Freelancer Rashed

Freelancer Rashed যে স্বপ্ন ভয় দেখায়না,
সে স্বপ্ন বড় হতেও দেয়না...

ইন্জিঃ রাশেদ খানঁ।

🔶 সফলতার পথচলা: এক জীবনের ছয়টি অধ্যায়সফলতা—এই শব্দটা জীবনের প্রতিটি বয়সে একেক রকম রূপ নেয়।একটি শিশুর জন্য যা বিজয়, একজন ...
19/06/2025

🔶 সফলতার পথচলা: এক জীবনের ছয়টি অধ্যায়

সফলতা—এই শব্দটা জীবনের প্রতিটি বয়সে একেক রকম রূপ নেয়।
একটি শিশুর জন্য যা বিজয়, একজন প্রবীণের জন্য তা হয় স্মৃতি।
চলুন দেখি, সফলতার এই পরিবর্তিত রূপগুলো আমাদের জীবনকে কেমন করে গড়ে তোলে:

🔸 ৫ বছর বয়সে, সফলতা মানে নিজের বাসার ঠিকানা মুখস্থ বলতে পারা। মা-বাবার মুখে প্রশংসা শুনে খুশিতে ঝলমল চোখ।
🔸 ১২ বছর বয়সে, সফলতা মানে ক্লাস ফাইভে বৃত্তি পাওয়া। কষ্ট করে লেখা আর পড়ার ফল যখন সবার মুখে গর্ব হয়ে বাজে।
🔸 ১৮-১৯ বছরে, সফলতা মানে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। জীবনের ভবিষ্যৎ তখন কেবল শুরু।
🔸 ৩০ বছর বয়সে, সফলতা মানে একটি ভালো ইনকামের ব্যবস্থা, স্থায়ী ক্যারিয়ার, পরিবারকে সামলানোর সক্ষমতা।
🔸 ৪৫ বছর বয়সে, সফলতা মানে সন্তানদের মানুষ করা—তাদের সৎ, সচেতন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা।
🔸 ৬৫ বছর বয়সে, সফলতা মানে রোগমুক্ত থাকা, পরিবারের পাশে থাকা, একটু শান্তিতে দিন কাটানো।
🔸 আর অবশেষে, ৮৫ বছর বয়সে, সফলতা আবার ঘুরে ফিরে আসে শুরুর জায়গায়—
নিজের বাসার ঠিকানা মনে রাখতে পারা।
স্মৃতির সাথে লড়াই, একাকীত্বের প্রহর, এবং অতীতের ছায়া—সব পেরিয়ে যদি সেই বৃদ্ধ নিজের ঠিকানা ভুলে না যান,
তবে সেটাই তার জীবনের সবচেয়ে বড় সাফল্য।

---

🟨 জীবনের চক্রটা তাই আশ্চর্য রকমভাবে ঘুরে আসে।
শুরু যেখানে, শেষটাও যেন ঠিক সেখানেই।
সফলতা কেবল বড় অর্জনের গল্প নয়,
এটি ছোট্ট ছোট্ট মুহূর্তের অনুভব—যা ছুঁয়ে যায় হৃদয়ের গভীরে।

🚀 যারা থেমে থাকে, প্রযুক্তি তাদের পিছনে ফেলে দেয়…Starlink এখনো বাংলাদেশে পুরোপুরি পৌঁছায়নি।তার আগেই পৃথিবী এগিয়ে যাচ্ছে ...
16/06/2025

🚀 যারা থেমে থাকে, প্রযুক্তি তাদের পিছনে ফেলে দেয়…

Starlink এখনো বাংলাদেশে পুরোপুরি পৌঁছায়নি।
তার আগেই পৃথিবী এগিয়ে যাচ্ছে আরেক ধাপ—
Google-এর Project Taara-র দিকে, যেখানে আলো দিয়ে (Laser Beam) ফাইবার-গতির ইন্টারনেট!

🤖 এই পৃথিবীতে একটাই নিয়ম—শেখো, না হয় হারো

আসলে প্রযুক্তির পথটা এমনই—
একদিন যা ছিল ভবিষ্যৎ, পরদিনই হয়ে যায় অতীত।

💡 সময় বদলাচ্ছে, প্রযুক্তি দৌড়াচ্ছে—
আপনি যদি একই জায়গায় থাকেন, তাহলে বাস্তবতা খুব দ্রুত আপনাকে অপ্রাসঙ্গিক করে দেবে।

16/06/2025

যদি তুমি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত।

আর যদি তুমি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ! 💚

Clarity is power. """""""
14/06/2025

Clarity is power.

