাইরে চলে গেলে মিসাইল ইন্জিনের আর শক্তির প্রয়োজন হয়না এবং পূর্বনির্ধারিত ব্যালাস্টিক ফ্লাইটপথ অনুযায়ী চলতে থাকে যাকে মিড কোর্স ফ্লাইট বলা হয়। এরপর ধীরে ধীরে পুনরায় বায়ুমন্ডলে প্রবেশ করতে শুরু করে। বায়ুমন্ডলে প্রবেশের সময় এর গতি ৬-৮ কিলোমিটার প্রতি সেকেন্ড (২২,০০০-২৯,০০০ কিলোমিটার প্রতি ঘণ্টা) হতে পারে। বায়ুমন্ডলে প্রবেশের সাথে সাথে মধ্যাকর্ষন শক্তির প্রভাবে মিসাইলে যুক্ত হয় বাড়তি গতি।এই পর্যায়ে, মিসাইলটি একটি টার্মিনাল বা re-entry phase-এ থাকে, যেখানে এটি বায়ুমণ্ডলের মধ্যে re-enter করে এবং টার্গেটে আঁচড়ে পড়ে। অতি উচ্চগতির কারণে এসব মিসাইলকে সচারাচর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা সম্ভবপর হয়ে ওঠেনা।

13/06/2025

ইউনুস: খুব ভালো লাগছে।
তারেক: আমার ও ভীষন ভাল লাগছে। আই ফিল অনার্ড”
ইউনুস: আসেন। চলুন বসি।
-আপানার শরীর কেমন? ভালো আছেন?
- এই যাচ্ছে। কেটে যাচ্ছে।
-আম্মা সালাম জানিয়েছেন আপনাকে।
-উনি অসাধারণ মানুষ।
- আজকের আবহাওয়াটা বেশ ভালো।
- দারুন। হোটেল টাও ভাল জায়গায়।
-ব্রিটেনে হাটার জন‍্য খুব ভাল ব‍্যাবস্থা আছে। আমি যেখানটায় থাকি ওখানে পার্কে হাটাহাটি করা যায়।

রুদ্ধদ্বার বৈঠকের আগের কথোপকথনের চুমুক ।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈঠকে বসেছ...
13/06/2025

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈঠকে বসেছেন।

হোটেল ডোরচেস্টার, পার্ক লেন, লন্ডন।
১৩ জুন ২০২৫, শুক্রবার

Eid Mubarak!!
07/06/2025

Eid Mubarak!!

28/05/2025

ঘটনা টা ঘটে আর্মি স্টেডিয়ামের বিপরীতে ফ্লাই ওভারের রাস্তার সাথে!
_______
বনানী থেকেই এই প্রাইভেট করে যাওয়া লোক গুলো সিএনজি ওয়ালাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ডান বাম করে সিএনজি ওয়ালাকে হেনস্তা করে। সিএনজি ওয়ালা বলেন ভাই এমন করেন কেন কি হয়ছে। গাড়িতে থাকা লোক তাকে ধমক দেয়। তখন মামা বলে তার সিএনজি তে লোক আছে।এটা বলায় গাড়ির ভিতর থাকা লোক ভাবে যে সিএনজি ওয়ালা লোক তাকে গালি দিছে। আর এই বলে গাড়ির লোক তাকে বলে গু*লি করবে।

এরপর এই নিয়ে তারা সবাই নেমে সিএনজি ড্রাইভার কে তারা টেনে হিচরে বের করে অনেক সময় মারে। এর পর ভিডিওতে থাকা লোক মোটা ভাইটা গাড়ির ডেকি খুলে বার বার গু*গু*লি বের করতে গেলে বাধা দেই। এখানে সব দোষ প্রাইভেট কারের তাদের ক্ষমতা দেখিয়ে পিলারের সাথে সিএনজি ড্রাইভার কে ঘাড় ধরে পিলারের সাথে মাথা বাড়ি দিতে নিলে আমি সিএনজি ড্রাইভারের কলার ধরে টান দিয়ে সরিয়ে ফেলে এমন কি লোকটা অন্ডকোষ লাথি মারা হয়, গাড়ি নাম্বার সহ আছে।

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরেই নির্বাচন হবে: তারেক রহমান   #রাজনীতি
28/05/2025

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরেই নির্বাচন হবে: তারেক রহমান

#রাজনীতি

জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েই শাহবাগ মোড়ের জনসভায় যোগ দিয়েছেন      #রাজনীতি    #জা...
28/05/2025

জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েই শাহবাগ মোড়ের জনসভায় যোগ দিয়েছেন

#রাজনীতি #জামায়াত #জামায়াতেইসলামী

'৩৬ জুলাই' বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ অপরিপক্ব আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না।...
22/05/2025

'৩৬ জুলাই' বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম।

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ অপরিপক্ব আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না। শহীদ-গাজীদের প্রতি আমাদের দায় আছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদ প্রশ্নে আমরা এক ও অভিন্ন।

সকলের মনে রাখা দরকার- প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না।
মহান আল্লাহ আমাদের সহায়। হাসবুনাল্লাহ।”

-জাহিদুল ইসলাম, শিবির সভাপতি

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করলো আইএসপিআর...   #রাজনীতি    ...
22/05/2025

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করলো আইএসপিআর...

#রাজনীতি

আজ ঐতিহাসিক চা শ্রমিক দিবস
20/05/2025

আজ ঐতিহাসিক চা শ্রমিক দিবস

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠক চলছে। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় নায়ে...
18/05/2025

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠক চলছে।

বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

#জামায়াত #রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর উদ্যোগে খুলনায় ...
17/05/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর উদ্যোগে খুলনায় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” অনুষ্ঠিত হয়।

আজ ১৭ মে ২০২৫, শনিবার বিকেলে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

#রাজনীতি #বিএনপি

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when SB News Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SB News Live:

Share