Misbah Uddin Zehad

Misbah Uddin Zehad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Misbah Uddin Zehad, Digital creator, Polton Dhaka, Rajarbag.

জুলাই বিপ্লবের সেই উত্তাল দিনে, তার আবেগে জড়ানো উপস্থাপনা যেন পুরো দেশকে নতুন করে জাগিয়ে তুলেছিল। তার কণ্ঠে ছিল একধরনের ...
06/12/2025

জুলাই বিপ্লবের সেই উত্তাল দিনে, তার আবেগে জড়ানো উপস্থাপনা যেন পুরো দেশকে নতুন করে জাগিয়ে তুলেছিল। তার কণ্ঠে ছিল একধরনের সাহস, চোখে ছিল দৃঢ়তা, আর কথায় ছিল আন্দোলনের শক্তি। মানুষ তাকে দেখেছিল আশার প্রতীক হিসেবে পরিবর্তনের দূত হিসেবে।

কিন্তু আজ? একই মানুষটিকেই ভিলেন বানাতে এক মুহূর্তও সময় নিল না এই সমাজ। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু যেন মুহূর্তেই উধাও।

মনে হয়, এই দেশে জন্মানোটাই যেন আজন্ম পাপ।

আজ রাত ৮:৩০ টায় ওমানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান; আপনি কাকে সমর্থন করছেন?
12/09/2025

আজ রাত ৮:৩০ টায় ওমানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান; আপনি কাকে সমর্থন করছেন?


সাকিবকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ডট বল করার রেকর্ড মুস্তাফিজুর রহমানের।
12/09/2025

সাকিবকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ডট বল করার রেকর্ড মুস্তাফিজুর রহমানের।

 #দুনিয়াতে একজন ব্যক্তির উপর সবচেয়ে বড় আযাব হলো #গুনাহ ত্যাগ করার তৌফিক না পাওয়া। কারণ এটি ই তাকে চিরস্থায়ী জাহান্নামের ...
12/09/2025

#দুনিয়াতে একজন ব্যক্তির উপর সবচেয়ে বড় আযাব হলো
#গুনাহ ত্যাগ করার তৌফিক না পাওয়া।
কারণ এটি ই তাকে চিরস্থায়ী জাহান্নামের দিকে নিয়ে যায়।

মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিঃ

এশিয়া কাপ টি–টোয়েন্টিতে বাংলাদেশের পঞ্চাশোর্ধ্ব ইনিংস মাত্র দুটি: সাব্বিরের ৮০, লিটনের ৫৯   |
12/09/2025

এশিয়া কাপ টি–টোয়েন্টিতে বাংলাদেশের পঞ্চাশোর্ধ্ব ইনিংস মাত্র দুটি: সাব্বিরের ৮০, লিটনের ৫৯
|

12/09/2025

What a catch mustafiz

উইকেটশূন্য স্পেল সাকিব আল হাসানের
06/09/2025

উইকেটশূন্য স্পেল সাকিব আল হাসানের

আপনার চোখে বাংলাদেশের সেরা অধিনায়ক কে? ✍️
05/09/2025

আপনার চোখে বাংলাদেশের সেরা অধিনায়ক কে? ✍️

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনের মাথার ব্যান্ডেজে লেখা ''হাড় নেই,চাপ দিবেন না।''তার মাথার খুলী খুলে ফ্রিজে র...
04/09/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনের মাথার ব্যান্ডেজে লেখা ''হাড় নেই,চাপ দিবেন না।''তার মাথার খুলী খুলে ফ্রিজে রাখা হয়েছে।বর্তমানে তিনি আইসিউতে আছেন।

চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে বিশ্বের বিভিন্ন নেতারা অংশ নিয়েছিলেন।
04/09/2025

চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে বিশ্বের বিভিন্ন নেতারা অংশ নিয়েছিলেন।

ভিপি নুরের শারীরিক অবস্হা এখন কিছুটা স্হিতিশীল হলেও রোগের ভবিষ্যৎ ভেবে তার পরিবার কিছুটা উদ্বিগ্ন।মাথা ,মুখ ছাড়াও শরীরে...
04/09/2025

ভিপি নুরের শারীরিক অবস্হা এখন কিছুটা স্হিতিশীল হলেও রোগের ভবিষ্যৎ ভেবে তার পরিবার কিছুটা উদ্বিগ্ন।
মাথা ,মুখ ছাড়াও শরীরের নানা স্হানে আঘাতের পর আঘাত তার জীবনকে অনেকটাই বিপন্ন করেছে!
এতবার আঘাত !(multiple trauma)
বয়সের জন্য Body তাকে survive করালেও (আল্লাহর অশেষ রহমত )এই সব আঘাতের long term effects অনেক।
বিভিন্ন পরীক্ষায় নানা রকম জটিলতা পাওয়া যাচ্ছে ,যার অনেকটাই “আঘাত নির্ভর”
মাথা ,মুখের নানা রকম জটিলতা ছাড়াও আছে এই সব জটিলতার জন্য তীব্র ব্যাথা!
নাকের ব্লিডিং এখনও বন্ধ হয় নি,ঠিক মত ঘুমাতে পারে না,স্বাভাবিক ভাবে নিশ্বাস নেওয়া কষ্ট ,প্রায়ই মুখে গভীর শ্বাস নিতে হচ্ছে !!
এই সময় তার দরকার
পূর্ণ বিশ্রাম (absolute rest),(প্রিয় দর্শনার্থীদের সরাসরি দেখা করার চেয়ে দোয়া বেশি কাম্য)
এবং
সব সময় চিকিৎসকের close observation.
রোগের আরো “Evaluation n Diagnostic “
Purpose এর জন্য বাইরে (বিদেশ)
Follow up জরুরী।

Address

Polton Dhaka
Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Misbah Uddin Zehad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share