Moinul Hossain Nibir

Moinul Hossain Nibir I'm a WordPress Designer, Theme Customizer, Vulnerability & Malware Finder, CyberSecurity Specialist

Hello Everyone, Hope all is well. Please read my article below on securing our digital assets on the provided link below...
05/06/2025

Hello Everyone,

Hope all is well. Please read my article below on securing our digital assets on the provided link below. I hope it will meet your purposes and provide you with security in all aspects. Please share your thoughts regarding Digital Assets security as well as Data Breach.

Thank You.






Smartphones have become extensions of our lives — carrying banking apps, personal photos, work documents, and private conversations…

✅ কুফু(كُفُو)বিয়ের ক্ষেত্রে “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ«قال رَ...
17/04/2025

✅ কুফু(كُفُو)

বিয়ের ক্ষেত্রে “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
«قال رَسُولُ اللهِ صلى الله عليه وسلم تَخَيَّرُوا لِنُطَفِكُمْ وَانْكِحُوا الْأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ»
“তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।” [১]

✅ এখন 'কুফু'-র অর্থ কি?

“কুফু”(كُفُو) একটি আরবী শব্দ; যার অর্থ সমান,সমতুল্য,সমতা,সমকক্ষ[২]।
ইসলামী পরিভাষায় বর-কনের দ্বীন-দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে “কুফু” বলে।
অথবা বিয়ের ক্ষেত্রে বর-কনের রুচি, চাহিদা, বংশ, যোগ্যতা সব কিছু সমান সমান বা কাছাকাছি হওয়াকে ইসলামী পরিভাষায় কুফু বলে। অতএব, একে একটি সম্ভাব্য স্বামী এবং তার সম্ভাব্য স্ত্রীর মধ্যে সামঞ্জস্য বা সমতা হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা মেনে চলতে হবে। এই সামঞ্জস্য ধর্ম, সামাজিক মর্যাদা, নৈতিকতা, ধার্মিকতা, সম্পদ, বংশ বা রীতিনীতির অন্তর্ভুক্ত একাধিক কারণের উপর নির্ভরশীল। সাধারণত ধর্মীয় নৈতিকতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হলেও আলেমগণ কনের তুলনায় বরের সার্বিক অবস্থানকে কাছাকাছি কিন্তু তুলনামুলক উত্তম হওয়া সুবিধাজনক বলে পরামর্শ দেন, এবং বরের অবস্থান যেন কনের অবস্থান থেকে নীচু না হয় সে ব্যাপারে লক্ষ রাখতে বলেন।

✅ বিয়ের ক্ষেত্রে “কুফু” কেন গুরুত্বপূর্ণ আসুন একটি উদাহরণ দেখি:
মনে করুন, A একটি দ্বীনদার মেয়ে এবং B একটি বেদ্বীন ছেলে। একজন দ্বীনদার,অপরজন বেদ্বীন; দুজনের মধ্যে কুফু নেই। তারপরেও দুজনের বিয়ে হলো, মেয়েটি যেহেতু দ্বীনদার তাই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দ্বীনকে টেনে আনে, চায় প্রতিটি ক্ষেত্রে দ্বীনের ছাপ থাকুক। অপরপক্ষে বেদ্বীন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে, চাইবে সবকিছুই হোক দ্বীনের বাঁধনমুক্ত। ফলস্বরূপ অশান্তি। শেষ পরিণতি 'তালাক'।

এবার আরেকটি উদাহরণ দেখি:
মনে করুন, আপনার মাসিক আয় দশ হাজার টাকা। আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা। অর্থনৈতিক অবস্থানে 'কুফু' নেই। কি মনে হয় সুখে থাকবেন? নাহ।
হাতি-ওয়ালার সাথে বন্ধুত্ব করলে হাতি রাখার মত ঘর নিজেকে বানাতে হবে। নতুবা ‘বড়র পিরীতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণে চাঁদ।’ বুঝলেন?
অতএব, আপনার রোজগার দশ হাজার টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এরমধ্যেই মানিয়ে চলতে পারবে। নয়তো বিয়ের পর শুনতে হতে পারে, ‘ভুল করেছি তোমায় বিয়ে করে, দাও এবার আমার হাতটি ছেড়ে ’।

