Open Barta / ওপেন বার্তা

Open Barta / ওপেন বার্তা হিংসা বিদ্বেষ ভুলে - স্রষ্টার সকল সৃষ্টিকেই ভালোবাসো এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দাও
(3)

19/06/2025

যু'দ্ধ কখনোই শান্তির পথ হতে পারে না।
যেখানে শুরু হয় র'ক্ত, সেখানেই শেষ হয় মানবতা।
বো*মা নয়, দরকার বই। 📚
ঘৃণা নয়, দরকার ভালোবাসা।❤️
বিশ্ব যদি একটু বেশি শুনতো, কম বলতো —
তাহলেই হয়তো সত্যিকারের শান্তির শুরু হতো।🕯️
#মানবতা_জয়_হোক #গল্প

এই শহরের শতশত আলো, গ্ল্যামার, বিলবোর্ড আর বিলাসিতার মাঝেও কিছু জীবন রয়ে গেছে কোণার এক চুপচাপ দেয়ালে।ছবির এই নারীটি হয়তো ...
18/06/2025

এই শহরের শতশত আলো, গ্ল্যামার, বিলবোর্ড আর বিলাসিতার মাঝেও কিছু জীবন রয়ে গেছে কোণার এক চুপচাপ দেয়ালে।
ছবির এই নারীটি হয়তো দিনের পর দিন লড়ছেন একমুঠো ভাত, একটু শান্তি আর মাথার উপরে একটা ছায়ার আশায়।❤️

না আছে ছুটি, না আছে নিশ্চিন্ত ঘুম — তবু জীবন থেমে নেই।
শহরটা তার দিকে তাকায় না, কিন্তু সেও শহরেরই অংশ।
এই কষ্টগুলো কখনো খবর হয় না, ক্যামেরার ফোকাস পায় না — তবু এদের নিয়েই তো আসল ঢাকা শহর।🇧🇩

💔 জানিনা কারো চোখে জল আসে কিনা, কিন্তু এই ছবিতে আমি দেখি লড়াই, সম্মান আর একটা নীরব চিৎকার।

#মানুষ_বাঁচে_লড়েই
#ঢাকার_অন্য_চেহারা
#শ্রমজীবীমানুষ
#মানবতা

#একফোঁটাশান্তি
#জীবন_যুদ্ধ

ঢাকার রাস্তায় আধুনিকতার ছায়া, কিন্তু বাস্তবতা কেমন?উপর দিয়ে উড়ছে মেট্রোরেল, উন্নয়নের প্রতীক। নিচে থেমে আছে শত শত রি...
18/06/2025

ঢাকার রাস্তায় আধুনিকতার ছায়া, কিন্তু বাস্তবতা কেমন?

উপর দিয়ে উড়ছে মেট্রোরেল, উন্নয়নের প্রতীক। নিচে থেমে আছে শত শত রিকশা, যাত্রীদের ক্লান্ত মুখ, চালকদের হতাশা, আর অসহ্য জ্যাম।

একদিকে আমরা গর্ব করি প্রযুক্তি আর অবকাঠামোর, অন্যদিকে চোখের সামনে হাঁটছে ‘পরিকল্পনাহীন শহর ব্যবস্থাপনা’র ন'গ্ন বাস্তবতা।

এই শহরে নিচে আর উপরে — দুই রকম বাংলাদেশ!
উন্নয়নের নাম যদি হয় শুধু “উপরে উঠে যাওয়া”, তাহলে নিচের এই মানুষের জীবন কে দেখবে?

#ঢাকা #ট্রাফিকজ্যাম #রিকশা #মেট্রোরেল #বাস্তবতা #উন্নয়ন_না_বিপর্যয় #চোখে_দেখা_ঢাকা

ঢাকার ব্যস্ত রাজপথে, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে একটি নাম—তারেক রহমান। তাকে ঘিরেই আজ যেন রাজনীতির প্রতিটি শিরা-উপশিরা স্প...
18/06/2025

ঢাকার ব্যস্ত রাজপথে, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে একটি নাম—তারেক রহমান। তাকে ঘিরেই আজ যেন রাজনীতির প্রতিটি শিরা-উপশিরা স্পন্দিত। সরাসরি রাজনীতিতে উপস্থিত না থেকেও, লন্ডনের দূর প্রবাস থেকে তার দেওয়া বক্তব্যে উত্তাল হয়ে ওঠে দেশের রাজপাট। 🇧🇩

