Freelancer Rashed

Freelancer Rashed যে স্বপ্ন ভয় দেখায়না,
সে স্বপ্ন বড় হতেও দেয়না...

ইন্জিঃ রাশেদ খানঁ।

23/09/2025

ক্লায়েন্ট ধরার সবচেয়ে দ্রুত উপায়? এআই এর এই ফ্রি টেকনিক!
👇👇

🇧🇩 লোকাল মার্কেটপ্লেসের সুযোগডিজিটাল মার্কেটিং শুধু Fiverr, Upwork বা Freelancer–এই নয়, বাংলাদেশেও এখন এর বিশাল চাহিদা ত...
23/09/2025

🇧🇩 লোকাল মার্কেটপ্লেসের সুযোগ

ডিজিটাল মার্কেটিং শুধু Fiverr, Upwork বা Freelancer–এই নয়, বাংলাদেশেও এখন এর বিশাল চাহিদা তৈরি হয়েছে।✔️

🔹 হাজারো অনলাইন শপ, ই-কমার্স, রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, ট্রাভেল এজেন্সি — সবাই ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিচ্ছে।💚

🔹 লোকাল মার্কেটপ্লেস (page, Marketplace, LinkedIn, লোকাল এজেন্সি) এর মাধ্যমে নিয়মিত প্রোজেক্ট পাওয়া যাচ্ছে।🤲

🔹 অর্থাৎ কাজের ক্ষেত্র শুধু আন্তর্জাতিক নয়, দেশের ভেতরেই নিশ্চিত ইনকামের পথ খোলা।

তাই লোকাল ও গ্লোবাল—দুই মার্কেটপ্লেসেই ইনকামের রয়েছে নিশ্চিত গ্যারান্টি 🤲

💼 ছাত্র, চাকরিজীবী বা উদ্যোক্তা — যে কেউ এই স্কিল শিখে স্মার্ট ডলার ও লোকাল ইনকাম শুরু করতে পারেন।🤲🤲🤗


প্রতিদিন কি কনটেন্ট আইডিয়া খুঁজতে গিয়ে বিপাকে পড়েন? 🤯এই প্রম্পটগুলো ব্যবহার করলে সহজেই পুরো মাসের কনটেন্ট ক্যালেন্ডার বা...
22/09/2025

প্রতিদিন কি কনটেন্ট আইডিয়া খুঁজতে গিয়ে বিপাকে পড়েন? 🤯
এই প্রম্পটগুলো ব্যবহার করলে সহজেই পুরো মাসের কনটেন্ট ক্যালেন্ডার বানিয়ে ফেলতে পারবেন 👇

👉 সেভ করুন + শেয়ার করতে ভুলবেন না!

স্কিল ডেভেলপমেন্ট করতে এসে কিছু কমন অজুহাত🤦‍♀️ 😔"আমি খুব করে চাই কিন্তু বাসা থেকে বাবা মা মানতেছেনা"👉 ওলেলেলে, পাপাকি পা...
21/09/2025

স্কিল ডেভেলপমেন্ট করতে এসে কিছু কমন অজুহাত🤦‍♀️

😔"আমি খুব করে চাই কিন্তু বাসা থেকে বাবা মা মানতেছেনা"
👉 ওলেলেলে, পাপাকি পারি/পারা, তোকে স্কীল শিখতে বলা হইসে বিয়ের জন্য না😒

⏳ "সময় নাই!"
👉 হ্যাঁ, ফেসবুক স্ক্রল করার জন্য তো ফেসবুক থেকে সময় ধার করা হয়😒

⏰ "এখন তো অনেক দেরি হয়ে গেছে!"
👉তারমানে আমি বুড়া বয়সে এসে কাজ করছি😶

💸 "এত টাকা খরচ করে শিখবো কেন?"
👉 আপনার ওয়াইফির বিলটা কি ফেলে দেওয়ার মতো, না নতুন স্কিল শিখে জীবনে মেলা উন্নতি করবেন? 💰

💡 "এটা তো আমার কাজে আসবে না!"
👉 আরে ভাই, জব সেক্টরে যাও তখন ম্যানেজিং ডিরেক্টর ও বলবে- তোমাকে আমাদের কাজে আসবে না😏

😓 "আমি তো আগে শিখে দেখেছি, কিছুই শিখতে পারলাম না!"
👉 আপনি তো হাঁটতে শিখতে গিয়ে প্রথমে গড়িয়ে পড়েছিলেন, তখন তো হাল ছাড়েননি। তো এখানে একি সেই গল্প! 😤

💪 শুরু করুন, আজই! এবং দেখুন, আপনার অজুহাতগুলো কিভাবে ইতিহাস হয়ে যায়।😈

18/09/2025

AI যেভাবে ডেভেলপ হইতেছে মনে হচ্ছে, আগামী ৩/৪ বছরের মধ্যে ক্রিয়েটিভ সেক্টর ছেড়ে, কৃষিকাজে নামতে হবে।

