শরীয়তপুর পরিক্রমা

শরীয়তপুর পরিক্রমা Shariatpur based world wide news site. Sports politics entertainment economics etc

03/05/2025

অবৈধ ড্রেজিং ও বালু উত্তোলনের
প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন
কাঁচিকাটা, সখিপুর, শরীয়তপুর।

08/04/2025

সখিপুরের ডি এম খালী ইউনিয়নের ঐতিহ্যবাহী চরভয়রা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক বেনজীর আহমেদ।

৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ
07/04/2025

৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ

শরীয়তপুরে সংঘর্ষের ঘটনায় ৮৮ জনের নামে মামলা প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দ...
06/04/2025

শরীয়তপুরে সংঘর্ষের ঘটনায় ৮৮ জনের নামে মামলা
প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল (হাতবোমা) বিস্ফোরণের ঘটনায় ৮৮ জনের নামে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি কুদ্দুস বেপারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার বিকেলে বরিশাল র‌্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আরও ৭ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি দুলাল আখন্দ।

স্থানীয় ও পুলিশ এবং র‌্যাব-৮ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।

গত শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় বাড়িঘর ভাঙচুরসহ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে পুলিশ ও যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রোববার জাজিরা থানার এক উপ-পরিদর্শক বাদী হয়ে ৮৮ জনকে

এজাহারনামীয় আসামি ও ১ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামি কুদ্দুস বেপারীকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়াও এ ঘটনায় আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। কুদ্দুস বেপারীকে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে জাজিরা থানার ওসি দুলাল আখন্দ বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানার এক উপ-পরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেছে। ইতোমধ্যে জাজিরা থানা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ ব্যাপারে বরিশাল র‌্যাবের পরিচালক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারীকে ঢাকার শাহজাহানপুর থেকে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। কুদ্দুস বেপারীর নামে একাধিক মামলা রয়েছে। তার প্রতিপক্ষ জলিল মাদবর বর্তমানে জেলে রয়েছে। কুদ্দুস বেপারীকে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।শনিবার (৫ এপ্রিল)...
05/04/2025

শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দীঘিনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

05/04/2025

বিলাশপুর জাজিরায়
দুই গ্রুপের মধ্যে বোমা হামলা...
জাজিরা, শরীয়তপুর।

https://www.economictimes24.com/article/3474
07/09/2024

https://www.economictimes24.com/article/3474

নিজস্ব প্রতিবেদক: “নেমেছি যুদ্ধে, নেশার বিরুদ্ধে”স্লোগান নিয়ে শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগায় মাদক ও জুয়া ব....

হাসপাতালে রোগীর স্বজনদের হামলাজরুরি সেবা ছাড়া সব বন্ধভর্তি ফাইল নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে রোগীর স্বজনরা শরীয়তপুর সদর ...
07/09/2024

হাসপাতালে রোগীর স্বজনদের হামলা
জরুরি সেবা ছাড়া সব বন্ধ

ভর্তি ফাইল নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে রোগীর স্বজনরা শরীয়তপুর সদর হাসপাতালে হামলা চালিয়েছে। এতে সিনিয়র স্টাফ নার্সসহ তিনজন আহত হয়েছেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগের সেবা ছাড়া অন্যান্য সকল সেবা বন্ধ করে দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সিনিয়র স্টাফ নার্স আবু হানিফ, কর্মচারী আব্দুল খালেদ ও দুলাল ঢালী।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানায়, বেলা ১১টার দিকে সদর উপজেলার তুলাসার এলাকার শারমিন নামে এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় রোগীর ভর্তি ফাইল নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়ায় রোগীর স্বজনরা। তর্কবিতর্কের এক পর্যায়ে রোগীর স্বজনরা চিকিৎসক ও কর্মচারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে হাসপাতালের জরুরি সভা করে দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে সেনাবাহিনী।

ভুক্তভোগী সিনিয়র স্টাফ নার্স আবু হানিফ ঢাকা পোস্টকে বলেন, রোগীর স্বজনরা বেআইনিভাবে ভর্তি ফাইল নিতে চাইলে তা দিতে অস্বীকৃতি জানান কর্মকর্তারা। এরপর তারা বাইরে গিয়ে লোকজন নিয়ে এসে হাসপাতালে ঢুকে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমিসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

