28/08/2024
কাল কেয়ামত আসবে শুনলে একদল কাফনের কাপড় এর দামও বাড়াই দিবে! একটা বোট এর ভাড়া ২০-৫০ হাজার অব্ধি রাখা হচ্ছে!
এই বন্যায় ঘরে পানি উঠে গেছে,চুলা জ্বালানোর তো কোনো রাস্তা ই নাই,এই অবস্থায় দোকানদার রা সব কিছুর দাম বাড়িয়ে দিচ্ছেন,১০ টাকার একটা পাউরুটি নিচ্ছেন ১৫ টাকা,৫ টাকার টা ১০ টাকা,১ লিটার পানি ৫০ টাকা,২ লিটার পানি ১০০ টাকা,আবার যারা নৌকা ১০ হাজার টাকার বেশি ভাড়া চাচ্ছেন,Speedboat ২০ হাজার টাকার বেশি,আপনারা কি আসলেই মানুষ?'মনুষ্যত্ব কেন নেই আপনার?"কেন বি-স-র্জ-ন দিয়েছেন মানুষ এবং টাকার মাঝখানে?'
এই বিপদে মানুষের পাশে দাড়ান, জুলুম করবেন নাহ, ন্যায্য মূল্য নিন, মনুষ্যত্বের বলি দিয়েন নাহ! 🙏