এখনই কোম্পানি গুলো ফ্রেশারদের নিয়োগ দেওয়া বন্ধ করে দিছে।

আগমনী দিনগুলো সত্যিই ভয়ংকর হতে যাচ্ছে।

হরিণ এক লাফে যায় তেইশ হাত, আর বাঘ যায় বাইশ হাত।তাহলে অংকের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা না। কিন্তু বাস্তবে ঘ...
15/09/2025

হরিণ এক লাফে যায় তেইশ হাত, আর বাঘ যায় বাইশ হাত।

তাহলে অংকের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা না। কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা — বাঘের হাতে হরিণ হয় ধরাশায়ী।

এর কারণ কি?

কারণ আর কিছুই না, হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পিছন ফিরে তাকায় — বাঘের চেয়ে সে কতটা এগিয়ে আছে বোঝার জন্য। আর এটাই হরিণের জন্য কাল হয়! পিছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই হরিণ একবারে তেইশ হাত পিছিয়ে পড়ে। ফলে হরিণ একসময় ধরা পড়ে যায় বাঘের হাতে।

এজন্য চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। ভুল-ভ্রান্তি যাই থাকুক দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাবার নামই স্বপ্নের কাছাকাছি পৌঁছানো।

15/09/2025

যেদিন তুমি বুঝবে ভিক্ষার থেকে যোগ্যতা বড়, সেদিন তুমি কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী খুঁজবে না, চাইবে কর্মসংস্থান।

আসসালামু আলাইকুম,  প্রিয় ফ্রিল্যান্সার ও শিক্ষার্থী বৃন্দ, 🌸বর্তমানে অনেক ফ্রিল্যান্সার ও শিক্ষার্থীই একটি বড় চ্যালেঞ্...
14/09/2025

আসসালামু আলাইকুম, প্রিয় ফ্রিল্যান্সার ও শিক্ষার্থী বৃন্দ, 🌸

বর্তমানে অনেক ফ্রিল্যান্সার ও শিক্ষার্থীই একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। সেটি হলো—হঠাৎ করেই Fiverr অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া। অনেকেরই অভিযোগ থাকে, কোনো কারণ ছাড়াই এমনটি ঘটে যাচ্ছে, যা সত্যিই হতাশাজনক এবং দুশ্চিন্তার কারণ। কিন্তু বাস্তবে Fiverr খুবই সেনসিটিভ একটি মার্কেটপ্লেস, যেখানে ছোটখাটো ভুলের কারণেও সাসপেনশন হতে পারে। তাই প্রথমেই আতঙ্কিত না হয়ে সমস্যার সঠিক সমাধান খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ।

🔹 করণীয় পদক্ষেপ:
যদি হঠাৎ আপনার Fiverr অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, তবে ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে Fiverr Support Team-এর সাথে যোগাযোগ করুন।
👉 আপনার সমস্যাটি পরিষ্কারভাবে লিখে টিকিট ওপেন করুন বা লাইভ চ্যাটে জানান। সাধারণত Fiverr Support ৩০ মিনিট থেকে ২৪ ঘণ্টার মধ্যেই সমস্যাটি রিভিউ করে এবং যদি কোনো গুরুতর ভায়োলেশন না থাকে তবে অ্যাকাউন্ট পুনরায় অ্যাকটিভ করে দেয়।

❌ Fiverr-এ যেসব ভুলের কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে:

1. একাধিক অ্যাকাউন্ট খোলা – একই নামে বা একই ডিভাইস/আইপি ব্যবহার করে দুই বা ততোধিক অ্যাকাউন্ট চালানো।

2. ভুল তথ্য প্রদান – নকল নাম, ভুয়া লোকেশন বা মিথ্যা তথ্য ব্যবহার করা।

3. অপ্রফেশনাল যোগাযোগ – ক্লায়েন্টের সাথে বাজে ভাষা ব্যবহার, বারবার স্প্যাম করা বা অফার পাঠানো।

4. Terms of Service ভঙ্গ করা – Fiverr-এর নিয়ম না মেনে কাজ করা, যেমন Fiverr-এর বাইরে লেনদেনের চেষ্টা করা।

5. অপ্রাসঙ্গিক সার্ভিস বা গিগ তৈরি – নিষিদ্ধ বা অপ্রয়োজনীয় সেবা দেওয়া।

6. নেগেটিভ ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স – ডেলিভারিতে দেরি, মানসম্মত কাজ না দেওয়া বা রিফান্ডের ঝামেলা।

