Youtuber Association in Bangladesh-YAB

Youtuber Association in Bangladesh-YAB বড় পর্দায় তোমার ভিডিও দেখবে জনতা

সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই ইয়াবের পক্ষ থেকে।
16/12/2023

সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই ইয়াবের পক্ষ থেকে।

২ নভেম্বর ড্রীম কার এর ২য় বর্ষপূর্তি উপলক্ষ্য ইয়াবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
02/11/2023

২ নভেম্বর ড্রীম কার এর ২য় বর্ষপূর্তি উপলক্ষ্য ইয়াবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

13/10/2023

স্বাগত বক্তব্য রাখছেন ইয়াব কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিন আহমেদ 7 অক্টোবর 2023 এর ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সামাজিক ভিডিও নির্মানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায়।
এছাড়া সভায় আগত সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সভা পরিচালনা ও সঞ্চালনা করেছেন ইয়াব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম. ফারুক এবং অর্থ সম্পাদক মাঈন উদ্দিন আল আপন।

7 অক্টোবর 2023 এর ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সামাজিক ভিডিও নির্মানের  গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখছেন ইয়াব ক...
11/10/2023

7 অক্টোবর 2023 এর ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সামাজিক ভিডিও নির্মানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখছেন ইয়াব কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিন আহমেদ।
এছাড়া সভায় আগত সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সভা পরিচালনা ও সঞ্চালনা করেছেন ইয়াব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম. ফারুক এবং অর্থ সম্পাদক মাঈন উদ্দিন আল আপন।

7 অক্টোবর 2023 এর ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সামাজিক ভিডিও নির্মানের  গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় আরো যারা বক্তব্য প্রদান করেছ...
11/10/2023

7 অক্টোবর 2023 এর ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সামাজিক ভিডিও নির্মানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় আরো যারা বক্তব্য প্রদান করেছেন,
কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শেখ শাহাবুদ্দিন,
সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম,
সাবেক আহবায়ক নূর মোহাম্মদ,
সাবেক সাধারণ সম্পাদক লায়ন মো. সাহাব উদ্দিন ভুইয়া,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইফফাত জামান রুপা,
নাট্য পরিচালক হেদায়াতুল্লাহ তুর্কি।
ছবিতে সেই আনন্দঘন মুহুর্ত।
সভা পরিচালনা ও সঞ্চালনা করেছেন ইয়ােব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম. ফারুক এবং অর্থ সম্পাদক মাঈন উদ্দিন আল আপন।
এছাড়া সভায় আগত সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন ইয়াব কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিন আহমেদ।

10/10/2023

YAB Big Screen Video Festival Season 2 অনুষ্ঠানে কথা কইও না গানের তালে নৃত্যশিল্পী ও ইয়াব সদস্য সাফা মারওয়ার অসাধরণ নৃত্য পরিবেশন

প্রদর্শনীতে ফেস্টিভ্যাল ক্রেস্ট পেয়েছেন ইয়াব সদস্য, মো. শামিম উল্যাহ, ভিডিওঃ শর্ট ফিল্ম, ভূতের বাড়ি এবং চোর পুলিশের খেলা...
10/10/2023

প্রদর্শনীতে ফেস্টিভ্যাল ক্রেস্ট পেয়েছেন ইয়াব সদস্য, মো. শামিম উল্যাহ, ভিডিওঃ শর্ট ফিল্ম, ভূতের বাড়ি এবং চোর পুলিশের খেলা। শাওন আহম্মেদ, ভিডিওঃ মিউজিক ভিডিও, অনেক সাধের ময়না এবং বাবা। মনিরুল ইসলাম মনির ভিডিওঃ সচেতনতামূলক,মাদক মুক্ত সমাজ গড়ুন। সাফা মারওয়া, ভিডিওঃ নাটক, খাৎনাতে তোমাকে দাওয়াত। মো. আলমগীর ঢালী, ভিডিওঃ মিউজিকাল ফিল্ম, কিছু কিছু মানুষের জীবনে। মো. সোলায়মান মামুন, ভিডিওঃ ট্র্যাভেলিং ব্লগ, কাতার ভ্রমণ। দূর্জয় পাটোয়ারী, ভিডিওঃ সচেতনতামূলক, ছেলের বউয়ের অত্যাচার। ডা. জুয়েল রানা, ভিডিওঃ সচেতনতামূলক, ইনহেলার। রাশেদুল ইসলাম রাশেদ, ভিডিওঃ সচেতনতামূলক, নেশা। খাদিজা খাতুন [মধুলতা], ভিডিওঃ শর্ট ফিল্ম, শাঁখা। লায়ন মো. সাহাব উদ্দিন ভূঁইয়া
ভিডিওঃ মিউজিকাল ফিল্ম, মা কি ভুল করেছি আমি। মো. নাজিম উদ্দিন ও আপন, ভিডিওঃ নাটক, কেন এমন হলো। সেলিম রেজা, ভিডিওঃ শর্ট ফিল্ম, বেয়াদব চেয়ারম্যান।

10/10/2023

এবার ইয়াবের উদ্যোগে দশটি গল্পের শুটিং হবে।
ইয়াবের এই টিমে যুক্ত হয়ে আপনিও আপনার চ্যানেলের জন্য একটি গল্প নির্মাণ করতে পারেন।

প্রতিদিনের সংবাদ পত্রিকায় ৩য় পৃষ্ঠায় আমাদের সংবাদটি পরিপূর্ণ প্রকাশিত হয়েছে।ধন্যবাদ পিআর পার্টনার কিউরিয়াস মিডিয়াক...
10/10/2023

প্রতিদিনের সংবাদ পত্রিকায় ৩য় পৃষ্ঠায় আমাদের সংবাদটি পরিপূর্ণ প্রকাশিত হয়েছে।

ধন্যবাদ পিআর পার্টনার কিউরিয়াস মিডিয়াকে

ই-পেপার | প্রতিদিনের সংবাদ | Page 01

Address

Rajarbag

Telephone

+8801674213910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youtuber Association in Bangladesh-YAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Youtuber Association in Bangladesh-YAB:

Share

Category

ইয়াবের সদস্য কেন হবেন?

১. প্রতিবছর প্রতি ১০০ জনের মধ্যে ১ জন পরিচালক ও ১ জন প্রডিউসারকে সেরা হিসেবে পুরষ্কৃত/এওর্য়াড প্রদান করা হবে। ২. ইউটিউব সংক্রান্ত তথ্য সহযোগীতা বা সমস্যা সমাধানের সহযোগীতা পাওয়া যাবে। ৩. ইউটিবার হওয়া বা নতুন চ্যানেল খোলার পরিপূর্ণ সহযোগীতা পাওয়া যাবে। ৪. প্রতিবছর ইউটিউবারদের মিলন মেলা বা পিকনিকে পরষ্পর পরিচিতি লাভের সুযোগ পাওয়া যাবে। ৫. শর্ত সাপেক্ষে আর্থিক ঋণ সুবিধা বা ভিডিও নির্মান সহযোগীতা পাওয়া যাবে। ৬. ইউটিউব সংক্রান্ত যে কোন সহযোগীতা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। ৭. প্রতিবছর বড় পর্দায় প্রত্যেক সদস্য একটি করে ভিডিও প্রদর্শনীর সুযোগ পাবে। ৮. প্রতিবছর কোন একটি জাতীয় অডিটরিয়ামে ইয়াবের এওর্য়াড অনুষ্ঠান আয়োজন করা হবে। ৯. মনোটাইজড ও নন মনোটাইজড ইউটিউব চ্যানেল ক্রয় ও বিক্রয় করা যাবে ইয়াবের মধ্যস্ততায়।