কখনো আশার বাতিঘর, কখনো বিতর্কের কেন্দ্র। 💖

একদিন খোলা চায়ের দোকানে বসে আমি বললাম
“ভাই, মানুষ যাকে দেখে না, যার কণ্ঠ শুধু ইউটিউবে শুনে, সে কীভাবে এত শক্তিশালী হয়?”
দোকানদার মুচকি হেসে বলে,
“নেতৃত্ব চোখে নয়, প্রভাব পড়ে হৃদয়ে। রাজনীতির কেন্দ্রবিন্দু তো সে কারণেই।” 🫂

দিন যায়, বছর গড়ায়। রাজনৈতিক পালাবদলে নেতাদের মুখ বদলায়, কিন্তু ছায়ার মতই থেকে যায় এক নাম—তারেক রহমান। তিনি না থেকেও আছেন। তাঁর নামেই আবার জেগে ওঠে জনতা, আবার বাঁধে বিতর্ক। 💖
#গল্প #তারেক #বিএনপি #রাজনীতি

17/06/2025

"চরিত্র হারালে মানুষ বেঁচে থাকলেও, সে আসলে মরে যায়।
বিবেকই মানুষের আসল পরিচয়—
যেখানে বিবেক নেই, সেখানে ভালোবাসা, সততা, মানবতা—সবই মিথ্যে।
আয়নায় মুখ দেখা যায়, কিন্তু আত্মা দেখা যায় বিবেকের চোখে।
নিজেকে বদলাও, কারণ মানুষ হয় জন্মে নয়, নিজের চরিত্রে।" #গল্প #অনুভূতি

বিশ্ববাসী এখন তাকিয়ে আছে — যু'দ্ধ নামবে, নাকি বুদ্ধি দিয়ে সামলানো যাবে এই সংঘ*র্ষ 🌋মধ্যপ্রাচ্যে আবারও যু'দ্ধের গন্ধ। ইর...
17/06/2025

বিশ্ববাসী এখন তাকিয়ে আছে — যু'দ্ধ নামবে, নাকি বুদ্ধি দিয়ে সামলানো যাবে এই সংঘ*র্ষ 🌋

মধ্যপ্রাচ্যে আবারও যু'দ্ধের গন্ধ। ইরান ও ই'স'রা'য়েলের মধ্যে চলমান উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের হুমকি-ধমকির পালা, সামরিক মহড়া ও পাল্টাপাল্টি আক্রমণের ইঙ্গিত গোটা বিশ্বকে এক অস্থির অবস্থায় ঠেলে দিয়েছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল ইতিমধ্যে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা সময়ই বলবে।
#খবর #যুদ্ধ

🌧️ ঢাকার এক ব্যস্ত গলিপথ। বৃষ্টিতে ভিজে রাস্তাগুলো কাদায় মাখামাখি, বিল্ডিংয়ের জানালাগুলো থেকে ঝুলে আছে ভেজা কাপড়, কেউ...
17/06/2025

🌧️ ঢাকার এক ব্যস্ত গলিপথ। বৃষ্টিতে ভিজে রাস্তাগুলো কাদায় মাখামাখি, বিল্ডিংয়ের জানালাগুলো থেকে ঝুলে আছে ভেজা কাপড়, কেউ আবার ছাতা ছাড়াই ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। 🌧️

এই ভেজা শহরের মাঝখানে সাইকেল চালিয়ে যাচ্ছে এক যুবক—তার পিঠে বাঁধা কয়েকটা বড় প্লাস্টিকের ক্যারেট, একহাতে খাবারের ব্যাগ। নাম তার রফিক। 🍛

রফিক কোনো কোম্পানির ডেলিভারি ম্যান না, সে নিজের হাতে তৈরি করা পাউরুটি আর কলা বিক্রি করে শহরের ছোট দোকানগুলোতে।
বৃষ্টি তার গতি কমায়, কিন্তু থামায় না। কারণ, ঘরে তার মা অসুস্থ, বোন স্কুলে যেতে চায়, আর বিদ্যুতের বিল বাকি পড়েছে গত মাস থেকে।

দোকানের ছাউনির নিচে দাঁড়ানো এক বৃদ্ধ তাকে দেখে বলে,
“এই বৃষ্টির দিনে বাইরে নামিস কেন রে বাবা?”
রফিক হেসে, বলে,
“ভাই, পেট তো আর বৃষ্টির দিন বোঝে না!”