7. অটোমেশন বা সফটওয়্যার ব্যবহার – ভিউ/অর্ডার বাড়াতে বট বা ভুয়া কার্যকলাপ করা।

8. Copyright/Plagiarism ভঙ্গ – অন্যের ডিজাইন, লেখা বা কাজ কপি করে ব্যবহার করা।

🔰 শেষ কথা:
Fiverr একটি গ্লোবাল মার্কেটপ্লেস যেখানে প্রতিদিন লাখো ফ্রিল্যান্সার কাজ করে। তাই এটি সবসময় চেষ্টা করে মার্কেটপ্লেসকে নিরাপদ রাখতে। আপনি যদি নিয়ম মেনে প্রফেশনালভাবে কাজ করেন, তবে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর হঠাৎ কোনো কারণে সাসপেন্ড হলেও দুশ্চিন্তা করবেন না—সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলেই সমাধান পাওয়া সম্ভব।


গুগল আবারও নতুন চমক নিয়ে এলো! এবার আসছে Google Nano – যেখানে এআই কাজ করবে আরও দ্রুত, আরও স্মার্ট আর আগের যেকোনো সময়ের ...
12/09/2025

গুগল আবারও নতুন চমক নিয়ে এলো! এবার আসছে Google Nano – যেখানে এআই কাজ করবে আরও দ্রুত, আরও স্মার্ট আর আগের যেকোনো সময়ের চেয়ে সহজভাবে। এটা হতে যাচ্ছে টেক দুনিয়ায় একেবারেই ভিন্ন ও অসাধারণ এক অভিজ্ঞতা।

✨ এর মাধ্যমে আপনি খুব সহজেই ছবি এডিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড পাল্টানো, ড্রেস পরিবর্তন করা এমনকি ছবির পোজ পর্যন্ত পরিবর্তন করা যাবে—তাও আবার এমনভাবে, যেন ছবির আসল লুকটা একেবারেই ন্যাচারাল দেখায়।

🎯 Nano Banana – Google-এর AI ইমেজ জাদু!
✅ Nano Banana হলো Google DeepMind-এর নতুন AI-চালিত ইমেজ এডিটিং টুল, যা Gemini মডেলের মাধ্যমে কাজ করে। এটা দিয়ে আপনি যা করতে পারেন, সেটা জানলে চোখ কপালে উঠবে।
🔍 কি করা যায় Nano Banana দিয়ে?
🎨 Just Type — AI will Create!
🎯 নিজের বা কল্পনার চরিত্র সাজান সহজেই।
🎯 নিজের মুখ, জামা, ব্যাকগ্রাউন্ড বদলান।
🎯 পোষা প্রাণীকে দিন সুপারহিরো রূপ।
🎯 ফ্যান্টাসি বা সিনেমার মত সীন বানান।
🎯 বাস্তবসম্মত ইমেজ তৈরি — যা দেখে মনে হবে আসলেই তোলা ছবি।
🎯 পেশাদার পোস্টার/কনটেন্ট বানান — কোনো ডিজাইন স্কিল ছাড়াই।
🎯 একাধিক ছবিকে একত্র করে storytelling ইমেজ তৈরি।
🎯 একমাত্র কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া — বিনা ফটোশপ স্কিলেই।
✅ কে ব্যবহার করতে পারবে?
✅ ডিজাইনার & ভিডিও এডিটর।
✅ কনটেন্ট ক্রিয়েটর।
✅ মার্কেটার।
✅ গেম/কমিক আর্টিস্ট।

12/09/2025

মানুষ মূলত
আমাদের অব>স্থানকেই
ভালোবাসে 🍁!

12/09/2025

তুমি ৪ বছরের পড়াশোনায় ক্লাস করলা, অ্যাসাইনমেন্ট জমা দিলে, CGPA ও ম্যানেজ করলা।
কিন্তু ইন্টারভিউ তে HR যখন বলল Tell me about yourself
তুমি বললা আমার বাবা জমিদার, দাদা দফাদার, স্যার আমি প্রাচ্যের অক্সফোর্ডের ছাত্র, আমি পরিশ্রমী, বিশ্বস্ত ইত্যাদি ইত্যাদি।

মানে ফরমায়েশি স্লাইড রিড করলা।

এইযে তুমি তোমার মানপত্র বলতে বলতে, টেবিলের অন্যপাশ থেকে বিদায়পত্র রেডি হচ্ছে।

প্রতি বছর অসংখ্য “theory expert” বের হয়, কিন্তু "solution builder" হয় হাতে গোনা।

তুমি যদি নিজেকে 'হায়ারেবল' বানাতে চাও, তোমাকে ৪ বছরে শুধু CGPA না, শেখা লাগবে

👨‍💻 Hard Skills: যেটা তুমি করতে পারো হাতে কলমে (Coding / Designing / Analysis)

🗣️ Soft Skills: Present করতে জানো নিজেকে? Eye contact করে Communication পারো?

📁 Portfolio: তুমি যেটা বলো পারো, তার প্রমাণ আছে তো তোমার কাছে?

বেশি না মাত্র এই ৩ জিনিস।
কাজে লেগে যাও।

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rashed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Rashed:

Share