সপ্তডিঙা.com

সপ্তডিঙা.com হারিয়ে যাওয়া,কুড়িয়ে আনা,ঝকঝক করতে থাক�

‘বইয়ের মুসাফির’ We welcome orders by phone also. Customers are our first priority. Experience excellent shopping with us.

Soptodinga.com is a Bangladeshi Online Selling Portal which is going to be launched on 22 December 2015 as an online bookstore. Our goal is to make your life easy, comfortable and fast ensuring your necessities at your home with simple payment method Cash on Delivery (COD) with minimal shipping charge. Our team is working to make your shopping easy, fast and secured.

যারা প্রচুর বই পড়ে, প্রচুর মুভি দেখে দেখে বড় হয়। জীবনের এক পর্যায়ে তারা আসলে একা হয়ে যায়, ভীষণ নিসঙ্গ হয়ে পড়ে,যেমনটি কবি...
09/03/2025

যারা প্রচুর বই পড়ে, প্রচুর মুভি দেখে দেখে বড় হয়। জীবনের এক পর্যায়ে তারা আসলে একা হয়ে যায়, ভীষণ নিসঙ্গ হয়ে পড়ে,যেমনটি কবি আবুল হাসান অনুভব করেছিলেন-'অবশেষে জেনেছি মানুষ একা।

এমন হয় কারন এই বইপড়ুয়া মানুষেরা তাদের সমবয়সীদের তুলনায় মানসিকভাবে ম্যাচিউরড হয়ে যায়।

একসময় এদের রুচি ও মন একেবারে আলাদা হয়ে ওঠে:' পরিমিতিবোধ ও শিল্পের প্রতি সংবেদনশীলতা আসে যা অন্যদের মাঝে সৃষ্টি হয় না। জীবন ও জগৎকে দেখার ভিন্ন একটি দৃষ্টিভঙ্গী তৈরী হয়, উপলব্ধি ও পর্যাবেক্ষণ তীক্ষ্র হয়ে ওঠে যা একই বয়সী অন্যদের মানসিকতা, আগ্রহ ও প্রায়োরিটি এর সাথে কিছুতেই আর মেলে না।

এজন্যই বলা হয়- কেউ যখন বুঝতে পারে সে বন্ধু হারাচ্ছে তার মানে সে আসলে ম্যাচিউর হচ্ছে। এই মানুষেরা এমন অনুভব করে যেন তারা ভুল সময়ে জন্মেছেন। নিজের গণ্ডির কারো সাথে মতের মিল হয় না। এতোদিনের নিকটজনদের উপর বিরক্তি ও রাগ তৈরী হতে পারে।মনে হয়- ওরা কেন আমার মতো চিন্তা করছে না,ওরা কেন এমন অযৌক্তিক আচারণ করছে।

একসময় এমন মানুষেরা ধীরে ধীরে অসামাজিক হতে থাকে নিজের তৈরি করা পৃথিবীতে।চারপাশের বেশিরভাগ বন্ধু, আত্মীয়স্বজন, পরিচিত মানুষের সেখানে কোন প্রবেশাধিকার থাকে না। এই পৃথিবী একবারে নিজের ভালোলাগার, নিজের চিন্তা ও দর্শনের, নিজের প্রারোরিটিজ এর। তখন আর কেউ থাকে না, তখন মানুষটা শুধু একা থাকে।

লেখা: জুনায়েদ আবির
ছবি: বইবৃক্ষ থেকে নেওয়া

মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সম্রাট বাবরের হাত ধরে৷ প্রায় আটশ বছর পুরো ভারত উপমহাদেশ এই মোঘলরা শাসন করেছে। উত্থানের ইতিহ...
09/03/2025

মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সম্রাট বাবরের হাত ধরে৷ প্রায় আটশ বছর পুরো ভারত উপমহাদেশ এই মোঘলরা শাসন করেছে। উত্থানের ইতিহাস আগ্রহভরে জেনে থাকলেও, পতনের করুণ দৃশ্যপট আমাদের সামনে নেই। ইংরেজদের হাতে বাহাদুর শাহ জাফরের নির্বাসন হওয়ার মধ্য দিয়ে রাজকীয় এই সাম্রাজ্যের পতন হয়। শুরু হতে থাকে সম্রাটের সন্তান-আত্মীয়স্বজনের অসহনীয় জীবন। নির্যাতন ও অত্যাচারের মাথায় প্রাণ হারায় অনেক শাহজাদা ও শাহজাদি। সেই দৃশ্যগুলো লেখক সচক্ষে দেখেছেন। শুনেছেন তাদেরই মুখে তাদের যন্ত্রণাময় দিনলিপি। পরবর্তী সময়ে বই আকারে এই সংগ্রহ প্রকাশিত হয়। বইটি অনুবাদ করেছেন তরুণ লেখক ও ইতিহাসবিদ ইমরান রাইহান।

মোগল পরিবারের শেষদিনগুলি
খাজা হাসান নিজামী
অনুবাদ: ইমরান রাইহান
মুদ্রিত মূল্য: ২০০৳
নাশাত পাবলিকেশন

বই পড়ার সুন্দর দুটা পদ্ধতি আছে।  প্রথমটি হল সাথে একটা নোট খাতা রাখা এবং দ্বিতীয়টি হল শুধু মাত্র রিডিং না পড়ে  প্রত্যেকটি...
09/03/2025

বই পড়ার সুন্দর দুটা পদ্ধতি আছে। প্রথমটি হল সাথে একটা নোট খাতা রাখা এবং দ্বিতীয়টি হল শুধু মাত্র রিডিং না পড়ে প্রত্যেকটি লাইনে লাইনে লেখকের সাথে যুক্তি তর্ক করে যাবেন।

প্রথম পদ্ধতিটা আমি শিখেছি লেখক আহমদ ছফা'র কাছ থেকে। ছাত্রাবস্থায় তিনি অধ্যাপক আব্দুর রাজ্জাকের কাছ থেকে রোজ একটি করে বই নিয়ে পুরো বইএর সারমর্ম একটা নোট খাতায় নিজের মত করে লিখে রাখতেন।

এই নোট করে রাখার প্র্যাকটিসটা হুমায়ূন আহমেদের ভেতরেও পেয়েছি যদিও তার স্মৃতি শক্তি অনেক প্রখর ছিল। জীবনের শেষের দিকে এসে স্মৃতিচারণ করতে গিয়ে শৈশবের সাত বছর বয়সে লুকিয়ে প্রথম বই পড়ার কথা লিখতে গিয়ে তিনি সেই বইএর ভেতরের গল্পটাও লিখে ফেলেছেন !

বই পড়ার দ্বিতীয় পদ্ধতিটা আমি শিখেছি, ভারতীয় যুক্তিবাদী লেখক প্রবীর ঘোষের কাছ থেকে। তিনি একটি প্রবন্ধে লিখেছেন, আপনি যদি লেখক যাই লিখেন কোন রকমের চিন্তা ভাবনা না করে সবই বিশ্বাস করতে শুরু করেন তাহলে তার দশটা সত্য কথার সাথে দু একটা মিথ্যা কথাকেও বিশ্বাস করতে শুরু করবেন। এই দুটা মিথ্যা কথা আপনার জীবনে অনেক ভয়ংকর হবে ! কেননা দশটা সত্য কথার সাথে একটা মিত্থা কথা মিশে গেলে সেটাকে আলাদা করা অনেক কঠিন হয়ে যায়।

খাতায় নোট করবার ব্যাপারে আমি বেশ কিপটে। খুব সামান্যই লিখে রাখি। কিন্তু বিশ্বাস করুন, যখন আমি ক্লান্ত হয়ে পড়ি এই নোট খাতাটা খুলে পড়তে শুরু করি এবং যেখান থেকে আমি দৌড়ানোটা থামিয়েছিলাম সেখান থেকেই আবার দৌড়াতে শুরু করি।