এই শহরের বৃষ্টি রোমান্টিকতা ধারণ করে কারো ক্যামেরায়, আবার কাঁদায় অনেকের পায়ে হেঁটে ফেরা গল্প। রফিকদের মতো মানুষদের জন্য বৃষ্টি মানে ঠাণ্ডা নয়, বরং ভেজা জামায়ও রুটি পৌঁছে দেওয়ার সংগ্রাম। 🌧️❤️

#গল্প

তিনি মাছের ঝোল তুলে দিতে দিতে বলেন,“সবাই ভাবে আমি খাবার বিক্রি করি, আসলে আমি বিক্রি করি মায়া, ভালোবাসা, আর একটা ঘরের স্ব...
17/06/2025

তিনি মাছের ঝোল তুলে দিতে দিতে বলেন,
“সবাই ভাবে আমি খাবার বিক্রি করি, আসলে আমি বিক্রি করি মায়া, ভালোবাসা, আর একটা ঘরের স্বাদ ----- 🍛🍚

গল্পের নাম: "মায়ের হোটেল"❤️

পথের ধারে ছোট্ট একটি হোটেল। নেই ঝাঁ-চকচকে signboard, নেই বড় বড় চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা। তবুও প্রতিদিন দুপুরবেলা ভীড় লেগে থাকে। কারণ একটাই—ডালিয়া আপার হাতে রান্না করা সেই ঘরোয়া স্বাদের মাছ, ডাল, আর ভর্তা।

ডালিয়া আপা এক সময় ছিলেন একজন গৃহিণী। অভাব, অনিশ্চয়তা, আর সমাজের তিরস্কার তাকে একসময় এই ছোট্ট দোকান দিতে বাধ্য করে।

অনেকেই বলেছিল, “মহিলার আবার হোটেল চালানো?”
কিন্তু তিনি মুখ নিচু করেননি। মায়ের হাতে বানানো খাবারের মতো করে নিজের রান্না শুরু করেন। প্রথম দিকে কেবল চার-পাঁচজন খেত, এখন প্রতিদিন লাইন পড়ে যায়।

এই হোটেল কেবল খাবারের জায়গা না, এটা একটা সাহসের গল্প, এক মায়ের প্রেমের গল্প, এক নারীর টিকে থাকার গল্প।❤️
#গল্প #হোটেল

সকালের মেঘলা আকাশ। ঝড় আসবে কি না বোঝা যাচ্ছে না, তবে বাতাসের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা। শহরের পুরনো এই পাঁচতলা বিল্ডিংয়ে...
17/06/2025

সকালের মেঘলা আকাশ। ঝড় আসবে কি না বোঝা যাচ্ছে না, তবে বাতাসের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা। শহরের পুরনো এই পাঁচতলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে পেছনে ফেলে আসা সময়গুলো যেন এখনো তাকে জড়িয়ে রেখেছে, এই রঙচটা দেয়ালগুলোর মতোই। 🌧️

হঠাৎ এক ঝাঁক পাখি উড়ে গেল মাথার ওপর দিয়ে—বাঁধা থাকলে উড়তে পারা যায় না, আর একবার উড়ে গেলে ফিরেও আসে না।

এভাবেই শহরের ব্যস্ততার মাঝে, নিঃসঙ্গ জীবনে পাখির ঝাঁক একটা ছোট্ট নাড়া দিয়ে গেল—যা কেউ দেখল না, কেবল আকাশ জানলো।
#গল্প

একটা সময় ছিল, যখন আকাশটা ছিল নীল, পাখিরা গান গাইত, গাছেরা বাতাসে দুলত শান্তিতে। কিন্তু মানুষ? তারা তো শান্তিতে থাকতে জা...
16/06/2025

একটা সময় ছিল, যখন আকাশটা ছিল নীল, পাখিরা গান গাইত, গাছেরা বাতাসে দুলত শান্তিতে। কিন্তু মানুষ? তারা তো শান্তিতে থাকতে জানে না। 🇧🇩🚑

প্রতিটি দেশের নেতা ভাবল, "আমরা যদি আরও শক্তিশালী হই, তবে কেউ আমাদের স্পর্শ করতে পারবে না।" তাই তারা বানালো মিসাইল, পারমাণবিক বো'মা, ড্রোন, লেজার অস্ত্র। প্রতিযোগিতা শুরু হলো—কে পৃথিবীকে সবচেয়ে দ্রুত ধ্বংস করতে পারে। 🗽🗼🇮🇱🇵🇰🇦🇺🎌🚩

