22/07/2025
সরাসরি ঢাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ নদী পথে নিকলী - মিঠামইন হাওড় হয়ে টাঙ্গুয়ার হাওড় ভ্রমন ❤️
আমাদের খাবার মেন্যু সমুহ:
প্রথম দিন:
- বিকেলের স্ন্যাক্স: ওয়েলকাম ড্রিংক্স (তাজা ফলের জুস), চাওমিন ও পেয়ারা মাখা।
- রাতের খাবার: প্লেইন রাইস, নদীর মাছ ভুনা/ গ্রেভেয়া, দুই রকমের ভর্তা, চিকেন কারি, ঘন ডাল, সালাদ, কাপ দই ।
দ্বিতীয় দিন:
- সকালের খাবার: পরোটা, ডিম ওমলেট, মিক্স ভেজিটেবল, সুজির হালুয়া, মুগের ডাল।
- সকালের স্ন্যাক্স : ফ্রুট কেক, কলা ।
- দুপুরের খাবার: প্লেইন রাইস, হাসের মাংস, লাউ চিংড়ি, পাবদা মাছের কারি, দুই রকমের ভর্তা, ডাল, সালাদ, স্থানীয় মিষ্টি।
- বিকেলের স্ন্যাক্স: ফ্রেঞ্চ ফ্রাই, স্যুপ।
- রাতের খাবার: ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, ফিস বারবিকিউ, চিকেন বারবিকিউ, বুটের ডাল, রাইতা, সালাদ, সফট ড্রিঙ্কস।
তৃতীয় দিন :
- সকালের খাবার: ভুনা খিচুড়ি, বেগুন ভাজি, ডিম কারি, মিক্সড আচার, পেয়াজ মরিচ ভর্তা, সালাদ।
- সকালের স্ন্যাক্স: কেক, সিজনাল ফল।
- দুপুরের খাবার: প্লেইন পোলাউ, ডিমের কোর্মা, মিক্সড ভেজিটেবল, চিকেন কারি, সালাদ, মিনারেল পানি, কোল্ড ড্রিঙ্কস।
- বিকেলের স্ন্যাক্স: নুডলস, পাকোড়া / ফিস টেম্পুরা।
- রাতের খাবার: প্লেইন রাইস, মিক্সড ভেজিটেবল, হাস ভুনা, ফিস ফ্রাই, দুই রকমের ভর্তা, ঘন ডাল, সালাদ, লোকাল দই বা মিষ্টি।
চতুর্থ দিন
- সকালের খাবার: লুচি, আলুর দম, ডিম মামলেট, সুজির হালুয়া ।
- সকালের স্ন্যাক্স: ড্রাই কেক ও পেয়ারা।
- দুপুরের খাবার: সাদা ভাত, ডিমের ভর্তা, করল্লা ভাজি, ঢেড়স ভাজি, শাক, দুই ধরণের ভর্তা, চিকেন ঝাল কারি, ফিস ফ্রাই, টমেটো চাটনি, মিক্স সালাদ, ভেজিটেবল, মুড়িঘন্ট, লোকাল মিস্টি।
- বিকেলের স্ন্যাক্স: অন্থন, স্যুপ।
- রাতের খাবার: প্লেইন রাইস, মাটন রেজালা, ফিস কারি, দুই রকমের ভর্তা, মিক্সড ভেজিটেবল, ঘন ডাল, সালাদ (অপশনাল), লোকাল মিস্টি।
- নোট: বাজারে প্রাপ্যতার উপর নির্ভর করে খাবারের তালিকা কিছুটা পরিবর্তন হতে পারে
আমাদের ট্রিপে আমরা খাই দাই এর কিছুই কমতি রাখি না।