"

"

"

"

"

"

"


সুসময়ের মানুষ এবং দুঃসময়ের মানুষের একটি তালিকা করুন। জীবনে চলার পথে অনেক কাজে আসবে। চাইলে অনেক কে পরিক্ষা করেও দেখতে পার...
12/06/2025

সুসময়ের মানুষ এবং দুঃসময়ের মানুষের একটি তালিকা করুন। জীবনে চলার পথে অনেক কাজে আসবে। চাইলে অনেক কে পরিক্ষা করেও দেখতে পারেন।



10/06/2025

লবণের মত হতে হবে, যেনো উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতিতে স্বাদহীন করে দেয় 🫅🏻

06/06/2025

যারা দেশের মানুষের কথা চিন্তা করে নিজের জীবনের Golden time টা দিয়ে সুখ দুঃখ আনন্দ সব কিছু বিলিয়ে দিচ্ছে সেই রেমিট্যান্স যোদ্ধাদের জানাই

ঈদ মোবারক ❤️🌙🌹

AI দিয়ে ইন-কা-ম!২০২৫ সালের সেরা ১২টি ই-ন-কা-ম আইডিয়া – এখনই শুরু করলে আগেই থাকবেন!আপনি যদি এখনো ভাবছেন অনলাইনে ই-ন-কা*ম ...
01/06/2025

AI দিয়ে ইন-কা-ম!
২০২৫ সালের সেরা ১২টি ই-ন-কা-ম আইডিয়া – এখনই শুরু করলে আগেই থাকবেন!
আপনি যদি এখনো ভাবছেন অনলাইনে ই-ন-কা*ম কীভাবে সম্ভব, তাহলে এই পোস্টটি আপনার জন্য।
২০২৫ সালে AI (Artificial Intelligence) হচ্ছে আপনার সেরা পার্টনার। আজকাল মোবাইল দিয়েই আপনি এমন কাজ করতে পারেন যেটা আগে শুধুমাত্র প্রফেশনালরা করতো!
এখানে থাকছে ১২টি হট ই-ন-কা-ম আইডিয়া, যেগুলো আপনি এখনই শুরু করতে পারেন – কোডিং জানা বা ডিজাইন পারার দরকার নেই!
১. AI Content Writing (ChatGPT, Writesonic)
Fiverr বা Upwork-এ কনটেন্ট রাইটিং সার্ভিস দিন। ব্লগ, ইমেইল, স্ক্রিপ্ট – সব AI দিয়ে করা যায়।
২. AI Video Creation (Pictory, InVideo)
ইউটিউব অটো চ্যানেল বানান। স্ক্রিপ্ট → ভয়েস → ভিডিও – সব AI বানিয়ে দেবে!
৩. AI Voiceover (Murf, ElevenLabs)
পেশাদার ভয়েস ছাড়াই ভয়েসওভার সার্ভিস দিন। ভিডিও মেকারদের এখন বিশাল চাহিদা।
৪. AI Logo & Brand Design (Looka, Designs.ai)
গ্রাফিক ডিজাইন না জানলেও ব্র্যান্ডিং সার্ভিস দিতে পারবেন – পুরো প্যাকেজ বানিয়ে দিন।
৫. AI SEO Blogging (Scalenut, SurferSEO)
এফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডসেন্স – সব সম্ভব AI SEO ব্লগিং দিয়ে।
৬. AI Social Media Manager (Ocoya, Predis.ai)
পোস্ট তৈরি থেকে শিডিউল দেওয়া – সব AI করে দেবে। আপনি শুধু ক্লায়েন্ট পান।
৭. AI Presentation Making (Tome, SlidesAI)
ছাত্র, শিক্ষক, অফিসার – সবারই প্রেজেন্টেশন দরকার। AI দিয়ে ঝটপট বানিয়ে দিন।
৮. AI Illustration & T-shirt Design (Midjourney, Leonardo)
ডিজাইন বানান, আপলোড করুন Print-on-Demand সাইটে, আর ইনকাম আসবে প্যাসিভলি!
৯. AI Voice Cloning & Dubbing (Voicemaker, Papercup)
ইউটিউব বা কনটেন্ট কনভার্সনে ভয়েস ডাবিং – অন্য ভাষায় ভিডিও বানিয়ে মার্কেট ধরুন।
১০. AI Chatbot Building (Tidio, Chatbase)
ব্যবসায়িক সাইটের জন্য AI চ্যাটবট বানিয়ে দিন – ২৪/৭ কাস্টমার সার্ভিস!
১১. AI Resume & Cover Letter Writing (Kickresume, Rezi)
চাকরিপ্রার্থীদের জন্য প্রফেশনাল রিজিউমে ও কভার লেটার বানিয়ে দিন।
১২. AI Course Creation
ChatGPT দিয়ে নিজের কোর্স বানান, বিক্রি করুন Udemy বা নিজের ওয়েবসাইটে!
বিশ্বাস করুন বা না করুন, যারা এখন AI শিখছে – তারা কাজ করছে ৫-১০ গুণ দ্রুত ও সস্তায়!
এটাই সময় এগিয়ে যাওয়ার।
আপনি কি তৈরি?





