তোমার প্রিয় হতে চাই Φ হে আল্লাহ √√ Want To Be Your Favourite Φ Ya ALLAH √√

  • Home
  • Bangladesh
  • Rajarbag
  • তোমার প্রিয় হতে চাই Φ হে আল্লাহ √√ Want To Be Your Favourite Φ Ya ALLAH √√

তোমার প্রিয় হতে চাই Φ হে আল্লাহ √√ Want To Be Your Favourite Φ Ya ALLAH √√ Δ""READ THE NAME OF ALLAH, WHO HAS CREATED""Δ
Δ""পড়ো,,তোমার প্রভুর নামে,,,যিনি সৃষ্টি করেছেন""∆ THIS PAGE IS "An Islamic" PAGE.......!
~come back~ to ALLAH!
(7)

Allah is the Almighty and Marcyful.

⭐ যে সাহাবি  #নবীজিকে হুবহু অনুসরণ করতেন ⭐আবু মুসা (রা.)-এর জীবন ছিল রসুলুল্লাহ (স.)-এর জীবনের প্রতিচ্ছবি। সব সময় তিনি চ...
28/11/2024

⭐ যে সাহাবি #নবীজিকে হুবহু অনুসরণ করতেন ⭐

আবু মুসা (রা.)-এর জীবন ছিল রসুলুল্লাহ (স.)-এর জীবনের প্রতিচ্ছবি। সব সময় তিনি চেষ্টা করতেন নবীজির (স.) প্রতিটি কাজ ও আচরণ হুবহু অনুসরণ করতে। রমজানের রোজা ছাড়াও তিনি নফল রোজা রাখতেন। এ ছাড়া তিনি আশুরার রোজা রাখতেন এবং মানুষকে তা রাখতে বলতেন।


তিনি ছিলেন ইয়েমেনের অধিবাসী। সেখানকার আল আশয়ার গোত্রের সন্তান হওয়ায় তিনি আল আশয়ারি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। প্রচণ্ড গরমের সময়ও তাকে রোজা রাখতে দেখা যেত।
👉 তিনি বলতেন, ‘হয়ত দুপুরের গরমের তৃষ্ণা কিয়ামতের দিনে আমাদের জন্য প্রশমিত হবে।’


মুস্তাহাবের প্রতিও তিনি ছিলেন খুবই যত্নবান। কোরবানির পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব। এ কারণে তিনি তার কন্যাদেরও হুকুম দিতেন নিজ হাতে পশু জবাই করার জন্য।

হজরত আবু মুসা (রা.) জীবনের শেষ পর্যন্ত রসুলুল্লাহ (স.)-এর আদেশ ও নিষেধ পালনে অত্যন্ত সচেতন ছিলেন। জীবনের শেষ দিকে তার অবস্থা যখন সংকটজনক হয়ে পড়ে এবং তিনি চেতনা হারিয়ে ফেলেন, তখন নারীরা কান্নাকাটি শুরু করেন। সেই কঠিন মুহূর্তেও ক্ষণিকের জন্য চেতনা ফিরে পেলে তিনি বলেন, ‘রসুলুল্লাহ (স.) এভাবে বিলাপ করতে নিষেধ করেছেন’।

নবীজির বিখ্যাত এই সাহাবির মধ্যে এ গুণ পরিপূর্ণরূপে ছিল। রাতে ঘুমানোর সময়ও তিনি বিশেষ ধরনের পোশাক পরে নিতেন, যাতে সতর (শরীরের সেসব অংশ অপরের সামনে ঢেকে রাখা বাধ্যতামূলক) উন্মুক্ত না হয়ে যায়। আবু মুসা (রা.) ছিলেন অত্যন্ত সরল ও সাদাসিধে প্রকৃতির। প্রথম জীবনে দারিদ্রতা ছিল তার নিত্যসঙ্গী। তবে পরবর্তী জীবন সচ্ছলতায় কেটেছে তার।

তিনি ছিলেন সাহাবিদের মধ্যে সম্মানিত ও বিশেষ মর্যাদা সম্পন্ন। যে ছয়জন সাহাবি রসুলুল্লাহ (স.)-এর জীবদ্দশায় ফতোয়া দানের অনুমতি পেয়েছিলেন, আবু মুসা আল আশয়ারি (রা.) ছিলেন তাদেরই একজন। 👉 রসুলুল্লাহ (স.) তার সম্পর্কে বলতেন,
‘আবু মুসা (রা.) অশ্বারোহীদের নেতা।’

