06/12/2025
জুলাই বিপ্লবের সেই উত্তাল দিনে, তার আবেগে জড়ানো উপস্থাপনা যেন পুরো দেশকে নতুন করে জাগিয়ে তুলেছিল। তার কণ্ঠে ছিল একধরনের সাহস, চোখে ছিল দৃঢ়তা, আর কথায় ছিল আন্দোলনের শক্তি। মানুষ তাকে দেখেছিল আশার প্রতীক হিসেবে পরিবর্তনের দূত হিসেবে।
কিন্তু আজ? একই মানুষটিকেই ভিলেন বানাতে এক মুহূর্তও সময় নিল না এই সমাজ। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু যেন মুহূর্তেই উধাও।
মনে হয়, এই দেশে জন্মানোটাই যেন আজন্ম পাপ।