ছোট্ট একটা মেয়ে ছিল, নাম তার নীলা। সে একদিন বাবাকে জিজ্ঞেস করেছিল,
— "বাবা, এত অস্ত্র দিয়ে কী করো?"
বাবা—একজন বিজ্ঞানী—চুপ করে থাকেন। তিনি জানেন, এই অস্ত্র বানাতে গিয়ে তিনি নিজের ভবিষ্যৎ শিশুটার পৃথিবীটাই নষ্ট করে ফেলছেন। 🎄🎋

এদিকে যু'দ্ধ শুরু হলো—প্রথমে কেবল এক দেশের ওপর, তারপর আরেকটি, তারপর সারা পৃথিবী। মাটি কালো হলো, নদী র'ক্তে রাঙা। মানুষের মুখে মুখে শুধুই আ'ত'ঙ্ক: কে বাঁচবে, কে ম'র'বে? ☠️

নীলা তখন একটা গর্তে লুকিয়ে বসে, মায়ের গলা ধরে কান্না করছিল। সেই কান্না ছিল পৃথিবীর শেষ শিশুর কান্না।

একটা সময়, নিস্তব্ধতা। অস্ত্র থেমে গেল। কেউ আর লড়তে পারল না—কারণ আর কেউ ছিল না।

আর নীলা? সে বাঁচেনি। কিন্তু তার শেষ চিঠিতে লিখে গিয়েছিল:

"যদি তোমরা আবার পৃথিবীতে ফিরে আসো, দয়া করে গাছ লাগিয়ো, যু'দ্ধ নয়। পাখিদের গান শোনো, বো'মার শব্দ নয়।"

--- পৃথিবী আমাদের, বাঁচিয়ে রাখাটাও আমাদের দায়িত্ব। যু'দ্ধ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে।

16/06/2025

ঢাকা থেকে ভোলা যাওয়ার ফেরি এক মোটরসাইকেল নিয়ে যত কান্ড ❤️ #নদী #ভোলা

গল্প: রেললাইনের পাশের জীবন --- ❤️🛤️🚇ঢাকার এক কোণায়, শহরের কোলাহলের পাশে চলে গেছে পুরোনো রেললাইন। দিনের আলোয় রেললাইনের ...
16/06/2025

গল্প: রেললাইনের পাশের জীবন --- ❤️🛤️🚇

ঢাকার এক কোণায়, শহরের কোলাহলের পাশে চলে গেছে পুরোনো রেললাইন। দিনের আলোয় রেললাইনের দুই পাশে বসে আছে একেকটা ছোট্ট দুনিয়া—তাঁবুর নিচে মানুষ, ক্ষুদ্র দোকান, চায়ের স্টল, সবজি আর ফলের ছোট ছোট চাটাই বিছানো।

এই লাইনের পাশেই থাকে লাবু। তার বয়স মাত্র ১২, কিন্তু চোখে-মুখে বড়দের মত চিন্তা। প্রতিদিন সকালে সে তার মাকে নিয়ে আসে, একটা নীল ত্রিপল দিয়ে বানানো ছোট্ট দোকান খুলে বসে। দোকানে চটপটি, চা আর কিছু শুকনো বিস্কুট। মা চা বানান, আর লাবু চটপটি মেশায়, গ্লাস ধুয়ে দেয়।

রেললাইন দিয়ে মাঝে মাঝে ট্রেন আসে, হুইসেলের শব্দে দোকানের ছেলেমেয়েরা হুট করে সরে যায়। আবার শান্ত হয়ে যায় চারপাশ।

একদিন লাবু বলল তার মাকে,
“মা, আমি বড় হয়ে দোকান করবো না, আমি পুলিশ হবো। এই রাস্তায় যারা ছোটদের মারতে আসে, তাদের আমি ধরবো।”
মা শুধু হেসে বললেন,
“তুই যা চাস, তাই হ। তবে আগে পড়তে শিখ।”

রেললাইনের পাশের এই ছোট্ট দুনিয়াটা লাবুর স্কুল, তার স্বপ্নের খাতা, আর প্রতিদিনের যু'দ্ধ। শহরের মানুষ হয়তো তাড়াহুড়ো করে চলে যায়, কিন্তু লাবুর চোখে এই রাস্তাই জীবনের গল্প।
#ট্রেন #গল্প

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Open Barta / ওপেন বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Open Barta / ওপেন বার্তা:

Share