এ পি জে আবদুল কালামের ' টার্নিং পয়েন্টস' পুরো গ্রন্থটা পড়ে আমি শুধু মাত্র সেখান থেকে একটা লাইন আমার নোট খাতায় টুকে রেখেছি। আমি জানি যেদিন আমি মেঝেতে চিত হয়ে মাথার নিচে হাত দিয়ে কাত হয়ে শুয়ে থাকব সেদিন এই লাইনটাই আমাকে মায়ের মত পিঠ চাপড়ে ভরসা দেবে। লাইনটা হল-'' আমি পেশা হিসেবে গবেষণা এবং শিক্ষকতাকে বেছে নিয়েছি কেননা আমি পুনরাবৃত্তি ভালোবাসি''

কিছু কিছু শব্দ আছে নিঃশব্দের মত। আমার কাছে পুনরাবৃত্তি শব্দটাকে সেরকম মনে হয়েছে। আমরা বেশিরভাগ মানুষ সফল হইনা কেননা আমরা পুনরাবৃত্তি পছন্দ করি না। একটা কাজে বাঁধা পেলে সেটা বার বার পুনরাবৃত্তি করার ধৈর্যটা আমাদের থাকে না।

আইরিশ লেখক জর্জ বার্নার্ডশ তার একটা নাটকের সংলাপে লিখেছেন '' আমি যেদিন থেকে বুঝেছি কোন একটা কাজ দশবার করার পর আমি একবার সফল হই সেদিন থেকে আমি প্রত্যেকটি কাজ দশবার করে করা শুরু করেছি''

একটা জিনিস ' জানা' এবং একটা জিনিস ' পারা'র ভেতরে পার্থক্য কিন্তু অনেক। মনে করুন আপনি ড্রাইভিং শেখার জন্য আমার কাছে এসেছেন এবং আমি আপনাকে একটা গাড়ি দেখিয়ে বললাম - এটা হল গাড়ির স্কেলেটর, এখানে চাপ দিলেই গাড়ি চলতে শুরু করবে এবং এই যে ব্রেকে চাপ দিলেই গাড়ি থেমে যাবে। এই যে এখানে চাপ দিলেই হর্ন বাজবে, আর সামনের এটা ডানে ঘুরালে ডানে আর বামে ঘুরালে গাড়ি বা দিকে যাবে।

আপনি সব কিছু জেনেও কেন গাড়িটা চালাতে পারছেন না জানেন ? পার্থক্যটা হল প্র্যাকটিস ! আপনাকে এই প্র্যাকটিসটা শুরু করতে হবে।

যখন পিপাসা থাকে না তখন একটা পানির বোতলে চোখ গেলে আমরা শুধু বোতলটাই দেখি আর যখন পিপাসা থাকে তখন দেখি বোতলে পানি আছে কিনা ! যখন আলো থাকে তখন মোমটা ড্রয়ারের তলায় অবহেলায় পড়ে থাকে কিন্তু যখন অন্ধকার হয় - সে যত আড়ালেই থাকুক না কেন সবাই তাকে খুঁজে বের করবেই। আপনাকে সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে। উঁচু পাহাড়ে উঠার নিয়মটা খুব সহজ- সেটা হল ভুলেও নিচের দিকে তাকানো যাবে না।

লেখা - Zunayed Evan

08/03/2025

জীবন কিংবা জিজ্ঞাসার জার্নাল
লেখক - আহমেদ দীন রুমি।
#কবিতা #রিভিউ #বুকরিভিউ

ফিলোসফি মনলেখক : জোভান আহমেদ রকিবইটি অর্ডার করতে ইনবক্স করুন ।
31/03/2024

ফিলোসফি মন
লেখক : জোভান আহমেদ রকি

বইটি অর্ডার করতে ইনবক্স করুন ।

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when সপ্তডিঙা.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share