17/11/2025
দক্ষিণ কোরিয়া ইনকামের পর মাসিক খরচ কতো তা জানার দরকার।
মাসিক ইনকাম হিসাব তো সবাই দেখে খুশি হয়ে গেছিলেন
এই বার মাসিক খরচ হিসাব করি
মাসিক খরচের হিসাবটা সম্পূর্ণ ব্যাক্তিগত চলাফেরা উপর এবং সিটি অনুযায়ী লোকেশন অনুযায়ী হয়ে থাকে।
কোন কোন ধাপে খরচ হয়ে থাকে এবং আনুমানিক কতো প্রতিটা ধাপ আলোচনা করবো
খরচে ধাপ গুলো হলো:
1. মাসিক বাসা ভাড়া
2. মাসিক খাওয়া দাওয়া
3. মাসিক ইন্টারনেট বিল
4. মাসিক হেলথ ইনসুরেন্সে ফি
5. স্টাডি বা টিউশন ফি
6. মাসিক আনুসাঙ্গিক খরচ
1. মাসিক বাসা ভাড়া : দক্ষিণ কোরিয়া তে বাসা ভাড়া নিলে আপনাকে অগ্রীম ডিপোজিট দিতে হয়। ৫ লাখ ওন থেকে ৩/৪ মিলিয়ন বা তার ও বেশি। এইটা সম্পূর্ণ ডিপেন্ড করে লোকেশন এবং বাসা কোন ধরণের তার ওপর। অনেক স্টুডেন্ট প্রথম অবস্থায় গোসিওন ওঠে ,, গোসিওন হলো হোস্টেলের মতো এইটাতে ডিপোজিট অগ্রীম দিতে হয় না শুধু মাসিক ভাড়া। আবার অনেকে জুতেক বাসায় ওঠে। যেটা কোরিয়ান ১/২ তলা সর্বোচ্চ হয়ে থাকে। এইটা বাসা ভাড়া তুলনা মূলক কম। আবার ফ্ল্যাট বাসা ভাড়া বেশি কারণ এইটা ভিতরে ডিজাইন সুন্দর থাকে। যেমন আমি একা একটা ছোট ফ্ল্যাট ৫ তলা বিল্ডিং এক রুম নিয়ে থাকি ,, এই এক রুমের সাথে ছোট কিচেন এবং গোসলখানা বাথরুম রয়েছে। যার মাসিক ভাড়া ৩ লাখ ৫০ হাজার ওন এবং সাথে বিদুৎ বিল গ্যাস বিল এই সব কিছু মিলে প্রায় ৪ লাখ ওন কাছাকাছি বাংলাদেশী টাকায় প্রায় ৩৫ হাজার টাকা। এখন রুমে চায়লে অনায়াসে ২ জন থাকতে পারে বেশিরভাগ স্টুডেন্ট তাই করে। কিন্তু আমি রুম শেয়ারিং মন মতো হয় না বলে আমি একা থাকি। কেউ রুম শেয়ারিং করে থাকলে টাকা কম লাগবে। রুম শেয়ারিং এ ২০ হাজার টাকার মধ্যে অনায়াসে হয়ে যায়। মোট কথা বাসা ভাড়া ১৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা হয়ে থাকে।
2. মাসিক খাওয়া দাওয়া : এইটা ও সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড এবং লোকেশন ওপর ও ডিপেন্ড। যেমন সিউল বা বুসানে শাক সবজি ফলমূল জিনিসপত্র তুলনামূলক দাম বেশি থাকে অন্য এরিয়া থেকে। তবে খাওয়া খরচ এভারেজ মাসিক ২ লাখ ওন থেকে ৪ লাখ ওন সর্বোচ্চ। বাংলায় ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা। এমন ও স্টুডেন্ট আছে মাসিক ১৫ হাজার ও অনায়াসে চলে এইটা সম্পূর্ণ ব্যাক্তিগত।
3. মাসিক ইন্টারনেট বিল: দক্ষিণ কোরিয়া তে ইন্টারনেট মাসিক প্যাকেজ হিসাবে চালাতে হয়। এখন আপনি যতো বেশি হাই স্পিড ডাটা আনলিমিটেড নিবেন ততো বেশি টাকা প্যাকেজের। এভারেজ ১৫ হাজার ওন থেকে ৬৫ হাজার ওন,, আমি ২২ হাজার ওন মাসিক প্যাকেজ চালায়,, যা বাংলা টাকা ১৮০০-২০০০ টাকা। ডিপেন্ড আপনার ওপর।
4. মাসিক হেলথ ইনসুরেন্সে ফি: আমার মাসিক হেলথ ইনসুরেন্স ফি ৭৭ হাজার ওন যা বাংলায় সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা।
5. স্টাডি বা টিউশন ফি : এইটা স্টুডেন্ট ইউনিভার্সিটি , সাব্জেক্ট স্কলারশিপ ওপর ডিপেন্ড। প্রতি ছয় মাস পর মানে ১ সেমিস্টার পর স্টুডেন্টরা দেড় লাখ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত দিয়ে থাকে। এভারেজ স্টুডেন্ট বেশিরভাগ ভাগ আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে থাকে।
6. মাসিক আনুসাঙ্গিক খরচ : যেমন চুল কাটা খরছ সর্বনিম্ন ৯০০- ১২০০ টাকা। এবং চলাফেরা সবান, শ্যাম্পু ,ব্রাশ, থালা, বাসন আরো হাত খরচ মাসে কমপক্ষে ৫ হাজার থেকে ১০ হাজার থাকে।
এখন যদি টোটাল হিসাব করে বলি একটা স্টুডেন্ট মাসিক খরচ ৩৫ হাজার থেকে ৭০ হাজার পর্যন্ত হয়ে থাকে। এইটা তার ব্যাক্তিগত চলাফেরা ওপর ডিপেন্ড। তবে এভারেজ স্টুডেন্ট মাসিক খরচ ৪৫-৫০ হাজার টাকা হয়ে থাকে।
সম্পূর্ণ আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করা।
দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা প্রসেসিং এবং যাবতীয় তথ্য জন্য আমার পেইজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন।