Nirob Tv

Nirob Tv A privately owned news and current affairs television channel in Bangladesh, Nirob Television is also known as Nirob TV. it is owned by Md Ebrahim Hossain.

Contact Us: Mobile: +88 01611-992923
Email: [email protected]
Web: https://nirobtv.bd

মিটফোর্ডের ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা নিরব টিভি :রাজধানীর মিটফোর্ডে চাঁদা না পেয়ে ভ...
12/07/2025

মিটফোর্ডের ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরব টিভি :

রাজধানীর মিটফোর্ডে চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, শুধু মিটফোর্ড নয়, সারাদেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক৷ একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না৷ এ ঘটনায় দায়ী পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে৷ তিনি আরো বলেন, বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকালে র‍্যাব অস্ত্রসহ দু'জনকে গ্রেফতার করেছে। তাছাড়া গতকাল রাতেও একজনকে গ্রেফতার করা হয়েছে৷ সবমিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ডিবির টিমও কর্মরত রয়েছে৷

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি৷ এই অসহিষ্ণুতা আমাদের সবাই মিলে কমিয়ে আনতে হবে৷ এটা আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের নীতি-নির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মোদ্দাকথা, এ বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। উপদেষ্টা বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়৷ কোন ঘটনা ঘটলে সেটা যেনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়৷ আইনশৃঙ্খলা বাহিনী সেটার যথাযথ ব্যবস্থা নেবে৷

আইনশৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কিভাবে গ্রেফতার করা হলো? তিনি বলেন, গতকাল কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট ফেরত নিয়ে আসার ঘটনায় যে মহিলা টেলিফোন করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে৷ তাকে যে পরামর্শ দিয়েছে তাকেও আইনের আওতায় আনা হয়েছে৷ চাঁদপুরের ঘটনায়ও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে৷ তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এই অবস্থা মোটেও নির্লিপ্ততা নয়৷ অনেক সময় দু'এক জায়গায় কোনো কারণে একটু হয়তো দেরি হতে পারে৷ তবে এ সমস্ত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সাথে সাথে অ্যাকশনে যাচ্ছে।

ব্রিফিংকালে আইজিপি বাহারুল আলম বিপিএম, এসবি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা এর আগে ঢাকা জেলা পুলিশ লাইন আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এবং উপস্থিত ফোর্সদের বিভিন্ন সমস্যাদির কথা শোনেন ও তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

নতুন এক অভিজ্ঞতা অর্জন করতেছি।ঢাকার শহরঘুড়ে
25/06/2025

নতুন এক অভিজ্ঞতা অর্জন করতেছি।ঢাকার শহরঘুড়ে

22/06/2025

রাজধানীর খিলগাঁও এ বিদ্যুৎ নেই প্রায় দেড় ঘন্টা : গরমে অস্থির মানুষ

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে খিলগাঁও এলাকা সহ রাজধানীর বিভিন্নস্থানে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলস...
22/06/2025

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে
খিলগাঁও এলাকা সহ রাজধানীর বিভিন্নস্থানে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)

22/06/2025

সিইসি নুরুল হুদা কে আটক করে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে দিলেন জনতা।

পাঁচটি নোবেল পাওয়ার যোগ্য ট্রাম্প
21/06/2025

পাঁচটি নোবেল পাওয়ার যোগ্য ট্রাম্প

যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
14/06/2025

যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

14/06/2025

উত্তরা ১৩ নং সেক্টর থেকে সকাল ৯টায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ১ কোটি ৮ লক্ষ ক্যাশ টাকা র‍্যাবের পোশাকে এসে ছিনতাই করে নিয়ে গেছে!

দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে ফিরছেন জেলেরা, ঘাটজুড়ে উৎসবের আমেজনিরব টিভি:দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে জেলে মৎস্যজীবিরা স...
11/06/2025

দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে ফিরছেন জেলেরা, ঘাটজুড়ে উৎসবের আমেজ

নিরব টিভি:

দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে জেলে মৎস্যজীবিরা সাগরে যাওয়ার জন্য প্রস্ততি নিয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরবিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত উপকূলে মৎস্যঘাট সমূহে সৃষ্টি হয়েছে উৎসবমূখর পরিবেশ। বুধবার (১১ জুন) মধ্যরাতে সাগরে ছুটবে ফিশিংবোট বহর।

১১ জুন দুপুরে দক্ষিনাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম পিরোজপুরের পড়েরহাট মৎস্য বন্দরে গিয়ে দেখা যায়, উৎসবমূখর পরিবেশে জেলেদের নিজ নিজ ফিশিংবোটে মাছ ধরার জাল, বরফ, জ্বালানীতেলসহ রসদ সামগ্রী বোঝাই করতে দেখা গেছে। তবে জেলার বিভিন্ন স্থান থেকে ১১ ও ১২ জুন সাগরে ছুটবে স্থানীয় ফিশিংবোট বহর।

