Mishu Kanti Dey - দ্য ইনসাইডার

Mishu Kanti Dey - দ্য ইনসাইডার Shining in my own way!. 🦋❤️

03/08/2025

ভিষণ খুদা নিয়ে যদি তুমার দরজার সামনে গিয়ে অনাথের মত দাড়াই, যদি বলি ভাত নয় ভালোবাসা চাই দিবে...

হিমু

একপাশে নির্মমতা, আরেকপাশে মানবতা – আমরা কোথায় দাঁড়িয়ে আছি? পুরান ঢাকার ব্যস্ত সড়কে, শত শত মানুষের চোখের সামনে একজন মানুষ...
12/07/2025

একপাশে নির্মমতা, আরেকপাশে মানবতা – আমরা কোথায় দাঁড়িয়ে আছি?

পুরান ঢাকার ব্যস্ত সড়কে, শত শত মানুষের চোখের সামনে একজন মানুষকে পিটিয়ে, ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হলো। রক্তাক্ত মরদেহের ওপর দাঁড়িয়ে দুই যুবক হাসলো, নাচলো! চারপাশে মানুষের ভিড়, পাশে আনসার ক্যাম্প – তবুও কেউ এগিয়ে এলো না। একটি প্রাণ নিভে গেলো, আর সমাজ তাকিয়ে থাকলো নিরবে। লাল চাঁদ ওরফে সোহাগের সন্তানদের কাছে রাষ্ট্র কি জবাব দেবে?

আর ঠিক তখনই, দূরে ভারতের ঝাড়খণ্ডে ঘটলো এক অন্যরকম দৃশ্য। প্রসব যন্ত্রণায় ছটফট করা অন্তঃসত্ত্বা হাতিটিকে দেখে ট্রেন থামালেন চালক। বন দফতরকে খবর দেওয়া হলো। রেললাইনের ধারে নিরাপদে জন্ম নিলো এক খুদে শাবক। ট্রেন থেমে থাকলো, মানবতা জেগে উঠলো।

একদিকে আমাদের সমাজে মৃত্যু দেখেও চুপ করে থাকা মানুষ, আরেকদিকে এক পশুর জন্য থেমে যাওয়া এক চালকের হৃদয়।
মানুষ হতে হলে শুধু শরীর না, হৃদয়ও জাগ্রত রাখতে হয়

#মানবতা #নীরবতা_অপরাধ #জাগো_মানুষ #হৃদয়ের_দায়িত্ব #মানবিকতা #আমরা_একসাথে #মানুষ_হও #জীবন_মূল্যবান

26/08/2024

"শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে আসুন, আমরা সবাই ভালোবাসা ও সহমর্মিতার শিক্ষাগুলি হৃদয়ে ধারণ করি। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে, ঐক্য ও সম্প্রীতির আলোকে আমরা একসাথে এগিয়ে যাই। 🌸✨"

- #শ্রীকৃষ্ণজন্মাষ্টমী
- #ঐক্যেরবাণী
- #ভালোবাসাএবংশান্তি
- #সম্প্রীতিরউৎসব

১৯৩৭ সালের এক শীতল বিকেলে, চেলসি বনাম চার্লটনের ম্যাচে ঘন কুয়াশার কারণে খেলা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গোলরক্ষক স...
25/08/2024

১৯৩৭ সালের এক শীতল বিকেলে, চেলসি বনাম চার্লটনের ম্যাচে ঘন কুয়াশার কারণে খেলা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গোলরক্ষক স্যাম বাট্রাম তখনও তার পোস্টে দাঁড়িয়ে ছিলেন, মনে প্রাণে বিশ্বাস ছিল যে খেলা এখনও চলছে। আশেপাশে কোলাহল কমে আসতে থাকে, কিন্তু তিনি খেয়াল করেননি যে তার সতীর্থরা সবাই ড্রেসিং রুমে ফিরে গেছে।

অনেকক্ষণ পরে এক নিরাপত্তাকর্মী এসে তাকে জানায় যে ম্যাচটি পনের মিনিট আগেই শেষ হয়েছে। তখন স্যাম গভীর এক বোধের সম্মুখীন হলেন—বন্ধুরা তাঁকে না জানিয়ে চলে গিয়েছে। যারা তার পাশে থাকার কথা ছিল, তারা তাকে একা রেখে চলে গেছে।

জীবনের খেলাটাও অনেকটা এমনই। এই ঘটনায়, স্যাম উপলব্ধি করেন, কখনও কখনও আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলোও কুয়াশার মধ্যে হারিয়ে যায়। যাদের জন্য আপনি প্রতিনিয়ত লড়াই করেন, তাদের মধ্যে কেউ হয়তো সময়মতো পাশে থাকবে না। তাই জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি বন্ধুত্ব বেছে নিতে হবে বিচক্ষণতার সঙ্গে—কোন কুয়াশা যেন আপনাকে অন্ধকারে না রেখে যায়।

Address

Rajarbag

Telephone

+8801824913956

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mishu Kanti Dey - দ্য ইনসাইডার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mishu Kanti Dey - দ্য ইনসাইডার:

Share