Freelancer by Sadia

Freelancer by Sadia Hi! I am sadia jannat. Digital Marketer. And My Dream Is To Be a Successful Freelancer.....!!!

কেন ফ্রিল্যান্সিং করা উচিত:-বেকারত্বের হাত থেকে রেহায় পেতে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য সেরা সিধান্ত। ✔ আবার অনেকে ...
06/04/2024

কেন ফ্রিল্যান্সিং করা উচিত:-

বেকারত্বের হাত থেকে রেহায় পেতে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য সেরা সিধান্ত। ✔ আবার অনেকে চাকুরি করতে ভাল লাগে না। চাকুরির ক্ষেত্রে সকাল-সন্ধ্যা সময় মত অফিসে যেতে হয়। অফিসে কাজ করার চাপ থাকে, সে কারণে অনেকে চাকুরি করা টা পারফেক্ট মনে করে না। তাছাড়া আবার অনেকে ছোট-খাটো ব্যবসা করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পছন্দ করে। আপনি যে কোন স্থান থেকে কাজ করতে পারবেন। নির্দিষ্ট সময়সীমা নেই, অর্থাৎ আপনি বায়ারের কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবে করতে পারবেন। তাছাড়া কাজের জন্য অফিসের প্রয়োজন নাই। মিনিমাম একটা ফোন দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি আপনার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।

25/03/2024

ফ্রিল্যান্সিং কি এবং কেন করবেন......?

অনেকেই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন না.........

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। এটা চাকরির মতো না যে টাইম টু টাইম কাজ করতে হবে এবং বসের কাছে জবাব দিতে হবে। ফ্রিল্যান্সিং এ কাজ গুলা আপনার যখন মন চায় আপনি নিজের সময় অনুযায়ি রুমে বসে করতে পারবেন এবং কারো কাছে কোন জবাব দিতে হবে না আপনি নিজেই নিজের বস😍❤️💪 এবং নিজে চাইলে মাসে লাখ টাকাও ইনকাম করতে সমথক হবেন।

ধন্যবাদ♥️

01/03/2024

যারা বর্তমান আইটি সেক্টরি নিজেদের ক্যারিয়ার গড়তে চান সেটা হতে পারে চাকুরি তে অথবা ফ্রিল্যান্সিং জগতে। তারা বিভিন্ন আইটি তে কোর্স করেন আবার অনেকেই অর্থ না থাকার কারণে এসব কোর্স ভর্তি হতে পারেন না এবং যারা ভর্তি হয়েছে তারা মন মত কাঙ্খিত ফলাফল পান্না। বর্তমানে প্রযুক্তির এই দুনিয়ায় টাকা ইনকামের চেয়ে ইনকামের পথ দেখিয়ে জীবন গড়া সহজ হয়ে গেছে। আমাদের দেশে বিভিন্ন আইটির লোভনীয় অফার দেখিয়ে ভর্তি করে নিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রচুর টাকা, যেমন কিছু অফার - অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান ছয় মাসে কাজ শিখে আর্ন করুন, ছয় মাসে ওয়েব ডিজাইন শিখে এত টাকা ইনকাম করুন মাসে, ফ্রিল্যান্সিং আয় করুন লাখ লাখ টাকা। কি বিশ্বাস হচ্ছে না কি বলছি এই সব? হ্যাঁ সত্যিই এমন হয়ে থাকে শিক্ষার্থীদের টাকার লোভ দেখিয়ে ভর্তি করে নেই কিন্তু তাদের কাঙ্খিত ফলাফল দিতে পারে না।

