16/09/2025
🌸✨ কবিতা আহ্বান ✨🌸
আসন্ন যৌথ কাব্যগ্রন্থ — ❝শব্দপুষ্পের গন্ধ❞
শব্দের পাপড়িতে জড়ানো ভালোবাসা আর অনুভূতির সুবাস নিয়ে আমরা প্রকাশ করতে যাচ্ছি যৌথ কাব্যগ্রন্থ ❝শব্দপুষ্পের গন্ধ❞।
এতে স্থান পাবে দেশের বিভিন্ন প্রান্তের নবীন ও প্রবীণ কবিদের সেরা স্বরচিত কবিতা।
📌 যা পাঠাতে হবে:
•২, ৫ অথবা ১০টি স্বরচিত কবিতা
•প্রতিটি কবিতা সর্বোচ্চ ২৪ লাইনের মধ্যে
•লেখা সম্পূর্ণ মৌলিক ও সাহিত্যমানসম্পন্ন হতে হবে
•কবির নাম ও ছবি বইতে সংযুক্ত থাকবে
📌 কবিতা পাঠানোর ঠিকান:
Md Nurnobi Islam Sumon
Nahiyan Rana
বিশেষ তথ্য:
আপনার পাঠানো কবিতার মধ্য থেকে নির্বাচিত সেরা রচনাগুলো বইতে স্থান পাবে (মানসম্মত লিখা ছাড়া অন্য লিখা দিয়ে জগাখিচুড়ী করা হবে না ইন শা আল্লাহ্)। এই বই প্রকাশের পর পাঠকসমাজে তা বিশেষ সাড়া ফেলবে বলে আমরা আশাবাদী।
তাই দেরি না করে আপনার হৃদয়ের সেরা কবিতা আমাদের কাছে পাঠিয়ে দিন।
আপনিও হতে পারেন “শব্দপুষ্পের গন্ধ”-এর গর্বিত সহলেখক।
📩 বিস্তারিত জানতে ও অংশগ্রহণ করতে এখনই ইনবক্স করুন!
আসুন, শব্দে গড়ে তুলি অনুভূতির শিল্প।
আপনার কবিতা হয়ে উঠুক ভালোবাসার অনন্ত সুবাস।