📍সময় থাকতে সময়ের সঠিক মূল্য দিতে শিখুন⏱️,,,, কথাই তো আছে সময় হচ্ছে নদীর স্রোতের মতো,,, একবার গেলে কখনো আর ফিরে আসে না।...
01/06/2025

📍সময় থাকতে সময়ের সঠিক মূল্য দিতে শিখুন⏱️,,,, কথাই তো আছে সময় হচ্ছে নদীর স্রোতের মতো,,, একবার গেলে কখনো আর ফিরে আসে না।⏳

নিজের ক্যারিয়ার নিয়ে সচেতন ব্যক্তি সময় ও সুযোগ পেলে কখনো অজুহাত দেয় না,,,☑️

🔥 কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১২টি ভ-য়ং-ক-র Text-to-Generator টুল!সবকিছু এখন লেখা থেকেই বানিয়ে ফেলুন—ভিডিও, স্লাইড, সঙ্গীত,...
31/05/2025

🔥 কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১২টি ভ-য়ং-ক-র Text-to-Generator টুল!
সবকিছু এখন লেখা থেকেই বানিয়ে ফেলুন—ভিডিও, স্লাইড, সঙ্গীত, এমনকি ৩D ডিজাইন পর্যন্ত!

আপনি কনটেন্ট বানান?
প্রতিবার ভাবেন—“কী লিখবো, কী বানাবো?”
এই লিস্টটা আপনাকেই বদলে দেবে!

১: ChatGPT.com

যেকোনো লেখা, আইডিয়া, ব্লগ, স্ক্রিপ্ট—সবকিছু ঝরঝরে করে বানিয়ে দেবে।

২: RecCloud.com

লেখা দিলেই বানিয়ে দেবে প্রফেশনাল ভয়েসওভার—ভিডিও বা অডিওর জন্য পারফেক্ট।

৩: Beautiful.ai

টেক্সট দিলেই বানাবে চোখ ধাঁধানো প্রেজেন্টেশন স্লাইড।

৪: Jasper.ai

মার্কেটিং কপি, ক্যাম্পেইন আইডিয়া—সব তৈরি হবে এক ক্লিকে।

৫: Suno.ai

লেখা দিলেই তৈরি হবে মিউজিক—হ্যাঁ, গান বানিয়েই দেবে!

৬: Synthesia.io

স্ক্রিপ্ট দিন, AI অ্যাভাটার দিয়ে তৈরি করুন ভিডিও—বিনা ক্যামেরায়!

৭: RunwayML.com

AI দিয়ে 3D ডিজাইন, ভিডিও এডিটিং—সব কিছু একদম ম্যাজিকের মতো!

৮: Tome.app

আধুনিক ও স্মার্ট প্রেজেন্টেশন তৈরি করতে চাইলে এটি মাস্ট ইউজ।

৯: PicWish.com

লেখা থেকে বানিয়ে ফেলুন ঝকঝকে ইমেজ—একদম AI স্টাইল!

১০: Descript.com

অডিও এডিটিং হবে এখন লেখার মতো সহজ—ভয়েস চেঞ্জ, ট্রিম সবই সম্ভব।

১১: AIVA.ai

AI দিয়ে বানিয়ে ফেলুন ইন্সট্রুমেন্টাল ব্যাকগ্রাউন্ড মিউজিক বা থিম।

১২: GitMind.com

আপনার আইডিয়াকে সাজিয়ে দেবে এক চোখে পড়ার মতো ভিজুয়াল মাইন্ডম্যাপে।

📥 সেভ করে রাখুন—পরে খুঁজে পাবেন না!
বন্ধুদের ট্যাগ করুন যারা ভিডিও বা কনটেন্ট বানান।

---



30/05/2025

আপনার সফলতার পোস্টে আপনজনরা কখনো কমেন্ট করবে না। ❌
সুতরাং তাদের কথা শুনে নিজেকে দমিয়ে রাখবেন না।

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rashed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Rashed:

Share