তাই সর্বদিক দিয়ে নিজের চলাফেরা, পোশাক আশাক, বাড়িঘর, থাকা খাওয়ার মান যেমন, ঠিক সেই সমমানের পাত্রী পছন্দ করা উচিৎ। এতে কেউ কারোর উপর গর্ব প্রকাশ করবেনা, খোঁটা দেবেনা; ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবেনা। এককথায় প্রায় সব বিষয়ে 'কুফু' বিবেচনা করেই বিয়ের পিঁড়িতে বসা উচিত। নচেৎ পরবর্তী সময়ে 'ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে'।

যদি সবকিছুতেই 'কুফু' মিলে যায় তবে তো সোনায় সোহাগা এবং এমন দাম্পত্য হবে চিরসুখের। পক্ষান্তরে কিছু না পেলেও যদি শুধুই দুজনের মধ্যেই দ্বীনদারী থাকে তবে সুখের জন্য এটাই যথেষ্ট। দ্বীনদারদের তো সবকিছুই আশ্চর্যের; তারা সর্বাবস্থায় সুখ শান্তি খুঁজে নিতে পারে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।

✅ শেষ কথা: অনেকে বলতে পারেন কোনো ব্যাপার না বিয়ে করে মেয়েকে দ্বীনদার বানিয়ে নেব। ভাই, এটা স্রেফ একটি শয়তানের ধোকা, উল্টোও তো হতে পারে দেখা গেল দ্বীনদার বানাতে গিয়ে আপনিই বেদ্বীন হয়ে গেলেন। কি দরকার এত রিস্ক নেওয়ার? যেখানে এই জীবন একটি পরীক্ষাকেন্দ্র, পাশ করার সুযোগও একটিই। তারপরেও রিস্ক?
বরং একটি কাজ করা যেতে পারে বিয়েতে দ্বীনকে কন্সট্যান্ট রেখে [এখানে কোন ডিসকাউন্ট নেই দুঃখিত] অন্যান্য দুনিয়াবি বিষয়গুলি সামান্য হেরফের করে এডজাস্ট করা যেতেই পারে। আসলে সবকিছুই নির্ভর করছে দ্বীনদার কেমন তার ওপরে, যত বেশি দ্বীনদারী থাকবে ততোই বাকিগুলোর গুরুত্ব কমবে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«ليَتَّخذَ أحَدُكُمْ قَلْباً شَاكِراً وَلِسَاناً ذَاكراً وَزَوْجَةً صَالِحَةً تُعينُهُ عَلَى أَمرِ الآخِرَة».

‘‘তোমাদের প্রত্যেকের কৃতজ্ঞ অন্তর ও যিকিরকরি জিহ্বা হওয়া উচিৎ। আর এমন মুমিনা স্ত্রী গ্রহণ করা উচিৎ; যে তার আখেরাতের কাজে সহায়তা করবে।’’ [৩]

আখিরাতের কাজে সহযোগিতা করার জন্য স্বামী-স্ত্রীর কুফু থাকতে হবে। স্ত্রীকে অবশ্যই দ্বীনদারিতে স্বামীর বরাবর বা কাছাকাছি হতেই হবে নচেৎ সে আখিরাতের কাজে সহায়তার থেকে বাধা বেশি দেবে এবং অনেকক্ষেত্রে শরীয়ত বিরোধী কাজ করে আপনাকে জাহান্নামের পথেও টানবে। স্ত্রী যদি বেশি দ্বীনদার হয় তবে স্বামীর ক্ষেত্রেও একই।

« رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَاماً».

__________________
[১] সুনান ইবনু মাজাহ : ১৯৬৮ ; সহীহ
[২] আল-ওয়াফি ডিকশনারি
[৩] ইবনে মাজাহ: ১৮৫৬, আস-সিলসিলাতুস সহীহাহ :২১৭৬।

Increase Your Knowledge! DID YOU KNOW❓1)Birds don’t urinate.2) Horses and cows sleep standing up.3) Mammals are the only...
16/01/2025

Increase Your Knowledge! DID YOU KNOW❓

1)Birds don’t urinate.

2) Horses and cows sleep standing up.

3) Mammals are the only vertebrates other than birds that can fly; the bat is the only mammal that can. A bat's leg bones are so thin that no bat that walk.

4) A snake can “see” even when its eyes are closed; it can see through its eyelids.

5) Polar Bear Specific – The fur looks white & fluffy but actually their skin is black.

6) Some houseflies only live for 2 or 3 weeks.

7) There are a million ants for every human in good old Mother Earth.

8) A few drops of alcohol poured on a scorpion will drive it crazy and it will sting itself to death!!

9) And both alligators and sharks can live for a century.

10) A honeybee has two stomachs: one for honey, and one for food.

11) Elephants weigh less than a blue whale’s tongue. The heart of a blue whale is car-size.