ঘটনা গুলো প্রায় আইটিতেই হয়ে থাকে। কোন কিছু শিখার জন্য যায় তারা প্রায়ই এরকম ধোঁকা বাজির শিখার হয়ে থাকে। কিন্তু আবার সব আইটি তে এমন ঘটে তাও না। বর্তমানে আইটি গুলো তে দেখা যায় কাজ ও ভালো মতো শিখায় না তাদের কথার সাথে তেমন মিল পাওয়া যায় না, হাতেগুণা কিছু ভালো আইটি ছাড়া। আইটি ইনস্টিটিউট গুলো বা অনলাইনের বাংলাদেশী বিভিন্ন মাধ্যম গুলো যারা বিভিন্ন কাজ শিখানোর অফার করে তারা সত্য কথা কম ই বলেন। তাই সাবধান কোন আইটি ভর্তি হওয়ার আগে সেটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন আর মনে রাখবেন আইটি ইনস্টিটিউট গুলো সব কিছু শিখাবে না আর শিখার কোন শেষ নাই এজন্য নিজে নিজে শিখার ও চর্চা করা জরুরি।

এখন আসি আসল কথা বতমানে আইটি প্রতিষ্ঠান গুলোতে যাওয়ার কারনই হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ শেখা এবং ঘরে বসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা।

আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ফ্রিলেন্সিং পেশাটিকে নিজের পেশা হিসেবে নিতে পারেন ইনসাল্লাহ ভালো কিছু হবে আপনার লাইফ এ।

#ফ্রিলান্সিং #ফ্রিল্যান্সিংকোস

Udemy কি?Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্মযা পেশাদার,বয়স্ক এবং শিক্ষার্থীদের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়।  এটি...
02/02/2024

Udemy কি?

Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম
যা পেশাদার,বয়স্ক এবং শিক্ষার্থীদের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়।

এটি ২০১০ সালের মে মাসে বিকশিত হয়েছিল। জানুয়ারী ২০২০ সাল পর্যন্ত এ প্ল্যাটফর্মের ৬৫ মিলিয়নেরও বেশি শিক্ষার্থী এবং ৫৭,০০০ টির বেশি প্রশিক্ষণার্থী ৫৭,০০০ প্রশিক্ষক রয়েছে ৬৫টি ভাষায় সেখানে ২৯৫ মিলিয়ন কোর্সের উপর নথিভুক্ত হয়েছে। শিক্ষার্থী ও প্রশিক্ষকগণ ১৯০+ দেশ থেকে আগত। ইউডেমিরও ৫০০০ এরও বেশি এন্টারপ্রাইজ গ্রাহক রয়েছে এবং ৮০% ফরচুন ১০০ কোম্পানির কর্মচারী আপস্কিলিংয়ের জন্য ইউডেমিকে ব্যবহার করে।

এছাড়াও, Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এই প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার। Udemy তে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক কোর্স যেমন - Web Design And Development, Programming, Graphics Design, Marketing, Life Style ইত্যাদি উপর।

𝗪𝗵𝗮𝘁 𝗶𝘀 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴?............Digital Marketing is the promotion of products or brands using different forms of ...
29/01/2024

𝗪𝗵𝗮𝘁 𝗶𝘀 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴?............

Digital Marketing is the promotion of products or brands using different forms of electronic media.......

Digital marketing also called online marketing, is the promotion of brands to connect with potential customers using the internet and other forms of digital communication. This includes not only email, social media, and web- based advertising, but also text and multimedia messages as a marketing channel too.

Essentially, if a marketing campaign involves digital communication, So it's digital marketing.....

𝘄𝗵𝘆 𝗶𝘀 𝗱𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴 𝗜𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝘁?

Digital Marketing is Important because Any type of marketing can help our business thrive. However, digital marketing has become increasingly important because of how accessible digital channels are. In fact, there were 5 billion internet users globally in April 2022 alone.

From social media to text messages, there are many ways to use digital marketing tactics in order to communicate with your target audience. Additionally, digital marketing has minimal upfront costs, making it a cost - effective marketing technique for small businesses.

𝗛𝗼𝘄 𝘁𝗼 𝗴𝗿𝗼𝘄 𝘆𝗼𝘂𝗿 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴 𝗖𝗮𝗺𝗽𝗮𝗶𝗴𝗻?
1 • Define Your Goals.
2• Identify Your Target Audience.
3• Create a Content Strategy.
4• Utilize SEO.
5• Invest in Paid Advertising.

Address

Rajarbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer by Sadia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share