সিনিয়র স্টাফ নার্স সানজিদা বলেন, রোগীর স্বজনরা জোর করে ফাইল নিতে চাইলে আমি তাদেরকে ফাইল না দিয়ে চিকিৎসককে জানাতে বলি। এরপর তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে বাইরে গিয়ে লোকজন নিয়ে এসে হামলা চালায়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন বলেন, রোগীর ভর্তি হওয়া নিয়ে আমাদের কর্মচারীদের সঙ্গে তুচ্ছ একটি ঘটনা ঘটে। পরে তারা বহিরাগত লোক নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই আপাতত জরুরি চিকিৎসা সেবা ছাড়া অন্য সকল সেবা কার্যক্রম বন্ধ রেখেছি। আমরা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রথমে তারা হাসপাতালের ফার্মেসিতে ঢুকে পড়েছিলেন। পরে তাদের কাছে জানতে চাইলে তারা আমার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কথা বলেন। এরপর আমি গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলে তারা দৌড়ে বাইরে চলে যান। এরপর লাঠিসোঁটা নিয়ে তারা হাসপাতালে কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছেন।

বিষয়টি নিয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, হাসপাতালের পরিস্থিতি পুলিশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরীয়তপুরে শোক র‍্যালিশেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথজাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় দোয়া ও মিলাদ মাহফিল থেক...
15/08/2024

শরীয়তপুরে শোক র‍্যালি
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ

জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় দোয়া ও মিলাদ মাহফিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট)দুপুরে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোবারক আলী সিকদারে বাড়ির সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজনও করা হয়।

আলোচনা সভা শেষে ঢাকা-শরীয়তপুর সড়কে জাজিরার টিএএন্ডটি মোড়ে শোক র‍্যালি করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে মোবারক আলী শিকদার সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা দেশের মানুষের শান্তির জন্য পদত্যাগ করেছেন। তিনি চাননি সহিংসতাকে কেন্দ্র করে কোনো মায়ের বুক খালি হোক। শেখ হাসিনা দমে যাওয়ার রাজনীতিবিদ নন। তিনি পালিয়ে যাননি। তিনি অবশ্যই দেশে ফিরে আসবেন। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। অশান্তি চাইনি বলেই আওয়ামী লীগ কর্মীরা সংঘাতে জড়াননি। আমরা শেখ হাসিনার অপেক্ষায় রয়েছি। আর আমরা শপথ নিয়েছি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনব।

আলোচনা সভায় আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দিবসটি আওয়ামী লীগ পালন করে আসছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল ভাঙচুর করা হয়েছে। আমরা শপথ করছি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। আমি খুব শিগগির আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হব।

https://www.economictimes24.com/article/3304
15/08/2024

https://www.economictimes24.com/article/3304

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইনজামুল হক সুমন (৩৪) নামের এক আইনজীবীর মৃত্যু হয়ে....

শরীয়তপুর সুপার সার্ভিস লিঃসকল রোডে গাড়ী ছাড়ার সময়সূচিশরীয়তপুর টু যাত্রাবাড়ীঃ সকাল ৬ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত প্রতি ১৫...
31/07/2024

শরীয়তপুর সুপার সার্ভিস লিঃ
সকল রোডে গাড়ী ছাড়ার সময়সূচি

শরীয়তপুর টু যাত্রাবাড়ীঃ সকাল ৬ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়।

যাত্রাবাড়ী টু শরীয়তপুরঃ সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়।

শরীয়তপুর টু কদমতলীঃ সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতি ২০ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়।

কদমতলী টু শরীয়তপুরঃ সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতি ২০ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়

নড়িয়া টু যাত্রাবাড়ীঃ সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়।

যাত্রাবাড়ী টু নড়িয়াঃ সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়।

আলুবাজার ফেরিঘাট টু নারায়ণগঞ্জ চাষারাঃ সকাল ৬.৩০ মিনিটে, সকাল ৭.৩০ মিনিটে, বিকেল ৪ টায় ও ৫ টায় নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায় ।

নারায়ণগঞ্জ চাষারা টু আলুবাজার ফেরিঘাটঃ সকাল ৭.৩০ মিনিটে, সকাল ৯.৩০ মিনিটে, বিকেল ৪ টায় ও সন্ধা ৬ টায় নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে আসে।

শরীয়তপুর টু ফরিদপুরঃ সকাল ৭ টায় ৮.২০ মিনিট ১১ টায় ও বিকেল ৪.২০ মিনিটে শরীয়তপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে গাড়ি ছাড়া হয়।

ফরিদপুর টু শরীয়তপুরঃ সকাল ৭ টায় ১২ টায় ১ টায় ও বিকেল ৩.৪০ মিনিটে ফরিদপুর থেকে শরীয়তপুর এর উদ্দেশ্যে ছেড়ে আসে।

নড়িয়ায় কৃতিনাশা নদী
06/07/2024

নড়িয়ায় কৃতিনাশা নদী

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when শরীয়তপুর পরিক্রমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শরীয়তপুর পরিক্রমা:

Share