12) Blue whales are the biggest animal in Earth’s history.

13) A cockroach is capable of living for up to a week without its head before succumbing to starvation.

14) When a dolphin is sick or injured, the cries of distress it emits hasten the assistance of other dolphins, who attempt to keep it afloat so it can catch a breath.

15) A snail can sleep for 3 years.

16) The fastest bird, the spine-tailed swift, can fly at speeds of 106mph. The peregrine falcon is in fact 174km /hr or 108mph)

17) A cow gives nearly 200,000 glasses of milk in her lifetime.

18) The leech has 32 brains.

19) An outdoor-only cat, on average, lives only about three years. Indoor-only cats can live to sixteen years or more.

20) Sharks are the only animals to never get sick. They cannot be infected with any disease, not even cancer.

21) A mosquito has 47 sharp edges on the tip of its proboscis that help it cut through skin – and even layers of clothing.

23) 2.5 Million Petabytes 2,500,500 Gigabytes of memory space in the human brain.

*..Knowledge is key..*

What is the biological phenomenon that humans generally get during aging, gradual loss of muscle mass, strength, and function?

This is known as Sarcopenia!

Sarcopenia is basically a progressive loss of muscle mass, strength, and function as a person advances in years... the loss of skeletal muscle mass and strength as a function of aging... Life may be not so great, depending on the individual.

Here we will delve into & dissect several methods through which to PREVENT sarcopenia:

(walk around as much as possible, if you can stand -- just do NOT sit, OK? -- and if you can sit, do NOT lie down!!!!)

No matter what, when an old man or woman falls ill, and is hospitalized, don’t call him/her for more rest, lie down, be relaxed, and/or get out of bed... it’s not help. Assist them to walk… assuming they did not lose endurance to do that.

Just one week of lying down about 5% of your muscle mass disappears! And sadly the elderly are unable to reheal the lost muscles!

As a result, most of them, especially seniors/elderly who hire assistants lose muscle much more quickly than active ones!

Even scarier than osteoporosis is sarcopenia! With osteoporosis, you just have to be careful of falling, sarcopenia not only begets lower quality of life but also causes high blood sugar via reduced muscle mass!

In the limbs, the loss (atrophy) of the fastest muscles — in this case, the legs — occurs due to idleness. When it is in a sitting/lying position, the legs are inactive, and the power of the muscles of the legs is always affected. You are especially to pay utmost attention to this! Stairs, weight, walking /running/cycling are all great exercises / And can help develop muscle mass! Move & don't waste your muscles, for a quality life in old age. The feet are where aging begins. Maintain your legs, strong and active!

We age day by day, and our feet need to remain active and strong always.

2 weeks without moving your legs → your actual leg strength will be reduced by 10 years.

Hence regular exercises and activities such as walking, cycling etc are very essential.

The feet are a sort of columns that bear the whole weight of the human body.... So,

Walk every day!




Cybersecurity Awareness: A Shield Against Digital ThreatsIn today's digital age, the battle against cyber threats is mor...
05/01/2025

Cybersecurity Awareness: A Shield Against Digital Threats

In today's digital age, the battle against cyber threats is more intense than ever. From phishing attacks to data breaches, cybercriminals are constantly innovating. This is a reminder that cybersecurity isn’t just a technical responsibility—it’s a collective effort.

The key to staying ahead? Awareness and proactive measures.

- Educate yourself and your team about phishing tactics and social engineering.
- Strengthen passwords and adopt multi-factor authentication.
- Regularly update systems to patch vulnerabilities.
- Stay alert to unusual activities—it’s better to overreact than regret later.

Let’s make cybersecurity a priority and not an afterthought. Together, we can create a safer digital world.

What steps are you taking to stay cyber-secure? Let’s share best practices and learn from one another.







Staying busy all the time in a task or many tasks is a human hunger. But sometimes we need to step out of it to give our...
22/12/2024

Staying busy all the time in a task or many tasks is a human hunger. But sometimes we need to step out of it to give our brain a short rest to refill its strength and intensity. So, to do that, we need to give ourselves some time by having a cup of coffee, doing nothing for a while, and moving towards nature to nourish ourselves.


#2025





Assalamu AlaikumLet's KickStart a New Year with a New Style & Checklist to mitigate the Gap in our Personal Development....
22/12/2024

Assalamu Alaikum

Let's KickStart a New Year with a New Style & Checklist to mitigate the Gap in our Personal Development.

#2025





Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Moinul Hossain Nibir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moinul Hossain Nibir:

Share