হজরত আবু মুসা (রা.) ইসলামের পরিচয় পেয়ে ইয়েমেন থেকে মক্কায় আসেন এবং রসুলুল্লাহ (স.)-এর হাতে বাইয়াত নেন। কিছুদিন মক্কায় অবস্থানের পর স্বদেশবাসীকে ইসলামের দাওয়াত দেয়ার উদ্দেশ্যে আবার ইয়েমেনে ফিরে যান। আবু মুসা (রা.) ছিলেন তার বংশের অন্যতম প্রভাবশালী নেতা। তাই খান্দানের লোকেরা দ্রুত এবং ব্যাপকভাবে তার দাওয়াতে সাড়া দেন।


রসুলুল্লাহ (স.)-এর মদিনায় হিজরতের কয়েক বছর পর প্রায় ৫০ জন মুসলিমের একটি দলকে সঙ্গে নিয়ে আবু মুসা (রা.) মদিনায় যাওয়ার জন্য ইয়েমেন থেকে সমুদ্রপথে যাত্রা করেন। তারা যখন মদিনায় পৌঁছান, সে সময় রসুলুল্লাহ (স.)-এর নেতৃত্বে মুসলিম বাহিনীও খাইবার বিজয় শেষ করে মদিনায় ফেরেন। নবীজি (স.) আবু মুসা (রা.) ও তার সঙ্গীদের সবাইকে খাইবারের গনিমতের অংশ দান করেছিলেন।

মাশা আল্লাহ!শুকরান লিল্লাহ ❤️
18/11/2024

মাশা আল্লাহ!
শুকরান লিল্লাহ ❤️

কোরআন দিয়ে বরণ হলো ঢাবির ১৫শ শিক্ষার্থীকে | Welcome Freshers...

একদম ঠিক ❤️👍 এখনই উপযুক্ত সময় এক হওয়ার
09/11/2024

একদম ঠিক ❤️👍
এখনই উপযুক্ত সময় এক হওয়ার

এবার ভুল করলে আগামী ৫০ বছরে ও এ সুযোগ আসবে না আসুন এক হয়ে যাই, মুফতি ডঃ এনায়েতুল্লাহ আব্বাসীMtv Bangla ফেসবুক পেইজের পে....

07/11/2024

ড. ইউনূসের ফোনে সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে দেশে আসেন আশিক | Muhammad Yunus | Desh RupantorCompany information:• Desh Rupantor is a daily newspaper based i...

চমৎকার প্রস্তাবনা ❤️ love it .মাশা আল্লাহ 👍
07/11/2024

চমৎকার প্রস্তাবনা ❤️ love it .
মাশা আল্লাহ 👍

যে ছয়টি পয়েন্টে আমি বাংলাদেশের সংবিধানের সংস্কার চাই - ১। রাষ্ট্র পরিচালনার মূলনীতি২। ধর্মনিরপেক্ষতা বনাম অসাম.....

⭐⭐⭐⭐⭐একজন স্বামী তার স্ত্রীকে কখন “পাগলের মত” ভালোবাসে জানেন? 💞এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতা...
10/10/2024

⭐⭐⭐⭐⭐
একজন স্বামী তার স্ত্রীকে কখন “পাগলের মত” ভালোবাসে জানেন? 💞

এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?

বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?

বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।

সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?

বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।

অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?

বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?

বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?

বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?

বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?

মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনে কল্যান দান করুন 🤲 আমীন 🍂🤲,

,,

04/10/2024
27/09/2024

এরকম মনের মানুষ আরো বেশি বেশি আমাদের সমাজে দান করুন মালিক।

আল্লাহ উত্তম প্রতিদান দান করুন ❤️

একদম ঠিক ✅ইনশা আল্লাহ 👍 🇧🇩 ❤️ #ভারত  #বন্যা  #বাংলাদেশ
23/08/2024

একদম ঠিক ✅
ইনশা আল্লাহ 👍 🇧🇩 ❤️

#ভারত
#বন্যা
#বাংলাদেশ

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when তোমার প্রিয় হতে চাই Φ হে আল্লাহ √√ Want To Be Your Favourite Φ Ya ALLAH √√ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তোমার প্রিয় হতে চাই Φ হে আল্লাহ √√ Want To Be Your Favourite Φ Ya ALLAH √√:

Share

Category