মৎস্য বিভাগ মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা ১১ জুন মধ্য রাত ১২টায় শেষ হবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়া মাত্রই জেলেরা মাছ ধরার জন্য ফিশিংবোট নিয়ে বঙ্গোপসাগরে যাত্রা করবে।

দক্ষিণের মৎস্যবন্দরখ্যাত পাড়ের হাটের চিতলিয়া গ্রামের বাসিন্দা আ: রহমান, টগড়া গ্রামের বাসিন্দা আব্দুস ছোবাহান, জিলবুনিয়া গ্রামের জেলে সগির হোসেন, রাজেশ্বর গ্রামের জেলে আঃ সোবহান, আঃ মজিদসহ অনেক জেলে বলেন, গত দুই মাস মাছ ধরতে না পেরে তাদের পরিবার পরিজন নিয়ে অর্ধাহারসহ অর্থকষ্টে দিন কেটেছে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে জানিয়ে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সীমা কমিয়ে আনার দাবী করেন তারা।

দক্ষিণাঞ্চলের অন্যতম পাড়েরহাট মৎস্য আড়ৎদার মো. ইকবাল, মো. সিদ্দিক ও জাহিদুল ইসলাম জানান, পাড়েরহাট মৎস্য মন্দর থেকে বেশিভাগ ১২ জুন মধ্যরাতে সাগরে ছুটবে ফিশিংবোট বহর।

পাড়েরহাট মৎস্য বন্দর মৎস্যজীবী সমিতির সভাপতি মহিউদ্দিন মল্লিক নাছির ও সেক্রেটারি মোস্তফা আকন জানিয়েছেন বলেন, দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে যাওয়ার জন্য প্রস্ততি নিয়েছেন। অনেক জেলে কাজ হারিয়ে অন্যত্র কাজের জন্য ঢাকা, খুলনা, চট্রগ্রামসহ চলে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ফিশিংবোট মালিকগণ। দেশীয় জেলে মৎসজীবিদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে বর্তমান সরকার ভারতের সাথে মিল রেখে একই সময়ে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় এদেশীয় জেলেদের সুবিধা হয়েছে এ জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। এ মৎস্যবন্দরখ্যাত পাড়ের হাটের বাসিন্দা মহিউদ্দিন মল্লিক নাছির ও মোস্তফা আকন মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, উপকূলীয় অঞ্চলে কয়েকশত মাছ ধরার ট্রলার থাকলেও ইলিশ মৌসুম শুরুর প্রথম সপ্তাহে (বর্তমানে) দুইশ ট্রলার সাগরে ছুটবে। এদিকে কঁচানদীর তীরবর্তী চরখালী গিয়ে দেখাগেছে জেলেরা মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামী ১১ জুন মধ্য রাতের পরে জেলেরা মাছ ধরতে সমুদ্রে রওয়ানা হবেন। সমুদ্রে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে মৎস্য বিভাগ গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে। তিনি মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, জেলার ৭ উপজেলায় মোট ছোট বড় মিলিয়ে বর্তমানে সাড়ে চারশ ট্রলার রয়েছে।

নিষিদ্ধ সময়ের মধ্যেও বিগত দিনে দেখাগেছে বঙ্গোপ সাগর সহ উপকূলীয় নদ-নদীতে এক শ্রেণীর জেলেরা কারেন্ট জাল সহ বিভিন্ন প্রকার জাল দিয়ে ইলিশ শিকার করছে। এ জন্য অনেক জেলে ও ইলিশ ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছেন সংশি¬স্ট কর্র্র্তৃপক্ষ। দিনের বেলায় নৌবাহিনী, কোস্টগার্ড, ভ্রাম্যমান আদালত স্থানীয় মৎস্য কর্মকর্তা, কর্মচারী এবং পুলিশ নিয়মিত টহল দেয়ার কারনে জেলেরা মাছ শিকার করতে কিছুটা ভয় পেলেও রাতের আধাঁরে তারা মাছ শিকার করে থাকে। জেলার কঁচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধা নদীতে অবরোধের সময় ইলিশ মাছ শিকার করে থাকে বলে নদীর তীরবর্তী সাধারণ মানুষেরা জানিয়েছেন। উপকূলীয় অনেক জেলেদের সাথে আলাপকালে জানাযায়, অতীতে যে ভাবে জেলেরা সাগরে মাছ শিকার করতে যেতে পারত এখন তাদের নানা প্রতিকূতার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয় তার উপর জলদস্যুদের মুক্তিপন আর আইন প্রয়োগকারী সংস্থা বা অন্যকাউকে জানালে লাশ। তাই আদি পেশা মাছ ধরা হওয়ায় সংসার পরিচালনা এবং সন্তান সন্ততিদের আবদারের কথা ভেবে এসব প্রতিকূল অবস্থা মোকাবেলা করেও সাগরে যেতে হয়।

09/06/2025

ভারতে করোনায় ৬ জনের মৃ*ত্যু

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Nirob Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nirob Tv:

Share